নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কিছুক্ষন আগে প্রথম আলোর অনলাইন সংস্করন পড়ছিলাম। প্রধান আটটা সংবাদের প্রায় সবগুলিই এই সরকারের 'গুনগান'। এরা কোমর বেধে নেমেছে কিভাবে তথ্য সন্ত্রাসের মাধ্যমে ৭১ এর পরাজিত শক্তি কে আবার ক্ষমতায় আনা......
তারা চোখে ঠুলি দিয়েছে যে দেখে না যে চট্রগাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষকের দুইটি বাসে শিবিরের বোমা, গুলিতে ১৩ জন শিক্ষক আহত ........ তার কোন খবর নাই........।
কিন্তু ঠিকই দেখে যে চট্রগ্রামে ছাত্রলীগ ট্রেনের টিকেট না পেয়ে ভাংচুর করাকে....।
আপনি যদি ইয়োলো জার্নালিজম না করেন তাহলে দুইটা খবরই দিন.. তারপরে গলা বাড়িয়ে প্রথম আলো দাবী করে যে উনারা সাংবাদিকতার পথিকৃত.......আপনারা যদি বলেন যে আমরা "আমার দেশ" পত্রিকার মত, তাহলে কোন প্রব্লেম নাই।
এর আগেও লিখেছিলাম যে ২৫০০ বছরের মধ্যে বংগবন্ধুর ৭ই মার্চের ভাষনকে অন্যতম বলে সিলেক্ট হওরায় খবর প্রথম আলো চেপে যাবে ...... ঠিকই চেপে গেছে।
Click This Link
আজ আমেরিকার স্বনামধন্য পিউ রির্সাচ কোম্পানী (জনমত সার্ভে করার জন্য পৃথিবীর মধ্যে অন্যতম কোম্পানী) বাংলাদেশের ইকনমির উপর জনমত সার্ভে করে তাতে ৭১% জনগন বর্তমান ইকনমির কন্ডিশনে হ্যাপি বলে মত দিয়েছেন..........
Click This Link
এসব খবর প্রথম আলোর নজরে আসে না.........। শুধু বসে আছে কখন বানিয়ানগরের ছাত্রলীগের দপ্তর সম্পাদক দলের নাম ভাংগিয়ে কোন অপকর্ম করে.......সাথে সাথে দুই কলামে লাল রং হেডলাইন
এই ধরনের সুযোগ সন্ধানী নেতাতে সব দলেই ভরপুর কিন্তু কারোটাই প্রথম আলোর চোখে পড়ে না
কেননা উনারা এক চোখের সত্যের সন্ধানী.........
কিন্তু লাভ তো হচ্ছে না ........এই সরকার তো ঝেকে বসছে.....।
১১ ই সেপ্টেম্বর, ২০১৪ সকাল ৯:০৮
কলাবাগান১ বলেছেন: এরা ১৯৭১ সনকে প্রশ্নবিদ্ধ করতে উঠে পড়ে লেগেছে....... ধারাবাহিক ভাবে তাজউদ্দিনের মেয়ের বই, একে খন্দকারের বই প্রকাশ করে কিন্তু স্বাধীনতার স্বপক্ষে লিখা বই এর কথা এরা ছাপে না (এম আর আক্তার মুকুল, মুসা সাদিক).............
১৯৭১ কে প্রশ্নবিদ্ধ করে কেউ বাংলাদেশে ঠিকতে পারবে না.......। এটা অনলাইনের যুগ ..... চোখকান খোলা রাখলে সব জানা যায় ..বুঝা যায়.. তথ্য সন্ত্রাসের যুগ ছিল ইন্টারনেটের আগে.... কিন্তু প্রথম আলো টের পাচ্ছে না যে এরকম একপেশে খবর ছেপে তারা টয়লেট পত্রিকায় পরিনত হচ্ছে
২| ১১ ই সেপ্টেম্বর, ২০১৪ দুপুর ১২:৪৯
নীল আকাশ ২০১৪ বলেছেন: আপনি কি দল কানা নাকি জন্মকানা? নইলে বাসে বোমা হামলার খবর আপনার চোখ এড়িয়ে গেল কি করে?
৩| ১১ ই সেপ্টেম্বর, ২০১৪ দুপুর ১২:৫২
নীল আকাশ ২০১৪ বলেছেন: অনলাইন সংস্করনের লিংক এখানে
১১ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ১১:৩১
কলাবাগান১ বলেছেন: যত তাড়াতাড়ী সম্ভব প্রথম পাতা থেকে খবরটা উধাও হয়েছিল বিধায় চোখে পড়েনি কিন্তু প্রথম আলোর সুক্ষ চেস্টা শিবিরকে বাচানোর জন্য বুঝা যায় শিরোনামে (শুধু ছাত্রলীগ ও পুলিশ বলছে শিবির দায়ী) আর ছাত্রলীগ করলে তখন আর অপর পক্ষের কথা না লিখে সরাসরি ছাত্রলীগ দায়ী দুই কলামে লিখেও শেষ হয় না। যেখানে শিক্ষকরা নিজে বলছে শিবির বোমা মেরেছে, অন্য পত্রিকা বলছে শিবির করেছে , সেখানে প্রথম আলোর খবর হল ব্যাপারটাকে আরো ঘোলাটে করা। আমরা তো সব ই বুঝি নাকি প্রথম আলো আমাদের বেকুব ভাবে???
৪| ১২ ই সেপ্টেম্বর, ২০১৪ সকাল ১১:১৪
নীল আকাশ ২০১৪ বলেছেন: আপনার দুঃখটা কোথায় বুঝতে পারছি, ভাই! খবরটা যদি প্রথম আলো এভাবে না দিয়ে বাংলানিউজের মত করে দিত, তবে হয়তোবা আপনার শান্তি হত। কিন্তু মিথ্যাচার করে বাংলানিউজ তো পার পায়নি - ঠিকই ধরা খেয়ে গেছে । আপনি যদি নিশ্চয়তা দিতে পারেন যে, মিথ্যাচার করলে প্রথম আলো ধরা খাবেনা, তারাও অবশ্যই শিবিরের ওপর দোষ চাপাবে।
শিবিরকে ভিলেন বানাবার জন্য সমস্ত মিডিয়া এক পায়ে খাড়া আছে। কিন্তু তাদেরকে সাপোর্ট দিতে হলে শিবিরকেও তো অপকর্ম করতে হবে, নাকি বলেন?
©somewhere in net ltd.
১| ১১ ই সেপ্টেম্বর, ২০১৪ সকাল ৮:৫৩
আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: প্রথম আলোর সাবসিডিয়ারি প্রথমা প্রকাশন এ কে খোন্দকারের বিতর্কিত বই প্রকাশ করেছে, এটা তো বললেন না ভাই!