নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
যেদিন বাংলাদেশ মংগল গ্রহে একবারের প্রচেষ্টায় রকেট পাঠাতে পারবে, তখন ভারতের বিজ্ঞান নিয়ে সমালোচনা করব।
আইয়ুব বাচ্চুর কনসার্টে লাখো যুবক, হেফাজতের ধর্মের বটিকা খাওয়ার জন্য লাখো লাখো যুবক রাস্তায়,
আর জাতীয় বিজ্ঞান লাইব্রেরীতে (ব্যান্সডক) সারাদিন ১৬-১৭ জন পাঠক... এই হল আমরা... আর আমরা সমালোচনা করেই যাব কিন্তু যারা আগানোর তারা ঠিকই জ্ঞানে বিজ্ঞানে এমন যায়গায় যাবে যে আমরা বসে বসে তাদের আবিস্কারের গেজেট/ঔষুধ এগুলির জন্য হাভাতের মত তাকিয়ে থাকব।
২| ২৫ শে নভেম্বর, ২০১৪ ভোর ৫:১৬
খেলাঘর বলেছেন:
বাংগালীকে পড়ালেখায় আনার সুযোগ এসেছিল ১৯৭২ সালের জানুয়ারী মাসে; সেই সুযোগ হাতছাড়া হয়ে গেছে।
৩| ২৬ শে নভেম্বর, ২০১৪ সকাল ৯:০৯
খেলাঘর বলেছেন:
সমালোচনা করতে হলে এনালাইসিস ক্যাপাসিটি দরকার; এগুলো বাংগালীরা কখনো শোনেনি।
©somewhere in net ltd.
১| ২৩ শে নভেম্বর, ২০১৪ বিকাল ৩:৫৬
অন্ধবিন্দু বলেছেন:
কলাবাগান১,
হুম। সচেতনতা এবং আগ্রহের যথেষ্ট কমতি দেখছি এবং চিন্তিত ...