নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কথায় বলে অল্প বিদ্যা ভয়ংকরী......... নেট খুজে খুজে আরো জোরালো যুক্তি দিলেও বুঝতে পারতাম যে কস্ট করে খুজে নিয়ে ইভুলিউশান এর বিরুদ্ধে কিছু একটা লিখেছে...... কিন্তু বাল্যখিল্য যুক্তি নিয়ে যখন বলে যে মানুষ থেকে বানর হতে কেন দেখি না তখন মুখ টিপে হাসা ছাড়া আর কোন উপায় থাকে না...... যারা এটা বলে তারা হয়ত উচ্চ মাধ্যমিকে থারমোডিনামিক্সের দ্বিতীয় সুত্র পড়ে নাই বা হয়ত পড়লেই বুঝতে পারে নাই ... এনট্রপি যে কি জিনিস সেটা বুঝলে এই নেচার কে বুঝতে অনেক সুবিধ হত। নেচার মুভস towards 'disorders'. why is it whenever rooms are cleaned, they become messy again in the future? Certain things happen in one direction and not the other, this is called the "arrow of time" and it encompasses every area of science.
if there is no arrow of time, then nobody exists...... The universe exists because of the arrow of time. The universe is expanding not shrinking because of this increasing entropy ("disorders". Though mathematically it is possible to say that time flows backward but nature will not allow this happen.
একটা গ্লাস কে আপনি সব সময় ভাংতে দেখবেন, ভাংগা গ্লাস কে কখনও জোড়া লাগতে দেখবেন না। বোতলের মধ্যের ধুয়া বোতল থেকে বাহিরেই যাবে কখন ই বাহির থেকে বোতলে ঢুকবে না.. এটাই নেচার...। এখন যদি প্রশ্ন করেন যে আমরা কেন বুড়ো হই ?? বুড়ো থেকে বাচ্চার দিকে কেন যাই না.... সেই প্রশ্নের ও উত্তর entropy তে আছে....।
২৮ শে নভেম্বর, ২০১৪ রাত ৩:৫৩
কলাবাগান১ বলেছেন: এ্যারো অফ টাইম বুঝার জন্য পিবিএস এর এই সিরিজ যেটা আমি বোধ হয় ১০-১২বার দেখেছি (রেকর্ড করা আছে) তা দেখতে পারেন
http://www.pbs.org/wgbh/nova/physics/fabric-of-cosmos.html
২| ২৮ শে নভেম্বর, ২০১৪ রাত ৩:১০
*কুনোব্যাঙ* বলেছেন: সমস্যা হচ্ছে সবাই সব বিষয়ে বিশেষজ্ঞ মত দিতে চায়। আর অল্পবিদ্যার সুবিধা হচ্ছে তা দিয়ে খুব তাড়াতাড়ি একটা সিদ্ধান্তে আসা যায়, হাতির কানে হাত বুলিয়েই সিদ্ধান্তে আসা যায় হাতি দেখতে কুলার মতো।
২৮ শে নভেম্বর, ২০১৪ রাত ৩:৪৭
কলাবাগান১ বলেছেন: বুদ্ধিমান কেউ একজন বলতে পারেন যে ঘর গোছানোর মাধ্যমে আপনি তো এনট্রপি কে কমাতে পারেন.... তাহলে কেন বলেন যে এনট্রপি কেবল বাড়েই???? কিন্তু চিন্তা করে দেখুন যখন ঘর গোছানো হচ্ছে তখন যে শব্দ, ক্যালিরী বার্ন হচ্ছে, তা দ্বারা কিন্তু ওভারঅল এনট্রপি বাড়চ্ছেই.....।
৩| ২৮ শে নভেম্বর, ২০১৪ রাত ৩:১৪
এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা বলেছেন:
লিঙ্ক দেন, দেখি
২৮ শে নভেম্বর, ২০১৪ রাত ৩:৪০
কলাবাগান১ বলেছেন: খুজে দেখুন পেয়ে যাবেন আজকের পোস্টগুলির মধ্যে
৪| ২৮ শে নভেম্বর, ২০১৪ ভোর ৪:০২
এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা বলেছেন:
পেয়েছি পোষ্টটা।
ফানি!
২৮ শে নভেম্বর, ২০১৪ ভোর ৫:৩০
কলাবাগান১ বলেছেন: আমি ব্লকড ওখানে
৫| ২৮ শে নভেম্বর, ২০১৪ ভোর ৫:৫৫
এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা বলেছেন:
বায়োলজিস্টকে ভয় পায়
৬| ২৮ শে নভেম্বর, ২০১৪ ভোর ৬:২৯
দিকভ্রান্ত*পথিক বলেছেন: বিজ্ঞানের ছাত্র নই একাডেমিক দিক দিয়ে কিন্তু বিজ্ঞান প্রচুর টানে বিধায় পড়াশুনা করতেই হয় মনের খোরাক যোগাতে। রায় দেয়া আমার সাধ্যের বাইরে তবে পার্সোনালি, এভোলুশনের থিওরী আমার যথেষ্ট যৌক্তিক মনে হয়েছে। যদিও অনেক মিসিং লিংক এখনও রয়ে গেছে।
বিনোদোনের লিংক দিয়ে বাধিত করবেন!
৭| ২৮ শে নভেম্বর, ২০১৪ সকাল ১০:২৫
খেলাঘর বলেছেন:
একটা নিদ্দিস্ট লেভেল অবধি বৈজ্ঞানিক ব্যাখ্যা বুঝা কঠিন।
৮| ২৮ শে নভেম্বর, ২০১৪ সকাল ১০:৩৮
৯| ২৮ শে নভেম্বর, ২০১৪ সকাল ১১:০২
মামুন রশিদ বলেছেন: সবাই সবকিছু নাও জানতে পারে । কিন্তু আমরা বেশিরভাগ সময় সিদ্ধান্তমুলক মতামত দিয়ে দেই ।
১০| ২৯ শে নভেম্বর, ২০১৪ রাত ১২:৫০
রিফাত হোসেন বলেছেন: হুম ... বুঝলাম তাহলে এর থেকে বড় অপরাধ তো রাষ্ট্র পরিচালনায় কি নয় ?
যেখানে নৌ মন্ত্রী হলে মেরিনার হতে হবেই !
প্রতিরক্ষামন্ত্রী হলে পুলিশ বা সামরিক বা সমতুল্য বিভাগ থেকে উঠে আসতে হবে ।
স্বাস্থ্য মন্ত্রীকে ডাক্তার হতে হবেই...
রেল মন্ত্রীকে বা যোগাযোগ মন্ত্রীকে বুয়েট বা চুয়েট বা সমমানের স্থান থেকে পড়ে আসতে হবে ।
দেশ পরিচালনা করতে গেলে সব দিক দিয়ে পারফেক্ট হতে হবে...
.............
সুতরাং আপনার কথা যুক্তিতে টেকে না । বাংলাদেশ বা বাঙালী জাতি এইভাবে চলে না ।
©somewhere in net ltd.
১| ২৮ শে নভেম্বর, ২০১৪ রাত ৩:০০
এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা বলেছেন:
হা হা।