নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মিথ্যার ও একটা লিমিট থাকে...... এমন সংবাদ শুধু বাংলাদেশের হলুদ পত্রিকাতেই পাবেন।
প্রথম খবরটি দেখি বাংলাদেশ প্রতিদিন পত্রিকায়.. তারা বলেন যে
"মঙ্গলগ্রহে যাচ্ছেন বাংলাদেশের চাঁদপুরের মেয়ে লুলু ফেরদৌস। একটি ডাচ প্রতিষ্ঠানের উদ্যোগে ২০২৫ সাল নাগাদ সেখানে বসতি গড়ার কার্যক্রম চলছে। প্রথম দফায় নাম ঘোষিত মাত্র চারজনের একজন ৩৫ বছর বয়সী লুলু ফেরদৌস।" তা আবার অনেকে সামুতে ও পোস্ট করেন.............
লুলু প্রথম, দ্বিতীয় রাউন্ডে জিতে ৭০৫ জনের সাথে আছেন। উনার সাথে বাংলাদেশ থেকে আরো ৪ জন আছে... এই ৭০৫ জন থেকে ৪ জনকে সিলেক্ট করা হবে কিন্তু এই বেসরকারী উদ্দোক্তাদের যে অবস্হা, এই রকেট কোনদিন মাটি থেকে উৎক্ষেপন হয় কিনা সন্দেহ..... যারা নভোচারী হওয়ার জন্য আবেদন করছেন, তাদের কে পে পালের মাধ্যমে ফি দিতে হচ্ছে......
এত বড় একটা সংবাদ নিয়ে তো পৃথিবীতে হই চই শুরু হয়ে যেত এই চার জন কে নিয়ে কিন্তু পৃথিবীর কোথায় খুজে পেলাম না এই সংবাদ (৪ জন ফাইনালী সিলেক্টেড)
বিস্তারিত এখানে
২| ২৫ শে ডিসেম্বর, ২০১৪ ভোর ৫:০৭
মাসূদ রানা বলেছেন: হাহাহাহা ...... পায়ে হেঁটে নয় ......হামাগুড়ি দিয়ে দিয়ে
২৫ শে ডিসেম্বর, ২০১৪ ভোর ৫:৫৩
কলাবাগান১ বলেছেন: I do not want to demean her. It was the fault of the newspaper. I think they even did not talk with her....... her relatives may have overwhelmed by her selection in the second round
৩| ২৫ শে ডিসেম্বর, ২০১৪ সকাল ৭:৩৮
কলাবাগান১ বলেছেন: হলুদ সাংবাদিকতা কাকে বলে তা আজ দেখিয়েছে মানবজমিন..... হ্যাপির ফরেনসিক রিপোর্ট এখনও সিলগালা করা ... কি লিখা আছে তা ও সি সাহেব ও জানেন না। কিন্তু আজ পত্রিকাতে ফলাও করে খবর যে রুবেলের দ্বারা ধর্ষনের কোন আলামত পাওয়া যায় নি কিন্তু ডাক্তার রা হ্যাপি যে বহুগামী সেটার প্রমান পেয়েছেন...... পৃথিবীর কোন সাইন্সে এর দ্বারা এটা প্রমানিত হল, জানতে ইচ্ছা করে... বাংলাদেশের যে ডাক্তার এটা প্রমান করেছেন ল্যাব টেস্ট দ্বারা, উনাকে তো নোবেল দেওয়া উচিত এমন যুগান্তরী আবিস্কারের জন্য (বহুগামী টেস্ট কিট)
অবশ্য রাজাকার দের পত্রিকা মেয়েদের বিরুদ্ধে লাগবে সেটা তো বলা বাহুল্য
৪| ২৫ শে ডিসেম্বর, ২০১৪ সকাল ৮:২২
যোগী বলেছেন:
তবে অনেক দিন আগে প্রথম আলোতে একটা বড় নিউজ দেখেছিলাম এই টপিকের উপর। তার সাক্ষাতকারও ছিল সেখানে।
২৫ শে ডিসেম্বর, ২০১৪ সকাল ৮:৪৩
কলাবাগান১ বলেছেন: ডেইলি স্টার ঠিক খবরটা দিয়েছিল - প্রথম রাউন্ডে ঠিকে যাবার পর
http://www.thedailystar.net/reaching-the-skies-and-beyond-14582
কিন্তু এখানকার খবর তো ফাইনাল চার জনের একজন হিসাবে সিলেক্টেড হওয়া- যেটা হোক সেটা আমরা সবাই চাই
৫| ২৫ শে ডিসেম্বর, ২০১৪ সকাল ৮:৪৮
যোগী বলেছেন:
আমার যতটুকু মনে পড়ে প্রথম আলো ঠিক ফাইনাল চারের একজন হিসাবেই তাকে দেখিয়েছিল।
সেই ভদ্র মহিলা কে একটা ইমেল করা যেতে পারে।
২৫ শে ডিসেম্বর, ২০১৪ সকাল ৯:০৪
কলাবাগান১ বলেছেন: যেই চারজন ফাইনালে ঠিকবেন, তাদের কে নিয়ে বিশ্বে অনেক হই চই হবে।অন্তত আমিরিকাতে...... আপনি ওনাদের (মারস ওয়ান) ওয়েব সাইটেগেলেই দেখবেন যে চার ধাপের মধ্যে দুই ধাপ শেষ হয়েছে... পরের ধাপ গুলি টিভিতে সরাসরি দেখানোর জন্য স্বত্ত বিক্রি করার চেস্টা করছে তার.
গুগুল নিউজে লুলু ফেরদৌস লিখে সার্চ করুন.. তিনটা নিউজ আসে যার দুটাই বাংলাদেশের
৬| ২৫ শে ডিসেম্বর, ২০১৪ সকাল ৯:০৪
যোগী বলেছেন:
আমার উপরের কমেন্টটায় একটু ভুল আছে, এখানে দেখেন
http://epaper.prothom-alo.com/view/dhaka/2014-03-15/25
৭| ২৫ শে ডিসেম্বর, ২০১৪ বিকাল ৩:৩৬
জামাল হোসেন (সেলিম) বলেছেন: আমিওতো প্রায় চলেই যাচ্ছিলাম। আপনারা জানেন না?
এখানে ক্লিক করুন
৮| ২৫ শে ডিসেম্বর, ২০১৪ রাত ১১:০১
সুমন কর বলেছেন: হুম !
৯| ২৬ শে ডিসেম্বর, ২০১৪ ভোর ৫:৫৮
খেলাঘর বলেছেন:
মংগল গ্রহে যাওয়া শুরু হবে ৫০ বছর পর, ২/১ ট্রিপের পর যাওয়া বন্ধ হয়ে যাবে।
©somewhere in net ltd.
১| ২৫ শে ডিসেম্বর, ২০১৪ রাত ৩:৪৯
খেলাঘর বলেছেন:
লুলু কি পায়ে হেঁটে রওয়ানা দিয়েছেন?