নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
এই ছবিটা দেখে আমি অনেকটাই আপ্লুত যে বাংলাদেশে কখনও এই ছবি দেখব বলে বিশ্বাস ছিল না। মনে হচ্ছে যিনি গাড়ীটা চালাচ্ছেন, উনিও নারী। প্যারেডে নেতৃত্ব দেন চাঁদপুরের পুলিশ সুপার (এসপি) শামসুন্নাহার। এবারই প্রথম কোনো নারী পুলিশ কর্মকর্তা প্যারেডে নেতৃত্ব দিলেন।
গৌরবে ভরপুর বাবা মা
প্রাসন্গিক ভাবে একটা কমেন্ট:
একজন 'সেলিব্রেটি' ব্লগার তাসমিমা হোসেনের আজান নিয়ে বিতর্কের পোস্টে কমেন্ট করলেন যে নারী জাতির কিছু রোগের 'উপদ্রপ' হয় মেনোপজের পরে। আপনি সমালোচনা করবেন করেন ব্যক্তিগত ভাবে উনাকে...কেন নারী জাতিকে হেয় করে কমেন্ট।
মনে রাখবেন, আপনার মায়ের ও মেনোপজ হয়েছিল
২৭ শে জানুয়ারি, ২০১৬ ভোর ৫:১০
কলাবাগান১ বলেছেন: এই টপিকে যারা অভিজ্ঞ তারা ভাল বলতে পারবে।
"আপনার লেখা যদি ছবি সংযুক্ত করতে চান তাহলে ক্যামেরা চিহ্নিত বাটনে ক্লিক করুন। তারপর আপনার প্রয়োজনীয় ছবিগুলোকে (একসাথে সর্বোচ্চ ১০টি ছবি, প্রতিটি ছবির সাইজ সর্বোচ ১০ মেগাবাইট) ড্র্যাগ করে ছবি সংযুক্ত করার স্থানে নিয়ে আসুন।"
দেখুন এখানে
http://www.somewhereinblog.net/tutorial
২| ২৭ শে জানুয়ারি, ২০১৬ ভোর ৪:২০
চাঁদগাজী বলেছেন:
বাংগালী নারী অবশ্যই অভেলিত, লাখ লাখ মেয়ে চাকরাণী করেছে, পয়সাওয়ালা নারীরা; সেটাকে চলতে দিচ্ছে শেখ হাসিনা, স্পীকার শিরিন ও রওশন এরশাদ।
রোষহন এরশাদ যদি কোন পার্লামেন্টে বিরোধীদলের নেত্রী হয়, সেই দেশ কি দেশ থাকার কথা?
২৭ শে জানুয়ারি, ২০১৬ ভোর ৫:০৬
কলাবাগান১ বলেছেন: তাও শেখ হাসিনার সরকার চেস্টা করছে নারী জাতিকে সামনে আনতে....হেফাজত মার্কা সরকার হলে নারীকে আবার ঘরে ই ফিরে যেতে হবে।
দেশে এখন স্কুল কলেজে মেয়ে শিক্ষার্থীর সংখ্যা ছেলে শিক্ষার্থী সংখ্যার চেয়ে বেশী এবং মেয়েরা ই পরীক্ষায় ভাল ফলাফল লাভ করছে।
৩| ২৭ শে জানুয়ারি, ২০১৬ ভোর ৫:৪৭
রাফা বলেছেন: আশা করি আরো বেশি অংশগ্রহণ দেখতে পাবো অচিরেই।আমরাও গর্বিত তাদের কৃতিত্বে।
ধন্যবাদ,কলাবাগান১।
২৭ শে জানুয়ারি, ২০১৬ ভোর ৬:২৩
কলাবাগান১ বলেছেন: ধন্যবাদ আপনাকেও।
'সেলিব্রেটি' ব্লগারের কমেন্ট টা নিশ্চয়ই দেখেছেন??
৪| ২৭ শে জানুয়ারি, ২০১৬ ভোর ৬:২৩
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: ++
২৭ শে জানুয়ারি, ২০১৬ ভোর ৬:২৭
কলাবাগান১ বলেছেন: ধন্যবাদ। বাংলাদেশ এগিয়ে যাবে।
৫| ২৭ শে জানুয়ারি, ২০১৬ ভোর ৬:২৭
কলাবাগান১ বলেছেন: AL 48% BNP 24% Recent poll
৬| ২৭ শে জানুয়ারি, ২০১৬ সকাল ৭:০৯
চাঁদগাজী বলেছেন:
"তাও শেখ হাসিনার সরকার চেস্টা করছে নারী জাতিকে সামনে আনতে....হেফাজত মার্কা সরকার হলে নারীকে আবার ঘরে ই ফিরে যেতে হবে। "
-এখন হেফাজত ক্ষমতায় নেই, অতীতে ছিল না; আগামী ১০ বছরে ৩১ লাখ মেয়ে ছাকরাণী হবে; সেটাকে ঠেকানো দরকার আজ; কারণ, আজকে উনি ক্ষমতায় আছেন।
৭| ২৭ শে জানুয়ারি, ২০১৬ সকাল ৮:২৭
আরজু পনি বলেছেন:
ভালো শেয়ার ।
সেলিব্রেটির কমেন্টটি দেখতে ইচ্ছে করছে...পারলে লিঙ্ক দিয়েন...
২৭ শে জানুয়ারি, ২০১৬ সকাল ৮:৩৮
কলাবাগান১ বলেছেন: আলোচিত ব্লগ দেখুন
২৭ শে জানুয়ারি, ২০১৬ সকাল ৮:৫৮
কলাবাগান১ বলেছেন: আলোচিত ব্লগের "প্রগতিশীল স্বামী-স্ত্রী, একটু শুনবেন কি?"
৮| ২৭ শে জানুয়ারি, ২০১৬ সকাল ৮:৪২
রাজিয়া সুলতানা বলেছেন: পোস্টটা পড়ে যতটা ভালো লাগা ছিলো, কমেন্ট গুলো পড়ে ততটাই খারাপ লাগা মন ছেঁয়ে গেছে। আমরা কেন এমন!
২৭ শে জানুয়ারি, ২০১৬ সকাল ৮:৫৯
কলাবাগান১ বলেছেন: এটাই বাস্তবতা.... মেনে নিন
৯| ২৭ শে জানুয়ারি, ২০১৬ সকাল ৮:৫১
মোঃ মাকছুদুর রহমান বলেছেন: নারী জাতি এগিয়ে যাচ্ছে যাক,কিন্তু অদুর ভবিষ্যত যেনো এমন খবর না শুনতে হয় যে,
"পুলিশে সহকর্মী এক পুরুষ এস আইর হাতে এক নারী কন্সটেবল যৌন নির্যাতনে স্বিকার! "
২৭ শে জানুয়ারি, ২০১৬ সকাল ৯:০৫
কলাবাগান১ বলেছেন: ১৯৭১ এ কেন জামাতি-রাজাকার রা আমাদের মা-বোনদের উপর এমন অত্যাচার করেছিল, তা আপনার মানসিকতা দেখলেই বুঝতে পারি... একথা টা 'স্বিকার' করে নিন
আর এভাবে ই আপনার মনের বাসনা "খোলাফায়ে রাশেদীন" কায়েম হবে।
১০| ২৭ শে জানুয়ারি, ২০১৬ সকাল ৯:০৯
আরজু পনি বলেছেন:
ধন্যবাদ আপনাকে...আমি খুঁজে না পেয়ে অন্য পোস্টে মন্তব্য করে পরে এসে দেখি ক্লু দিয়েছেন...
মন্তব্য দেখে চুপ থাকতে পারিনি...বিনয়ের সাথেই বলে এসেছি। আশা করি উনার চোখে পড়বে ।
২৭ শে জানুয়ারি, ২০১৬ রাত ১০:৩১
কলাবাগান১ বলেছেন: ধন্যবাদ
১১| ২৭ শে জানুয়ারি, ২০১৬ সকাল ৯:৩৪
বাবু>বাবুয়া>বাবুই বলেছেন: এইবার সত্যিকার অর্থেই নারি মুক্তি ঘটেছে। যতদিন নারি পুলিশ/ আর্মিতে যোগ না দিচ্ছে ততদিন নারি মুক্তি সম্ভব না।
২৭ শে জানুয়ারি, ২০১৬ সকাল ৯:৪৮
কলাবাগান১ বলেছেন: আপনাদের মত লোকদের তো ভাল লাগবে না তাই খোচা দেন... নারীরা আপনাদের মনোরন্জন করবে তাতেই নারী মুক্তি ঘটবে
১২| ২৭ শে জানুয়ারি, ২০১৬ রাত ১১:২৯
মহা সমন্বয় বলেছেন: সাবাশ বাংলাদেশ।
২৮ শে জানুয়ারি, ২০১৬ রাত ১২:১৪
কলাবাগান১ বলেছেন: Thank you
©somewhere in net ltd.
১| ২৭ শে জানুয়ারি, ২০১৬ রাত ৩:৪২
স্ট্রাটাজেম বলেছেন: অফ টপিক - সামুতে এখন কি কোনভাবেই ১০ টার বেশি ফটো দেওয়া যাবে না ? আর দেওয়া গেলে সেটা কিভাবে ? আর ট্যাগ করার সময় শব্দগুলো কিভাবে লিখব এবং কতগুলো শব্দ লেখা যাবে । বিস্তারিত জানালে খুব উপকার হতো ।
ধন্যবাদ আপনাকে