নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
একজন সিনিয়র ব্লগার মেয়ে জাতিকে নিয়ে পোস্ট দিলেনHere
উনি নাকি এক মেয়েকে কাবিনে সই করতে বলেন, তা করতে মেয়ে রাজী না (কারা কাবিনে সই করতে চায় না সেটা সবাই জানে), উনি নাকি ফুল দিতে চান আরেক মেয়েকে কিন্তু সে মেয়ে ফুল চায় না, উনি নাকি প্রেম দিতে চান অন্য আরেক মেয়েকে, কিন্তু সে মেয়েও প্রেম চায় না, উনি নাকি কিসের প্রস্কি দিতে চান অন্য আরেক মেয়েকে, সে নাকি তাতেও রাজী না কিন্তু উনি যখন বলল, উনার ফ্ল্যাট খালি আছে, তখন নাকি সব মেয়েই রাজী হয়ে গেল।
আমি খুব সবিনয়ে উনাকে মনে করিয়ে দিয়েছিলাম যে উনার মা ও এক সময় মেয়ে ছিলেন, এখন মা হয়েছেন।
উনি আমার কমেন্ট টা মুছে দিলেন।
১০ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৯:৪০
কলাবাগান১ বলেছেন: সেটা কি উনি বুঝেন
২| ১০ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১১:১৬
আরণ্যক রাখাল বলেছেন: ব্লগার দুর্যোধনের একটা পোস্ট পড়েছিলাম, নামটা খেয়াল হচ্ছে না, বোধহয় এমন- নারীবিদ্বেষের নিচে মোল্লাতন্ত্র।
আসলে এরা মেবি জীবনে বড়ো কোন ছ্যাকা খেয়েছে, তারপর এই পথ নিয়েছে। ঘৃণাটাতো আর সরাসরি প্রকাশ করতে পারছে না, তাই একটু রয়ে সয়ে রেখে ঢেকে প্রকাশ করছে
১১ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১২:০৩
কলাবাগান১ বলেছেন: ঘৃণাটাতো আর সরাসরি প্রকাশ করতে পারছে না, তাই একটু রয়ে সয়ে রেখে ঢেকে প্রকাশ করছ।
স হমত
৩| ১৮ ই আগস্ট, ২০১৬ রাত ১০:২৯
নীলপরি বলেছেন: আপনার সাথে সহমত ।
১৯ শে আগস্ট, ২০১৬ সকাল ৭:১১
কলাবাগান১ বলেছেন: ধন্যবাদ।
©somewhere in net ltd.
১| ১০ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৯:৩২
মেজদা বলেছেন: সকলকে এক পাল্লায় মাপা ঠিক না।