নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

কলাবাগান১

বিজ্ঞান নিয়ে পড়ালেখা দেশপ্রেমের ই অংশ

কলাবাগান১ › বিস্তারিত পোস্টঃ

হাতির মর্মান্তিক মৃত্যু- মেনে নিতে পারছি না

১৬ ই আগস্ট, ২০১৬ রাত ৮:৪৪

হাতির মর্মান্তিক মৃত্যু- মেনে নিতে পারছি না
এর মাঝে দেখছি একজন মহিলা ব্লগার এটা নিয়ে কটাক্ষ করছে... জানাজা হবে নাকি বলে খোচা দিয়ে।

হায়রে মানসিকতা..এটা নিয়েও রাজনীতির খোচা.......আপনাদের মত মানুষদের কাছে থেকে এই অবলা হাতি আর কি ই বা আশা করে.......পড়ে আছেন এখনও পাথর যুগ.... হাতি টার ধর্ম কি?? ও ভারত থেকে এসেছে দেখে কি ও হিন্দু....

ও আপনারা তো এখনও পড়ে আছেন সেই যুগে- "কি ভাবে বুঝবেন কে হিন্দু আর কে মসুলমান সেটা নির্নয়ে ব্যস্ত।"

শুধু দেশ না গুগুল করে দেখুন পৃথিবী কত দেশের মানুষ এই অবহেলা মেনে নিতে পারছে না। এভাবে শিকল দিয়ে বেধে রাখা ছবি ভাইরাল হয়ে যাচ্ছে।

আপনি অবচেতন করলেন কিন্তু তারপর কি হবে তার কোন ব্যবস্হা রাখলেন না!!!!!!!!!!!

সরকারী ভেটেনারি অফিসার কে সামনে পেলে জুতা দান করতাম। অর্থব চিকিৎসক সকালেই বলে রোদের জন্য দুর্বল হয়ে গেছে সিরিয়াস কিছু না.. আর তার ঘন্টাখানেক পরে ই হাতির মৃত্যু... আমি হলে এই অপদার্থ পশু চিকিৎসক কে পায়ে দড়ি দিয়ে বেধে না খাওয়া দিয়ে রোদে দাড়িয়ে রাখতাম।

মন্তব্য ২০ টি রেটিং +৪/-০

মন্তব্য (২০) মন্তব্য লিখুন

১| ১৬ ই আগস্ট, ২০১৬ রাত ৮:৫২

আহমেদ জী এস বলেছেন: কলাবাগান১,





সহমত । হায়রে মানসিকতা !

১৬ ই আগস্ট, ২০১৬ রাত ৮:৫৪

কলাবাগান১ বলেছেন: উনাদের আছে ধর্মভিত্তিক বিদ্বেষ.........

২| ১৬ ই আগস্ট, ২০১৬ রাত ৮:৫৭

ফয়েজ উল্লাহ্‌ রবি বলেছেন: বির্তক শুরু তখন হয়েছে, যখন মিডিয়া লাইভ দেখানো শুরু করে, বানের জলে হাতি এসেছে উদ্দার করা উচিৎ এবং বন বিভাগ বা যারা দায়িত্বে আছে তারা করবে। এটাকে এতোটা মিডিয়া হাই-লাইট করে দিয়েছে, যেখানে ১৭ জেলা পানির নীচে কিন্তু মিডিয়া বন্যায় মানুষের দুঃখ কষ্ট গুলো লাগবে কি করা যায় এই গুলো নিয়ে বা এই সব বন্যা আক্রান্ত মানুষের চিত্রটা তোলে না ধরে শুধু একটা হাতি নিয়ে বেশি মাতা-মাতির কারণে এমন অবস্থা সৃষ্টি হয়েছে।
এখন হাতির মৃত্যুর পর আরও বেশি বির্তক সৃষ্টি হবে।
যাক এই সব বির্তকে না গিয়ে সামনের দিকে যেন এমন পরিস্থিতি না হয় সেই দিকে সবাইকে খেয়াল রাখতে হবে।

১৬ ই আগস্ট, ২০১৬ রাত ৯:১৪

কলাবাগান১ বলেছেন: একটা বিড়াল যখন গাছে আটকা পড়ে তখন পুলিশের উধ্ধার অভিযান কে বিদেশে যেভাবে হাইলাইট করে, তার মত ই অবলা হাতির জন্য সহমমিতা জাগবে তাই ই ন্যাচেরাল।

হাতির জন্য বন্যা আক্রান্ত মানুষের চিত্রটা তুলে ধরা হয় নাই এটা আপনার চিন্তা...আপনি হয়ত সব টেলিভিশন এর কাভারেজ টা দেখেন নাই

৩| ১৬ ই আগস্ট, ২০১৬ রাত ৯:০১

চাঁদগাজী বলেছেন:




জনসংখ্যার বিস্ফোরণ, শিক্ষার অভাব, লজিক্যাল ভাবনাহীনতা বিকলাংগ মগজের জন্ম দিচ্ছে!

১৬ ই আগস্ট, ২০১৬ রাত ৯:১১

কলাবাগান১ বলেছেন: শিক্ষার অভাব এটা ই মুখ্য

৪| ১৬ ই আগস্ট, ২০১৬ রাত ৯:৩১

দিস ইজ ইব্রাহিম বলেছেন: 16ই আগষ্ট দ্বিতীয় জাতীয় শোক দিবস হিসেবে ঘোষনা দেয়া হোক

১৬ ই আগস্ট, ২০১৬ রাত ১০:০২

কলাবাগান১ বলেছেন: নারে ভাই হাতি টা তো হিন্দু ছিল তার জন্য আবার কিসের শোক....। এর চেয়ে গোলাম আযমের জন্য শোক করুন।

আর আপনাদের তো আবার ধর্মে ধর্মে বিবাজন না করলে চলে না।

৫| ১৬ ই আগস্ট, ২০১৬ রাত ১০:৩৫

ঢাকাবাসী বলেছেন: হাতিটিকে খুন করা হয়েছে। দেড় মাস না খাইয়ে না ঘুমাতে দিয়ে অতিরিক্ত ট্রাংকুলাইজার দিয়ে উদ্ধার অভিযানের নামে মজা করে হাতিটিকে খুন করা হয়েছে। কতগুলো অশিক্ষিত অযোগ্য নিষ্ঠুর অদক্ষ দুর্ণীতিবাজ সরকারী আমলা এর জন্য দায়ী।

১৬ ই আগস্ট, ২০১৬ রাত ১০:৫৫

কলাবাগান১ বলেছেন: কতগুলো অশিক্ষিত অযোগ্য নিষ্ঠুর অদক্ষ দুর্ণীতিবাজ সরকারী আমলা এর জন্য দায়ী।

৬| ১৬ ই আগস্ট, ২০১৬ রাত ১১:২১

হাবিবুর রাহমান বাদল বলেছেন: ভাই মামা বাড়ীর হাতির জন্য আপনাদের ও দালাল মিডিয়া যেভাবে প্রতিদিন রিপোট ও নাকি কান্না করছেন, তা দেখে বিবেকবানদের লজ্জা লাগে। ঠিক তেমনি বানভাষী মানুষের কান্না ও ভারতের বাংলাদেশী হত্যা আপনাদের আলোচনা বা রিপোটের বিষয়বস্তুু হয়না।তা দেখে আপনাদের মেকি দেশপ্রেম নিয়ে সন্দেহ জাগে, নিলজ্জ ভারত প্রেমের জন্য দুঃখ হয়।

১৬ ই আগস্ট, ২০১৬ রাত ১১:৩১

কলাবাগান১ বলেছেন: চাপাতি নিয়ে নামেন ....

৭| ১৯ শে আগস্ট, ২০১৬ রাত ১২:০৪

শামছুল ইসলাম বলেছেন: আপনার প্রতিক্রিয়া দেখে ভাললাগল - নিষ্ঠুরতা নয়, মমতাই হোক আমাদের ভাষা।

ভাল থাকুন। সবসময়।

১৯ শে আগস্ট, ২০১৬ সকাল ৭:০৯

কলাবাগান১ বলেছেন: "নিষ্ঠুরতা নয়, মমতাই হোক আমাদের ভাষা।"

৮| ২৫ শে আগস্ট, ২০১৬ রাত ১:৩৭

ডঃ এম এ আলী বলেছেন: বন্য অবুজ হাতীটিকে নিয়ে নিষ্টূর ভাবে কটাক্ষবানে এই সুন্দর সামাজিক যোগাযোগের মাধ্যমটিকে যারা বিতর্কিত করছে তাদের কথা বার্তার বিষয়ে কোন কথা বলতে সত্যিই রুচীতে বাধে । চাদগাজীর মন্তব্যটাই মনে হয় যুতসই ।
ধন্যবাদ সুন্দর একটি বিষয়ে পোস্ট দেয়ার জন্য ।

২৭ শে আগস্ট, ২০১৬ ভোর ৫:২৭

কলাবাগান১ বলেছেন: চাদগাজীর মন্তব্যটাই মনে হয় যুতসই ।

৯| ২৬ শে আগস্ট, ২০১৬ সন্ধ্যা ৭:৫৯

গোফরান চ.বি বলেছেন: ভালো লাগলো । ্

২৭ শে আগস্ট, ২০১৬ ভোর ৫:২৭

কলাবাগান১ বলেছেন: ধন্যবাদ

১০| ০১ লা সেপ্টেম্বর, ২০১৬ দুপুর ১:১৫

গেম চেঞ্জার বলেছেন: ঐ ডাক্তারের বিরুদ্ধে কোন ব্যবস্থা নেওয়া হয়েছে??

০১ লা সেপ্টেম্বর, ২০১৬ বিকাল ৫:০৮

কলাবাগান১ বলেছেন: বাংলাদেশে জবাবদিহিতার কালচার এখনও গড়ে উঠে নাই

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.