নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

কলাবাগান১

বিজ্ঞান নিয়ে পড়ালেখা দেশপ্রেমের ই অংশ

কলাবাগান১ › বিস্তারিত পোস্টঃ

নন-মুসলিম র্ধম প্রতিমন্ত্রী

০৮ ই এপ্রিল, ২০১৭ রাত ১:০৭

এই পোস্ট টা করি ২০০৯ সনে
religion minister


রিপোস্ট করলাম

আমাদের দেশে প্রায় ২০% জনগন নন-মুসলিম। আমার মতে আমাদের র্ধম প্রতিমন্ত্রী একজন নন-মুসলিম হওয়া দরকার।

'''
'''
'''
'''
'''
'''
'''
'''
'''
'''
'''
'''
'''
আপনি কি মনে করেন?

মন্তব্য ৪২ টি রেটিং +১/-০

মন্তব্য (৪২) মন্তব্য লিখুন

১| ০৮ ই এপ্রিল, ২০১৭ রাত ১:৩২

সচেতনহ্যাপী বলেছেন: আমার মনে করাতে কি কিছু আসে/যায়!!!!!!!!!!!!

০৮ ই এপ্রিল, ২০১৭ রাত ১:৪১

কলাবাগান১ বলেছেন: আসে/যায়..
জাতির মানসের পালস বুঝা যায়

২| ০৮ ই এপ্রিল, ২০১৭ রাত ১:৪৭

সচেতনহ্যাপী বলেছেন: কি বুঝেছেন?? তবে আমি কিন্তু আপনার কথাই জানতে চাইছি, যুক্তিসহ।।

০৮ ই এপ্রিল, ২০১৭ ভোর ৬:১৪

কলাবাগান১ বলেছেন: জাতি এটার জন্য প্রস্তুত কিনা জানতে চাই। আমি তো চাই এটা হোক

৩| ০৮ ই এপ্রিল, ২০১৭ রাত ২:৪৪

প্রবাসী পাঠক বলেছেন: কোটা ভিত্তিক যে কোন কিছুতেই আমার আপত্তি। ২০ ভাগ নন মুসলিম বলে একজন নন মুসলিম ব্যক্তিকে ধর্ম প্রতিমন্ত্রী করতে হবে এমন চিন্তা অন্তত আমার মাথায় আসে না। আর একজন নন মুসলিম প্রতিমন্ত্রী হলেই মানসিকতায় আমূল পরিবর্তন আসবে তা মনে করি না। বরং মন্ত্রী যিনি হবেন কিংবা হয়েছেন তারা যদি তাঁদের উপর অর্পিত দায়িত্ব সঠিক ভাবে পালন করেন তাহলেই সব দিক থেকে মঙ্গল। মন্ত্রীর ধর্মীয় পরিচয় আমার কাছে মুখ্য কোন বিষয় নয়!

০৮ ই এপ্রিল, ২০১৭ ভোর ৬:১৬

কলাবাগান১ বলেছেন: ধর্ম মন্ত্রালয়ে ধর্মের ভিত্তেতে ই মন্ত্রী করা হয়। এটা কোটা ভিত্তিক না। সংখ্যালঘুদের ধর্মীয় অধিকার সংরক্ষনে এটা ভাল কাজ করবে এবং উদাহরন হয়ে থাকবে।

৪| ০৮ ই এপ্রিল, ২০১৭ ভোর ৫:২৪

রিফাত হোসেন বলেছেন: হুম, ননমুসলিম - বলতে কি নাস্তিক বুঝিয়েছেন ;) ?? হাহাহাহা নাকি অন্য ধর্মের।
যদি নাস্তিক হয় তাহলে =p~ .. আমি আর হাসতে পারছি না।
যদি অন্য ধর্মের হয়, তাহলে এটাও ভিন্ন ব্যাপার হবে, তাহলে গরিষ্ঠরা কি দোষ করল? বা সংখ্যালঘু জীবন বিধান অনুসারীরা? সুতরাং ৪টা নয় বরং পাবর্ত্য জেলার আরও সব ধর্মগুরুদেরও পদ দেওয়া উচিত!

আমি ভেটো দিলাম ;)

০৮ ই এপ্রিল, ২০১৭ সকাল ৮:১১

কলাবাগান১ বলেছেন: আপনার মত লোকেরা যে ভেটো দিবে তাতো বাংলাদেশের ইসলামিস্ট দল গুলোকে দেখলেই বুঝা যায়।

৫| ০৮ ই এপ্রিল, ২০১৭ ভোর ৬:০১

এম এম রহমান টিয়া বলেছেন: না । ৯০% মুসলিম এর দেশে ধর্ম মন্ত্রী অবশ্যই মুসলিম ই হওয়া উচিত

০৮ ই এপ্রিল, ২০১৭ ভোর ৬:১২

কলাবাগান১ বলেছেন: ধর্ম মন্ত্রী অবশ্যই মুসলিম কিন্তু ধর্ম প্রতিমন্ত্রী অবশ্যই একজন অমুসলিম

৬| ০৮ ই এপ্রিল, ২০১৭ ভোর ৬:১১

রিফাত হোসেন বলেছেন: এইবার serious -- মন্তব্য করি। আসলে যোগ্য ব্যক্তিকেই পদে দেওয়া উচিত। যে অন্তত চেষ্টা করবে এবং মোটামোটি সব ধর্ম নিয়ে পড়াশুনা করে এসেছে, ধারনা আছে। এই বিষয়ে দেখাশুনা করার জ্ঞান আছে।

যা বাংলাদেশে কোন কালেই সম্ভব নয়। রেল মন্ত্রী, নৌ মন্ত্রী তারা সে বিষয়ে পড়াশুনা করেন নাই বা সেই সেক্টরের না। তাহলে তারা কিভাবে পদটাকে উপলব্ধি করবেন?

৭| ০৮ ই এপ্রিল, ২০১৭ ভোর ৬:৩৫

কি করি আজ ভেবে না পাই বলেছেন: হতেই পারে...................ভালো পরামর্শ
আমি বরং বলবো হিন্দু ধর্ম কল্যান প্রতিমন্ত্রী,বৌদ্ধ ধর্ম কল্যাণ প্রতিমন্ত্রী,খ্রীষ্টান ধর্ম কল্যাণ প্রতিমন্ত্রী এবং উপজাতীয় কল্যাণ প্রতিমন্ত্রী;মোট চারজন রাখা যেতে পারে।বৈষম্য এবং সমালোচনা দুটোই কমবে তাতে।

আচ্ছা,এরশাদ আমলে কি নিতাই রায় চৌধূরী ধর্মপ্রতিমন্ত্রী ছিলেন?
(ঠিক মনে পড়ছেনা....................)

০৮ ই এপ্রিল, ২০১৭ সকাল ৭:৩৩

কলাবাগান১ বলেছেন: ফান করলেন কিনা বুঝলাম না...কিন্তু এই লাইনটা ভাল লেগেছে
"বৈষম্য এবং সমালোচনা দুটোই কমবে তাতে।"

৮| ০৮ ই এপ্রিল, ২০১৭ ভোর ৬:৪১

নাইম রাজ বলেছেন: ভালোই হবে । :(

০৮ ই এপ্রিল, ২০১৭ সকাল ৭:৩৩

কলাবাগান১ বলেছেন: সরকারের কানে কথাটা তোলা দরকার

৯| ০৮ ই এপ্রিল, ২০১৭ সকাল ৭:৪৫

কি করি আজ ভেবে না পাই বলেছেন: বুঝলেনা কোনদিনো
আফসোস আফসোস;
সিরিয়াস কথাতেও
ঝাড়ো ঠিকি খেদ-রোষ। /:) B:-/ :(

০৮ ই এপ্রিল, ২০১৭ সকাল ৮:১৩

কলাবাগান১ বলেছেন: এমন কবি কেমন করে ধর্মান্ধ একটা দলের সাপোর্টার হয় বুঝতে পারি না। কবিরা নাকি অনেক নরম মনের মানুষ হয়...তারা কখনও ....ডানপন্হী হতে পারে না

১০| ০৮ ই এপ্রিল, ২০১৭ সকাল ৮:৪১

টারজান০০০০৭ বলেছেন: দারুন আইডিয়া ! প্রধানমন্ত্রী হইলে আরো ভালো হয় !

কোন বিশেষ প্রাণীরে যেন কলা দেখাইয়া পোষ মানাইতে হয় ! :D

০৮ ই এপ্রিল, ২০১৭ সকাল ৯:৩২

কলাবাগান১ বলেছেন: শফি হুজুর তেতুল ত্বত্ত দিয়ে দেশ চালাক ...শৈন শৈন উন্নতি হবে..আমাদের ছেলেমেয়েরা দুবাই ক্বেরাত প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়ে দেশের মান উজ্জল করবে আর পাশের দেশের ছেলেমে্যেরা চাদের দেশে রকেট বানানোর প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়ে গুগুল/নাসার পদক পাবার শিক্ষায় শিক্ষিত হবার চেস্টা করবে।

১১| ০৮ ই এপ্রিল, ২০১৭ সকাল ৮:৪৫

কি করি আজ ভেবে না পাই বলেছেন: ডানে গেলে জঙ্গী
বামে গেলে নাস্তিক;
দ্বন্দ্বেতে নেই বাপু
আছি হেথা মাঝ ঠিক।

০৮ ই এপ্রিল, ২০১৭ সকাল ৯:৩৩

কলাবাগান১ বলেছেন: মাঝখানে থাকার লোক কখনই জঙ্গী অভিযান যেটা লাইভ টিভিতে দেখাচ্ছে সেটা কে ফেইক বলে কবিতা লেখবে না

১২| ০৮ ই এপ্রিল, ২০১৭ সকাল ৯:৪৫

কি করি আজ ভেবে না পাই বলেছেন: ফেক কয়েছিটা কবে
কয়েছিতো ড্রামা;
করবো কি,জীভটারে
যায়নাকো থামা ;) :P

১৩| ০৮ ই এপ্রিল, ২০১৭ বিকাল ৫:১২

ইফতি সৌরভ বলেছেন: দুবাই ক্বেরাত প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়ে দেশের মান উজ্জল করবে আর পাশের দেশের ছেলেমে্যেরা চাদের দেশে রকেট বানানোর প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়ে গুগুল/নাসার পদক পাবার শিক্ষায় শিক্ষিত হবার চেস্টা করবে। - পাশের দেশে ধর্ম নিয়ে পাগলামি কম চলছে না তবে আমি বলতে চাই, ধর্মের চেয়ে বিজ্ঞান এবং শিক্ষা বিভাগের উপর জোর দেওয়া উচিত। আর ধর্ম 'দালানে' এমন এক দলকে রাখা উচিত যারা দেশের মানুষকে ধর্মান্ধতা থেকে মুক্তি দেবার জন্য কাজ করবে। 20% দেখে মন্ত্রী বানালে 'গোঁড়ামি' বাড়বে তবে যেহেতু রসাতলের দিকে যাচ্ছে দেশ, এখনও কেন নন-মুসলিম মন্ত্রী হয় নি - এ ব্যাপারে খুব আশ্চর্য আমি!!!!

০৮ ই এপ্রিল, ২০১৭ রাত ৯:১৯

কলাবাগান১ বলেছেন: ধর্মান্ধতা দিন দিন দেশ কে রসাতলে নিয়ে যাবে

১৪| ০৮ ই এপ্রিল, ২০১৭ রাত ১১:৩৭

মিঃ আতিক বলেছেন: বাংলাদেশের গুরুত্বপূর্ণ আমলাদের ১০০ টি পদের হিসেব করেন কত জন হিন্দু আছে আপনি জানেন? বর্তমান সরকার ক্ষমতায় আসার পড়ে এর সংখ্যা ৬০ র উপরে। ৯০ ভাগ মুসলিমের দেশে এটা কোন ভাবেই উচিৎ হয়নি। এসব হিন্দুদের কল্যাণে জাতি কি পেয়েছে বলেন?
আজ ভারতের কাছে শেখ হাসিনার আত্মসমর্পণ দেখলে বুঝবেন দেশের ক্ষমতা কার হাতে(যদি আপনি দল কানা না হন)।

০৯ ই এপ্রিল, ২০১৭ রাত ১২:১০

কলাবাগান১ বলেছেন: আপনার মত স্পেসিফিক ধর্মবিদ্বেষ পোষনকারীদের জন্যই এটা হওয়া উচিত (অমুসলিম ধর্ম প্রতিমন্ত্রী).....আপনি লিস্ট টা দেন..আপনার মুখের কথায় বিশ্বাস করব কেন। আর যদি মেট্রিক পাশ হিন্দুকে আমলা বানান হয় আমার আপত্তি আছে কিন্তু যদি বিসিএস পাশ দিয়ে আমলা হয় তাতে হিন্দু কি মুসলমান কি তাতে কিছু আসে যায় না।

১৫| ০৯ ই এপ্রিল, ২০১৭ রাত ১২:৪০

মিঃ আতিক বলেছেন: আপনাকে প্রমান দিলে আপনি প্রমানের চুলচেরা ভুল খুজবেন;
সবচেয়ে ভালো হয় আপনি ভালো ভাবে একটু খোজ নিলে।

০৯ ই এপ্রিল, ২০১৭ রাত ১:৩১

কলাবাগান১ বলেছেন: "বিসিএস পাশ দিয়ে আমলা হয় তাতে হিন্দু কি মুসলমান কি তাতে কিছু আসে যায় না।"

১৬| ০৯ ই এপ্রিল, ২০১৭ রাত ১:০৯

বিচার মানি তালগাছ আমার বলেছেন: সংখ্যাগরিষ্ঠদের ধর্ম এক হলে অন্য ধর্মাবলম্বী থেকে ধর্মমন্ত্রী করাটা একটু জটিল ও বেমানান! তবে সংখ্যাগরিষ্ঠ ধর্মের লোককে খেয়াল রাখতে হবে সংখ্যালঘুদের ধর্ম পালনে অসুবিধা হচ্ছে কিনা...

০৯ ই এপ্রিল, ২০১৭ রাত ১:৩২

কলাবাগান১ বলেছেন: আবুল কালাম আজাদ যদি সমগ্র ভারতের প্রেসিডেন্ট হতে পারে...

১৭| ০৯ ই এপ্রিল, ২০১৭ রাত ৩:২৮

সৌমিক আহমেদ খান বলেছেন: সমর্থন করলাম

০৯ ই এপ্রিল, ২০১৭ ভোর ৪:২২

কলাবাগান১ বলেছেন: ধন্যবাদ.....দল ভারী হল..

১৮| ০৯ ই এপ্রিল, ২০১৭ ভোর ৬:৪৫

কি করি আজ ভেবে না পাই বলেছেন: আমিও সমর্থন করলাম.................দল আরো ভারী হলো :-B :D

০৯ ই এপ্রিল, ২০১৭ সকাল ৮:১২

কলাবাগান১ বলেছেন: ইয়ু আর ওয়েলকাম

১৯| ০৯ ই এপ্রিল, ২০১৭ সন্ধ্যা ৭:১৯

ডঃ এম এ আলী বলেছেন: ধন্যবাদ সুন্দর পোষ্টির জন্য । নন-মুসলিম ধর্মসাশ্রবিদেরাও ইসলাম ধর্ম সম্পর্কে অনেক বেশি জানে সে সাথে তাদের অনেকেই কমপাররটিভ রিলিজয়নেও বিশেষজ্ঞ, তাই তাদের মধ্য হতে ধর্ম প্রতিমন্ত্রী করা হলে একেবারে মন্দ হয় না ।

০৯ ই এপ্রিল, ২০১৭ সন্ধ্যা ৭:৪৬

কলাবাগান১ বলেছেন: "কমপারেটিভ রিলিজয়নে বিশেষজ্ঞ"- এই ক্রাইটেরিয়ন কখনই নীতিনির্ধারকদের বুঝে আসবে না। এই ধরনের বিশেষজ্ঞ দের দ্বারাই সবার ধর্ম অধিকার রক্ষা করা যায়।

২০| ০৯ ই এপ্রিল, ২০১৭ রাত ৮:০০

ডঃ এম এ আলী বলেছেন: ধন্যবাদ সুন্দর প্রতিমন্তব্যের জন্য । আমার সাম্প্রতিক পোষ্টে আপনার মুল্যবান উপস্থিতি কামনা করছি ।
শুভেচ্ছা রইল ।

২১| ১০ ই এপ্রিল, ২০১৭ বিকাল ৪:৫৩

প্রশ্নবোধক (?) বলেছেন: পঞ্চগব্য কি পবিত্র?

২২| ১৪ ই এপ্রিল, ২০১৭ রাত ২:৫৫

ডঃ এম এ আলী বলেছেন:

১৪ ই এপ্রিল, ২০১৭ সকাল ৮:৪০

কলাবাগান১ বলেছেন: আপনাকেও ১৪২৪ এর শুভেচ্ছা...

২৩| ২০ শে এপ্রিল, ২০১৭ ভোর ৬:৫৩

তাতিয়ানা পোর্ট বলেছেন: Yes.

১৫ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ১:৩৫

কলাবাগান১ বলেছেন: ধন্যবাদ। দল আরো ভারী হল

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.