নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

কলাবাগান১

বিজ্ঞান নিয়ে পড়ালেখা দেশপ্রেমের ই অংশ

কলাবাগান১ › বিস্তারিত পোস্টঃ

প্রথম আলোর সন্দেহ

১১ ই মে, ২০১৭ সন্ধ্যা ৭:১৮

ভিডিও তে দেখার পর ও প্রথম আলো আজকের জংগীদের দ্বারা সাহসী ফায়ার সার্ভিস এর কর্মী কে হত্যার পর আত্নঘাতী বোমা দিয়ে নিজেরা মারা যাওয়ার পর ও প্রতিবেদনে শিরোনামে কোটেশন মার্ক দিয়ে লিখে যে আত্মঘাতী বোমা...সন্দেহ কে জিয়ে রাখা আর কি...আর তার পাঠকেরা ও আরেক কাটি সরেস...বেচারা কে সবার চোখের সামনে হত্যা করা হল, তাতে কোন বিকার নাই ..কিন্তু শুধু পুলিশ কে দোষ দিয়ে একের পর এক কমেন্ট...যে হত্যা করল তাকে কোন দোষ দিয়ে কমেন্ট নাই.........বাংগালীর এই অতি সন্দেহবাতিকগস্ত্র মননের জন্য আমরা এত পিছিয়ে আছি......সব কিছুর মধ্যেই সন্দেহ.. কেউ উপকার করলেও সন্দেহ.... নিশ্চয়ই কোন উদ্দেশ্য আছে...
Twisted mind of Prothom Alo

দিনে দুপুরে..।যেখানে ভিডিও করা হচ্ছে ..তা দেখেও কিছু ব্লগারের মত লোক আছে যারা সবসময় বলে আসছে জংগী ধরা নাকি নাটক......কবিতা লিখা হয় আর তাতে ডজন ডজন লাইক!!!!!!!!

বিনপির বুদ্ধিজীবি ফারহানা রুমিন গত সপ্তাহে বলছিলেন (তৃতীয় মাত্রায়) যে প্রধানমন্ত্রী ভারত যাওয়ার আগে জংগী অভিযান নাকি ভারত কে দেখানোর জন্য!!!! এখন বলবেন যে প্রধানমন্ত্রী সৌদি আরব যাওয়ার আগে আবার ভিডিও করে জংগী নাটক মন্চস্হ করছে...

হায়রে মানসিকতা

মন্তব্য ১২ টি রেটিং +২/-০

মন্তব্য (১২) মন্তব্য লিখুন

১| ১১ ই মে, ২০১৭ রাত ৮:২২

বিচার মানি তালগাছ আমার বলেছেন: প্রথম দিকে আমরাও নাটক মনে করতাম। কিন্তু সিলেটে RAB-এর গোয়েন্দা শাখার প্রধান মারা যাওয়ার পর থেকে আর সন্দেহ করি না...

১১ ই মে, ২০১৭ রাত ৮:২৬

কলাবাগান১ বলেছেন: যারা জংগীপনায় উদ্ধুদ্ধ তারা কোন দলের না...এরা পুরা জাতির বিরূদ্ধে লড়াই এ নেমেছে

২| ১১ ই মে, ২০১৭ রাত ৮:৪৫

হাসান কালবৈশাখী বলেছেন:
কিছু মানুষ সন্দেহ করবেই।

এদেশে বেশিভাগ মুমিন বিশ্বাস করে চাদে মানুষ যায়নি, সাজানো।
এরাই - সায়েদি চাদে গেছিলো, নিশ্চিত বিশ্বাস করেছিল ।

১১ ই মে, ২০১৭ রাত ৮:৫৪

কলাবাগান১ বলেছেন: কুশিক্ষার প্রভাব

৩| ১১ ই মে, ২০১৭ রাত ৮:৫৯

কলাবাগান১ বলেছেন: কাজ দিচ্ছে...। শিরোনাম থেকে কোটেশন মার্ক উঠেছে কিন্তু প্রতিবেদনের মাঝে এখনও আ্ত্মঘাতী বোমা কে কোটেশন মার্কের মধ্যেই রাখা হয়েছে।

৪| ১১ ই মে, ২০১৭ রাত ১০:৩৬

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: খুব সুন্দর বলেছেন ভাই।

বাঙালি দুঃখের দিনগুলো ভুলে যায় খুব তাড়াতাড়ি, ভুলে যাওয়াই এদের স্বভাব!!

শুভকামনা জানবেন ভাই।

১১ ই মে, ২০১৭ রাত ১১:২৪

কলাবাগান১ বলেছেন: "বাঙালি দুঃখের দিনগুলো ভুলে যায় খুব তাড়াতাড়ি, ভুলে যাওয়াই এদের স্বভাব!!"
স হমত

৫| ১১ ই মে, ২০১৭ রাত ১১:৪২

তোমার জন্য মিনতি বলেছেন: ভালো লাগলো পোষ্ট। সুন্দর বলেছেন।

৬| ১৫ ই মে, ২০১৭ রাত ২:০১

ডঃ এম এ আলী বলেছেন: যারা জঙ্গী অভিযানকে সন্দেহ করে তাদেরকে যদি আইন শৃংখলা বাহনী সাথে করে নিয়ে যায় ও তাদেরকে জঙ্গী অাস্তানার ভিতরে পাঠিয়ে দিয়ে সেখানে যারা আছে তাদেকে বের করে আনতে সহায়তা করতে বলে , ও সহি সালামতে জঙ্গী সন্দেহে সেখানে যারা আছে তাদেরকে নিরস্ত্র অবস্থায় সাথে নিয়ে আস্তানা হতে বের হয়ে আসে তাহলে কেমন হয়?, প্রথম আলো হতেও দুচারজনকে নিয়ে যাওয়া যেতে পারে , এমন হলেতো কারো কোন সন্দেহ থাকবেনা!!! যেহেতো তারা মনে করে উহারা জঙ্গী নয় সেহেতো তাদেরতো কোন ভয় পাওয়ার কথা না ।!!! আইন শৃংখলা বাহিনীতো সন্দিহান থাকেই, তাই তাদেরকেতো সকলের জানপ্রান রংক্ষার জন্য প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করতেই হবে , তবে যারা মনে করে ভিতরে জঙ্গী ফঙ্গী কিছু নেই তাদেরতো ভয়ের কোন কারণ নাই জঙ্গী সন্দেহে অবরোধকৃত আস্তানায় নিশ্চিন্তে প্রবেশ করতে পারে !!!!

১৫ ই মে, ২০১৭ রাত ৩:১২

কলাবাগান১ বলেছেন: কথা সেটাই। কোন রকমে একটা সন্দেহ জাগাতে পারলেই তারা তাদের টার্গেটে সাকসেসফুল

৭| ০৪ ঠা জুন, ২০১৭ ভোর ৬:০৯

ডঃ এম এ আলী বলেছেন: আজকের প্রথম আলোতে দেখলাম জীল্লুর বাজের নিয়ে তার ঘিলু কচলাইতেছে !!!

৮| ০৫ ই জুন, ২০১৭ ভোর ৫:২৩

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: তারাবির নমাজ পড়ে এসে মন্তব্য করছি, এখানে সমস্যা হচ্ছে। মসজিদে এখন নিরাপত্তার জন্য পুলিস দেওয়া হয়েছে। আমাদের মসজিদে আমরা পালাবদল করে নমাজ পড়েছি। একজন সময় সময় দরজার পাশে ছিলেন। সবাই এখন চিন্তিত। সমস্যা বেড়েই চলছে। আমি বাইরে যাই না এই জন্য সব খবর জানি না। আপনি প্রশ্ন করার পর খবর লয়ে চিন্তিত হয়েছি। এখন আরেকটা নতুন সমস্যা তা হল ক্রিকেট সাপর্টার নিয়ে। খালি ঝামেলা লাগে। আমাদের জন্য দোয়া করবেন। টাওয়ার হামলেটর সীমায় ঘটনা ঘটেছে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.