নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
পান থেকে চুন খসলেই ব্লগ থেকে ফেস বুক সরগরম করা হয়...কোন কুলাংগার ধর্ষন করেছে কিন্তু ওসি টাকা খেয়ে মামলা নিচ্ছে না....ডজন ডজন পোস্ট...চোদ্দগোষ্টি উদ্ধার করে পোস্ট...সরকার কে ক্ষমতা ছেড়ে দেওয়ার জন্য পোস্ট আর কত কি....কিন্তু এই কুলাংগারের চোদ্দগোষ্টি কে যখন পথের ভিখারী করে দেওয়া হচ্ছে...তখন কোন কথা নাই... আজ ৩৮০ মন সোনা জব্দ শুধু কাগজে কলমে না...এর রেশ সমস্ত সোনা ব্যবসায়ী থেকে আরম্ভ হয়ে সকল ধনীরদুলাল দের কাছে পৌছে যাবে...তিন বার চিন্তা করবে যে টাকা দিয়ে এই সরকার কে ম্যানেজ করা যাবে না....অতএব বুঝে সুঝে সুদ্ধভাবে জীবন যাপন করতে হবে...।ঐ কুলাংগার জীবনেও চিন্তা করে না্ই যে তার এই টাকার গরম এভাবে সরকার মাঠিতে মিশিয়ে দেবে...।
এখানেই চিহ্নিত ব্লগার রা নীরব..যারা নাকিয়ে চুবিয়ে পোস্ট দেন যে সরকার কে এক হাত নেওয়ার জন্য ...তাদের কাছ থেকে আপনি কোন পোস্ট আশা করতে পারবেন না যখন দেখেন যে বরাদ্দকৃত টাকা লুঠপাঠ হবার ভয়ে চাদপুরের সিভিল সার্জন সরকারকে টাকা ফেরত পাঠিয়ে দেন। এক কোটি টাকা মেডিক্যাল সরন্জাম কিনার নামে লুঠপাট হয়ে যাচ্ছিল কিন্তু উনার সততায় এই টাকা আবার সরকারের কাছে ফেরত আসল। ইচ্ছা করলে উনি এখান থেকে পার্সেন্ট পেতে পারতেন। কিন্তু উনাকে সন্মান দেখিয়ে ও কোন পোস্ট নাই....
০৭ ই জুন, ২০১৭ রাত ৩:০৪
কলাবাগান১ বলেছেন: "হিংসাত্মক দিক বাদ দিয়ে নিরীহ সমালোচনা" ওয়েলকাম
২| ০৭ ই জুন, ২০১৭ রাত ৩:১০
সচেতনহ্যাপী বলেছেন: বন্ধু, তাহলে না বে পারছি না, এখন আপনার এই লেখাটি.......।
৩| ০৭ ই জুন, ২০১৭ রাত ৩:৩৪
তপোবণ বলেছেন: মূলত এটা সরকারের দায়িত্ব সমাজে সুশাসন প্রতিষ্ঠা করা। দু, একটা ব্যতিক্রম ছাড়া সমাজে মোটেও সুশাসন প্রতিষ্ঠা হয়নি। সাগর-রুণি, ত্বকির বিচার হয়নি। সুইসাইড নোট রেখে যাওয়ার পরও ওসি দেলোয়ারের বিরুদ্ধে কোন ব্যবস্থা নেয়নি এরকম হাজারো প্রশ্ন থেকে গেছে যেগুলোর সমাধান মিলেনি বা সরকার সমাধান চায়নি। সরকার এবং পুলিশ চাইলে সব অনাচারের বিচারই সম্ভব। আপনার উল্লেখিত বিষয়টির তদন্তকাজ এগুচ্ছে এটাও সরকার চেয়েছে বলেই। না চাইলে আরো হাজারো ইনসিডেন্টের মতো চাঁপা পড়েই থাকতো।
০৭ ই জুন, ২০১৭ রাত ৩:৩৯
কলাবাগান১ বলেছেন: আমি কোথাও বলি নাি যে সরকারের দোষ নাই। কিন্তু খারাপ কাজের সময় লন্কাকান্ড কিন্তু ভাল কাজের সময় মুখে কুলুপ
৪| ০৭ ই জুন, ২০১৭ দুপুর ২:৪৩
রাজীব নুর বলেছেন: সব দোষ সরকারের একার নয়। প্রতিটা নাগরিকেরও দায়-দায়িত্ব আছে।
০৭ ই জুন, ২০১৭ সন্ধ্যা ৬:৫৭
কলাবাগান১ বলেছেন: প্রতিটা নাগরিকেরও দায়-দায়িত্ব আছে।
৫| ০৮ ই জুন, ২০১৭ রাত ১:৩৮
অতৃপ্তচোখ বলেছেন: সরকারকে দোষী বানানো, গালি দেয়া এখন একপ্রকার চুষিলের স্বভাবে পরিণত হয়েছে! আবার বলে বাক স্বাধীনতা কেড়ে নিয়েছে সরকার। অথচ যা বর্তমানে বলছে, তা এই দেশে কোন সরকারের আমলেও বলতে পারেনি কেউ।
খুব ভালো লাগলো পোষ্ট পড়ে। সিভিল সার্জন স্যারের প্রতি শ্রদ্ধা রইল মন থেকে।
আপনার জন্য শুভকামনা সবসময়।
০৮ ই জুন, ২০১৭ সকাল ৭:২৫
কলাবাগান১ বলেছেন: "অথচ যা বর্তমানে বলছে, তা এই দেশে কোন সরকারের আমলেও বলতে পারেনি কেউ। ": টিভির টক শো তে বসে অবিরাম বলে যাচ্ছে.... সরকার কে ধুয়ে দিচ্ছে... তো আবার পরদিন কিভাবে আসে??? বাক স্বাধীনতা না থাকলে তো রাতেই গ্রেপ্তার হত
©somewhere in net ltd.
১| ০৭ ই জুন, ২০১৭ রাত ১:৩৫
সচেতনহ্যাপী বলেছেন: প্রতিটা সরকারের সময়েই বিরোধীদল থাকে, যাদের কাজ সমালোচনা।। এবং এটাকে যদি পজিটিভ ভাবে নেওয়া যায়, তাহলে কিন্তু ক্ষতির চেয়ে লাভের দিকই বেশী।। অন্ততঃ হিংসাত্মক দিক বাদ দিয়ে নীরিহ সমালোচনাই তো হচ্ছে।।