নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
এই যুগে এটা ও বিশ্বাস করতে হবে কালের কন্ঠ পত্রিকার খবর...........
তাবিজ কবজ আর ঝাঁড় ফুঁকের কারণে অবশেষে জিনের আছর থেকে মুক্তি মেলেছে চাঁদপুর শহরের রোজ গার্ডেন নামের বাড়িটি।
এই বাড়ির পঞ্চম তলার বাসিন্দা চাঁদপুর পল্লীবিদ্যুত সমিতি-২ এর উপ মহা ব্যবস্থাপক মনিরুল ইসলাম দাবি করেন, আপাতত তার পরিবার শান্তিতে আছেন। গত দুইদিন ধরে তিনি বিভিন্নস্থানে ঘুরে মাওলানা এবং কবিরাজদের কাছে গিয়ে বেশ কিছু তাবিজ কবজ আর ঝাঁড় ফুঁকের ব্যবস্থা করেছেন। এতেই জিনের কবল থেকে মুক্তি মেলেছে বলে জানালেন মনিরুল ইসলাম।
এর আগে গত ১৫ আগস্ট থেকে ২০ তারিখ পর্যন্ত এই ৫ দিনের তার বাসায় জিনের উপদ্রব ছড়িয়ে পড়ে।
এর আগে মনিরুল গত ১৫ আগস্ট বাসায় তিনি একাই ছিলেন। একপর্যায়ে তার আশপাশে থালাবাটি ছুঁড়ে ফেলা, চেয়ার নিয়ে টানাটানি এবং দেয়ালে নানান কিসিমের ছায়া দেখতে পান তিনি। আজগুবি ভূতুরে এমন কাণ্ডকীর্তিতে তিনি ভয় পেয়ে যান। শেষে দৌড়ে পাশের বাসায় আশ্রয় নেন। পরে অন্যরা তার ফ্ল্যাটে গিয়ে একই অভিজ্ঞতার মুখে পড়েন। এমন পরিস্থিতিতে গ্রামের বাড়িতে বেড়াতে যাওয়া তার পরিবারের সদস্যদের বাসায় ফিরতে নিষেধ করে দেন।
২৫ শে আগস্ট, ২০১৭ সকাল ৯:০৩
কলাবাগান১ বলেছেন: অথবা গ্রাম থেকে পরিবারকে আনতে চান না
২| ২৪ শে আগস্ট, ২০১৭ সকাল ১১:১৬
বারিধারা বলেছেন: ঘুষখোরেরা মানুষের চোখ অন্যদিকে ঘুরানোর জন্য এসব ব্লাছাল বিষয়ের জন্মদান করে।
২৫ শে আগস্ট, ২০১৭ সকাল ৯:০৪
কলাবাগান১ বলেছেন: কিন্তু কালের কন্ঠ কেমনে এটা কে তাবিজ দিয়ে নিরাময় হয়েছে বলে প্রচার করে???
৩| ২৪ শে আগস্ট, ২০১৭ দুপুর ১২:২৫
নতুন বলেছেন: চাঁদগাজী বলেছেন:
লোকটা ঘুষ খাওয়ার পর কোন দুষ্টলোকের কানেকশান দেয়নি, বা এই ধরণের কিছু একটা করেছে; দুস্টরা উনাকে মারধর করার জন্য এসেছিল।
২৫ শে আগস্ট, ২০১৭ সকাল ৯:০৬
কলাবাগান১ বলেছেন: আপনার এই উত্তর টা একেবারে..
"চাকু নাপিতের হাতে দিয়ে ফোড়ার অপারেসন করতে দিয়ে বিজ্ঞানের দোষ দিলে কেমনে চলবে??? "
৪| ২৪ শে আগস্ট, ২০১৭ দুপুর ১:১৪
শৈবাল আহম্মেদ বলেছেন: লোকটা নিশ্চই কোন অসৎ কর্মকে চাপা দেওয়ার জন্য একটি নাটকিয় পদ্ধতি অবলম্বন করে নিজেই থালা বাটি ছড়িয়ে রেখে লোকজনকে দেখিয়ে বোঝাতে চেয়েছেন এবং তার পরিবার এমুহুর্তে বাসায় ফিরে এলে ধরা পড়ার ভয়ে তাদেরকে আসতে নিশেধ করেন। অথবা তার বাসা পরিবর্তন করার দরকার কিন্তু পরিবার সেটা চাচ্ছিলনা। আর ঝাড় ফুক তন্ত্র মন্ত্র এজুগে কারো বুঝতে দেরি হয়না।
২৫ শে আগস্ট, ২০১৭ সকাল ৯:০৮
কলাবাগান১ বলেছেন: "আর ঝাড় ফুক তন্ত্র মন্ত্র এযুগে কারো বুঝতে দেরি হয়না।" কিন্তু ব্লগে অনেক 'ব্লগার' আছেন তারা আবার জীন-ভুতে বিশ্বাস করেন..
৫| ২৪ শে আগস্ট, ২০১৭ দুপুর ২:০১
উদাস মাঝি বলেছেন: আলহামদুলিল্লাহ্ ,
যাক, জীন ভুত কিংবা যেই হোক না কেন ভাল কাম করছে ।
২৫ শে আগস্ট, ২০১৭ সকাল ৯:০৯
কলাবাগান১ বলেছেন:
৬| ২৪ শে আগস্ট, ২০১৭ বিকাল ৪:১৬
কানিজ রিনা বলেছেন: পৃথিবীর কত রকম ভংধরা মানুষ আছে
তা মাঝে পরিলক্ষিত হয়। ধন্যবাদ।
২৫ শে আগস্ট, ২০১৭ সকাল ৯:০৯
কলাবাগান১ বলেছেন: ধন্যবাদ
৭| ২৪ শে আগস্ট, ২০১৭ সন্ধ্যা ৬:১৩
আহা রুবন বলেছেন: তাবিজ, ঝাড়-ফুক দিয়ে জ্বিন খেদানোর কী দরকার? হুজুরেরা এমন তাবিজ দিতে পারে যেন জ্বিন কাজের বুয়ার মত কাজ-কর্ম করে
২৫ শে আগস্ট, ২০১৭ সকাল ৯:১২
কলাবাগান১ বলেছেন: যখন দেখি নামকরা ব্লগার অন্ধ বিশ্বাসে জ্বিন/ভুতে বিশ্বাস করে, তখন তাদের পিছনে পড়ালেখা করাতে দেশ যে সম্পদ ঢেলেছে, তা পানিতে যায় বলে মনে হয়
৮| ২৪ শে আগস্ট, ২০১৭ সন্ধ্যা ৭:০৫
কলাবাগান১ বলেছেন: রিপ্লাই বাটন কাজ করে না....সামু....
আমি জানি যে লোকটা জঘন্য মিথ্যাবাদী... কোন একটা কারনে তার পরিবারকে গ্রাম থেকে বাসায় আনতে চাচ্ছেন না....কিন্তু কালের কন্ঠ এর মত পত্রিকা কি ভাবে একদিন না পর পর দুই দিন এই খবর এই শিরোনামে ছাপায়...কোন ধর্মান্ধ এর কবলে পড়েছে কালের 'কন্টক'
৯| ২৫ শে আগস্ট, ২০১৭ সকাল ১১:৪৫
তারেক ফাহিম বলেছেন: প্রথম মন্তব্যের অালোকে সব মন্তব্যের মিল থাকায় কি বুঝা যায়? লেখক কালের কন্ঠে যা ছাপা হয়েছে তাই লিখলো। কি কারণে লোকটি এমন করলো তা ১নং মন্তব্যে সম্ভাব্য দুটি দিকের অালোকে সকল মন্তব্যের মিল দেখি
১০| ২৫ শে আগস্ট, ২০১৭ দুপুর ১২:০৪
নতুন বলেছেন: ২৫ শে আগস্ট, ২০১৭ সকাল ৯:০৬ ০
লেখক বলেছেন: আপনার এই উত্তর টা একেবারে..
"চাকু নাপিতের হাতে দিয়ে ফোড়ার অপারেসন করতে দিয়ে বিজ্ঞানের দোষ দিলে কেমনে চলবে??? "
যারা বত`মানে জীবিত এবং বলে যে বিজ্ঞান তাদের উপকার করেনাই। এরা পুরাই নেমকহারাম...
সারাদিন যা তাদের দুই চোখে দেখতেছে এবং উপভোগ করতেছে, ব্যবহার করেছে তা সবই বিজ্ঞানের অবদান... আর তারা বিজ্ঞানিদের দোষ দেখাতে আসে ব্লগে ( ইন্টানেট+কম্পইটার ব্যবহার করে) ...
১১| ২৫ শে আগস্ট, ২০১৭ দুপুর ১২:১৮
গেম চেঞ্জার বলেছেন: হাঃ হাঃ হাঃ
কালের কন্ঠকে অতো বড় করে দেখার কিছু নাই। এদের রিপুটেশন খারাপ হয়েছে ৩ বছর আগে থেকেই!
১২| ২৫ শে আগস্ট, ২০১৭ রাত ৮:১৮
আখেনাটেন বলেছেন: খবরের অাকাল পড়েছে কালের কণ্ঠের। পাঠকেরও মনে হয় খরা যাচ্ছে ইদানিং।
ঐ লোকের অসৎ কোনো উদ্দেশ্য আছে।
১৩| ২৬ শে আগস্ট, ২০১৭ সকাল ১১:৩৯
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: আগে শুনতাম, পুরুষ মানুষকে ধরে মেয়ে জ্বিন, আর মেয়েদের ধরে পুরুষ জ্বিন। আমার অনেক আফসোস হতো, কেন আমাকে কোনো মেয়ে জ্বিন ধরে না
কোরআনে অবশ্য জ্বিনদের কথা বলা হয়েছে। বিশ্ব জাকের মঞ্জিলের পীর সাহেব নাকি জ্বিনদের কবজ করে তাদের দিয়ে ওরসের সময়ে যাবতীয় কাজ করিয়ে থাকেন। ওটা দেখার আমার অনেক দিনের সাধ, কিন্তু সুযোগ আসে নি।
১৪| ২৭ শে আগস্ট, ২০১৭ বিকাল ৩:৪৮
মেঘনা পাড়ের ছেলে বলেছেন: এই ধরনের পরিস্থিতি সচেতনভাবেই ধান্ধাবাজরা সৃষ্টি করে দৃস্টি ভিন্নদিকে সরিয়ে দেবার জন্য। কোন একটা জায়গায় এই মিথ/গল্প গুলি তৈরিই করা হয় সাধারন মানুষ যেনো সেই জায়গা বা এলাকাটা এড়িয়ে চলে তার জন্য। মাঝখান দিয়ে গল্পপ্রচারকরা নিজের কাজগুলি করে নেয়।
@ সোনবীজ, অথবা ধুলোবালিছাই ভাই : আপনি বলেছেন, "বিশ্ব জাকের মঞ্জিলের পীর সাহেব নাকি জ্বিনদের কবজা করে তাদের দিয়ে ওরসের সময়ে যাবতীয় কাজ করিয়ে থাকেন। ওটা দেখার আমার অনেক দিনের সাধ, কিন্তু সুযোগ আসে নি।" আচ্ছা ওদেরকে জিজ্ঞেস করে দেইখেনতো, ওরশের কাজ কর্ম যদি জ্বীনেরা করে দিতে পারে, তাহলে টাকা পয়সার যোগানওতো তারা দিতে পারবে, তা তার দেয় কিনা ?
১৫| ০৯ ই সেপ্টেম্বর, ২০১৭ সকাল ৯:৫৭
শায়মা বলেছেন: লোকটার কোনো মানষিক রোগও দেখা দিতে পারে। পাপের ফলে অপরাধবোধ থেকেও ভীতির সঞ্চার হয়ে এমন জ্বীন ভূত দেখছে হয়তো!
১৬| ০৯ ই সেপ্টেম্বর, ২০১৭ সকাল ৯:৫৯
শায়মা বলেছেন: মানসিক রোগ বনাম জ্বিন ভূতের আছর
১৭| ০৯ ই সেপ্টেম্বর, ২০১৭ সকাল ১০:৩০
জুন বলেছেন: চাঁদগাজী বলেছেন:
লোকটা ঘুষ খাওয়ার পর কোন দুষ্টলোকের কানেকশান দেয়নি, বা এই ধরণের কিছু একটা করেছে; দুস্টরা উনাকে মারধর করার জন্য এসেছিল।
©somewhere in net ltd.
১| ২৪ শে আগস্ট, ২০১৭ সকাল ১০:২৯
চাঁদগাজী বলেছেন:
লোকটা ঘুষ খাওয়ার পর কোন দুষ্টলোকের কানেকশান দেয়নি, বা এই ধরণের কিছু একটা করেছে; দুস্টরা উনাকে মারধর করার জন্য এসেছিল।