নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
এই নাহলে শেখের বেটি.... লোক দেখানো হলেও তিন ঘন্টা লাগায়ে সাধারন লোকদের মত পরীক্ষা করানো কে অভিনন্দন
প্রধানমন্ত্রী শেখ হাসিনা গাজীপুরে শেখ ফজিলাতুন্নেছা মুজিব মেমোরিয়াল কেপিজে বিশেষায়িত হাসপাতালে নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা করিয়েছেন।
শনিবার সকাল ৮টার দিকে প্রধানমন্ত্রী ছোট বোন শেখ রেহানাকে নিয়ে গাজীপুরের কাশিমপুরের ২৫০ শয্যার হাসপাতালটিতে পৌঁছান। অন্যদের মতো কাউন্টারে দাঁড়িয়ে নাম নিবন্ধন করে টিকিট নিয়ে স্বাস্থ্য পরীক্ষা করান তিনি।
শেখ ফজিলাতুন্নেছা মুজিব মোমোরিয়াল কেপিজে বিশেষায়িত হাসপাতালের ভিজিটিং কনসালট্যান্ট প্রাণ গোপাল দত্ত জানান, ‘প্রধানমন্ত্রী রক্ত, আলট্রাসনোগ্রাম, এক্সরের মতো নিয়মিত কিছু পরীক্ষা করান। প্রধানমন্ত্রী ভাল আছেন। কোনো অসুস্থতা নেই তার।’
Hasina does medical exam like a normal citizen
১৩ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ৯:২৭
কলাবাগান১ বলেছেন: সিংগাপুরে না যাওয়ার জন্য ও ধন্যবাদ পেতে পারেন
২| ১৩ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ৯:২২
সামিউল ইসলাম বাবু বলেছেন: অভিনন্দন প্রধানমন্ত্রী অাপনাকে
৩| ১৩ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ৯:৩০
শুভবাদী রোদ বলেছেন: ভন্ডামি চিরদিন, ভন্ডামি প্রতিদিন।
১৩ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ৯:৫২
কলাবাগান১ বলেছেন: ভন্ডামি করেও তো 'ম্যাডাম' কে দেখলাম না যে জনতার কাতারে নেমে আসতে
৪| ১৩ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ৯:৩৪
বিচার মানি তালগাছ আমার বলেছেন: উনার আর হারাবার কিছু নেই। এখন যদি রাজনীতিতে গুণগত পরিবর্তন ঘটাতে পারেন তবেই দেশের মঙ্গল...
রাষ্ট্রপতি ও মন্ত্রীদেরও নিয়মিত চেক আপ দেশে করা উচিত...
১৩ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ৯:৫২
কলাবাগান১ বলেছেন: স হমত
৫| ১৩ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ৯:৩৪
মলাসইলমুইনা বলেছেন: আমি টিকেট কাটিয়া চেক আপ কড়াইতে গেলেও কি ডাক্তারবৃন্দ এমন সহাস্য ফটো তুলিবেন, না আমার পশ্চাদদেশে গদাম করিয়া বাড়ি দিয়া বিদায় করিবেন? অফটপিক প্রশ্ন: এই তিনঘন্টার বেতন কি প্রধানমন্ত্রী কম নিবেন কাজ না করার জন্য?
১৩ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ৯:৫৩
কলাবাগান১ বলেছেন: বাংগালী ফাক খোজার কাজে ব্যস্ত...আমি আশা করব যে আপনি আপনার অফিস সময়ে বসে ব্লগ লিখছেন না
৬| ১৩ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ৯:৪৭
চাঁদগাজী বলেছেন:
আদম বেপারীরা মানুষ বিক্রয় করছে, সবাই পড়ালেখার সুযোগ পাচ্ছে না, বসুন্ধরা বাংলাদেশ দখল করছে, দেশের নতুন গ্রাজুয়েটদের চাকুরী নেই; এসব সমস্যা নিয়ে আলাপ করছেন না তিনি; এসব হাসপাতালের ছোট খাট উদাহরণ সামান্য মান সন্মান বাড়াবে, কিন্তু কাজের কাজ হবে না।
১৩ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ৯:৫৪
কলাবাগান১ বলেছেন: অন্তত সিংগাপুর চেক আপ করতে যেতে যত খরচ হত, তা তো বেচে গেল।
৭| ১৩ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ৯:৫৫
বিলুনী বলেছেন: লাইনে দাঁড়িয়ে ব্যক্তগত সেবা নেয়ার যে দৃষ্টান্ত তিনি স্থাপন করেছেন তার মুল্য তিনঘন্টার বেতনের থেকেও কম নয় । এর সুদুর প্রসারী ফলাফল অনেক । দেশে যেখানে প্রতিনিয়ত ভিভিআইপিগন লাইন ভেঙ্গে কার আগে কে যাওয়ার প্রতিযোগিতায় নিয়ম শৃংখলা বিঘ্নিত করছেন সেখানে লাইনে দাঁড়িয়ে নিয়ম শৃংখলা নীজে আচারী জাতিকে শিক্ষা দেওয়াও প্রধানমন্ত্রীর একটি দায়ীতত্বের মধ্যেই গন্য করা যায়, আর এ জন্য তাকে বেতন দেয়া হয় । তবে বলা যায় এরকম লাইনে দাঁড়ীয়ে সবাই যেন সকল ক্ষেত্রে নিয়ম শৃংখলা বজায় রাখে । ভাল একটি কাজের জন্য অকুণ্ঠ চিত্তে প্রসংসা করলে কেও ছোট হয়ে যায় না বরং সমালোচনা কারী নীজকেই হেয় প্রতিপন্ন করে ।
১৩ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ৯:৫৭
কলাবাগান১ বলেছেন: ঠিক মূল্যায়ন
৮| ১৩ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ১০:১৫
মাহিরাহি বলেছেন: বিজ্ঞানের চমক বাদ দিয়ে, রাজনীতির চমক দেখানো শুরু করলেন কবে।
১৩ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ১১:০১
কলাবাগান১ বলেছেন: যতদিন বাংলাদেশে ১৯৭১ এর কে ছোট করে দেখার লোকজন থাকবে, ততদিন সব লিখাই চালানো ও উচিত
৯| ১৩ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ১০:১৭
রাজীব নুর বলেছেন: শুভবাদী রোদ বলেছেন: ভন্ডামি চিরদিন, ভন্ডামি প্রতিদিন।
১৩ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ১১:০০
কলাবাগান১ বলেছেন: আপনি সব সময় 'সঠিক' টা বুঝতে পারেন
১০| ১৩ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ১০:৩৬
মলাসইলমুইনা বলেছেন: আপনার মন্তব্যটা খানিকটা ব্যক্তিগত আক্রমণের মতো হয়ে গেলো না? আপনি সত্যিই বিশ্বাস করেন এটা কোনো ইফেক্টিভ উদাহরণ হলো? প্রধামন্ত্রীরতো এটা করার দরকারই নেই | ধরুন তার কানে যদি ইনফেকশন ধরা পড়তো কি হতো তখন? ইমার্জেন্সি হলে পরের দিনই বিদেশে যেতেন চিকিৎসার জন্য তাই না ? মন্ত্রী,এমপি,সচিব সাহেবরা সবাই তাই করেন তাই না (বিরোধী দলীয় নেতা নেত্রীরাও এই মন্তব্যের অন্তর্ভুক্ত)? যেটা দরকার নেই সেটা কেন করবেন তিনি |তার এই তিনঘন্টা ভিজিটর জন্য কি পরিমান অসুবিধা হলো অন্য গরিব, সামর্থ্যহীন পেশেন্টদের সেটা ভাববেন না (আমার খুবই ব্যক্তিগত অভিজ্ঞতা আছে পিজিতে প্রধানমন্ত্রী গেলে কি ঝামেলা পেশেন্টদের হয় তা দেখার | আমি জানিনা আপনার তেমন আছে কি না)? আরো অনেক প্রয়োজনীয় কাজ করে প্রধানমন্ত্রীর উদাহরণ সৃষ্টির সুযোগ আছে | যেগুলো করলে দেশের অনেক বেশি উপকার হবে | প্রধানমন্ত্রী সেগুলোর আসে পাশেও কিন্তু যাবেন না বা যেতে পারবেন না, তাই না ? এই সত্যিটা শুনে কেন কারো রাগতে হবে সেটা আমি সত্যিই বুঝতে পারলাম না |
১৩ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ১১:০৪
কলাবাগান১ বলেছেন: প্রধানমন্ত্রীর চেকআপের জন্য সিংগাপুর গেলে অথবা হাসপাতাল বন্ধ করে দিলে এই আপনার মত 'কলম' যোদ্ধারা ই দেশে সাধারন জনগনের কোন অধিকার নাই বলে হামলে পড়তেন...এই আপনি ও ছিদ্র খুজে বের করেছেন যে তিন ঘন্টার বেতন নিয়েছেন কিনা
১১| ১৩ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ১১:৪০
মলাসইলমুইনা বলেছেন: আমি যাই বলি, আমাদের উঁচুতলার মানুষেরা সবাই বিদেশেইতো যায় তাই না ? প্রধানমন্ত্রীতো অনেকবারই বিদেশে গেলেন তার চিকিৎসায় | আপনার মত 'কলম' যোদ্ধা মানে !!! আপনি আমার সম্পর্কে না জেনেই কঠিন মন্তব্য করেছেন | যার টাকা আছে সে যাবে বিদেশে সেটা নিয়ে আমার কোনো বক্তব্য নেই | আপনি আমার মন্তব্যের পয়েন্টটা মিস করেছেন | এই সাধারণ চেক আপের জন্য প্রধানমন্ত্রীর তিনঘন্টা অপেক্ষা করার দরকার বা হসপিটালের সবকিছু অকুপাই করার কোনো দরকার নেই (প্রধানমন্ত্রীর সিকিউরিটির জন্য যেটা করতে হয় সবসময়ই)| আমরা বলি আমাদের ডাক্তার কম, ফ্যাসিলিটি কম, চিকিৎসা সেবায় অনেক কিছুই কম | সেরকম অবস্থায় প্রধানমন্ত্রীর কারণে হসপিটালের মতো জায়গায় অনেক কিছুই বন্ধ রাখতে হয় |তিনঘন্টা সব বন্ধ করে রাখার দরকার নেই | সেটা না করলেও চলতো |সেটাই আমার পয়েন্ট ছিল | প্রধানমন্ত্রীতো সিরিয়াসলি সিক নন | এই সামান্য চেক আপ (প্রাণ সংহারী কোনো রোগ নয়) তার অফিসে বা বাসায় যেকোনো জায়গায়ই প্রাণগোপাল বাবু করতে পারেন | বরং সেটা করলেই সাধারণ মানুষের ঝামেলাটা কম হতো |
১৪ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ১২:০৪
কলাবাগান১ বলেছেন: বিলুনী বলেছেন
"ভাল একটি কাজের জন্য অকুণ্ঠ চিত্তে প্রসংসা করলে কেও ছোট হয়ে যায় না বরং সমালোচনা কারী নিজকেই হেয় প্রতিপন্ন করে ।"
১২| ১৪ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ১২:৩৫
মেঘনা পাড়ের ছেলে বলেছেন: প্রধানমন্ত্রী উদাহরন সেট করতে চেয়েছিলেন, সেটাতে উনি সফল। বাকীরা ভিআইপিরা যদি সেটা অনুসরন করেন আরকি .............
১৪ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ১২:৪৩
কলাবাগান১ বলেছেন: বাকীরা তো উল্টা পথে গাড়ী চালায়!!!!!
১৩| ১৪ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ১২:৪৭
মানিজার বলেছেন: সেই রাষ্ট্র ঠিক পথে চলছে না যে জায়গায় স্বাভাবিক ব্যাপার খবরে পরীণত হয় ।
১৪ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ১:০৭
কলাবাগান১ বলেছেন: যখন রাজাকারদের গাড়ীতে পতাকা উড়ত, তখন বোধহয় দেশ সঠিক পথে ছিল
১৪| ১৪ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ১:২২
মানিজার বলেছেন: ৭৫ এর পরে দেশ কখনুই ঠিক পথে ছিল না ।
১৪ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ১:৫০
কলাবাগান১ বলেছেন: এখন কিছুটা হলেও আইনের শাসন আছে
১৫| ১৪ ই সেপ্টেম্বর, ২০১৭ ভোর ৪:৫৪
বিলুনী বলেছেন: ধন্যবাদ
১৬| ১৪ ই সেপ্টেম্বর, ২০১৭ দুপুর ১২:৪০
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: যাদের কাছে একই কথা এরদোয়ান বললে হয় প্রশংসিত আর শেখ হাসিনা বললে হয় শিরক, তাদের কাছে শেখ হাসিনার ত্যাগ-সফলতা ভালোভাবে মেনে নেয়া কতটা সম্ভব সেটা এখানেও কিছুটা বুঝে গেলাম মন্তব্যের ঘরগুলোতে।
ভাই, শেখ হাসিনা লোক দেখানো কিছু করেন তা আমার বিশ্বাস হয় না। তিনি তাঁর দায়িত্ব পালন করেছেন।
আপনার পোষ্টে অভিনন্দন
১৪ ই সেপ্টেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:০৮
কলাবাগান১ বলেছেন: তারা কারা তা ভালভাবেই জানি
"এরদোয়ান বললে হয় প্রশংসিত আর শেখ হাসিনা বললে হয় শিরক"
১৭| ১৪ ই সেপ্টেম্বর, ২০১৭ বিকাল ৩:১৫
জেকলেট বলেছেন: কমেন্ট এবং ব্লগ দুইটাই পড়লাম। আমার কাছে ব্যাপারটা শুধুই একটা পাবলিসিটি বলে মনে হয়েছে (ব্যাক্তিগত মতামত)। তারপর ও প্রশংসার যোগ্য। এক্ষেত্রে ব্লগার মলাসইলমুইনার কমেন্টগুলো যুক্তিযুক্ত মনে হয়েছে। আমার ছোট কয়েকটা বিষয় জানার ছিলো:
১) উনি কি একবারে সাধারন মানুষের মতই গিয়েছিলেন?? কোন স্পেশাল সিকিউরিটি ফোর্স ছিলো কি?
২) উনার কি এই চেকাপের কোন দরকার ছিলো??
২) পিএম কি ঐ হসপিটালে কি শুধুই চেকাপ এর উদ্দেশ্যে গিয়েছিলেন?? পত্রিকার রিপোর্ট কিন্তু তা বলেনা।
৩) উনি কি সবসময় এই হয়পিটালাই চেকাপ করান বা চিকিৎসা নেন??
৪) উনি অন্যান্য সময় কি তাই করেন। সাধারনের মত চলাফেরা?? ঢাকা শহরে যারা থাকেন তাদের অভিজ্ঞতা কিন্তু তা বলেনা।
আর বিদেশের সাথে তুলনা করলে ব্যাপারটা হাস্যকর। ব্রিটনের সাবেক পিএম মিটিং এ লেইট হয়ে যাবে দেখে মাত্র দুইজন পুলিশ নিয়ে টিউবে চড়ছিলেন বা সাধারন মানুষের মত (কোন প্রটকল ছাড়াই) লাইনে দাড়িয়ে টেসকো থেকে বাজার-সদাই করেছেন। অথবা বারাক ওবামা নিউওয়ার্ক গিয়ে একটা সাধারন শপে ঢুকে বার্গার খাওয়া। হালের জাস্টিন ট্রুডো, এদের সবার ব্যাপারে ওরা ওদের দল বা দেশের মানুষকে সোসাইটিকে সবাই মিলে এমন জায়গায় নিয়ে গেছে যে এদের কাছে রাষ্ট্রের সর্বোচ্চ পদ ব্যাপারটা শুধুই একটা নয়া দায়িত্ব বা নয়া চেলেঞ্জ। কোন যুদ্ব নয়। তাই ওদের দেশে আমাদের দেশের মত শুধু ক্ষমতায় থাকার জন্য ১৫ই ফেব্রুয়ারী বা ৫ই জানুয়ারির মত কোন ইলেকশন হয়না।
১৪ ই সেপ্টেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:০৯
কলাবাগান১ বলেছেন: ওদের দেশে বিরুোধী দলকে গ্রেনেড মেরে ৩০ জনকে হত্যা করে না আবার জর্জ মিয়াকে হাজির করে না
১৮| ১৪ ই সেপ্টেম্বর, ২০১৭ বিকাল ৩:৪৪
নতুন বলেছেন: এটা ভালো কাজ... কিন্তু দেশের সকল রাজনিতিকের জন্য বিদেশে চিকিতসার জন্য যাওয়া বন্ধকরা উচিত।
প্রতিটি মন্ত্রী/এমপিকে দিনে একটা সরকারী/বেসরকারী প্রতিস্ঠান দেখতে যাওয়া বাধ্যতামুলক করা উচিত।
১৪ ই সেপ্টেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:১০
কলাবাগান১ বলেছেন: তিটি মন্ত্রী/এমপিকে দিনে একটা সরকারী/বেসরকারী প্রতিস্ঠান দেখতে যাওয়া বাধ্যতামুলক করা উচিত.।স হমত
১৯| ১৪ ই সেপ্টেম্বর, ২০১৭ বিকাল ৫:১২
সনেট কবি বলেছেন:
কলাবাগান১ এর ‘কাউন্টারে দাঁড়িয়ে টিকিট
নিয়ে প্রধানমন্ত্রীর স্বাস্থ্য পরীক্ষা’ পোষ্টে মন্তব্য-
লোক দেখানো না বলে দৃষ্টন্ত স্থাপন
বলায় কি অসুবিধে? নাকি এমনটা
বলাই নিয়মে আছে? নাকি তাঁর ক্ষেত্রে
এমন বলা বিশেষ নিয়ম সর্বদা?
কেউকি তাঁর মনের খবর জানেন?
নাকি হীনমন্যতায় আমাদের মন
এভাবেই আজীবন আচ্ছন্ন থাকবে?
কেটে যাক আমাদের মনের কালিমা!
প্রধানমন্ত্রী এভাবে নিজেকে আদর্শ
বানিয়ে জাতিকে পথ দেখালেন বলে
ধন্যবাদ প্রাপ্যতায় তিনি যোগ্যতম।
নেতিকে বিদায় করে ইতি পথ ধরে
আমরা এগুতে চাই সম্মুখ সমরে
জয়ীহয়ে গৌরবের গড়তে স্বদেশ।
১৪ ই সেপ্টেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:০৮
কলাবাগান১ বলেছেন: দৃষ্টন্ত স্থাপন ই বললাম...যারা হাসিনা বলেই বাজে কথা বলছে..তারা অন্তর জ্বালায় জ্বলে যাক
২০| ১৬ ই সেপ্টেম্বর, ২০১৭ দুপুর ১২:২২
জেকলেট বলেছেন: একি সমস্যা এখন ও বিদ্যমান। এবং আমার কথাটা এখানেই: দশ দেশ চালানোর পরও আমরা কেন একি অবসথায় থাকব???
২১| ২৭ শে সেপ্টেম্বর, ২০১৭ বিকাল ৪:৪১
জেকলেট বলেছেন: @লেখক: প্রধানমন্ত্রী ‘ওয়াশিংটনের একটি হাসপাতালে বাংলাদেশ সময় ২৬ সেপ্টেম্বর সকাল ছয়টায় প্রধানমন্ত্রীর গলব্লাডারে সফল অস্ত্রোপচার হয়েছে।’ আপনার মন্তব্য আশা করছি:
রেফারেন্স: Click This Link
২৭ শে সেপ্টেম্বর, ২০১৭ রাত ১০:৫৯
কলাবাগান১ বলেছেন: অপারেশন হল ন্যাচারাল ব্যাপার ...মন্তব্য করার কোন কারন নাই আর আমরা আম জনতা (নেতা না), তাই ওয়াশিংটনের আওয়ামী নেতাদের মত হাসপাতালে বসে থাকার ও কোন তাড়া নাই।
২২| ২৭ শে সেপ্টেম্বর, ২০১৭ রাত ৯:১০
সেলিম আনোয়ার বলেছেন: সাধুবাদ মাননীয় প্রধানমন্ত্রীর উদ্যোগে ।
২৭ শে সেপ্টেম্বর, ২০১৭ রাত ১১:০০
কলাবাগান১ বলেছেন: ধন্যবাদ সাধুবাদের জন্য
২৩| ২৮ শে সেপ্টেম্বর, ২০১৭ সকাল ১০:২৬
জেকলেট বলেছেন: ভাই এত দল কানা হলে হবে??? অপারেশন ন্যাচারাল ব্যাপার!!! আজব দেশ, আজব দল তার থেকে ও আজব সেই দলগুলোর সাপোর্টার।
২৮ শে সেপ্টেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬:৫৪
কলাবাগান১ বলেছেন: আল্লাহ কাছে হাজার শোকর যে জামাতি/রাজাকার দের সাপোর্টার বানান নি আমাকে।
২৪| ২৪ শে ডিসেম্বর, ২০১৭ দুপুর ১২:২১
কামরুননাহার কলি বলেছেন: আসলে এগুলো লোক দেখানো কাজ প্রতিদিনই হয়ে থাকে । ভালো লাগে না এই সব নেকামি। সে যেই হোক বাংলাদেশি মানুষ খুবই নেকামি করার ওস্তাদ। অন্যান্য দেশে কিন্তু এতো নেকামি করেনা। একটু কিছু করলেই তারা ভাবে বহত বহত কিছু করে ফেলেছে।
২৪ শে ডিসেম্বর, ২০১৭ দুপুর ১২:৩৩
কলাবাগান১ বলেছেন: আর যখন ব্রিটিশ প্রধানমন্ত্রী ট্রেনে সাবার সাথে একসাথে অফিসে যায় আর এর ছবি দেখা যায় তখন নেকামি হয় না ???
নিজামী অফিসে বসে নিজের রান্না করা খাওয়া নিয়ে আসতেন, সেটা নেকামি হয় না????
নেকামি হয় হাসিনা করল দেখেই ...আপনাদের কোথায় লাগে সেটা বুঝি বলেই বললাম।
২৫| ২৪ শে ডিসেম্বর, ২০১৭ দুপুর ১২:৪৬
কামরুননাহার কলি বলেছেন: ব্রিটিশদের সাথে আর আমেরিকাদের সাথে তুলনা করলেন হাহাহাহা হাসি পেলো ।
আর নিজামী কে তাকে তো আমি চিনিই না!
শেখ হাসিনা করলো আর খালেদা জিয়া করলো আর কে করলো না করলো সেটা তো আর বোজানো যাবেনা আপনাকে। আরে ভাই বুঝে শুনে উত্তর দিন। আমি তো আর শেখ হাসিনাকে একা বলিনি। এদেশের কুলি থেকে প্রধানমন্ত্রী যারা আছেন তাদেরি বলছি। আমাদের দেশে শুধু নেকামি হয় যে কোন বিষয়।
যেমন ধরেন, এই যে আপনে একটু নেকামি করলেন। আবার যখন অন্য কেউ প্রধানমন্ত্রী হবে তখন আবার তাকে নিয়ে নেকামি হবে। ওকে নিয়ে নেকামি হবে তাকে নিয়ে নেকামি হবে সবাইকে নিয়ে নেকামি হবে।
হবে না শুধু সাধারণ মানুষদের নিয়ে নেকামি।
আর একটি কথা, আচ্ছা কেউ যদি সত্যি কথা বলে তাহলে তাকে কেনো অন্যে দলের লোক বলা হয়? এটাই কি নিয়ম এদেশের? নাকি অন্য কিছু।
আমাদের প্রজন্মগুলোকে আর কত মিথ্যের বেড়াজালে ঢাকবেন জানিনা।
©somewhere in net ltd.
১| ১৩ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ৯:২০
সামিউল ইসলাম বাবু বলেছেন: সরকার প্রধানরা যতদিন বিদেশে নিজেদের চিকিৎসা করাবেন, ততোদিন অামাদের দেশের চিকিৎসা ব্যবস্থা উন্নত হবেনা।