নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
খালেদা জিয়ার বিচার করেছেন ভাল কিন্তু জনতা ব্যাংকের ৫ হাজার কোটি টাকা মেরে দেওয়া দূস্য বাদলের বিচার না হলে জনগন আপনাকে ক্ষমা করবে না
জামাতি রাজাকার বান্ধব নট ওয়েলকাম
২| ০৯ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১১:১৬
তার ছিড়া আমি বলেছেন: ৫০০০ কোটি টাকা, এটা কোন টাকা হলো? এতো হাতের ময়লা!!!!!!!!!!!!
৩| ১০ ই ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ১০:৩৪
রাজীব নুর বলেছেন: সরকার চাইলেই হবে।
৪| ১১ ই ফেব্রুয়ারি, ২০১৮ ভোর ৬:০০
ডঃ এম এ আলী বলেছেন: দেশের ব্যাংকিংখাতে গত কয়েক বছরে প্রায় ১৫ হাজার কোটি টাকার ঋণ কেলেঙ্কারির ঘটনা ঘটেছে বলে বিভিন্ন সংবাদ মাধ্যমে দেখা যায় । ব্যাংক কেলেংকারীর জন্য অসংখ্য মামলাও নাকি হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিরাও নাকি চিহ্নিত। অথচ বছরের পর বছর পেরিয়ে গেলেও বিচার হচ্ছেনা , লুটেরা থেকে যাচ্ছে ধরা ছোঁয়ার বাইরে। উদ্ধার হয়নি টাকা। হবে কিনা তাও নিশ্চিত করে বলতে পারছেন না কর্তৃপক্ষ। ব্যাংকগুলোতে ঘটে যাওয়া এসব লুটপাটে রাজনৈতিক বিবেচনায় নিয়োগ পাওয়া পরিচালনা পর্ষদ এবং ঊর্ধ্বতন কর্মকর্তাদের যোগসাজশ থাকলেও তারা স্বপদে বহাল রয়েছেন। যে সব ঘটনা গণমাধ্যমে প্রকাশ পাচ্ছে, তা নিয়ে কিছুটা আলোচনা হলেও বাকিগুলো যেন ধামাচাপাই পড়ে থাকছে বছরের পর বছর।
জনতা ব্যাংকের বিশাল অংকের ঋণ একটি বিশেষ শিল্পগুষ্টিকে দানের বিষয়ে বলাবলি হচ্ছে যে জনতা ব্যাংকের তৎকালীন এম ডির আনুকুল্যেই নাকি বাসের কন্ট্রাক্টর থেকে বাদল আজ বিশাল বড় মাপের শিল্পপতি বনে গেছে । ব্যাংকের ৫ হাজার কোটি টাকায় ২২টি প্রতিষ্ঠান গড়েছেন তিনি। এই ঋণ দানের বিষয়টি তলিয়ে দেখা হবে বলে সরকারী লোকজন ও অর্থমন্ত্রী হম্বিতম্বি করলেও এটাও ধামা পরে যাবে বলেই মনে হচ্ছে । তবে সরকার যদি এখনো সচেতন না হয় ও অর্থমন্ত্রীকে ঠেসে না ধরে তবে এর পরিনাম তাদেরকে ভুগতে হবে । চোরারা খাতা কলমে কাগজপত্র সহি করেই এইসব কর্ম করেছে তাতে কোন সন্দেহ নেই , তাই ব্যাংকের লালবাতী জ্বললেও কোর্ট কাচারী আদালত দায়ী ব্যক্তিদেরকে দোষী সাব্যস্ত করতে পারবে কিনা তাতে সন্দেহ রয়েছে ।
১১ ই ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ৭:৪২
কলাবাগান১ বলেছেন: মহিউদ্দীন আলমগীর এর মত চোর কে না ধরলে, এর জবাব জনগন কে দিতে হবেই..আজ দেখলাম ফারমার্স ব্যাাংক কে ছোলা বানিয়ে ফেলেছে ঐ লোক...
৫| ২৬ শে ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১:১৬
চাঁদগাজী বলেছেন:
আপনার এই অর্থনৈতিক পোষ্ট তো আগে দেখিনি
৬| ০৩ রা মার্চ, ২০১৮ ভোর ৪:৪৬
এলিয়ানা সিম্পসন বলেছেন: view this link
০৩ রা মার্চ, ২০১৮ দুপুর ১২:১৪
কলাবাগান১ বলেছেন: do you know these people?
৭| ০৩ রা মার্চ, ২০১৮ রাত ৮:৩১
এলিয়ানা সিম্পসন বলেছেন: I know the garbage Bengali doctor a little bit. They scammed $146 million dollars!
৮| ১০ ই মার্চ, ২০১৮ বিকাল ৫:০৯
রাফা বলেছেন: সবার বিচারই হবে।শুধুমাত্র সময়ের ব্যাপার।বঙ্গবন্ধু হত্যার বিচার করতে সময় লেগেছে ৩৪ বছর।যুদ্ধাপরাধিদের বিচার হয়েছে ৪০ বছর পর।বাকি গুলোও পর্যায় ক্রমে আসবে।হাসিনা শুধু শুরুটা করে দিয়ে গেলো ।বাংলাদেশ আবার উল্টোপথে না হাটলে বিচার চলতেই থাকবে।কাজেই হতাশার কিছু নেই।
১০ ই মার্চ, ২০১৮ রাত ৯:৫৫
কলাবাগান১ বলেছেন: এসব বিচার রাজনৈতিক না অর্থনৈতিক....তাড়াতাড়ি বিচার করাই ভাল
৯| ২৩ শে মার্চ, ২০১৮ রাত ১২:৩৬
প্রামানিক বলেছেন: বিচারের আশায় অনেকের দিন কাটছে
১০| ৩০ শে মার্চ, ২০১৮ ভোর ৬:৩৪
সৈয়দ তাজুল বলেছেন:
এ টাকা তো আমাদের অর্থমন্ত্রীর কাছে কিছুই না!
১১| ৩০ শে মার্চ, ২০১৮ ভোর ৬:৩৪
সৈয়দ তাজুল বলেছেন:
হয়ত তিনি এটাকে সালামি বলবেন!
©somewhere in net ltd.
১| ০৯ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১০:৫৪
আবু তালেব শেখ বলেছেন: দুর্নীতির আরো কিছু ফিরিস্তি দিলে খারাপ হত না