নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সামুতে সারাক্ষন দেশ রসাতলে গেল (আগে সুখের নহর বইত) বলে পোস্ট দেওয়া ব্লগার তার সংগী সাথীদের নিয়ে হাসি আনন্দ করে (এশা কে যৌতুক ছাড়া বিয়ে) আরেক দফা সুফিয়া কামাল হলের এশার গলায় জুতার মালা পড়ানোর মত করে পোস্ট দিল। যখন সারা দেশের পত্র/পত্রিকায় আসছে যে রাগের মাথায় গ্লাসের দরজায় নিজে লাথি মারায় পা কেটে যায় আর সে ঘটনা কে রং ছড়িয়ে..সাংগপাংগ নিয়ে হাসি-তামাসায় পোস্ট - যে এই নেত্রী নাকি রগ কেটেছে...। আমি এশার বিচার চাই কেননা সে অন্য মেয়েদের সাথে সর্দারনীর মত আচরন করত এটা মেনে নেওয়া যায় না...কিন্তু তাই বলে এত ব্ড় মিথ্যাচার...
এত জন কমেন্ট করল...এত জন ভিজিট করল কিন্তু একজনও প্রতিবাদ করল না এই মিথ্যাচারের....
১৪ ই এপ্রিল, ২০১৮ সকাল ৯:২৫
কলাবাগান১ বলেছেন: আপনাদের মত ব্লগার দের কে বলার কিছুই নাই...আপনাদের মিনিটে মিনিটে আপডেট ও দেখছিলাম আর ভাবছিলাম এরা কি শুধুই কোটা সংস্কার চায় নাকি চাদের বুকে...ছবিও আবার দেখতে চায়
লাইক এর ব্যবসা আপনারা করুন....
২| ১৪ ই এপ্রিল, ২০১৮ সকাল ৯:২৯
সনেট কবি বলেছেন: রগ না কেটেই এশাকে জুতারমালা পরতে হলো? এতো দেখছি বিছছিরি কান্ড!
১৪ ই এপ্রিল, ২০১৮ সকাল ৯:৩৩
কলাবাগান১ বলেছেন: একবার না...এখন সেলিব্রেটি ব্লগার কে ঘিরে আরেকবার জুতার মালা পড়ানো হচ্ছে এই মিথ্যাচার কে ভর কে এই সামুতেই ...কাজী ডেকে বিয়ে পড়ানোর ব্যবস্হা উনারা করছেন কেন না এশার বিয়ের দ্বায়িত্ত এই সব লোকদের
৩| ১৪ ই এপ্রিল, ২০১৮ সকাল ৯:৩৭
সনেট কবি বলেছেন: অপরাধ না করে এত্তবড় শাস্তি পাওয়া জঘণ্য। আমার মেয়ে বলেছিল এশা অন্যায় করেনি। তখন বিশ্বাস হয়নি। ওকে ব্লগ দেখিয়ে বলেছিলাম দেখ ব্লগে কি লেখা আছে।
১৪ ই এপ্রিল, ২০১৮ সকাল ৯:৪৩
কলাবাগান১ বলেছেন: আজকের ডেইলি স্টার পত্রিকায় পা কাটা যাওয়া মেয়ে টা যখন নিজ মুখেই বলে যে সে নিজে রাগের মাথায় এশার রুমের দরজায় লাথি মেরে পা কেটেছে...তখনও ব্লগের সেলিব্রেটি ব্লগার কে এই মিথ্যা কে বেইস করেই পুরা ঘটনা কে অন্য খাতে নিচ্ছে।
সে অপরাধ করেছে কিন্তু সেটার বিচার এত বড় মিথ্যা অপবাদ দিয়ে করা যায় না।
৪| ১৪ ই এপ্রিল, ২০১৮ সকাল ৯:৪৮
এলিয়ানা সিম্পসন বলেছেন: ব্লগে মানুষ আসে যায় আর ভাল ভাল কমেন্ট দেয়। রেইপ, সেক্সুয়াল অ্যাসল্ট, রেসিজম, সেক্সিজম, বুলিইং, যা ই হোক না কেন, বিরধীতাকারী কাউকে পাওয়া যায়না।
১৪ ই এপ্রিল, ২০১৮ সকাল ৯:৫০
কলাবাগান১ বলেছেন: ইয়েস স্যার মেন্টালিটি সিন্ডিকেট করে ব্লগ করার লোকজনের মাঝেই দেখা যায়
৫| ১৪ ই এপ্রিল, ২০১৮ সকাল ৯:৫৬
এলিয়ানা সিম্পসন বলেছেন: (:হাসু মামা খারাপ লোকদের কাছ থেকে বাঁচতে পোস্টে কমেন্ট মডারেশন করতে বলেন আর তার পোস্টের কমেন্টে যখন আরেক ব্লগারকে অ্যাসল্ট করা হয়, উনি প্রতিবাদ করেন না। view this link
১৪ ই এপ্রিল, ২০১৮ সকাল ১০:০৩
কলাবাগান১ বলেছেন: এদের স্ববিরূধীতা চোখে আংগুল দিয়ে দেখালেও দেখে না...আরেক পোস্ট এসেছে যেখানে আমার আর চাদগাজীকে জড়ানোর চেস্টা করা হচ্ছে মেয়েদের সাথে....এদের কাজই এমন... মিথ্যাচার নিয়ে কোন কথা নাই ..
৬| ১৪ ই এপ্রিল, ২০১৮ সকাল ১১:০০
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: ছাত্রলীগের একজন নেত্রীর বিরুদ্ধে রগ কাটার অভিযোগ প্রচার হওয়ার সাথে সাথে সাধারণ ছাত্রীরা এটা বিশ্বাস করে ফেললো কেন? আপনার কাছে এর কোন ব্যাখ্যা আছে?
৭| ১৪ ই এপ্রিল, ২০১৮ দুপুর ১২:২৫
মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: এশা মেশা নিয়ে আমার মাথা ব্যাথা নাই।
মেজাজ খারাপ হলো ঐ সালার প্রতি! যারা না জেনে এসব ফেক নিউজ ছড়াচ্ছে । তাদের লটকানো দরকার
"এশা শুধু ছাত্রত্ব ফিরে পাবে না বরং সম্মানিত হবে: ঢাবি উপাচার্য"
এসব ছোটখাট ঘটনায়/গুজোবে বহিস্কার কেন?? ঢাবির ভিসিরা কি ঘাস খায়???
৮| ১৪ ই এপ্রিল, ২০১৮ দুপুর ১:১৮
তার ছিড়া আমি বলেছেন: এশা ফেশা মেশা টেশা যারা আছে, এরা ভবিষ্যতে নেতৃত্ব দেবে। কেননা, বিশেষ নেতৃত্ব সবাই দিতে পারে না।
৯| ১৪ ই এপ্রিল, ২০১৮ বিকাল ৪:০৯
চুলবুল পান্ডে বলেছেন: শাক দিয়ে বিরিয়ানী ঢাকার অপচেষ্টা
১০| ০৮ ই মে, ২০১৮ সন্ধ্যা ৭:৫৪
শামচুল হক বলেছেন: দূরে থেকে কোনটা সত্য কোনটা মিথ্যা বোঝা মুশকিল।
©somewhere in net ltd.
১| ১৪ ই এপ্রিল, ২০১৮ সকাল ৯:২১
:):):)(:(:(:হাসু মামা বলেছেন: আপনাকে একটা লাইক দিলাম তবে এই পোস্ট বা লেখার জন্য নয় বছরের প্রথম সকালের ভ্যট হিসেবে ।
আর পোস্টের বিষয় বলতে গেলে আপনার লেখা পড়ে শাক দিয়ে মাছ ঢাকার কথা মনে পড়ে গেল ।
শুভ নববর্ষ।