নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

কলাবাগান১

বিজ্ঞান নিয়ে পড়ালেখা দেশপ্রেমের ই অংশ

কলাবাগান১ › বিস্তারিত পোস্টঃ

হাবিজাবি পোস্ট

২৭ শে অক্টোবর, ২০১৯ সকাল ৮:০২

অনেকদিন কাজ নিয়ে ব্যস্ত থাকার পর একটু নিশ্বাস নেওয়ার সময় হল.....ব্লগ মুক্ত হওয়াতে অনেক খুশী...জব্বার সাহেব যে তার হীন মানসিকতা থেকে বের হয়েছেন তাতে ও খুশী

১- সিনেমা জগতে কি এক নির্বাচন হয়ে গেল। পত্র-পত্রিকায়, টিভি, অনলাইনে যে রকম কাভারেজ দেখলাম..মনে হচ্ছিল সমিতির সভাপতি বোধহয় বাংলাদেশ কে একটা উন্নত দেশে পরিনত করার ক্ষমতা রাখেন তাই সমস্ত দেশ অধীর আগ্রহে তাকিয়ে আছেন কে সভাপতি হন...মনে হয় কাল থেকে আর কোন টোকাই কে রাস্তায় ঘুমা্তে হবে না সিনেমার সভাপতি দেশের সকল সমস্যার সমাধান করবেন

২- বাংলাদেশের সরাইল কুকুর এর চাহিদা পুরা বিশ্বে..আমেরিকাতে এই প্রজাতির একটা কুকুরের দাম ২-৩ হাজার ডলারের কম হবে না..বৃটিশ আমলে লোকাল জমিদারদের আরবীয়/আফগান কুকুর এর সাথে বৃটিশ সাহেব দের হাউন্ড কুকুরের এর শংকারয়নের মাঝে এর প্রজাতির উৎপত্তি। কিন্তু ইনব্রিডিং (ফার্স্ট কাজিন বিয়ে করে অসুস্হ বাচ্চার জন্ম), রক্ষনাবেক্ষন এর অভাবে এই প্রজাতির কুকুর প্রায় বিলুপ্ত...আমেরিকার বেশীর ভাগ লোকই সরাইল হাউন্ড কে চিনে আর এই নামেই (সরাইল) ডাকে। বানিজ্যিক ভাবে এর ব্রিডিং কার্যক্রম চালনা করা উচিত

৩- পত্রিকার শিরোনামে আজকাল কেউ কোথায় আটক হলে বলে যে 'ধরা খেয়েছেন'
যেমন প্রথম আলো বলে: ঘুষ খেতে গিয়ে পুলিশ ধরা খেয়েছেন...
'ধরা খেয়েছেন' কোনভাবেই একটা পত্রিকার শিরোনাম হতে পারে না

৪- একজন নামী ব্লগার তার পোস্টে গল্প লিখার ছলে 'নায়ক' এর মনের কথা তুলে ধরেছিলেন "স্ত্রীর সাথে ঝগড়ার সময় শাহেদ না হয়ে অন্য কেউ হলে রাত দুটার সময় স্ত্রী এর গালে প্রচন্ড চড় মেরে রাস্তায় এক কাপড়ে বের করে দিত"
আহ কি পুরুষ শক্তি..

৫- সম্পুর্ন নিজের রেসিপিতে আজ বানিয়ে খেলাম Eggmosa (Egg+samosa)..। ব্লগার রা খেয়ে দেখতে পারেন টমাটো সস দিয়ে খেতে খুবই মজা..নাম টা নিজেই দিয়েছি..সিদ্ধ্ব ডিমের কুসুম ফেলে দিয়ে...সমুচার ভিতরের কিমা দিয়ে দিলাম। ছবিতে দেখুন


৬- ব্লগে অনেক ই ধর্ম নিয়ে পোস্ট দেন। আমি জানি উনারা সরল মনেই ধর্মের প্রচার চান..। ব্লগে এই ধরনের পোস্ট এলে খোলার আগেই সব সময় দেখি একটা মন্তব্য অলরেডি হয়ে গেছে..পড়ার জন্য ক্লিক না করেই বুঝতে পারি কে কমেন্ট করেছে

মন্তব্য ২২ টি রেটিং +৪/-০

মন্তব্য (২২) মন্তব্য লিখুন

১| ২৭ শে অক্টোবর, ২০১৯ সকাল ৯:০০

রাজীব নুর বলেছেন: চার নম্বর পয়েন্টটা কিন্তু ভুল নয়।

একটা চরিত্র এই কথা বলেছে। বলতেই পারে। এই সমাজে কি কেউ স্ত্রীকে মারে না? অপমান করে না??

২৭ শে অক্টোবর, ২০১৯ সকাল ৯:২১

কলাবাগান১ বলেছেন: আপনাকে বয়কট চলছে ..আর শাহেদ মাঝে মাঝেই নিজে কে 'আমি' বলে উঠে (ব্লগার নিজেই)

২| ২৭ শে অক্টোবর, ২০১৯ সকাল ৯:১৭

এপোলো বলেছেন: দৈবচয়নে নির্বাচিত বিষয়ে লেখার আইডিয়াটা ভাল লেগেছে। ভাবছি কালকে এরকম কিছু একটা লেখার চেষ্টা করব।

২৭ শে অক্টোবর, ২০১৯ সকাল ৯:২২

কলাবাগান১ বলেছেন: দৈবচয়ন তো বুঝি না.. দুইটার মাঝে একটা কে বেছে নেওয়া টা কি দৈবচয়ন..ওহ এই স্টাইলে পোস্ট করার পথিকৃত হলেন উপরে কমেন্ট করা ব্লগার

৩| ২৭ শে অক্টোবর, ২০১৯ সকাল ১০:০৭

রাশিয়া বলেছেন: বাংলাদেশের কোন পুরুষের এত ক্ষমতা নেই। বের করে দিক না থাপ্পর দিয়ে, তারপর বাছাধন টের পাবে কার ভিটেয় কার ঘুঘু চড়ে!

২৭ শে অক্টোবর, ২০১৯ সকাল ১০:২১

কলাবাগান১ বলেছেন: উনার চিন্তা করার ক্ষমতা অনেক নীচু মনের

৪| ২৭ শে অক্টোবর, ২০১৯ সকাল ১১:৪৩

সাইন বোর্ড বলেছেন: ভাবনা ও লেখা ভাল লেগেছে ।

২৭ শে অক্টোবর, ২০১৯ রাত ১০:১৭

কলাবাগান১ বলেছেন: ধন্যবাদ

৫| ২৭ শে অক্টোবর, ২০১৯ সকাল ১১:৫৪

মা.হাসান বলেছেন: ব্লগের দু্ঃসময় আপনাকে ব্লগে দেখেছি, সুসময়ে মিস করছিলাম । দেখা দিলেন ভালো লাগলো ।

সরাইলের কুকুরের সুনাম শুনেছিলাম , কিন্তু এটা যে দেশের বাইরেও পরিচিত আজকে জানলাম।

পত্রিকার সাংবাদিক কি আর আসমান থেকে আসে , দেশের মানুষের যেরকম চিন্তাশক্তি
সেরকমই লেখা পাবেন ।

ডিম সমুসা ট্রাই করবো ,তবে পুর হিসেবে আমি ছোলা বা মাশরুম বেশি পছন্দ করব।

ক্যাচাল যাদের পছন্দ তারা ধর্ম বা অধর্ম সবরকমের পোস্টেই ক্যাচাল করবে । ব্যক্তিগতভাবে আমি মনে করি ব্লগের নীতিমালা বিরোধী না হলে সব রকমের পোষ্টই ব্লগের বৈচিত্রের জন্য থাকা দরকার।

২৭ শে অক্টোবর, ২০১৯ রাত ১০:১৮

কলাবাগান১ বলেছেন: গঠনমলুক কমেন্টে প্রীত হলাম

৬| ২৭ শে অক্টোবর, ২০১৯ দুপুর ১:০৪

বিচার মানি তালগাছ আমার বলেছেন: ভিকারুননেসার অভিভাবক নির্বাচন আর গভর্নিং বডি'র নির্বাচনের খরচ, মিডিয়া কাভারেজ আর দৌড়ঝাপ দেখে জাতীয় নির্বাচনের মতই উত্তাপ পাওয়া যায়(আসল রহস্য অন্যখানে)...

২৭ শে অক্টোবর, ২০১৯ রাত ১০:১৮

কলাবাগান১ বলেছেন: এখানেও কি বিনপি -আওয়ামী কোন দল ছিল???

৭| ২৭ শে অক্টোবর, ২০১৯ রাত ১০:৩৪

ঠাকুরমাহমুদ বলেছেন: ২- বাংলাদেশের সরাইল কুকুর এর চাহিদা পুরা বিশ্বে..আমেরিকাতে এই প্রজাতির একটা কুকুরের দাম ২-৩ হাজার ডলারের কম হবে না..বৃটিশ আমলে লোকাল জমিদারদের আরবীয়/আফগান কুকুর এর সাথে বৃটিশ সাহেব দের হাউন্ড কুকুরের এর শংকারয়নের মাঝে এর প্রজাতির উৎপত্তি। কিন্তু ইনব্রিডিং (ফার্স্ট কাজিন বিয়ে করে অসুস্হ বাচ্চার জন্ম), রক্ষনাবেক্ষন এর অভাবে এই প্রজাতির কুকুর প্রায় বিলুপ্ত...আমেরিকার বেশীর ভাগ লোকই সরাইল হাউন্ড কে চিনে আর এই নামেই (সরাইল) ডাকে। বানিজ্যিক ভাবে এর ব্রিডিং কার্যক্রম চালনা করা উচিত

১৭০০ সনের মাঝামাঝি চিতা বাঘের সাথে তুর্কি (ফিমেল) কুকুরের ব্রিডিং করে সরাইলের হাউন্ড এর উৎপত্তি। আমি বিস্তারিত কোনো এক সময় লিখবো এই বিষয়টি অনেকে ভুল টুল লিখে একদম লাবড়া নিরামিষ করে রেখেছেন ইন্টারনেটে। যাই হোক আপনি উল্লেখ করার জন্য অনেক অনেক ধন্যবাদ।

২৭ শে অক্টোবর, ২০১৯ রাত ১১:১২

কলাবাগান১ বলেছেন: আপনার লিখার অপেক্ষায় থাকলাম.।তবে আমেরিকার কুকুর প্রেমী রা বেংগাল হাউন্ড কে চিনে এবং এটা কিনে ও। একটা বিরাট ব্যাপার

৮| ২৭ শে অক্টোবর, ২০১৯ রাত ১০:৩৯

খায়রুল আহসান বলেছেন: চমৎকার পোস্ট। +
দেশে বাণিজ্যিক ভাবে উন্নত মানের সরাইল কুকুরের প্রজনন বাড়ানোর ব্যবস্থা নেয়ার প্রস্তাবনার সাথে একমত। এতে বেশ কিছু বৈদেশিক মুদ্রা আয় হবার সম্ভাবনা প্রচুর। তা ছাড়া দেশের কুকুর প্রেমীরাও উপকৃত হবে।
"এগ মোসা" দেখতে তো ভালই লাগছে। খেতেও নিশ্চয়ই সুস্বাদু হবে।
কি প্রিন্ট মিডিয়া, কি ইলেক্ট্রনিক মিডিয়া- সব ধরণের মিডিয়াতেই এখন রুচির আকাল, ভাষার দৈন্য চোখে পড়ার মত।
মা.হাসান এর মন্তব্যগুলো ভাল লেগেছে।

২৭ শে অক্টোবর, ২০১৯ রাত ১১:১৩

কলাবাগান১ বলেছেন: ধন্যবাদ। এগ-মোসা বানালে ছবি দিবেন.। মা। হাসানের পরামর্শ ও অনেক ভাল ছোলা বা সবজী কেও পুর হিসাবে ব্যবহার করা

৯| ২৭ শে অক্টোবর, ২০১৯ রাত ১১:২১

ঠাকুরমাহমুদ বলেছেন:




সরাইলের হাউন্ড কুকুর লাষ্ট যে দুটো ছিলো তাও কমপক্ষে ৪০ বছর আগে বিলীন হয়ে গেছে তারপরে, তার আগে ও বর্তমানেও যা চলেছে সব প্রতারণা। এগুলো বাংলাদেশে পওয়া যায় জার্মান শেফার্ড জাতের কুকুর, এগুলো সরাইল এনে সরাইলের নামে এখন প্রতারণা করে বিক্রি চলছে। বিষয়টি খুবই লজ্জা জনক।


২৮ শে অক্টোবর, ২০১৯ রাত ২:৫৭

কলাবাগান১ বলেছেন: যারা সরাইল হাউন্ড চিনে তারা ভালভাবেই জানে সরাইল হাউন্ড এর শরীরের বিশেষ আকার যেটা শেফার্ড জাত থেকে ভালভাবেই ডিফারেন্ট..চিকন কোমর, লম্বাটে দেহ, লম্বা পা

১০| ২৮ শে অক্টোবর, ২০১৯ রাত ৩:২৫

নতুন বলেছেন: এগমুছা ভালই হবে মনে হচ্ছে , কিন্তু ডিমের কুসুম দিয়ে কি করবেন? ওটা ফেলে না দিয়ে অন্য একটা ডিস বানাতে হবে...

২৮ শে অক্টোবর, ২০১৯ সকাল ৮:০৭

কলাবাগান১ বলেছেন: একটা ডিমের কুসুমে এক দিনের জন্য প্রাপ্য কলেস্টেরলের ৭০% থাকে। জেনেশুনে বিষ খাওয়ার কোন মানে হয় না

১১| ০৪ ঠা নভেম্বর, ২০১৯ ভোর ৫:৪০

এলিয়ানা সিম্পসন বলেছেন: Nice post.

I am scaring everyone in my family about LDL cholesterol lol

০৮ ই নভেম্বর, ২০১৯ রাত ১২:৫৩

কলাবাগান১ বলেছেন: সচেতন হওয়া ভালো

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.