নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

কলাবাগান১

বিজ্ঞান নিয়ে পড়ালেখা দেশপ্রেমের ই অংশ

কলাবাগান১ › বিস্তারিত পোস্টঃ

এটা বাংলাদেশের রাস্তা????

১৫ ই ফেব্রুয়ারি, ২০২০ রাত ৮:২৬

বিশ্বাস হচ্ছিল না কিন্তু ড্রাইভারদের উল্টা পথে গাড়ী চালাতে দেখে বিশ্বাস হল যে এটা বাংলাদেশেই

Junction

সুন্দর ডিজাইন


মন্তব্য ৩৫ টি রেটিং +৩/-০

মন্তব্য (৩৫) মন্তব্য লিখুন

১| ১৫ ই ফেব্রুয়ারি, ২০২০ রাত ৮:৪০

ঢাবিয়ান বলেছেন: একেবারেই বিশ্বাসযোগ্য নয়

১৫ ই ফেব্রুয়ারি, ২০২০ রাত ৮:৪৩

কলাবাগান১ বলেছেন: বিদ্যুতবিহীন খাম্বা কিন্তু বিশ্বাসযোগ্য....। যারা এই রাস্তা ইউজ করছেন তাদের মন্তব্যগুলি পড়ে দেখুন ইউটিউবের লিংকে তাহলেই আপনার কাছে বিশ্বাসযোগ্য হবে

২| ১৫ ই ফেব্রুয়ারি, ২০২০ রাত ৮:৪৯

কলাবাগান১ বলেছেন: এটাও বাংলাদেশেই হচ্ছে

৩| ১৫ ই ফেব্রুয়ারি, ২০২০ রাত ৯:২০

নেওয়াজ আলি বলেছেন: ভালোই লাগলো।

১৫ ই ফেব্রুয়ারি, ২০২০ রাত ৯:৩০

কলাবাগান১ বলেছেন: চমকিয়ে উঠেছি এই ছবি দেখে বাংলাদেশে!!!!!!!!

৪| ১৫ ই ফেব্রুয়ারি, ২০২০ রাত ৯:৪০

ভুয়া মফিজ বলেছেন: এটা বাংলাদেশের রাজধানী ঢাকার ডিআইটি রোড। আমার তো দেখে বিশ্বাসই হতে চায় না!! ঘর নাই দুয়ার দিয়া শোয়ার মতো অবস্থা!!! =p~

১৫ ই ফেব্রুয়ারি, ২০২০ রাত ৯:৫৭

কলাবাগান১ বলেছেন: ১৯৭১ সনে জামাতি রাজাকার রা বলেছিল যে বাশের লাঠি দিয়ে পৃথিবীর 'সেরা' মিলিটারী পাকিদের পরাজিত করার স্বপ্ন বুনার জন্য শেখ সাহেবের ফাসী হওয়া উচিত.....

আপনাদের মত লোকই যখন এই ভিডিও তে ১০ হাজার লাইক আর আপনার মত ২৫০ জন ডিসলাইক দেয়...

এক কাজ করেন এ রাস্তা ব্যবহার করা যাতে না লাগে বাংলাদেশে আসলে এই মোড়ে এসে এসে আপনি খাম্বার উপর দিয়ে হেটে পার হয়েন.....

আর হা এই ছবি আপনার প্রিয় জামাতি/পাকি দের ঘাটি ব্রিটেন এর গৃহহীন দের


আলোর নিচে অন্ধকার থাকেই....তাই বলে নোংরা মন নিয়ে অন্ধকার কেই হাতড়িয়ে বেড়ানো হল তাদের স্বভাব যারা আলোকে ভয় পায়।




৫| ১৫ ই ফেব্রুয়ারি, ২০২০ রাত ৯:৪৯

ঢাবিয়ান বলেছেন: @ ভুয়া মফিজ, এইটা কোন মতেই ঢাকার রাস্তা হইতে পারে না। এইটা আম্রিকার রাস্তা বইলা মনে হইতেসে।

১৫ ই ফেব্রুয়ারি, ২০২০ রাত ৯:৫৯

কলাবাগান১ বলেছেন: যে লোক তেলাপোকার এক্সরে তে তার হাড়ঘোড় ছাড়াই সব দেখে, তার মত বেকুব রা যে অন্ধকার কে ই আলো ভাবে সেটা বলাই বাহুল্য

৬| ১৫ ই ফেব্রুয়ারি, ২০২০ রাত ৯:৫৪

হাসান কালবৈশাখী বলেছেন:
বাংলাদেশে রাস্তার চেয়ে বেশী দরকার রেলওয়ে।
এখন যা আছে এটারই সংস্কার ও দ্রুতগামী করলেই হবে
প্রতিটি রেল স্টেষনে এপ ভিত্তিক ভাড়ায় সাইকেল ব্যাবস্থা করা ছাড়া উপায় নেই।
আর বাইসাইকেল জনপ্রীয় করতে হবে। তাহলে রিক্সা কমবে।

১৫ ই ফেব্রুয়ারি, ২০২০ রাত ১০:০০

কলাবাগান১ বলেছেন: দেখবেন কয়দিন পরে রেলওয়ের সিট সব কাটাছেড়া.....বিমানের নতুন ভিডিও ডিসপ্লে যেখানে ভাংগা হয়...

৭| ১৫ ই ফেব্রুয়ারি, ২০২০ রাত ১০:১২

ভুয়া মফিজ বলেছেন: আপনের কথায় প্রচুর যুক্তি আছে। ঢাকা যদি প্যারিসের সাথে পাল্লা দিতে পারে, তাইলে ফরিদপুরের ভাঙ্গা দুবাই এর সাথে পাল্লা দিতে পারবো না ক্যান??? তয় ঢাকার এমুন রাস্তা পার হয়া ভাঙ্গা পর্যন্ত আস্তা শরীর নিয়া যাইতে পারুম কিনা, এইটা চিন্তার বিষয়। আমার প্রিয় জামাতি/পাকি দের ঘাটি ব্রিটেন এর গৃহহীন দের ফুটু দিছেন, খুব আনন্দ পাইলাম। এইবার মুক্তিযুদ্ধে পাকীদের সহায়তাকারী আপনের প্রিয় আম্রিকার লস এন্জেলেসের গৃহহীনদের একটা ফুটু দ্যাখেন। ভালো লাগবো।


ঠিকই কইছেন, আলোর নিচে অন্ধকারই থাকে। বাস্তবতা অস্বীকার কইরা সুখনিদ্রা যাওয়া মানুষগুলারে কি জানি কয়?? :P

১৫ ই ফেব্রুয়ারি, ২০২০ রাত ১০:২২

কলাবাগান১ বলেছেন: আমেরিকাতে যত অন্ধকার আছে, সেগুলি যারা এদেশে আছে তারা যানে....তার একটা হল ড্রাগ/ওপিয়েড এডিক্শান.....এই অন্ধকারে পড়ে কত শত হাজার জীবন/ফ্যামিলি ছত্রখান হয়ে যাচ্ছে সেটা চোখে না দেখলে বিশ্বাস হবে না...

আবার সাথে সাথে পুরা পৃথিবীর অনেক পিছিয়ে পড়া দেশ যারা খাদ্য/অখাদ্য খেয়ে প্রানীর শরীরের সুখে থাকা জীবানুকে টেনে মানুষের মাঝে নিয়ে আসছে, তারাই আবার সেই অন্ধকারে থাকা আমেরিকার দিকে তাকিয়ে থাকে যে এর প্রতিকার এর টিকা/ঔষুধ আমেরিকাই বের করবে এবং করছেও (ইবোলা, এইডস).. আর তিন মাসের মাঝেই করোনা ভাইরাসের প্রতিষেধক এই আমেরিকা থেকে আসবে...বলতে চাচ্ছি যে এত অন্ধকার আমেরিকাতে সেখানে আবার আলোর কাজ ও হচ্ছে আর কিছু লোক সেই অন্ধকারকে সামনে এনে আলোর কাজ কে ছোট করার প্রয়াস নিচ্ছে

বাংলাদেশেও হচ্ছে কেননা .....এটা কেন এই সরকার করবে??? বিদ্যুত বিহীন খাম্বাই তাদের কাছে উন্নয়ন এর মাইলফলক।

৮| ১৫ ই ফেব্রুয়ারি, ২০২০ রাত ১০:২৪

রাজীব নুর বলেছেন: দেশ একটূ একটু করে এগিয়ে যাচ্ছে।

১৫ ই ফেব্রুয়ারি, ২০২০ রাত ১১:২০

কলাবাগান১ বলেছেন: একটু একটু আলোই এক সময় অন্ধকারকে দুর করে... আর যারা দেশের ভাল চায় না (যেমন উপরেরর দুইজন), তারা কখনই আলোকে সহ্য করতে পারবে না

৯| ১৫ ই ফেব্রুয়ারি, ২০২০ রাত ১০:২৭

ভুয়া মফিজ বলেছেন: আইচ্ছা যান......আপনের আম্রিকা মহান; আর বাংলাদেশ উন্নয়নের মহাসড়কে। এইবার খুশী তো! অহন ক্ষ্যান্ত দ্যান!! B-) :P =p~

১৫ ই ফেব্রুয়ারি, ২০২০ রাত ১১:২২

কলাবাগান১ বলেছেন: পদ্মা সেতু ও এখনও কাগজে কলমে আছে জীবনেই শেষ হবে না হলেও আপনারা চোখে বন্ধ কে বলবেন কোথায় সেতু দেখছি তো না...মেট্রো রেল হলেও বলবেন যে ওটা শিশু পার্কে এর 'খেলনা' গাড়ী

১০| ১৫ ই ফেব্রুয়ারি, ২০২০ রাত ১০:৩৪

ঢাবিয়ান বলেছেন: নেটে সার্চ দিয়া দেখলাম যে বলা হচ্ছে '' ভাঙ্গা (ফরিদপুর) গোলচত্বর এরকম হতে যাচ্ছে ''=p~ =p~ =p~ আর আপনে ধরে নিসেন যে এমনটা হয়ে গেছে। =p~ =p~

গল্প উপন্যাস আর কবিতার অত্যাচারে ব্লগে আসা প্রায় ছেড়েই দিয়েছিলাম। আপনারা না থাকলে যে কি হত এই ব্লগটার তাই ভাবি =p~

১৫ ই ফেব্রুয়ারি, ২০২০ রাত ১১:১৮

কলাবাগান১ বলেছেন: জামাতিরা যেমন কোন পজিটিভ নিউজকে প্রশ্নবিদ্ধ করার জন্য একটা গুজব ছড়িয়ে দেয় যেমন আপনি ছড়িয়েছিলেন যে আওয়ামী অফিসে কতজনের লাশ আছে সড়ক আন্দোলনের সময়...।

তবে যারা এই রাস্তা ইউজ করে মন্তব্য করেছে, তারা মিথ্যা বলছে????? লিংকে রাস্তা ব্যবহার করা এতজন মিথ্যা বলছে???

১১| ১৫ ই ফেব্রুয়ারি, ২০২০ রাত ১০:৪৭

ভুয়া মফিজ বলেছেন: @ঢাবিয়ান, আপনের মন্তব্য পইড়া একটা বাক্যই মাথায় আসলো......পাগলের সুখ মনে মনে, রাইত হইলে তারা গনে!! =p~
@ কলাবাগান১, স্যরি ভাই, আর আসুম না মনে করছিলাম, তয় ঢাবিয়ানের মন্তব্য দেইখা না আইসা পারলাম না। তয় এইবার সত্যি সত্যি বিদায়। :)

১৫ ই ফেব্রুয়ারি, ২০২০ রাত ১১:২৫

কলাবাগান১ বলেছেন: মেট্রো রেল হলেও বলবেন যে ওটা শিশু পার্কে এর 'খেলনা' গাড়ী

১২| ১৫ ই ফেব্রুয়ারি, ২০২০ রাত ১০:৫২

আহমেদ জী এস বলেছেন: কলাবাগান১,




কয়েকমাস আগে বিশাল কর্মযজ্ঞ দেখেছি ভাঙা মোড়ে কিন্তু তা যে এমন অবাক করার মতোই এই ছবি (?) না দেখলে বিশ্বাস হতোনা।
রাস্তার নকশা বিদেশের মতোই কিন্তু ট্রাফিক চলাচল বাংলাদেশের মতোই দেখতে পাচ্ছি কিন্তু এতো তাড়াতাড়ি হয়ে গেলো, মাস কয়েকের মধ্যেই ?

১৫ ই ফেব্রুয়ারি, ২০২০ রাত ১১:২৪

কলাবাগান১ বলেছেন: লাইভ ছবি যদি ফেইক হত, তাহলে এত লোক এর কমেন্ট গুলি তো মিথ্যাই বলতে হবে (যারা এই রাস্তা ইউজ করেছে)

১৩| ১৫ ই ফেব্রুয়ারি, ২০২০ রাত ১১:৪৫

এপোলো বলেছেন: দ্রুতগতির যানবাহনের গতিরোধ না করে রাস্তা ও দিক বদলানোর জন্য এই ডিজাইনের কার্যকারিতা অনেক বেশি। কিন্তু দেশি গাড়িচালকেরা এর মূল্য বুঝছে না সেটা তাদের উলটা দিকে গাড়ি চালানো দেখেই বুঝা যাচ্ছে। উপরন্তু, এইসব রাস্তায় মেইন লেন এ গাড়ি থামানোর নিয়ম নাই। বিদেশী ডিজাইনে রাস্তা বানালে বিদেশী নিয়মেই ব্যবহার করা দরকার।
বিদেশে এসব ইন্টারসেকশনে ঘনটায় সর্বনিম্ন ৩০ মাইল (৫০ কিমি) গতিবেগে গাড়ি চালানো হয়। দেশি গাড়িচালকেরা উল্টাদিকে গাড়ি চালিয়ে তাদের যাত্রা দীর্ঘায়িত করছেন।

১৫ ই ফেব্রুয়ারি, ২০২০ রাত ১১:৫০

কলাবাগান১ বলেছেন: আমার মনে হয় এখনও ব্যবহার উপযোগী নয়...আগে রাস্তায় লেইন ঠিক করা দরকার (হলুদ রংয়ে), দিক নির্দেশনার সাইন বোর্ড দরকার....

১৪| ১৫ ই ফেব্রুয়ারি, ২০২০ রাত ১১:৫৮

হাসান কালবৈশাখী বলেছেন:
এই ভিডিও জেনুইন। ফরিদপুরের ভাঙ্গা।
তবে এখনো কিছু লেনের কাজ সবটা শেষ হয়নি। শুধু চালু লেনে গাড়ী চলছে।
এটা বাংলাদেশ, নির্মানাধীন, রোড সাইন না দেখে চলাতে দুএকটা গাড়ী রঙ সাইডে মোড় নিচ্ছে।

১৬ ই ফেব্রুয়ারি, ২০২০ রাত ১২:০৭

কলাবাগান১ বলেছেন: উপরে সব সময়ে গুজব ছড়ানি ঢাবিয়ান কে বলুন.....একবার তেলাপোকার এক্সরে এর ভুয়া ছবি কে বাংলাদেশের সরকারী হাসপাতাল এর ছবি বলে এই ব্লগে গুজব ছড়ালেন ...আবার নিরাপদ রাস্তার আন্দোলনের সময় আওয়ামী অফিসে লাশ গুম করা হয়েছে বলে এই ব্লগেই পোস্ট দিয়েছিলেন..।
এখন বলছে যে রাস্তার এই ভিডিও নাকি ভুয়া!!!!!

১৫| ১৬ ই ফেব্রুয়ারি, ২০২০ সকাল ৭:১৬

স্বামী বিশুদ্ধানন্দ বলেছেন: অসম্ভব সুন্দর একটি হাইওয়ে ইন্টারসেকশন ! আজ থেকে দুই দশক আগে বাংলাদেশে সরকারি চাকুরীর সুবাদে আমাকে দক্ষিণাঞ্চলে প্রচুর ট্যুর করতে হতো | দৌলতদিয়া ফেরি পার হবার পর মাগুরা পর্যন্ত বাস মনে হতো উড়ে চলছে, এতো সুন্দর মসৃন মহা-সড়কটির কথা আমার আজও মনে আছে | পদ্মা সেতুর ওপর থেকে পুরো হাইওয়েতে এরকম ইন্টারসেকশন দিয়ে যদি শেষ পর্যন্ত নিয়ে নেয়া যায় তবেই এই প্রকল্প সম্পূর্ণ সার্থকতা পাবে | সবই সম্ভব যদি সরকারের সদিচ্ছা আর সড়ক নির্মাণে দুর্নীতি নিয়ন্ত্রণ করার ক্ষমতা থাকে |

১৬ ই ফেব্রুয়ারি, ২০২০ সকাল ৭:২৩

কলাবাগান১ বলেছেন: ধন্যবাদ সুন্দর এবং কন্সট্রাকটিভ কমেন্ট এর জন্য....কিন্তু উপরে যে দুজন বলছেন যে এটা নাকি ফেইক ভিডিও!!!!! এখনও নাকি এটা 'প্ল্যান'

১৬| ১৬ ই ফেব্রুয়ারি, ২০২০ সকাল ৯:২৭

রাজীব নুর বলেছেন: আমি আমাদের এই ছোট্র এবং দরিদ্র দেশটা নিয়ে আশাবাদী।

১৬ ই ফেব্রুয়ারি, ২০২০ সন্ধ্যা ৭:৪৫

কলাবাগান১ বলেছেন: দ্বিচারিতা বাদ দেন...এই দেশ যে পচে গিয়েছে তার বৃত্তান্ত দিয়ে গতকাল ই আপনি বিশাল এক পোস্ট দিয়েছিলেন। যেদিকে বৃস্টি হয়, আপনি সেদিকেই ছাতা ধরেন। নিজের স্ট্যান্ড টা কোথায় সেটা আপনি নিজেও জানেন না.....প্রায়ই মনগড়া পোস্ট দেন যেটা সোজা মিথ্যা কথার প্রলেপ সেটা বুঝাই যায়... ভিক্ষুক কে ৫০০ টাকার নোট দিলেন!!!! প্রমান নাই আর কেউ যাবে না সেটা কে প্রমান করতে।

১৭| ১৬ ই ফেব্রুয়ারি, ২০২০ সকাল ১০:৩২

মোঃ মাইদুল সরকার বলেছেন:
সুন্দর ডিজাইন। অবিশ্বাসের কিছু নেই। এর চেয়ে বড় বড় প্রজেক্ট বাস্তবায়ন হচ্ছে দেশে।

ধন্যবাদ শেয়ারের জন্য।

১৬ ই ফেব্রুয়ারি, ২০২০ সন্ধ্যা ৭:৪০

কলাবাগান১ বলেছেন: "অবিশ্বাসের কিছু নেই। এর চেয়ে বড় বড় প্রজেক্ট বাস্তবায়ন হচ্ছে দেশে"

১৮| ১৬ ই ফেব্রুয়ারি, ২০২০ বিকাল ৫:০২

ফয়সাল রকি বলেছেন: ভালই।

১৬ ই ফেব্রুয়ারি, ২০২০ সন্ধ্যা ৭:৪০

কলাবাগান১ বলেছেন: দেখতে ভালই

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.