নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মার্কেল এর সৌভাগ্য যে এমন জাতিকে উনার লিড করতে হয় নাই যারা এক সাথে ৬৪ জেলায় বোমা ফুটাতে পারদর্শী; যারা খালি চোখে ২ লাখ মাইল দুরের চাদে তাদের নেতাকে দেখতে পায় কিন্তু চোখের সামনে ৬ কিলোমিটার এর চেয়ে বড় সেতু দেখে বলে যে কোথায় সেতু আমি তো দেখি খালি খাম্বা বসানো।
০৯ ই ফেব্রুয়ারি, ২০২১ দুপুর ১২:১৫
কলাবাগান১ বলেছেন: মার্কেল এর দেশের লোকেরা গ্রেনেড মেরে মার্কেল কে হত্যা করতে যায় নাই।
২| ০৯ ই ফেব্রুয়ারি, ২০২১ সকাল ১১:৫৬
ঠাকুরমাহমুদ বলেছেন:
একটি কথা আছে আঘাট ঘাট হবে, আ পথ হবে পথ! - এ ধরনের অযোগ্য মানুষ কিভাবে একটি দেশের ফ্রন্ট লাইনে, একটি প্রতিষ্ঠানের লিড রোলে চলে আসে? এরা তো কোনো কাজ কারবার করার কথা না, বাড়ি বাড়ি ভিক্ষা করবে তাবিজ তন্ত্র মন্ত্র তদবির করবে এটাই তাদের পেশা।
০৯ ই ফেব্রুয়ারি, ২০২১ দুপুর ১২:১৮
কলাবাগান১ বলেছেন: এরা অক্সফোর্ড বানান করতে পারবে না কিন্তু অস্কফোর্ডের টিকাকে কথার মারপেচে কপালে সিদুর পড়িয়ে হিন্দু বানানোর চেস্টা করবে যাতে ধর্মের ট্রাম্প কার্ড খেলা যায়। কিন্তু মার্কেল এর দেশের লোকেরা অক্সফোর্ড কে অক্সফোর্ড ই বলবে ..টিকার ধর্ম বানাতে যাবে না।
৩| ০৯ ই ফেব্রুয়ারি, ২০২১ সকাল ১১:৫৮
চাঁদগাজী বলেছেন:
উনার সময়ে কোটী কিশোরীকে "চাকরাণী" করা হয়েছে, আধা কোটী শিশু "টোকাই" হয়েছে; আজকে যেসব মেয়েরা গার্মেন্টস'এ দাসী হয়েছে, এদের সমান ভারতীয় মেয়েরা আমেরিকার কম্প্যুটিং চালু রেখেছে; শেখ হাসিনা মিলিটারী থেকে দেশ কেড়ে নিয়েছন, এটা বিরাট কৃতিত্ব, এর বাহিরে তিনি মানুষের জন্য কিছুই করেননি।
০৯ ই ফেব্রুয়ারি, ২০২১ দুপুর ১২:১৯
কলাবাগান১ বলেছেন: তবে কয়েক কোটি 'চাকরানী' না হয়ে নিজের পায়ে দাড়িয়েছে, পরিবারকে সাহায্য করছে গার্মেন্টে কাজ করে
৪| ০৯ ই ফেব্রুয়ারি, ২০২১ দুপুর ১২:০৭
কাল্পনিক_ভালোবাসা বলেছেন: এই আধুনিক যুগে এসে কিভাবে একটা জাতির একটা অংশ দাবি করে, তাঁরা চাঁদে কারো ছবি দেখে। তাও আবার একজন রাজাকারের!!!
০৯ ই ফেব্রুয়ারি, ২০২১ দুপুর ১২:২০
কলাবাগান১ বলেছেন: উনাদের চোখ হল হাবল টেলিস্কোপের চেয়ে শক্তিশালী
৫| ০৯ ই ফেব্রুয়ারি, ২০২১ দুপুর ১২:১৭
ঠাকুরমাহমুদ বলেছেন:
কাল্পনিক_ভালোবাসা ভাই, রাজাকারের চেয়েও বড় সমস্যা যারা রাজাকারকে নায়কে রূপান্তরিত করেছেন। অবিশ্বাস্য হলেও সত্য এই রাজাকারের ভক্ত কয়েক কোটি!
কলাবাগান১ ভাই, কোটি কোটি মানুষ যদি বলেন রাজাকারকে চাঁদে দেখা গিয়েছে, রাজাকার মৃত্যুর পর চাঁদে পূর্ণজন্ম গ্রহণ করবেন তাহলে তাহাও সত্য। অথবা এই লোকের মৃত্যু হবে না, ঈশ্বর তাকে তুলে নিবেন ইনিই ঈসা মসিহ, কিয়ামতের সময় আবার আর্বিভাব হবেন - আপনি আমি বিশ্বাস করি আর না করি, কোটি কোটি মানুষ তা বিশ্বাস করেন।
০৯ ই ফেব্রুয়ারি, ২০২১ দুপুর ১২:২৫
কলাবাগান১ বলেছেন: এরা আল জাজিরা এর রিপোর্টে অলরেডি সরকার পতনের স্বপ্নে কে কোন মন্ত্রি হবেন সেই কল্পনায় ব্যস্.... আর এতে উজ্জীবিত হয়ে আমাদের 'ইন্জিনিয়ার' ব্লগার পোস্টের পর পোস্টে প্লাস দিয়ে সেই স্বপ্নকে 'কোরামিন' দিয়ে বাচিয়ে রাখতে সচেস্ট।
৬| ০৯ ই ফেব্রুয়ারি, ২০২১ দুপুর ১২:২৩
কবিতা ক্থ্য বলেছেন: কই খাটের তলা আর কই--
০৯ ই ফেব্রুয়ারি, ২০২১ দুপুর ১২:২৬
কলাবাগান১ বলেছেন: বুঝলাম
৭| ০৯ ই ফেব্রুয়ারি, ২০২১ দুপুর ১২:৩১
এম ডি মুসা বলেছেন: একদিন উন্নত হবে এদেশে
০৯ ই ফেব্রুয়ারি, ২০২১ দুপুর ১২:৩৫
কলাবাগান১ বলেছেন: আমরা শুধু বিদেশের উন্নতি দেখি কিন্তু নিজের ঘরে উন্নতি হলেও রাজনৈতিক কারনে তা অস্বিকার করি
৮| ০৯ ই ফেব্রুয়ারি, ২০২১ দুপুর ১২:৩৮
কলাবাগান১ বলেছেন: Streetlights illuminate the zigzagged Dhaka-Mawa Expressway as it connects with the twin bridges on the Dhaleshwari river
০৯ ই ফেব্রুয়ারি, ২০২১ দুপুর ১২:৫৯
কলাবাগান১ বলেছেন: এটা বাংলাদেশের ছবি হবে সেটা কল্পনাও করি নাই...
আমেরিকায় বসে আছি আগামী তিনমাসেও টিকা পাব কিনা সিউর না, আর এরা অলরেডি টিকা পেয়েও 'ফুটো' খুজে- হাজার হাজার সেন্টার এর মাঝে একটা হাসপাতালে লিফট নস্ট থাকায় হেটে হেটে তিন তালায় উঠতে হয়েছে টিকা নেওয়ার জন্য- এটাই মেইন নিউজ।
৯| ০৯ ই ফেব্রুয়ারি, ২০২১ দুপুর ১২:৫৬
আমি সাজিদ বলেছেন: আমার তো মাঝে মাঝে আমাদের প্রধানমন্ত্রীকে পৃথিবীর সেরা মানবী মনে হয়। এক্সপ্রেস ওয়েতে ব্রিজের নিচে কি? আপনি বতসোয়ানার খবর জানেন? ওদেরও এমন ব্রিজ ট্রিজ আছে, ব্রিজের নিচে অন্ধকার।
০৯ ই ফেব্রুয়ারি, ২০২১ দুপুর ১:০৩
কলাবাগান১ বলেছেন: আপনার হয়ত বয়স কম- জামাত-বিএনপির জমানা দেখেন নাই।
আগে ব্রিজের নীচের যায়গা টা এত অন্ধকার ছিল যে, কিবরিয়া সাহেব কে হত্যা করে এখানে লুকিয়ে থাকা যেত...এখন তবু ব্রিজের নিয়ন আলোতে নীচের অন্ধকার অনেকটাই দুর... অন্তত ঘাতকরা এখানে লুকানোর চিন্তা করবে না।
০৯ ই ফেব্রুয়ারি, ২০২১ দুপুর ১:১০
কলাবাগান১ বলেছেন: নিজের দেশের প্রধানমন্ত্রী আটপৌরে শাড়ী পড়ে জীবন কাটালে বা জাতি সংঘে শাড়ী পড়ে ভাষন দিলেও ও সেটা হয় 'ঢং'...নিজের হাতে ছেলের জন্মদিনে খিচুড়ী রান্না করলেও সেটা হয় লোক দেখানো
১০| ০৯ ই ফেব্রুয়ারি, ২০২১ দুপুর ১:১৩
আমি সাজিদ বলেছেন: কলাবাগান ভাই, আপনি একাডেমিক লোক। প্লিজ কারও মিথ্যা প্রশংসা করবেন না।লোক দেখানো তো নয়ই।
০৯ ই ফেব্রুয়ারি, ২০২১ রাত ৯:০১
কলাবাগান১ বলেছেন: অন্য পোস্টে গিয়ে মিথ্যা টিটকারী দেব??? বাংগালী বেঈমান রা তার বাবা-মা, ভাই-বোন, শিশু ভাই কে হত্যা করেছে, আজো এই ব্লগের 'সুশীল' দের কে দেখি আকারে ঈংগিতে সেই বেঈমান দের পক্ষে কথা বলতে
১১| ০৯ ই ফেব্রুয়ারি, ২০২১ দুপুর ১:২৫
ঠাকুরমাহমুদ বলেছেন:
লেখক বলেছেন: নিজের দেশের প্রধানমন্ত্রী আটপৌরে শাড়ী পড়ে জীবন কাটালে বা জাতি সংঘে শাড়ী পড়ে ভাষন দিলেও ও সেটা হয় 'ঢং'...নিজের হাতে ছেলের জন্মদিনে খিচুড়ী রান্না করলেও সেটা হয় লোক দেখানো।
- আর পাকিস্তান প্রধানমন্ত্রী যখন সড়কের পাশে নামাজ পড়েন সেই ছবি লেলিহান আগুনের শিখার মতো নেট সয়লাব হয়ে যায় তখন আমীন আমীন রব ধ্বনিতে আকাশ কেঁপে উঠে, মাটি কেঁপে উঠে এই বুঝি ভুমিকম্প শুরু হলো!
০৯ ই ফেব্রুয়ারি, ২০২১ রাত ৯:০৩
কলাবাগান১ বলেছেন: উনার তাহাজ্জত নামাজ পড়া নিয়ে কত টিটকারী শুনলাম....
১২| ০৯ ই ফেব্রুয়ারি, ২০২১ দুপুর ১:৩৩
রাজীব নুর বলেছেন: অসাধারণ একটি পোষ্ট দিয়েছেন। আপনিই সামুর ভরসা।
০৯ ই ফেব্রুয়ারি, ২০২১ রাত ৯:০৩
কলাবাগান১ বলেছেন: অন্তত আপনার মত অন্যের লিখা চুরি করে পোস্ট দেই না
১৩| ০৯ ই ফেব্রুয়ারি, ২০২১ বিকাল ৩:০১
নেওয়াজ আলি বলেছেন: অভিনন্দন মার্কেল। যুগ যুগ স্বরণ রাখবে উনার জনগণ
০৯ ই ফেব্রুয়ারি, ২০২১ রাত ৯:০৬
কলাবাগান১ বলেছেন: শুধু মাত্র অসহায় সিরিয়ার রিফিউজি দের স্হান দেওয়ার জন্য একজন মানবতাবাদী হিসাবে তিনি ইতিহাসে অমর হয়ে থাকবেন।
আশা করি এই রিফিউজি বা তাদের সন্তান রা সেই অবদানের মূল্য আবার সিরিয়ার জংগীদের সাপোর্টে করে শোধ না করে
১৪| ০৯ ই ফেব্রুয়ারি, ২০২১ বিকাল ৩:১০
আড়ালি বলেছেন: জী আপনি ঠিক বলেছেন , আমাদের নেত্রী তো ষড়যন্ত্রকারীদের মোকাবিলা করেই সময় না দেশের উন্নয়ন করবে কখন !, তারপরও কম তো করেনি বাংলার জনগন সেটা কখনো ভুলবে না আশাকরি ।
০৯ ই ফেব্রুয়ারি, ২০২১ রাত ৯:১০
কলাবাগান১ বলেছেন: সুশীল দের চোখ সোজা না সব কিছুই বাকানো চোখে দেখে....৭০,০০০ অসহায় পরিবারকে ভুমি বাড়ি দিলেন, আরো ৯ লাখ পাইপলাইনে....সুশীল রা খুত খুজতে বের হয়েছে বিরাট মাইক্রস্কোপ নিয়ে...একটা নির্মানাধীন বাড়ির দেওয়াল ভাংলো কেন সেটাই নিয়ে পুড়া প্রজেক্ট কে প্রশ্নবিদ্ধ করার প্রয়াস....
১৫| ০৯ ই ফেব্রুয়ারি, ২০২১ বিকাল ৩:৫২
পদাতিক চৌধুরি বলেছেন: মার্কেলকে অভিনন্দন জানাই।
তবে একটু অপ্রাসঙ্গিক বলে প্রথমেই ক্ষমা চেয়ে নিচ্ছি। বিশ্বের যত বড় মানুষই হোন, আমাদের জানের জান মোদিজি সবার সেরা।মার্কেল আইকন। কিন্তু মোদিজি সাক্ষাৎ দে -ব-তা বা অবতার আরকি। খুব শীঘ্রই দেশের অলিগলিতে মোদিজির নামে মুনদির হবে।
০৯ ই ফেব্রুয়ারি, ২০২১ রাত ৯:১১
কলাবাগান১ বলেছেন: ধর্মের নামে কোন রাস্ট্রই চলতে পারে না
১৬| ০৯ ই ফেব্রুয়ারি, ২০২১ বিকাল ৪:৪০
রাজীব নুর বলেছেন: আড়াই লাইনের পোষ্টে মন্তব্যের বাহার দেখে আমি মুগ্ধ!
০৯ ই ফেব্রুয়ারি, ২০২১ রাত ৯:১২
কলাবাগান১ বলেছেন: এখন সার্চে যান কার আড়াই পৃস্ঠার লিখা চুরি করে সামুতে নিজের নামে পোস্ট দিবেন
১৭| ০৯ ই ফেব্রুয়ারি, ২০২১ রাত ৮:৫৬
চাঁদগাজী বলেছেন:
লেখক বলেছেন, " তবে কয়েক কোটি 'চাকরানী' না হয়ে নিজের পায়ে দাড়িয়েছে, পরিবারকে সাহায্য করছে গার্মেন্টে কাজ করে "
-নিজ পায়ে দঁণড়ানো কেকে বলে, সেটা আপনি বুঝেন না; একটা মেয়ে পড়ালেখা করে, নিজের আয়ে চলা, আর গার্মেন্টেস মালিকদের দাসে পরিণত হওয়ার মাঝে, কোনটা পায়ে দাঁড়ানো তা আপনার ধরণার বাহিরে।
০৯ ই ফেব্রুয়ারি, ২০২১ রাত ৮:৫৮
কলাবাগান১ বলেছেন: তাহলে নিদেন পক্ষে সে যে চেস্টা করছে নিজের আয়ে চলা সেটাও বন্ধ করা দেওয়া দরকার...তার চাকরানী হিসাবে থাকাই ভালো...।
১৮| ০৯ ই ফেব্রুয়ারি, ২০২১ রাত ১১:১২
নুরুলইসলা০৬০৪ বলেছেন: খাম্বার বদৌলতেই যারা কোটি কোটি পাউন্ড খরচ করে বিদেশে অবস্থান করছেন তারাতো খাম্বাই দেখবেন।
০৯ ই ফেব্রুয়ারি, ২০২১ রাত ১১:১৬
কলাবাগান১ বলেছেন: ইউটিউবে গেলে আপনার মাথা খারাপ হয়ে যাবে .....যেভাবে প্রকাশ্যে এরা হাসিনার বংশ সহ নির্মুল করার জন্য পোস্ট দিচ্ছে ....মনে হচ্ছে আজই শেখ হাসিনার শেষ দিন। কত রকম চেস্টা করছে কালিমা লেপন করতে
১৯| ০৯ ই ফেব্রুয়ারি, ২০২১ রাত ১১:১৭
ওমেরা বলেছেন: প্রশ্ন ফাঁস আর অটো পাশ জেনারেশন কি চাঁদ নিয়ে গবেষনা করবে !! অন্য সব বদ কাজের মতই চাঁদে কেন সূর্যকে অনেক কিছুই দেখবে ।
আপনি শিক্ষিত মানুষ দেশের শিক্ষা ব্যাবস্থা কি ভাবে ধ্বংস হয়ে যাচ্ছে সেগুলো নিয়ে লিখুন এই অবস্থা থেকে উত্তরণের উপায় নিয়ে লিখুন ।
১০ ই ফেব্রুয়ারি, ২০২১ রাত ১২:৩৩
কলাবাগান১ বলেছেন: আমার চেয়ে বেশী মেধাবী (হপকিন্স গ্রেজুয়েট), মার্জিত, রুচিশীল নারী এখন শিক্ষার হাল ধরেছেন
Dipu Moni in education debate
২০| ১০ ই ফেব্রুয়ারি, ২০২১ রাত ১২:৫১
নীল আকাশ বলেছেন: ঠিক বলেছেন। কথা সত্য।
মার্কেলের সৌভাগ্য যে মধ্যরাতে ভোটার বিহীন নির্বাচন করে ক্ষমতায় আসতে হয় না।
মার্কেলের সৌভাগ্য যে একের পর এক ফাসির আসামীকে ক্ষমা করে দিতে হয় না।
মার্কেলের সৌভাগ্য যে করোনার চেয়ে শক্তিশালী দাবী করা লোকজন (শেষে নিজেই করোনাতে পটল তুলেছে)'কে নিয়ে মন্ত্রীসভা বানাতে হয় না...............।
১০ ই ফেব্রুয়ারি, ২০২১ রাত ১:২১
কলাবাগান১ বলেছেন: জামাতি রাজাকার দের কাছে উনার কাজের জন্য জবাবদিহী করার কোন দরকার আছে বলে মনে হয় না
২১| ১০ ই ফেব্রুয়ারি, ২০২১ রাত ১:০২
রাজীব নুর বলেছেন: আসল মালিক যে কে আমি জানি না।
একজন চুরী করেছে, আমি তার কাছ থেকে চুরী করেছি। লেখা চুরীর মধ্যে মজা আছে।
২২| ১০ ই ফেব্রুয়ারি, ২০২১ রাত ১:৩১
আমি সাজিদ বলেছেন: কলাবাগান ভাই আপনি কি নিজের জাতিস্বত্বা থেকেও একজন মানুষকে বড় মনে করেন? দশ নম্বর কমেন্টের প্রেক্ষিতে আপনার উত্তর পড়ে প্রশ্নটা মাথায় এলো।
১০ ই ফেব্রুয়ারি, ২০২১ রাত ১:৪০
কলাবাগান১ বলেছেন: আপনার প্রশ্নের পছন্দমাফিক উত্তর আপনি পাবেন যে পোস্টের কাউন্টারে এই লিখা টা দিয়েছিলাম সেখানে। ওখানে আপনি যে তীব্র শ্লেষ মাখানো টিটকারি দিয়ে কমেন্ট করেছেন যাকে ঈংগিত দিয়ে তা আমাদের বুঝতে কস্ট হয় না।
শেখ হাসিনা ভাল না but she is lesser of the two evils.
এটা পোস্ট ছিল না..কমেন্ট হিসাবে সেই পোস্টে দিতে গিয়ে দেখি আমাকে ব্লক করে রাখা হয়েছে, তাই এই দুইলাইনের কমেন্ট কেই পোস্ট আকারে দিতে হল।
২৩| ১০ ই ফেব্রুয়ারি, ২০২১ সকাল ৯:৩৩
এমেরিকা বলেছেন: বিজ্ঞানীর কথা যে আবালের মত হয় - এই প্রথম শুনলাম।
মার্কেল দেশকে জার্মানী বানাতে পেরেছেন, কারণ কেউ তাকে গ্রেনেড নিয়ে মারতে যায়নি।
আর হাসিনা ১২ বছর ধরে একাধারে দেশ শাসন করেও কয়েকটা ফ্লাইওভার আর একটা পদ্মা সেতু ছাড়া কিছু বানাতে পারেনি কারণ সেই আদ্যিকালে কেউ একজন তাকে গ্রেনেড ছুঁড়ে মারতে গিয়েছিল আর সাঈদীকে তার কিছু অনুসারী চাঁদে দেখতে পেয়েছিল।
এই কথাটা আপনার মনে আসলোনা, মার্কেল কিভাবে টিকে ছিল, আর হাসিনা কাদের জোরে টিকে আছে! টিকে থাকলে পদ্মা কেন বঙ্গোপসাগরের উপর দিয়েও সেতু বানানো সম্ভব। আওয়ামী লীগ যখন বিরোধী দলে থাকে, সরাকার বা জনগণ কেউই শান্তিতে থাকেনা।
১০ ই ফেব্রুয়ারি, ২০২১ রাত ৯:১১
কলাবাগান১ বলেছেন: জামাতি-রাজাকারদের বিরূদ্ধে কথা বললেই আবাল, আর চাদে খালি চোখে মানুষ দেখতে পাওয়া যে বিজ্ঞান সেটাই সত্যি কিছু আ....দের কাছে
২৪| ১০ ই ফেব্রুয়ারি, ২০২১ দুপুর ১২:৪২
হাসান কালবৈশাখী বলেছেন:
ওদের কাছে নির্বাচনের সুষ্ট পরিবেশ হচ্ছে 'বঙ্গবন্ধু হত্যা পরবর্তি জিয়া আমলের নির্বাচনি পরিবেশ।
এরা বাংলাদেশের স্বাধীনতা মানে না, সংবিধানের ৪ মূলনীতির ৩ টি মানে না
মুক্তিযুদ্ধে নিহতের সংখা মানে না
মুক্তিযুদ্ধ স্বাধীনতা যুদ্ধের নেতাকে মানে না, নামটা পর্যন্ত উচ্চারন করে না।
মুক্তিযুদ্ধের প্রধান স্লোগানটাও মানে না। উচ্চারনও করে না অযু নষ্ট হওয়ার ভয়ে।
জাতীয়সংগিত মানে না, হারাম মনে করে।
এই হচ্ছে একটি দল বাদে বাকি রাজনৈতিক দ্ল সমুহের অবস্থা।
মার্কেলকে এত বিশাল আবর্জনা নিয়ে কাজ করতে হয় নি।
১০ ই ফেব্রুয়ারি, ২০২১ রাত ৯:১৩
কলাবাগান১ বলেছেন: সব কিছুই করে ধর্মের নামে। এখন ৬৪ জেলায় ধর্মের নামে বোমা মারতে পারছে না
২৫| ১০ ই ফেব্রুয়ারি, ২০২১ বিকাল ৪:১৯
আমি সাজিদ বলেছেন: হাসান ভাই, এন্টি আওয়ামী লীগকে ট্যাগ দেওয়ার জন্য বিএনপি জামাত পাইলেন খালি? আমি যদি বলি আমি জিয়ার ক্ষমতা দখলকে ঘৃনা করি, স্বাধীনতায় বিশ্বাস করি, মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাস করি। জামাত রাজাকার ঘৃণা করি, আওয়ামী লীগ ঘৃণা করি। আমাকে কি ট্যাগ দিবেন?
কোথায় মার্কেল আর কোথায় তালগাছ!
১০ ই ফেব্রুয়ারি, ২০২১ রাত ৯:১৬
কলাবাগান১ বলেছেন: আপনি তাহলে সুশীল সমাজের প্রতিনিধি যাদের কথা আর কাজকর্ম একটা ইউটোপিয়ান সোসাইটির জন্যই প্রযোজ্য...যে রাজ্যে ডানে-বামে-উপরে-নীচে শুধু ষড়যন্ত্র, সেখানে চোখ বন্ধ করে দেশ চালাতে গেলে, প্রতিপক্ষ সোজা কবরে পাঠিয়ে দিবে।
২৬| ১০ ই ফেব্রুয়ারি, ২০২১ বিকাল ৪:২২
আমি সাজিদ বলেছেন: এই যে আপনারা কোন কিছুর ভাগ না পেয়েই ঘরের খেয়ে বনের মোষ তাড়ান, আওয়ামী বিরোধীতা করলে জামাত শিবির বাম বিএনপি ট্যাগ দেন, বদিও আওয়ামী লীগে আপনাদের চেয়ে বেশী সম্মান পায়, কি লাভ এগুলো করে আপনাদের?
১০ ই ফেব্রুয়ারি, ২০২১ রাত ৯:২০
কলাবাগান১ বলেছেন: লাভের জন্য কেন আওয়ামী লিগকে সাপোর্ট করতে হবে??? বিবেক বলে কি কিছু নাই?? জামাত-বিনপির অপশাসন কি দেখি নাই...১৯৭১ এর জামাতের কার্যক্রম কি না জেনে আছি?
আমাদের প্রধানমন্ত্রী সারা জীবন আটপৌড়ে শাড়ী পরে জীবন কাটাচ্ছেন সেটা নাকি ঢং, আর মার্কেল একই রকম জামা ১৬ বছর ধরে পরছেন সেটা গৌরাবান্বিত....
২৭| ১০ ই ফেব্রুয়ারি, ২০২১ রাত ১১:৪৫
আমি নই বলেছেন: পিএমকে হত্যার চেষ্টা হয়েছিল, সারা দেশে এক যোগে বোমা বাজি হয়েছিল, সাইদিকে কিছু আবাল চাদে দেখেছিল, বিএনপি-জামাত ষরযন্ত্র করছে ইত্যাদি ইত্যাদি, সবই দিনের আলোর মতই সত্য। মার্কেলকে এগুলো ফেস করতে হয়নি এটাও ঠিক।
তো এগুলোর সাথে দেশের উন্নয়ন বাজেটের সম্পর্ক কি? আপনারা কি বলতে চান এগুলো হয়েছিল দেখেই ১০ টাকার প্রজেক্ট ৩০ টাকায় করানো হচ্ছে? বিএনপি-জামাত ষরযন্ত্র করে, বোমা মেরে, সাইদিকে চাদে দেখে নিশ্চই প্রজেক্টের ব্যায় ২-৪ গুন কোনো কোনো ক্ষেত্রে ১০ গুন বাড়াচ্ছে না!! তারা সর্বোচ্চ করলে নাসকতা, হরতাল ইত্যাদির মাধ্যমে উন্নয়নে বাধা সৃষ্টি করতে পারত কিন্তু সেটাও শেষ ১২ বছরে খুব একটা দেখা যায়নি(১৩-১৪ সালের ৭-৮ মাস বাদ দিলে)।
ভাই, মার্কেল তার দেশের সম্পদের সর্বোচ্চ সৎ ব্যবহার করেছেন, অপচয় করেননি আর সে জন্যই জার্মানীর অবস্থা আরো শক্তিশালী হয়েছে আর আমরা?
১১ ই ফেব্রুয়ারি, ২০২১ সকাল ৯:০৮
কলাবাগান১ বলেছেন: খুজতে থাকেন সব টাকা হাসিনার ব্যংক একাউন্টে...সুইস ব্যংকে বাংলাদেশেদের একাউন্ট ও এখন জানা যায়...।বলবেন না যে শেখ হাসিনার একাউন্ট সুইস ব্যংক লুকিয়ে রেখেছে... কোকোর সিমেন্স থেকে ঘুষের কথা ভুলে গেছেন
২৮| ১১ ই ফেব্রুয়ারি, ২০২১ সন্ধ্যা ৭:৫৬
আমি নই বলেছেন: লেখক বলেছেন: খুজতে থাকেন সব টাকা হাসিনার ব্যংক একাউন্টে...সুইস ব্যংকে বাংলাদেশেদের একাউন্ট ও এখন জানা যায়...।বলবেন না যে শেখ হাসিনার একাউন্ট সুইস ব্যংক লুকিয়ে রেখেছে... কোকোর সিমেন্স থেকে ঘুষের কথা ভুলে গেছেন
ভাই, টাকা কার একাউন্টে তা খুজে বের করার ক্ষমতাও আমার নেই আর দায়িত্বও আমার নয়, যাদের দায়িত্ব তারা দেখলেই তো হয়। দেশের সম্পদ যে অপচয় হচ্ছে (দুর্নিতির মাধ্যমেই হোক আর অতিরিক্ত খরচের মাধ্যমেই হোক) এটা তো ঠিক? আমি শুধু এটাই বলতে চেয়েছি। যেই করুক, এটা দেখার দায়িত্ব তো সরকার প্রধানেরই, যেটা মার্কেল ভাল ভাবেই করতে পেরেছেন।
কোকো-তারেকের দুর্নিতি ভুলিনাই দেখেইতো ২০০৮ এ আমরা (দেশের জনগন) ভোট দিয়ে সরকার পরিবর্তন করেছি। বিএনপি গু খাইছে দেখে আওয়ামিলীগকেও খাইতে হবে বা খাইলে দোষ দেয়া যাবেনা এটাতো কোনো যুক্তি হতে পারেনা।
©somewhere in net ltd.
১| ০৯ ই ফেব্রুয়ারি, ২০২১ সকাল ১১:৫৪
চাঁদগাজী বলেছেন:
মার্কেল বিশ্বের সবচেয়ে শক্তিশালী টেকনিক্যাল ও সুশৃংখল জাতিকে চালানোর সুযোগ পাবার পর, পুরো ইউরোপকে চালায়েছেন, এশিয়া ও আফ্রিকাকে সাহায্য করেছেন।
শেখ হাসিনা মার্কেল থেকে কম সুযোগ পাননি, মার্কেলার ৩ গুণ বেশী সময় পেয়েছেন, এবং মার্কেলের সাহায্যও পেয়েছেন; শেখ হাসিনা ভালো করছেন না, উনি সরে যাবার পর, আওয়ামী লীগও উনাকে স্মরণে রাখবে না।