নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
১- অনেকে এর ই মোজা পরার পর মোজার ইলাস্টিক থেকে চোখে পড়ার মত পায়ে দাগ দেখা যায়।
এটা যদি অনেকদিন ধরেই চলতে থাকে, তা হলে কিন্তু আপনার উচিত হবে না এটা কে এড়িয়ে যাওয়া। এর পিছনে বড় কারন আপনার হার্ট অথবা কিডনি এর কার্যক্ষমতা কমে আসছে....তাই পানি জমছে..কিডনির প্রবলেম হলে চোখের চারদিকে ও একটু ফোলা ফোলা লাগবে। আর যদি শুধু এক পায়ে এমন দাগ হয় মোজা থেকে, তাহলে হয়ত সেই পায়ে কোন ব্লাড ক্লট আছে যেটা খুবই ডেন্জারাস হয়ে যেতে পারে (ডিপ ভেইন থ্রোমবসিস)
২- আপনার বাচ্চা যখন বড় হবে, তার উচ্চতা কত হবে, তা বের করার সহজ অংক হল: বাবা এবং মায়ের উচ্চতা যোগ করুন। এখন ছেলে হলে, যোগ ফলের সাথে ৫ ইন্চি যোগ করুন আর মেয়ে হলে ৫ ইন্চি বিয়োগ করুন: এখন সেই ফল কে দুই দিয়ে ভাগ করুন, তাতেই আপনি পাবেন বাচ্চার এডাল্ট বয়সে কত উচ্চতা হবে। (প্লাস/মাইনাস ৩ ইন্চি)।
৩। দেখি মাথা ব্যাথা নিয়ে পোস্ট, কিন্তু পুরা বনর্না ই কি ধরনের রাজকীয় দামী খাওয়া খেয়েছেন তার শো অফ...এটা ভাল টেকনিক কিন্তু উনি জানেন না ব্লগার রা এত নাঈভ না...সব ধরতে পারে...অবশ্য অন্য একজন ব্লগার এত সুন্দর এবং সহজ ভাবে বাসার সাজ-গোজ, খাওয়া-দাওয়ার ছবি দিয়ে পোস্ট দেন কিন্তু সেটাকে আর্টই মনে হয়। এই কাজ টাই মাথা ব্যাথার মত কেউ যদি পোস্ট দিত সেটা মনে হত শুধুই শো-অফ।
৪। আমেরিকাতে দেখি দৈনন্দিন কাজে ছোটখাট অনেক দরকারী জিনিস ব্যব হার হয়, সেগুলি বাংলাদেশে ব্যবহার হয় কিনা জানি না...।কিন্তু এখানে সবাই ইউজ করে....বাংলাদেশে যদি ইউজ না হয়, কেউ ছোটখাট ব্যবসা আরম্ভ করতে পারেন এসব জিনিস দিয়ে: যেমন
ফ্রিজে যাতে সব সময় সতেজ বাতাস থাকে, গন্ধ না হয়, প্রতি মাসে এরকম বেকিং সোডার প্যাক রাখা হয়...নো গন্ধ এনিমোর ইনসাইড রিফ্রেজেরেটর..
ডিশ ওয়াসার এবং ওয়াশিং মেশিন (আমি আবার এই দুটার পার্থক্য বুঝি না) কে মাসে একবার এক ধরনের ছোট একটা সাবান দিয়ে ক্ষার জনিত ক্ষতি যাতে না হয় এবং চর্বি/ময়লা জমে যে গন্ধ হয় সেটা থেকে রক্ষা করা যায়। কাপড় শুকানোর সময় সুগন্ধি লাগানো ছোট এক টুকরা 'কাগজ' কে সাথে দিলে, সমস্ত কাপড় থেকে খুবই ফ্রেশ গন্ধ বের হয়...আর তোয়ালে জাতীয় কাপড় কে মোলায়েম করার জন্য এক চামচ সফটনার জাতীয় লিকুইড সাবানের সাথে মিশানো হয়। আবার বাথরুমে এর ফ্লাশ করার পানির ট্যাংক এর ভিতর ও একটা ছোট জাতীয় সাবান রাখা হয়, যেটা আপনার কমোড কে অনেকদিন পর্যন্ত্য পরিস্কার রাখে...নো মাজা মাজি...।
উপরের সব গুলিই খুবই সস্তা (এক ডলারের এর কম দাম)
৫। পুরুষশাসিত দেশের লোকজন বেশীর ভাগ সময়কে বাচ্চা দেখতে বাবার মত হয়েছে বলে মত দেয় অথচ বিজ্ঞান বলে এটা কোন ভাবেই সম্ভব না .. বাচ্চার সমস্ত জিনগুলিই দুইটা করে কপি থাকে ..একটা আসে মা থেকে আর একটা আসে বাবা থেকে (ফিফটি-ফিফটি হবে দেখতে)
৬। LinkedIn হল Professionals দের সবচেয়ে বড় প্ল্যটফর্ম, তাবদ পৃথিবীর বিজ্ঞানী থেকে সিইও সকল পেশার লোকজনের আনাগোনা এখানে....অনেকেই নিজ নিজ অর্জন যেমন নতুন চাকরী পাওয়া, পিএইচডি ডি্গ্রি পাওয়া, পেপার পাবলিশ করা এসব জানিয়ে পোস্ট দেন....বিজ্ঞান এর আবিস্কার নিয়ে পোস্টে (হয়ত উনি কোন বিজ্ঞান সাময়কিতে কোন পেপার পাবলিশ করেছএন) যখন কোন পোস্ট দাতা আরম্ভ করেন রিলিজিয়াস কোন কোট দিয়ে যেমন (অল প্রেইজ টু গড, জাজাকাল্লাহ....আমিন), তখন প্রফেশনালিজম টা মনে হয় আর মেইন টেইন হয় না
৭। অনেকে পদ্মা সেতু হওয়াতে তেমন শান্তি পাচ্ছেন না সারাদিন মান চেস্টা কেমন করে একটা ইস্যু বের করা যায়...১% সুদে না নিয়ে ৭% সুদে কেন হল? এখন হয়ত উনারা রাগ করে আর পদ্মা সেতু ইউজ করবেন না....যে আমি বেকুল নয়নে জাপানে বানানো এমন লাল-সবুজের মেট্রো ট্রেন দেখে আবেগে আপ্লুত ..উনারা হয়ত রাগের চোটে এই ট্রেনে চড়বেন ই না
৮। সবার শেষে আমার অনেক প্রিয় একটা গান...।ইউটিউবের ১৫-১৬ টা ভার্শান আছে সবগুলিকে লুপে সাজিয়ে সারাদিন বাজিয়ে যাচ্ছি আর কাজ করছি
০৫ ই মার্চ, ২০২১ দুপুর ১২:১৮
কলাবাগান১ বলেছেন: আপনি পোস্ট দিলেন আর আমিও দিলাম ...এখন কিছু লোক বলবে মাল্টি নিকের পোস্ট..
আমার তলাবিহীন ঝুড়ি র পোস্টে লিখেছিলাম এই ব্লগ এর টিটকারি/সারকাজম এর ছড়াছড়ি...এরা টিকে থাকবে এই অনলাইন ই ..।দেশ ঠিকই এগিয়ে যাবে..।ইউটিউবে কনক সারোয়ার আর কিছু সেনা বাহিনীর সদস্য দের ভিডিও দেখলে মনে হয় আজই শেখ হাসিনার শেষ দিন
২| ০৫ ই মার্চ, ২০২১ দুপুর ১২:৩৩
খায়রুল আহসান বলেছেন: আলোচনাটা বেশ ভাল লাগলো এবং টিপসগুলোও বেশ উপকারী। ধন্যবাদ। +
আর গানটা আমারও প্রিয়।
০৫ ই মার্চ, ২০২১ দুপুর ১২:৩৬
কলাবাগান১ বলেছেন: ধন্যবাদ। আমরা বাংগালী রা রাজনীতি নিয়ে যতটা না বিভক্ত, তার চেয়ে বেশী একত্রিত পছন্দের গানে, পছন্দের খাওয়া, খেলা ইত্যাদিতে
৩| ০৫ ই মার্চ, ২০২১ দুপুর ১:২৯
রাজীব নুর বলেছেন: আপনার দেখছি মেয়েলি স্বভাব আছে।
০৫ ই মার্চ, ২০২১ রাত ১০:৩৫
কলাবাগান১ বলেছেন: আপনার মত MCP (Male chauvinist...) এর কাছ থেকে এর চেয়ে ভাল কোন কমেন্ট কখনও আশা করি না। গালি দিবেন তাও মেয়ে জাতিকে ছোট করে। দিবেন ই তো এই আপনিই রাত দুইটার সময় নিজের স্ত্রীকে এক কাপড়ে থাপ্পর মেরে রাস্তায় বের করে দেওয়ার কথা বলেছিলেন।
৪| ০৫ ই মার্চ, ২০২১ বিকাল ৪:৩৭
নেওয়াজ আলি বলেছেন: গুরুত্বপূর্ণ ও উপকারী আলোচনা । ভালো লাগলো।
০৫ ই মার্চ, ২০২১ রাত ১০:৩৬
কলাবাগান১ বলেছেন: ধন্যবাদ। গার্বেজ এর গন্ধ লাগে নাই??? লাগলে বেকিং সোডার প্যাকেট আছে
৫| ০৫ ই মার্চ, ২০২১ বিকাল ৫:০২
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
১ নং টা নিয়ে চিন্তায় আছি
পাছে লোকে কিছু বলবেই!
আগেও বলেছে আগামীতেও বলবে।
গানটি ভালো লাগলো!
০৫ ই মার্চ, ২০২১ রাত ১০:৩৭
কলাবাগান১ বলেছেন: লবন আর চিনি এই দুইটাকে যেভাবেই হোক এড়িয়ে চলুন...দেখবেন পায়ে পানি কমে আসবে
০৫ ই মার্চ, ২০২১ রাত ১০:৫৪
কলাবাগান১ বলেছেন: আর বেশীক্ষন এক জায়গায় বসে থাকা যাবে না.।মাঝে মাঝে উঠে হাটা চলা করলে পায়ে জমা প্রেসার ও কমে আসে...সারাদিন অফিসে বসে কাজ করলে, দেখবেন সন্ধায় মোজার দাগ বেশি দেখা যায়
৬| ০৫ ই মার্চ, ২০২১ বিকাল ৫:৫৬
চাঁদগাজী বলেছেন:
কিছু দরকারী বিষয়ের সাথে কিছু গার্বেজও মিশায়ে দিয়েছেন, পদ্মাসেতু চীনাদের দ্বারা বানিয়ে কত ওভার-ইনভয়েস করা হচ্ছে, তার ফলে মানুষের উপর উহার প্রভাব আপনার অংকের মাঝে নেই।
০৫ ই মার্চ, ২০২১ রাত ১০:৪০
কলাবাগান১ বলেছেন: দেশের যারা সেতু বানাতে পারে, তারা অন্য কাজে বেশী ব্যস্ত
৭| ০৫ ই মার্চ, ২০২১ সন্ধ্যা ৬:০১
চাঁদগাজী বলেছেন:
পদ্মাসেতু ও মেট্রোরেলে সরকার ২ থেকে ৩ গুণ বেশী টাকা ব্যয় করবে; গার্মেন্টস'এর মেয়েরা চাকুরী হারালে কোথায় যায়, সেটার সমাধান করবে না; এবং আপনিও সেটা আপনার মাথায়ও আসবে না কোনদিন।
০৫ ই মার্চ, ২০২১ রাত ১০:৪২
কলাবাগান১ বলেছেন: আমাদের দেশের যে কোন প্রজেক্টের টপ টো বটম সবাই মনে করে এটা তার ব্যক্তিগত টাকা...সরকার এর সদিচ্ছার কমতি দেখছি না কিন্তু চুরি হচ্ছেই...তবে চুরি হয়েও যদি জনগনের কিছু উপকার হয় সেতু আর ট্রেন দিয়ে, তাও কিছুটা লাভ...।
৮| ০৫ ই মার্চ, ২০২১ সন্ধ্যা ৬:৪০
অপু তানভীর বলেছেন: দুই নম্বরটা কি আসলেই সত্য ?
হিসাব করে দেখলাম আমার উচ্চতার সাথে ব্যাপারটা খাটতেছে মোটামুটি !
০৫ ই মার্চ, ২০২১ রাত ১০:৪৩
কলাবাগান১ বলেছেন: জেনেটিস্ক তো তাই বলে
৯| ০৫ ই মার্চ, ২০২১ রাত ৯:০৮
মিরোরডডল বলেছেন:
প্রিয় একটা গান । রুদ্র মোহাম্মদ শহীদুল্লাহর এক অনন্য সৃষ্টি ।
অনেক শিল্পীর কণ্ঠে শুনেছি, এই ব্যান্ডের গানটা ভালো লেগেছে ।
০৫ ই মার্চ, ২০২১ রাত ১০:৪৫
কলাবাগান১ বলেছেন: এই গানের সাথে জড়িত সবাই অকালে মৃত:
গীতিকার: রুদ্র
সুরকার: আহমেদ ইমতিয়াজ বুলবুল
গায়ক: এন্ড্রু কিশোর
ছবির গানের গায়ক: সালমান শাহ
১০| ০৬ ই মার্চ, ২০২১ রাত ১২:৩৮
এলিয়ানা সিম্পসন বলেছেন: Nice.
০৬ ই মার্চ, ২০২১ রাত ১২:৫৪
কলাবাগান১ বলেছেন: ধন্যবাদ
১১| ০৬ ই মার্চ, ২০২১ রাত ১:৩৬
ঠাকুরমাহমুদ বলেছেন:
৩। নম্বরটির জন্য আপনাকে কম্পিলিমেন্ট - আপনার দৃষ্টি চিলের দৃষ্টি। ধন্যবাদ।
০৬ ই মার্চ, ২০২১ রাত ১:৪০
কলাবাগান১ বলেছেন: এই চিলের দৃষ্টির কল্যানে অনেক বিপদ থেকে মুক্ত আছি....
১২| ০৬ ই মার্চ, ২০২১ দুপুর ১২:১৭
আমি সাজিদ বলেছেন: এক নম্বর পরামর্শ এর জন্য আমার পক্ষ থেকে ধন্যবাদ। আপনি যে পায়ে ফোলার জন্য যদু মধু ঘরোয়া চিকিৎসা নিতে বলেন নি তার জন্য আপনাকে ধন্যবাদ জ্ঞাপন করছি।
০৬ ই মার্চ, ২০২১ রাত ১১:০৬
কলাবাগান১ বলেছেন: আমি কালোজিরা, আদা, মধুর দলে না..
তবে হলুদ খাই (৫০০ মিলিগ্রা) সরাসরি সকালে, জগিং এর ফলে জয়েন্টে এর যে ব্যাথা হয়, তার রিয়েলি উপশম হয়। গ্রিন টি এর গুড়া ও ফ্ল্যাস্ক (Flax seed) সিড এর ক্যাপসুল ও নেই । এক চামচ ফ্ল্যাস্ক সিড এর গুড়ায় প্রায় ২ গ্রাম ওমেগা ৩ ফ্যাটি এসিড পাওয়া হায় যা আপনার হার্টকে সুস্হ রাখতে সাহায্য করে। ফ্ল্যাস্ক সিড এর বাংলা কি তিসি??
৪ নং টা জানতে চেয়েছিলাম। বাংলাদেশের বাজারে কি এই সমস্ত জিনিষ পাওয়া যায়?
১৩| ০৬ ই মার্চ, ২০২১ দুপুর ২:১৩
রাজীব নুর বলেছেন: লেখক বলেছেন: আপনার মত MCP (Male chauvinist...) এর কাছ থেকে এর চেয়ে ভাল কোন কমেন্ট কখনও আশা করি না। গালি দিবেন তাও মেয়ে জাতিকে ছোট করে। দিবেন ই তো এই আপনিই রাত দুইটার সময় নিজের স্ত্রীকে এক কাপড়ে থাপ্পর মেরে রাস্তায় বের করে দেওয়ার কথা বলেছিলেন।
জনাব আপনি রসিকে সাপ মনে করা মানুষ।
মেয়ে জাতিকে আমি সম্মান করি। আমার ঘরে যে মেয়েটা সুরভিকে ঘরের কাজে সহযোগিতা করে তাকেও আমি সম্মান করি।
আমি আমার স্ত্রীকে ভালোবাসি। আমি একজন মানবিক মানুষ।
রাত দুইটায় কোন দুঃখে স্ত্রীকে থাপ্পড় মেরে বের করে দিবো? সেটা লিখেছিলাম একটা গল্পে। আমার গল্পের একটা চরিত্র। গুলিয়ে ফেলেছেন আপনি। বুদ্ধিতে শান দেন।
০৬ ই মার্চ, ২০২১ রাত ১০:৪০
কলাবাগান১ বলেছেন: শাহেদ জামাল যে কার কথা বলে সেটা আমরা বুঝি না!!!! আর আপনি হলেন সেই দলের মানুষ যারা কমপ্লিমেন্ট দেওয়ার জন্য বলে "মেয়েটা কালো কিন্তু সুন্দরী"
১৪| ০৭ ই মার্চ, ২০২১ দুপুর ২:৩২
রাজীব নুর বলেছেন: শাহেদ জামাল আমার বন্ধু। খুব ভালো বন্ধু।
১৫| ০৮ ই মার্চ, ২০২১ রাত ৯:০৩
শায়মা বলেছেন: ভাইয়ামনি!!!!!!!!!!!
৩ নং টা আমি তাইনা???
আমার সাজুগুজু বাসা ঘর সবই আর্ট আর্ট লাগে ঠিক বলেছি না!!!!!!!!!!!
যাইহোক ডিশ ওয়াশার আর ওয়াশিং ম্যাশিন নিয়ে এত হাসিয়েছো আমাকে!!!!!!!!!!
আমি ভেবেছিলাম তাড়াগুড়োয় ভুল করে লিখেছো এখন দেখি সত্যিই জানোনা!!!
যাইহোক আবারও সাজুগুজু পোস্ট দিয়েছি মনে হয় প্রতিজ্ঞা করেছো আমার পোস্টে আর যাবেই না
এমন প্রতিজ্ঞা করোনা কিন্তু!!!!!!!!
আই লাইক ইউ সো মাচ!!!!!!
০৮ ই মার্চ, ২০২১ রাত ৯:৩২
কলাবাগান১ বলেছেন: আপনার পোস্ট দেখেছি কিন্তু এতই 'নিখুত' যে, কোন সাজেশন দেয়ার মত কমেন্ট খুজে পেলাম না।
আপনার মত আমিও জানতে চেয়ে ছিলাম ছবি কিভাবে বড় করে দেওয়া যায়। সেটা করেছিলাম মরুভুমির দস্যু ভাই এর কাছে। উনি সুন্দর করে উনার পোস্টে বুঝিয়ে দিয়েছেন, কোন sly উত্তর দেন নাই।
১৬| ০৮ ই মার্চ, ২০২১ রাত ৯:৪৩
শায়মা বলেছেন: আচ্ছা এবার তাহলে আমাকে সেই উত্তর দাও ভাইয়া। কেমনে ছবি বড় করে।
আর শুনো নিখুঁতে খুঁত খুঁজে বের করাই তোমার কাজ হোক ভাইয়ামনি! তুমি খুঁত খুঁজলেও যে রিয়েল জেন্টেলম্যান তা আমরা সবাই জানি। আমি বেশি করে জানি। তাই আমি মোটেও রাগ করি না। আসলেই না ........
আচ্ছা তুমি কিসে পি এইচ ডি করেছো বলোতো???
বড় জানতে ইচ্ছে করে ন......
০৮ ই মার্চ, ২০২১ রাত ১০:২৩
কলাবাগান১ বলেছেন: এখানে দেখুন
Make larger image
আমরা দুজনেই মলিকুলার বায়োলজিতে টার্মিনাল ডিগ্রি নিয়েছি
১৭| ০৮ ই মার্চ, ২০২১ রাত ১০:২৫
শায়মা বলেছেন: হায় হায় আমি তো ভাবতাম তুমি আর্কিটেক্ট!!!!!!!!!!!!
যাইহোক লিংকের জন্য থ্যাংকস ভাইয়া.......
১৮| ৩১ শে মার্চ, ২০২১ রাত ৯:০৪
আমিন রবিন বলেছেন: অনেক দিন পরে মন্তব্য করার জন্য দুঃখিত। গানের সবাই মৃত নয়। ইন ফ্যাক্ট এইটা সিনেমায় ইউজ হইছে বহু পরে। আসলে এটা ৯০-এর একটা ব্যান্ডের গান। গায়ক সম্ভবত এখন এড এজেন্সিতে চাকুরি করেন। লিঙ্ক দিলামঃ
https://www.youtube.com/watch?v=hp8rI5rniJI
©somewhere in net ltd.
১| ০৫ ই মার্চ, ২০২১ দুপুর ১২:১২
হাসান কালবৈশাখী বলেছেন:
বাংলাদেশকে ভাল ও মঙ্গল কামনা করলে অনেকের গাজ্বালা শুরু হয়, দলকানা দালাল বলা হয়।
আর অনেকেই ইমিরান খান বন্দনা করে সচিত্র পোষ্ট দিলে সেটা হয় শুশীলতা।