নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

কলাবাগান১

বিজ্ঞান নিয়ে পড়ালেখা দেশপ্রেমের ই অংশ

কলাবাগান১ › বিস্তারিত পোস্টঃ

বাংলাদেশের রাস্তা???

০১ লা নভেম্বর, ২০২১ সকাল ১০:৪৯

বিডিনিউজ২৪ ডট কম এ ছবি গুলি দেখলাম....নিজের জন্যই পোস্ট আকারে দিলাম যেন সব সময় খুজে পাই...। ভাংগা গোল চত্তর
এক কথায় মুগ্ধ!!!!!! উন্নত বিশ্বের রাস্তার মতই মনে হচ্ছে...
রাতের ছবি


বাংলাদেশের প্রথম ৬-লেন এর এক্সপ্রেসওয়ে যেটা ঢাকা থেকে শুরু হয়ে ফরিদপুর এর কুমারখালী নদীর তীরবর্তী ভাংগা উপজেলায় শেষ হয়েছে (তবে পদ্মা সেতু পার হতে হবে তার আগে)। স্হানীয় ভাষায় এই যায়গা কে বলা হচ্ছে ভাংগা গোল চত্তর। নতুন লুকে, বিশেষ করে রাতের বেলায় সোডিয়াম/নিয়ন লাইটের আলোতে সমস্ত চত্তরটা অনুপম দৃশ্যে ফুটে উঠে। বাংলাদেশের আর কোন হাইওয়ে তে এমন দৃশ্য দেখা যায় না বলেই প্রতীয়মান।


২নং

৩ নং

৪ নং

৫ নং

৬ নং

৭ নং

৮ নং


শেষ নং


Source

মন্তব্য ৩৩ টি রেটিং +৫/-০

মন্তব্য (৩৩) মন্তব্য লিখুন

১| ০১ লা নভেম্বর, ২০২১ সকাল ১১:১৯

কলাবাগান১ বলেছেন: চাদগাজীকে দেখা যাচ্ছে না কেন?????

২| ০১ লা নভেম্বর, ২০২১ দুপুর ১২:২৪

মিরোরডডল বলেছেন:



উনি সম্ভবত ব্লক রেস্ট্রিকশনে আছেন ।

এতো সুন্দর রাস্তাগুলো ! এগুলো আন্ডার প্ল্যানিং । উইশ কমপ্লিট হলে এরকমই দেখাবে ।

সোর্স লিংকে থাকলেও প্রতিটা ছবিতে যদি ক্যাপশন দিয়ে লোকেশনগুলো দিয়ে দেয়া হয়, তাহলে পোস্টটা আরও ভালো লাগবে।


০১ লা নভেম্বর, ২০২১ রাত ৯:৪২

কলাবাগান১ বলেছেন: এগুলি আন্ডার প্ল্যানিং এ নাই। এটা এখন কমপ্লিটেড। এক পাতায়ই পুরা ছবি গুলি ছিল...আলাদা আলাদা ভাবে দেওয়া ছিল না, তাই পুরা পাতার সোর্স টাকে নিচে একেবারে দিয়েছি..। অবশ্য প্রত্যেক ছবির ই নিজস্ব লিং থাকে আলাদা ভাবে।

৩| ০১ লা নভেম্বর, ২০২১ দুপুর ১২:২৭

মিরোরডডল বলেছেন:

রাতের ভিউটা বেশি সুন্দর ।

০১ লা নভেম্বর, ২০২১ রাত ৯:৪৬

কলাবাগান১ বলেছেন: ইয়েস...।কমনীয়...।আশে পাশে দোকান খুলতে দেওয়া উচিত হবে না...।তাহলে এর মান নিচে নেমে যাবে।

পায়রা সেতুর রাতের ভিউ ইয়ুটিউবে দেখেছি...চমৎকার

৪| ০১ লা নভেম্বর, ২০২১ দুপুর ১২:৪৭

মরুভূমির জলদস্যু বলেছেন: ছবি গুলি চমৎকার।
এটি তৈরি হওয়অর পরে ঐ দিকে যাওয়া হয়নি।

০১ লা নভেম্বর, ২০২১ রাত ৯:৪০

কলাবাগান১ বলেছেন: পদ্মা সেতু তৈরী হয়ে গেলে যেতে মনে হয় বেশী সময় এবং সশ্রম লাগবে না

৫| ০১ লা নভেম্বর, ২০২১ সন্ধ্যা ৭:০৭

কবির সরদার বলেছেন: এখনো কি এই জায়গাটাকে ভাংগা বলা যায়?!

০১ লা নভেম্বর, ২০২১ রাত ৯:৩৮

কলাবাগান১ বলেছেন: That is a good point!!!!

৬| ০১ লা নভেম্বর, ২০২১ রাত ৯:৪০

রাজীব নুর বলেছেন: হ্যাঁ রাস্তা গুলো সুন্দর হয়েছে। আমি এই পথ দিয়েই গ্রামে যাই।
ইদানিং একটা ফ্যাশন হয়েছে- চ্যাংড়া পোলাপান গাড়ি নিয়ে বন্ধুবান্ধব সহ বের হয়ে যায় মধ্যরাত্রে। তবে এই রাস্তাতে বাইক একসিডেন্ট খুব হয়।

চাঁদগাজী এবং আমি ''জেনারেল''।

০১ লা নভেম্বর, ২০২১ রাত ৯:৪৭

কলাবাগান১ বলেছেন: আপনার হেয়ালী পূর্ন কথার কোন মানে বুঝলাম না......আপনি নিজেই কি চাদগাজী হিসাবে আবির্ভুত হবেন????

৭| ০১ লা নভেম্বর, ২০২১ রাত ১০:২৯

খায়রুল আহসান বলেছেন: রাস্তাগুলো খুবই সুন্দর এবং দৃষ্টিনন্দন!

০১ লা নভেম্বর, ২০২১ রাত ১০:৩৩

কলাবাগান১ বলেছেন: আসলেই তাই বিশেষ করে রাতের দৃশ্য। দোকান বাড়ি ঘর ইত্যাদি তুলতে দেওয়া উচিত হবে না এর আশেপাশে

৮| ০১ লা নভেম্বর, ২০২১ রাত ১০:৫১

স্বামী বিশুদ্ধানন্দ বলেছেন: রাস্তাটি খুবই সুন্দর ও আধুনিক !

চাঁদগাজীর ব্রিগেডিয়ার থেকে জেনারেল পদোন্নতি হয়ে গেলো !!!
চাঁদগাজীর সুস্থতা কামনা করি।

০২ রা নভেম্বর, ২০২১ রাত ১:২৩

কলাবাগান১ বলেছেন: চাদগাজীর ফিরে আসার অপেক্ষায় আছি

৯| ০১ লা নভেম্বর, ২০২১ রাত ১১:০৬

শেরজা তপন বলেছেন: খুব ভাল লাগছে -অনেকদিন ধরে প্লান করছি এপথে যাবার কিন্তু ব্যাটে বলে মিলছে না :(

০২ রা নভেম্বর, ২০২১ রাত ১:২৪

কলাবাগান১ বলেছেন: ঘুরে এসে জানাবেন কেমন লাগল

১০| ০১ লা নভেম্বর, ২০২১ রাত ১১:২৯

কাতিআশা বলেছেন: খুব সুন্দর ছবিগুলো..দেশের কিছু ভাল দেখতে সবসময়ই ভাল লাগে!

০২ রা নভেম্বর, ২০২১ রাত ১:২৪

কলাবাগান১ বলেছেন: দেশ এগিয়ে যাক

১১| ০২ রা নভেম্বর, ২০২১ রাত ১২:৩৫

রাজীব নুর বলেছেন: লেখক বলেছেন: আপনার হেয়ালী পূর্ন কথার কোন মানে বুঝলাম না......আপনি নিজেই কি চাদগাজী হিসাবে আবির্ভুত হবেন????

ধন্যবাদ। ভালো থাকুন।

০২ রা নভেম্বর, ২০২১ রাত ১:২৪

কলাবাগান১ বলেছেন: বাই

১২| ০২ রা নভেম্বর, ২০২১ রাত ৩:০০

নেওয়াজ আলি বলেছেন: এতই সুন্দর যেনো মনে হয় বিদেশের রাস্তা

০২ রা নভেম্বর, ২০২১ সকাল ৮:৩০

কলাবাগান১ বলেছেন: অন্য দেশের লোকেরা দেখে বলবে যে বিদেশের রাস্তা

১৩| ০২ রা নভেম্বর, ২০২১ সকাল ৭:৩১

চাঁদগাজী বলেছেন:




খরচ ও কোয়ালিটি সম্পর্কে কোন ডাটা আছে? কারা করছে?

০২ রা নভেম্বর, ২০২১ সকাল ৮:৪৭

কলাবাগান১ বলেছেন: বাংলাদেশ ইমপ্লিমেন্ট করেছে সেনাবাহিনীর তত্ত্বাবধানে। ভিডিও তে দেখুন
Bhanga GolChottor

১৪| ০২ রা নভেম্বর, ২০২১ সকাল ৭:৩৯

নুরুলইসলা০৬০৪ বলেছেন: ফেনি বাইপাস দিয়ে প্রথম কয়েক দিন যাবার সময় টেরই পাই নাই,গাড়ী কি চলছে না কি থেমে আছে।মাস দুই পরে যাবার সময়,এখান যে কখনো রাস্তা ছিল সেটা গবেষণা করে বের করতে হতো।এরশাদের সময় উত্তর বঙ্গের রাস্তা গুলো খুবই ভালো ছিল।এখন কি অবস্থা জানি না।এই রাস্তাটার উপর অবশ্য শেখ হাসিনার দৃষ্টি আছে।তার পরও কতদিন ঠিক থাকে সেটা পরে বুঝা যাবে।

০২ রা নভেম্বর, ২০২১ সকাল ৮:৪৭

কলাবাগান১ বলেছেন: দেখা যাক

১৫| ০২ রা নভেম্বর, ২০২১ সকাল ১১:৩৭

আহমেদ জী এস বলেছেন: কলাবাগান১,





সন্দেহ নেই রাস্তাটি অনিন্দ্য সুন্দর। কিন্তু ভয় হয়, সে সুন্দরতা-নান্দনিকতা থাকবে তো? আমাদের যা মানসিকতা ও রূচিবোধ তাতে সে পথের দু'পাশের লাগোয়া জমিতে যত্রতত্র টিনের চালার খাবারের দোকানপাট, ইট-সিমেন্ট বেচার মোকাম, রিক্সা-সাইকেল সারানোর গ্যারেজ, মটর ওয়ার্কশপ, পান-বিড়ি-চা'য়ের টং ঘর এইসবে ভরে উঠবে না তো ?

০২ রা নভেম্বর, ২০২১ সন্ধ্যা ৭:৫৫

কলাবাগান১ বলেছেন: ঠিক সেই কথাই বলছিলাম উপরে...এসব শক্ত হাতে দমন না করলে হাইওয়ে গলির রাস্তায় রূপান্তরিত হবে

১৬| ০২ রা নভেম্বর, ২০২১ দুপুর ১২:৪২

মোঃ মাইদুল সরকার বলেছেন:
বিদেশের রাস্তা বলে ভ্রম হয়।

০২ রা নভেম্বর, ২০২১ সন্ধ্যা ৭:৫৪

কলাবাগান১ বলেছেন: রাস্তা কিন্তু ভ্রম না

১৭| ০২ রা নভেম্বর, ২০২১ বিকাল ৫:০২

চাঁদগাজী বলেছেন:


লেখক বলেছেন, " বাংলাদেশ ইমপ্লিমেন্ট করেছে সেনাবাহিনীর তত্ত্বাবধানে। ভিডিও তে দেখুন
Bhanga GolChottor "

-সেনা বাহিনী কি তাদের চাকুরীর অংশ হিসেবে করছে, নাকি "কনট্রাক্টাকটর" হিসেবে "মাতৃভুমিতে ব্যবসা" করছে?

০২ রা নভেম্বর, ২০২১ সন্ধ্যা ৭:৫৩

কলাবাগান১ বলেছেন: তা ঠিক জানি না কিন্তু এই পথ দিয়ে প্রায় ২৪ টা জেলার সাথে ঢাকার যোগাযোগ অনেক দ্রুত হবে (পদ্মাসেতু ওপেন করার পর)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.