নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

কলাবাগান১

বিজ্ঞান নিয়ে পড়ালেখা দেশপ্রেমের ই অংশ

কলাবাগান১ › বিস্তারিত পোস্টঃ

অভিভুত: এক লাইনের পোস্ট

২০ শে মার্চ, ২০২২ রাত ১:৪১


সারা জীবন বাংলাদেশের নাম টেবিলের নীচেই দেখতে অভ্যস্ত তাই তো চমকিয়ে উঠে এই এক লাইনের পোস্ট।সবার উপরে বাংলাদেশের নাম!!!! বার বার দেখতে ইচ্ছে করে, তাই দুবার পোস্ট করলাম। তাসকিন/শরিফুল এ বাংলাদেশ আরো এগিয়ে যাবে.....


মন্তব্য ৩২ টি রেটিং +২/-০

মন্তব্য (৩২) মন্তব্য লিখুন

১| ২০ শে মার্চ, ২০২২ ভোর ৬:০০

প্রতিদিন বাংলা বলেছেন: ভাবনা /দুর্ভাবনা কিছুই বলা যায়না

২০ শে মার্চ, ২০২২ ভোর ৬:২২

কলাবাগান১ বলেছেন: আপনারা কোনদিন ও বাংলাদেশের ভালো টাকে দেখেও দেখেন না....আলোতে থেকেও শুধু অন্ধকারকে হাতড়িয়ে বেড়ান। আর মুক্তিযুদ্ধ নিয়ে কোন নেগেটিভ ইস্যু পেলে সেটা নিয়েই লেগে পড়েন

২| ২০ শে মার্চ, ২০২২ ভোর ৬:৫৩

প্রতিদিন বাংলা বলেছেন: বিষয়টা তা নয় ,
ধারাবাহিকতা আমরাই নষ্ট করি ,
অল্পতেই তুষ্ট হয়ে বেশি প্রশংসা করে।
একটু ভাবুন -
খেলা এখন একটি পেশা ,ভালো খেলাটাই তাদের চাকরি। ১৭ কোটির ঘামের তাকে তাদের গড়া হয় ,লাইমলাইটে এসেই প্রচুর অর্থ ও প্রশংসা দিয়ে আমরাই তাদের মাথায় তুলি।
ফলে ধারাবাহিকতা হারিয়ে যায়।
অন্তত ধারাবাহিকতা ধরে রাখতে ,আমাদের তুষ্ট হতে হবে ধীরে ধীরে ,যাতে খেলোয়াড় ও টিম ম্যানেজমেন্ট মনে করে -
আরো ভালো করতে হবে।আজ মাথায় তুলে ,কাল ফেলে দিলে ,ধারাবাহিকতা ন্যস্ত হয়। জীবন ভর দুই ম্যাচের জন্য ১৭ কোটি অর্থের যোগান দিয়েই যাবে ,দুই ম্যাচ খেলে হিরো হয়ে অর্থ নিয়ে হারিয়ে যাবে ,এটাতো কারো জন্যই মঙ্গোল নয়

২০ শে মার্চ, ২০২২ সকাল ১০:১৫

কলাবাগান১ বলেছেন: একটা দেশ ধারাবাহিক ভাবে ভাল খেলতে পারে না.। তা হলে একবার যে চ্যাম্পিয়ন সে সব সময়ই চ্যাম্পিয়ন বা তার খুব কাছে থাকে..কিন্তু খেলার ইতিহাস দেখলে দেখবেন যে সব দেশই তাদের পারফর্মেন্সে উঠা-নামা করে

৩| ২০ শে মার্চ, ২০২২ সকাল ৮:২৪

নেওয়াজ আলি বলেছেন: এমন দেশটি কোথাও তুমি পাবে নাকো খুজে........

২০ শে মার্চ, ২০২২ সকাল ১০:১৭

কলাবাগান১ বলেছেন: খুজতে থাকেন...অনেক কে দেখি যে ৩০ বছর ধরে স্বাধীনতা কে খুজছেন কিন্তু স্বাধীনতার সকল সুযোগ-সুবিধা গ্রহন করার পরও খুজে পাচ্ছেন না

৪| ২০ শে মার্চ, ২০২২ সকাল ৯:২৩

দেশ প্রেমিক বাঙালী বলেছেন: প্রচন্ড ভালোলাগা।

২০ শে মার্চ, ২০২২ সকাল ১০:১৭

কলাবাগান১ বলেছেন: ধন্যবাদ

৫| ২০ শে মার্চ, ২০২২ সকাল ৯:২৯

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: খুবই সুখপ্রদ এবং গৌরবময় একটা বিষয়।

যারা জানেন না, তাদের জন্য বলছি। বিস্তারিত জানার জন্য এই তিনটা লিংক দেখতে হবে :

১। 2020–2023 ICC Cricket World Cup Super League

২। 2023 Cricket World Cup qualification

৩। 2023 Cricket World Cup Qualifier

উপরের ১৩টি টিম থেকে ইন্ডিয়াসহ (হোস্ট) শীর্ষস্থানীয় ৮টা টিম ২০২৩ বিশ্বকাপ ক্রিকেটে সরাসরি মূল পর্বে খেলবে। এই ১৩ টা টিমের প্রত্যেকেই বাকি ৮টা টিমের সাথে হোম অ্যান্ড অ্যাওয়ে সিরিজ খেলবে, প্রতিটা সিরিজে ৩টা করে ম্যাচ থাকবে। খেলার সংখ্যা হবে কতগুলো তা হিসাব করে বের করতে হবে। সব খেলা শেষে শীর্ষস্থানীয় ৮টা টিম সরাসরি মূল পর্বে যাবে।

শীর্ষ ৮-এ না থাকতে পারলেও চান্স একেবারে চলে যাবে না, অন্যান্য টিমের সাথে কোয়ালিফাইং রাউন্ডে খেলতে হবে। বিস্তারিত লিংকে দেয়া আছে।

নিজ দেশের নাম টেবিলে উপরে দেখলে শরীরে এক অদ্ভুত আনন্দ শিহরণ ও উত্তেজনা জাগে। এটা দেখার পরও তেমনি হবে। নিজ দেশকে এভাবে টেবিলে শীর্ষে দেখার ঘটনা খুবই বিরল, যদিও আইসিসি টুর্নামেন্টে এর আগে ছিল।

আমাদের আবেগ খুব বেশি। ফলে, বাংলাদেশ জিতলে যেমন আবেগে আত্মহারা হয়ে যাই, তেমনি হারলে এমন ভাবে ভর্ৎসনা শুরু করি যে, বাংলাদেশকে খেলতে দেওয়াই ঠিক হয় নি। কিন্তু ক্রিকেটে বাংলাদেশের উত্থান খুব সহজেই হয় নি। দেখতে পারেন এই লিংক।

আন্তর্জাতিক ক্রীড়াঙ্গনে বাংলাদেশের পরিচিতি এনে দিয়েছে যে খেলাটি, সেটি ক্রিকেট। ক্রিকেটের কারণেই বাংলাদেশ খেলার জগতের বাইরেও পরিচিতি পেয়েছে।

আমাদের আবেগ সংযত রাখতে হবে। বাংলাদেশের বিজয়ে যেমন আমরা উল্লসিত হই, তাদের পরাজয়ে তাদের সাথে থেকে সাহস যোগাতে হবে, যাতে পরের খেলার জন্য মনোবল ধরে রাখতে পারে।

২০ শে মার্চ, ২০২২ সকাল ১০:১৯

কলাবাগান১ বলেছেন: ধন্যবাদ এমন বিস্তারিত লিখার জন্য। পয়েন্ট তালিকার প্রথম ৮টি টিম সরাসরি খেলবে কিন্তু ভারত যদি প্রথম ৮টির মাঝে না থাকে, তাহলে প্রথম ৭টি টিম সরাসরি খেলবে আর ভারত স্বাগতিক দেশ হিসাবে ৮ম দল হিসাবে খেলবে।

৬| ২০ শে মার্চ, ২০২২ সকাল ১০:৩৩

কাজী ফাতেমা ছবি বলেছেন: বাংলাদেশ আরও সাফল্য পাক।

সকল দেশের সেরা সে যে আমার জন্মভূমি
সে যে আমার জন্মভুমি

২০ শে মার্চ, ২০২২ সকাল ১০:৩৫

কলাবাগান১ বলেছেন: ভাল বলেছেন

৭| ২০ শে মার্চ, ২০২২ সকাল ১০:৩৫

বিটপি বলেছেন: ক্রিকেট একটা খেলা, তার আবার এক চ্যাম্পিয়ন!

২০ শে মার্চ, ২০২২ সকাল ১০:৪৫

কলাবাগান১ বলেছেন: আপনাদের মত লোকেরা বাংলাদেশকে তলানিতে দেখতেই খুশী তাহলে যদি আবার ...গাড়ীতে পতাকা তোলা যায়। বাংলাদেশের উন্নতি সহ্য হয় না

৮| ২০ শে মার্চ, ২০২২ সকাল ১০:৫৩

মোঃ মাইদুল সরকার বলেছেন:
খুবই সুন্দর নিউজ, ভাললাগছে। শেয়ারে ধন্যবাদ।

২০ শে মার্চ, ২০২২ সকাল ১১:০৩

কলাবাগান১ বলেছেন: আপনাকেও ধন্যবাদ রিয়েল (মেকি না) খুশী হওয়াতে

৯| ২০ শে মার্চ, ২০২২ সকাল ১১:৩৩

ফয়সাল রকি বলেছেন: মাঝখান থেকে রাসেল ডোমিঙ্গোর সিভি ভারী হচ্ছে!

২০ শে মার্চ, ২০২২ দুপুর ১২:১৮

কলাবাগান১ বলেছেন: তাতে কি এসে যায়...এতে তো বাংলাদেশের কোন ক্ষতি হচ্ছে না

১০| ২০ শে মার্চ, ২০২২ সকাল ১১:৫২

হাসান কালবৈশাখী বলেছেন:
বাংলাদেশের কোন ভাল সংবাদে কিছু মানুষের পিত্তি জ্বলে যায়।
এরা পাকি পতাকা নিয়ে লাফালাফি করা পাবলিক। এমরান এরদোয়ানের দেশের খবর খুজে এনে গুনগান গায়।

২০ শে মার্চ, ২০২২ দুপুর ১২:২৩

কলাবাগান১ বলেছেন: এরা হল তারাই যারা পাকিস্হান এর ক্রিকেট দলের বাস যাওয়ার রাস্তার দুপাশে পাকি পতাকা হাতে দাড়িয়ে 'অভিবাদন' জানাচ্ছিল। একবার বলেছিলাম, ১৯৭১ সনে মুক্তিযুদ্ধে বিজয় শেষে খোলা ট্রাকে চড়ে মুক্তিযোদ্ধারা যখন ১৬ই ডিসেম্বরে ঢাকা শহরে প্রবেশ করছিল, তখন রাস্তার পাশে অভিবাদন জানার জন্য অল্প কিছু লোক জড় হয়েছিল বিজয় উল্লাস করার জন্য। আর এখন তার দশ গুন বেশী লোক পাকিস্হান এর ক্রিকেটার দের কে অভিবাদন জানায়।

১১| ২০ শে মার্চ, ২০২২ দুপুর ১২:৩৯

জুল ভার্ন বলেছেন: আলহামদুলিল্লাহ।
আমাদের অহংকার!

২০ শে মার্চ, ২০২২ দুপুর ১২:৪০

কলাবাগান১ বলেছেন: ধন্যবাদ

১২| ২০ শে মার্চ, ২০২২ দুপুর ১:৪৬

রাজীব নুর বলেছেন: বাংলাদেশের দুঃখ কষ্ট ও সমস্যা গুলো আপনাকে স্পর্শ করে না?

২০ শে মার্চ, ২০২২ রাত ৯:৫৬

কলাবাগান১ বলেছেন: গরীবদের ক্ষতে লবন এর ছিটা লাগে যখন গরীব দুটাকা দিয়ে সয়াবিন কিনতে পারে না কিন্তু আরেকজন ফুটানি দেখানোর জন্য ব্লগে মস্ত বড় 'বায়বীয়' পোস্ট দেয় আজ ২২ হাজার টাকা দিয়ে বাজার থেকে কি কি কিনলেন।

১৩| ২০ শে মার্চ, ২০২২ দুপুর ২:৩৩

সৈয়দ মশিউর রহমান বলেছেন: ভাবতেই ভালো লাগে।

২০ শে মার্চ, ২০২২ রাত ৯:৫৭

কলাবাগান১ বলেছেন: সেটাই ...যদিও আজকে বাজে ভাবে হেরে গেল।

১৪| ২০ শে মার্চ, ২০২২ রাত ১০:১৬

মিরোরডডল বলেছেন:




আমরা বাংলাদেশীরা এটা কি অস্বীকার করতে পারবো যে পৃথিবীর অনেক দেশে অনেক মানুষ এখন বাংলাদেশ নামটা চেনে অনলি বিকজ অভ বাংলাদেশ ক্রিকেট টিম !!!

উই মাস্ট বি প্রাউড অভ দেম ।



২০ শে মার্চ, ২০২২ রাত ১০:৩৭

কলাবাগান১ বলেছেন: ইনডিড....।

১৫| ২০ শে মার্চ, ২০২২ রাত ১১:৩২

তানীম আব্দুল্লাহ্ বলেছেন: সাবাস বাংলাদেশ ।

২০ শে মার্চ, ২০২২ রাত ১১:৫৬

কলাবাগান১ বলেছেন: অবাক হলাম..। কোন সমালোচনা নাই!!!!

১৬| ২০ শে মার্চ, ২০২২ রাত ১১:৩৩

তানীম আব্দুল্লাহ্ বলেছেন: the world fastest growing megacity that destroying quickly

২০ শে মার্চ, ২০২২ রাত ১১:৫৫

কলাবাগান১ বলেছেন: ডেসট্রয় হলেই আপনারা খুশী..তাহলে নতুন পতাকা তোলা যাবে....।বাংলাদেশের উন্নতি দেখলেই আপনাদের কটাক্ষ চোখে দারুন পীড়া দেয়

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.