নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সামুতে ঘুরতে ঘুরতে ব্লগার হাসনিন তমার লিখা 'অশোক' শিরোনামের একটি বিউটিফুল ব্লগ পোস্ট দেখতে পাই। উনি পোস্ট করেছেন এপ্রিল ২৯, ২০২২ তারিখে। কোন লাইক নাই, তেমন পঠিত ও না..কিন্তু চমৎকার নস্টালজিক লিখা। সবার পড়ার জন্য আমি রিপোস্ট করছি...জানি না ব্লগের কোন নিয়ম ভংগ করলাম কিনা.....এই লিখা টা ব্লগের প্রথম পাতায়/আলোচিত/নির্বাচিত পাতায় দেখার আশায় রিপোস্ট করলাম। ব্লগার তমা হয়ত কিছু মনে করবেন না।
আপনি চাইলেই পড়তে পারেন এখানে
Beautiful Nostalgic memories
১৭ ই জুলাই, ২০২২ সকাল ৯:২৫
কলাবাগান১ বলেছেন: ধন্যবাদ..
২| ১৭ ই জুলাই, ২০২২ সকাল ৭:১৭
ইমরোজ৭৫ বলেছেন: আপনি বলেছেন আর আমি পড়বো না। এটা কি হয়?
১৭ ই জুলাই, ২০২২ সকাল ৯:২৭
কলাবাগান১ বলেছেন: গুড স্টুডেন্ট
৩| ১৭ ই জুলাই, ২০২২ সকাল ৯:৩৩
জগতারন বলেছেন:
পড়িয়া আসিলাম লিখাটি!
ভালোই!!
১৭ ই জুলাই, ২০২২ সকাল ১০:২৭
কলাবাগান১ বলেছেন: ধন্যবাদ
৪| ১৭ ই জুলাই, ২০২২ সকাল ৯:৫৫
জুল ভার্ন বলেছেন: বর্তমানে পোস্টে লাইক কমেন্ট লেখার মানের উপর নির্ভর করেনা। আবার অনেক অনেক লাইক কমেন্টও লেখার মানোত্তীর্ণতা প্রমাণ করেনা। বিশয়টা বেশীর ভাগ ক্ষেত্রেই সিন্ডিকেট এবং পার্সনাল ইন্টারেকশন নির্ভর।
১৭ ই জুলাই, ২০২২ সকাল ১০:২৬
কলাবাগান১ বলেছেন: এটা নিতান্তই আপনার অভিমত...
৫| ১৭ ই জুলাই, ২০২২ সকাল ১১:১৫
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: অনেক ভালো লেখাই আড়ালে চলে যায়, পাঠসংখ্যা থাকে সীমিত এবং কমেন্ট তো থাকেই না। আপনি হয়ত একটা খুঁজে পেয়েছেন।
তবে, আমার এক যুগেরও অধিক কাল এ ব্লগের অভিজ্ঞতা থেকে বলছি, পাঠসংখ্যা বা কমেন্ট সংখ্যা লেখার মানের উপর নির্ভর করে না, এটা নির্ভর করে পারস্পরিক ইন্টার্যাকশনের উপর।
৬| ১৭ ই জুলাই, ২০২২ বিকাল ৫:১৩
ভার্চুয়াল তাসনিম বলেছেন: পোস্টটি শেয়ার করার জন্য আপনাকে ধন্যবাদ। বুঝা যাচ্ছে আপনি একজন ভালো পাঠক।
৭| ১৭ ই জুলাই, ২০২২ রাত ৯:১২
রাজীব নুর বলেছেন: হ্যাঁ পড়লাম। তার লেখা।
লেখার হাত ভালো।
আপনি তাকে সামনে এনে মহৎ হৃদয়ের পরিচয় দিয়েছেন।
৮| ১৭ ই জুলাই, ২০২২ রাত ৯:২৭
পদাতিক চৌধুরি বলেছেন: আপনার সৌজন্যে পোস্টটি পড়ে এলাম। ধন্যবাদ আপনাকে। খুবই ভালো লেখা। আপনি লিংক শেয়ার না করলে পড়া সম্ভব হতো না।
শুভেচ্ছা আপনাকে।
©somewhere in net ltd.
১| ১৭ ই জুলাই, ২০২২ ভোর ৫:৩৮
এস এম মামুন অর রশীদ বলেছেন: লেখাটি মোটামুটি, ভালো, তবে চমকপ্রদ কিছু নয়, মান্না দের কফি হাউজ ধাঁচের।