নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

কলাবাগান১

বিজ্ঞান নিয়ে পড়ালেখা দেশপ্রেমের ই অংশ

কলাবাগান১ › বিস্তারিত পোস্টঃ

ডিজিটাল সনেট: ঢাকা

২৪ শে ডিসেম্বর, ২০২২ সকাল ১০:৩২

ঢাকা, আমার স্বপ্নের শহর,
সব সময় আমার মনে আছে তুমি,
তুমি আমার বাড়ি, আমার হৃদয়,
তুমি সবসময় আমার পাশে থাকো নাই।

তুমি আমার রাজনীতির স্থান,
তুমি আমার সংস্কৃতির আবরণ,
তুমি আমার আশাবাদের স্থান,
আমি তোমাকে সবার উপর ভরসা করি।

তুমি আমার জীবনের সঙ্গী,
আমি তোমাকে সবার মধ্যে স্বরূপ দিই,
তুমি আমার আনন্দের স্থান,
আমি তোমার সাথে সবার সময় থাকি।

ঢাকা, আমার স্বপ্নের শহর,
সব সময় আমার মনে আছে তুমি,
তুমি আমার বাড়ি,

মন্তব্য ২১ টি রেটিং +৪/-০

মন্তব্য (২১) মন্তব্য লিখুন

১| ২৪ শে ডিসেম্বর, ২০২২ সকাল ১০:৩৪

কলাবাগান১ বলেছেন: কলাবাগান সনেট 'লিখেছে' কিন্তু সনেট কি জিনিস তাহা ই সে জানে না

২| ২৪ শে ডিসেম্বর, ২০২২ সকাল ১০:৪৪

জুল ভার্ন বলেছেন: বহু দেশ দেখার, বেড়ানোর সুযোগ হয়েছে- যার সাথে ঢাকার কোনো তুললাই হয় না। তবুও নানাবিধ সমস্যা জর্জরিত ঢাকাই আমার প্রিয় শহর, আমার জন্মস্থান। ঢাকার আলো বাতাস, ধূলো কাদায় আমি বড়ো হয়েছি। আমার অস্তিত্বের শহর ঢাকা অনেকটা মায়ের মতো, প্রেমিকের মতো, সন্তানের মতো!

২৪ শে ডিসেম্বর, ২০২২ সকাল ১০:৫৭

কলাবাগান১ বলেছেন: সরি "ধোকা" দেওয়ার জন্য...কবিতা লিখা আমার কম্ম নয়..জাস্ট টেস্ট করার জন্য আমার আগের পোস্টে উল্লেখখিত artificial intelligence chatGPT প্রোগামকে বললাম যে:
Write a bangla poem on Bangladesh capital dhaka like a sonnet, ৩০ সেকেন্ডের মাঝেই সে লিখে দিল এই কবিতা... আবার টেস্ট করার জন্য দেখলাম সেইম কবিতা লিখে কিনা, এবার শুধু বললাম
Write a bangla poem on Bangladesh capital dhaka like a sonnet18: সে সাথে সাথে নিচের কবিতা লিখে দিল। এভাবে তো কবি, লেখক, শিক্ষক, প্রোগ্রামার এবং সকল 'বুদ্বিজীবীদের ভবিষ্যত নিয়ে আতংকিত:

ঢাকা, আমার স্বপ্নের শহর,
আমি তোমাকে সবার মধ্যে স্বরূপ দিই,
তুমি আমার জীবনের সঙ্গী, আমার হৃদয়,
আমি তোমার সাথে সবার সময় থাকি।

তুমি আমার রাজনীতির স্থান, আমার আশাবাদ,
তুমি আমার সংস্কৃতির আবরণ, আমার আনন্দের স্থান,
আমি তোমাকে সবার উপর ভরসা করি, সবসময় তুমি আমার পাশে থাকো নাই।

তুমি আমার শহর, আমার স্বপ্ন, আমার আশা,
আমি তোমার সাথে সবসময় থাকি, আমার জীবনের সঙ্গী,
আমার হৃদয়, আমার স্বপ্নের শহর, আমার ঢাকা।


৩| ২৪ শে ডিসেম্বর, ২০২২ সকাল ১০:৫৫

সোনাগাজী বলেছেন:



ঢাকা শহর আমাদের জাতির স্নায়ুকেন্দ্র, ইহার অধিবাসীরা জাতির শ্রেষ্ঠ-সন্তান, ইহার বাতাস স্বাস্হ্যকর, ইহার মাটি উর্বর; আপনার বাড়ী ঢাকায় শুনে আমার ভালো লাগছে।

২৪ শে ডিসেম্বর, ২০২২ সকাল ১১:০০

কলাবাগান১ বলেছেন: উপর এর কমেন্ট এর উত্তর দেখুন.....গত সেমেস্টার ১০ টা প্রশ্ন কে এই AI program কে দিয়েছিলাম..। ১০/১০ সবগুলি প্রশ্নের উত্তর নির্ভুল ভাবে দিয়ে দিল... তার মানে আমাকে আবার ব্যাক করতে খাতা কলম দিয়ে পরীক্ষা নিতে ...অনলাইনে পরীক্ষার আর কোন মূল্যই নাই

৪| ২৪ শে ডিসেম্বর, ২০২২ সকাল ১১:০৯

সোনাগাজী বলেছেন:


যাক, এই AI program'টি কবিতা লিখতে পারবে না; কবিদের ভয়ের কিছু নেই।

২৪ শে ডিসেম্বর, ২০২২ সকাল ১১:২২

কলাবাগান১ বলেছেন: কবিদের বই লিখার দিন শেষ হয়ে এল বলে....এখন এক ঘন্টার মাঝে এই AI program দিয়ে ৫০ টি কবিতা লিখে ২১শে বই মেলায় বই বের করা যাবে

৫| ২৪ শে ডিসেম্বর, ২০২২ বিকাল ৩:৪৭

রাজীব নুর বলেছেন: সনেট আমি বুঝি না।
আমার কাছে যা পড়ে ভালো লাগে সেটাই ভালো লেখা।

আপনার আজকের পোষ্ট টি দুর্বল। বেশ দুর্বল।

২৪ শে ডিসেম্বর, ২০২২ রাত ১১:২৫

কলাবাগান১ বলেছেন: আমার পোস্টের চেয়ে আপনার কমেন্ট টা আরো দুর্বল....এই পোস্টের ইমপ্লিকেশন না বুঝলে, বুঝতে হবে আগামীর বিশ্বের জন্য আপনি বেমানান। এটা আমার লিখা 'সনেট' না

৬| ২৪ শে ডিসেম্বর, ২০২২ রাত ৮:৫১

কামাল১৮ বলেছেন: যারা কবিতায় ব্যাকরণ খোঁজে তাদের কথা আলাদা।আমি দেখি কবির মন।

২৪ শে ডিসেম্বর, ২০২২ রাত ১১:২৬

কলাবাগান১ বলেছেন: এই 'কবিতা' তো মেশিন লিখেছে....তাহলে কি মেশিন এর ও consciousness আছে?

৭| ২৪ শে ডিসেম্বর, ২০২২ রাত ১০:১২

নেওয়াজ আলি বলেছেন: এইবার একটা স্মার্ট সনেট লিখে ফেলেন
( আগের মন্তব্য ভুলবসত হয়েছে)

২৪ শে ডিসেম্বর, ২০২২ রাত ১১:২৭

কলাবাগান১ বলেছেন: আমি কবিতা/সনেট লিখতে পারি না কেননা আমার ভাষার উপর কোন 'দখল' নাই

৮| ২৪ শে ডিসেম্বর, ২০২২ রাত ১০:৩৩

রূপক বিধৌত সাধু বলেছেন: দুঃখিত সনেট হয়নি :( তবে ভাবার্থ ভালো লাগল। বিদেশ বিভূঁইয়ে থেকেও দেশকে ভুলে যাননি। মধুসূদনের মতো স্মৃতিকাতরতা চলে এসেছে লেখায়।

২৪ শে ডিসেম্বর, ২০২২ রাত ১১:৩০

কলাবাগান১ বলেছেন: এটা আমার লিখা না কম্পিউটার লিখছে নিজের মত করে...আমি জাস্ট বলেছি ঢাকা কে নিয়ে বাংলায় একটা কবিতা লিখ, কম্পিউটার তার 'মেধা' খাটিয়ে এই 'সনেট' লিখেছে
কথা হল যে মেশিন যদি এমন ভাবে গল্প, কবিতা, রিসার্চ পেপার লিখে দেয়, তাহলে মানুষের মন/মনন/মেধা/স্বকীয়তার কি হবে?

৯| ২৫ শে ডিসেম্বর, ২০২২ সকাল ১১:২৬

আহমেদ জী এস বলেছেন: কলাবাগান১,




ঢাকাকে নিয়ে আপনার যে সনেট , হোক তা intelligence chatGPT এর লিখে দেওয়া, তা থেকে এবং জুল ভার্ন এর মন্তব্যে ঢাকাকে নিয়ে যে আবেগ প্রকাশিত হয়েছে তা চিরন্তন। মনে হয় ঢাকাবাসী সবারই এটা প্রানের শহর।
আমিও " মহাবেকুব জাতক "এর ভাষ্যে ঢাকাকে নিয়ে ইতিমধ্যেই লিখে রেখেছি। সম্পাদনা স্তরে রয়েছে। প্রকাশ করবো অচিরেই।
আপনার এই লেখা দেখে আমার সেই লেখাটিকে স্মৃতিকাতর আপনার নামেই উৎসর্গ করবো বলে এখনি ঠিক করে ফেললুম। অনুমতি প্রার্থনায়.......

২৫ শে ডিসেম্বর, ২০২২ রাত ১০:০১

কলাবাগান১ বলেছেন: আমি বড়ই নগন্য ব্লগার এখনও মনে হয় না উৎসর্গ পাওয়ার মত পজিশনে এসেছি...তবুও আপনার ইচ্ছায় সন্মতি দিলাম..।

১০| ২৫ শে ডিসেম্বর, ২০২২ বিকাল ৩:১৯

রাজীব নুর বলেছেন: লেখক বলেছেন: আমার পোস্টের চেয়ে আপনার কমেন্ট টা আরো দুর্বল....এই পোস্টের ইমপ্লিকেশন না বুঝলে, বুঝতে হবে আগামীর বিশ্বের জন্য আপনি বেমানান। এটা আমার লিখা 'সনেট' না

আমি দুর্বল মানুষ, একথা সত্যি। আমি ছোট মানুষ একথাও সত্যি। কিন্তু ছোট মরিচের ঝাল বেশি তা কি জানেন?
আগামী বিশ্ব তো দূরের কথা আমি আমার পরিবারেও বেমানান। অবশ্য সেসব নিয়ে আমি নিচিন্ত নই। আমি আমার মতো করে, আমার দুনিয়া বানিয়ে নিয়েছি।

২৫ শে ডিসেম্বর, ২০২২ রাত ৯:৫৯

কলাবাগান১ বলেছেন: ওকে

১১| ২৫ শে ডিসেম্বর, ২০২২ রাত ৯:০০

সেলিম আনোয়ার বলেছেন: সনেট না হলেও ঢাকা শহরের প্রতি ভাললাগার দারুন বহিঃপ্রকাশ। সাধে কি আর এখানে ২কোটি মানুষের বাস।

২৫ শে ডিসেম্বর, ২০২২ রাত ৯:৫৮

কলাবাগান১ বলেছেন: কিন্তু এটা তো মেশিন এর ভাললাগার বহি:প্রকাশ কেননা কবিতা টি লিখেছে মেশিন তার নিজের ভাবনা দিয়ে

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.