নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
প্রধানমন্ত্রী এত কিছু থাকতে বিশ্বব্যাংক কে কেন পদ্মা সেতুর ছবি উপহার দিলেন!!!!!!!!
০২ রা মে, ২০২৩ ভোর ৫:৩০
কলাবাগান১ বলেছেন: কথা সেটাই
২| ০২ রা মে, ২০২৩ রাত ১:৪৬
মহাজাগতিক চিন্তা বলেছেন: বাকিটুকু পড়ুন এ ক্লিক করে দেখি আপনার পোষ্ট আসলে ঐটুকুনই। তথাপি বলতে হয় যথেষ্টই লিখেছেন।
০২ রা মে, ২০২৩ ভোর ৫:৩০
কলাবাগান১ বলেছেন: অনেক সময় একটা ছবিই অনেক কিছু বলে দেয়
৩| ০২ রা মে, ২০২৩ রাত ৩:০৬
ডঃ এম এ আলী বলেছেন:
বিশ্বব্যাংক সদর দপ্তরে সংস্থাটির প্রেসিডেন্টের হাতে ছবিটি তুলে দিয়ে অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা পারস্পরিক বিশ্বাসের মনোভাব নিযে উজ্জ্বলতর ভবিষ্যত বিনির্মাণে বিশ্বব্যাংককে এক সঙ্গে কাজ করার আহ্বান জানিয়েছেন।
০২ রা মে, ২০২৩ ভোর ৫:৩১
কলাবাগান১ বলেছেন: সেরা কথা হল "পারস্পরিক বিশ্বাস"
৪| ০২ রা মে, ২০২৩ ভোর ৪:১২
এমজেডএফ বলেছেন: প্রধানমন্ত্রী শেখ হাসিনা ছবিটি উপহার দিয়ে বিশ্বব্যাংককে স্মরণ করিয়ে দিলেন - যাদের প্ররোচনায় বিশ্বব্যাংক ঋণ থেকে সরে গিয়েছিল তারা নিজেদের হীন স্বার্থে বিশ্বব্যাংককে তাসের তুরুপ হিসাবে ব্যবহার করেছিল এবং বিশ্বব্যাংক সেই ফাঁদে পা দিয়ে ভুল করেছিল। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, “বাংলাদেশ ঋণ পরিশোধে কখনও খেলাপি হয়নি এবং ‘ঋণের ফাঁদে’ পড়েনি।”
দেশের উন্নয়ন দেখলে যেসব কুলাঙ্গারদের গা জ্বলে তাদের জন্য এসব ছবি 'কাটা ঘায়ে নুনের ছিটা'। এদেশের কিছু জ্ঞানপাপী ও নব্য রাজাকারেরা মনে করেছিল আইএমএফ, বিশ্বব্যাংক বাংলাদেশকে কোন ঋণ দেবে না, বাংলাদেশ শ্রীলঙ্কা হয়ে যাবে! এখন তো দেখি আইএমএফ, জাইকা ও বিশ্বব্যাংকের মধ্যে প্রতিযোগিতা শুরু হয়ে গেছে কে কার থেকে বেশি ঋণ দেবে !
মইত্যা-ইউনুস গংদের মুখে চুনকালি পড়ার মতো এখানে আরো একটি ছবি দিলাম:
প্রধানমন্ত্রী শেখ হাসিনা সোমবার ওয়াশিংটন ডিসিতে বিশ্বব্যাংকের সদর দপ্তরে পৌঁছালে বাংলাদেশে বিশ্বব্যাংকের কান্ট্রি ডিরেক্টর আবদৌলায়ে সেক এবং ঊর্ধ্বতন নির্বাহী পরিচালক অ্যাক্সেল ভ্যান ফুল দিয়ে স্বাগত জানান। ছবি: ফোকাস বাংলা
০২ রা মে, ২০২৩ ভোর ৫:৩২
কলাবাগান১ বলেছেন: আর ছবিটা প্রকাশিত হয়েছে প্রথম আলোতেই
৫| ০২ রা মে, ২০২৩ ভোর ৪:৫৫
মোহাম্মদ গোফরান বলেছেন: এই এক লাইনের পোস্ট দেখেই তো বিএনপি জামাত পুড়ে ছাই হয়ে যাবে। সাময়িক কেন,? আলোচ্য বিষয়ের উপর আর একটা পূর্নাংগ পোস্ট লিখুন।
০২ রা মে, ২০২৩ ভোর ৫:৩৩
কলাবাগান১ বলেছেন: এই নিয়ে আর কচলানোর কোন অভিপ্রায় নাই....
৬| ০২ রা মে, ২০২৩ সকাল ৮:৪৫
নূর আলম হিরণ বলেছেন: উনি সুযোগের সদ্ব্যবহার করেছেন।
০২ রা মে, ২০২৩ সকাল ৯:৫৬
কলাবাগান১ বলেছেন: হিতে বিপরিতে যাতে না হয়
৭| ০২ রা মে, ২০২৩ সকাল ১০:১৪
শূন্য সারমর্ম বলেছেন:
বিশ্বব্যাককে যারা চাকুরী করে,তারা বিশ্ব চালায়, এবং ঢাকা শহরের লোকজনকে চিনে।
০২ রা মে, ২০২৩ সকাল ১০:২৫
কলাবাগান১ বলেছেন: আপনি কমেন্ট করার পর আরো একবার পড়ে দেখবেন যেন কোন মিনিং থাকে কমেন্টে.....
৮| ০২ রা মে, ২০২৩ সকাল ১০:২৭
নতুন বলেছেন: বিশ্বব্যাক ঝামেলা না করলে নিজেদের টাকায় পদ্মাসেতু করার সাহস শেখ হাসিনা পেতেন না।
অবশ্য এটা অন্য কেউ হলে চেস্টা করতো না।
আশা করি উনি চাইনিজ লোনের ফাদে পা দেবেন না ভবিষ্যতে....
০২ রা মে, ২০২৩ সকাল ১০:৩৬
কলাবাগান১ বলেছেন: শেখ হাসিনা পোড় খাওয়া রাজনীতিবিদ
৯| ০২ রা মে, ২০২৩ সকাল ১০:৩৯
রানার ব্লগ বলেছেন: কাটা ঘায়ে নুনের ছিটা
০২ রা মে, ২০২৩ সকাল ১১:০৩
কলাবাগান১ বলেছেন: বাংগালী এক সাংবাদিক আমেরিকার স্টেট ডিপার্টমেন্ট এর সাংবাদিক সন্মেলনে যারপর নাই চেস্টা করে যাচ্ছে এমনভাবে প্রশ্ন করে যাতে আমেরিকা বাংলাদেশের উপর সাংশান জারি করে। তবে আজ তার প্রশ্ন এর উত্তর শুনে তিনি ফাটা বেলুন এর মত চুপসে গিয়েছেন...।পিনাকী ও খুব আশায় আছে বাংলাদেশের উপর সাংশান এর জন্য।
আমেরিকার এই কথায় "নির্বাচন বাংলাদেশের অভ্যন্তরীন বিষয়" আজ জামাতি-বিনপি দের আশায় বালি পড়ল
১০| ০২ রা মে, ২০২৩ সকাল ১০:৫৮
রানার ব্লগ বলেছেন: পিনাকি লোকটাকে আমার কমেডিয়ান ছাড়া অন্যকিছুই মনে হয় না !
০২ রা মে, ২০২৩ সন্ধ্যা ৭:৪২
কলাবাগান১ বলেছেন: জাপানে নাকি দেশ বিক্রি হয়ে গিয়েছে...।
১১| ০২ রা মে, ২০২৩ দুপুর ১২:১৫
কিরকুট বলেছেন: নিজেদের সামর্থের প্রমাণপত্র দিলেন !
০২ রা মে, ২০২৩ সন্ধ্যা ৭:৪৪
কলাবাগান১ বলেছেন: বিশ্বব্যাংক সেটা জানে
১২| ০২ রা মে, ২০২৩ দুপুর ১:১১
রাজীব নুর বলেছেন: বিশ্ব ব্যাংক তাদের অন্যায়ের শাস্তি পেয়ে গেলো।
১৩| ০২ রা মে, ২০২৩ দুপুর ১:৪৩
হাসান কালবৈশাখী বলেছেন:
অধিবেশনে বলা হয়, বাইরের চাপে বিশ্বব্যাংক পদ্মা সেতুর মতো প্রকল্প থেকে নিজেদের সরিয়ে নিয়েছিল। তবে বাংলাদেশ নিজেদের অর্থায়ন ও কারিগরি দক্ষতায় পদ্মা সেতু নির্মাণ করে বাংলাদেশ তার সক্ষমতা দেখিয়েছে।
পদ্মাসেতুর একটি চিত্রকর্ম সংস্থাটির প্রেসিডেন্ট ডেভিড ম্যালপাসের হাতে ধরিয়ে দেয়ার পর মালপাসের মুখহাড়ী চেহারা ছিল দেখার মত।
এরপর না চাইতেই বাংলাদেশকে ২.২৫ বিলিয়ন ডলার ঋন দেয়ার পর কুলাংগার রেজা কিবরিয়া ও ইলিনয় বিশ্ববিদ্যালয়ের কথিত এক অধ্যাপক কে খুঁজে পাওয়া যাচ্ছে না।
০২ রা মে, ২০২৩ সন্ধ্যা ৭:৪৬
কলাবাগান১ বলেছেন: রেজা কিবরিয়া সাহেব আর রিয়াজ সাহেব রা বিরোধীতা করার জন্য এসব বলে থাকেন..তথ্য বেইসড সমালোচনা নাই বললেই চলে।
১৪| ০২ রা মে, ২০২৩ বিকাল ৫:৩৯
শাওন আহমাদ বলেছেন: এটাই সাইন্স!
০২ রা মে, ২০২৩ সন্ধ্যা ৭:৪৬
কলাবাগান১ বলেছেন: Shenanigans
১৫| ০৩ রা মে, ২০২৩ রাত ১২:১২
ঠাকুরমাহমুদ বলেছেন:
পূর্বে বিশ্বব্যাংকের যেই সকল ক্লজে সাইন করতে হতো, পাল্লায় মাপা সেই সকল কাগজের ওজন ছিলো ৫ কিলোগ্রাম। ভবিষ্যতে যেই সকল ক্লজ দলিল দস্তাবেজ কাগজে সই করতে হবে, পাল্লায় তার ওজন হবে আরোও ২ কিলো বেড়ে ৭ কিলোগ্রাম।
আশা করি সমস্যা বুঝতে পেরেছেন। আমার মন্তব্যটি মনে রাখবেন, ভষ্যিতে মিলিয়ে নিবেন।
০৩ রা মে, ২০২৩ রাত ১২:৪৬
কলাবাগান১ বলেছেন: আজকাল কাগজে শুধু এক পেইজ ই থাকে অন্য সবই ডিজিটাল.... ৫ হোক অথবা ৭ কেজিই হোক, বিশ্বব্যাংক তো কাজ করছে বাংলাদেশের সাথে....জামাত/বিনপি এর কথায় তো মনে হচ্ছে সব সাহায্য বন্ধ করে দিচ্ছে বিশ্বব্যাংক
১৬| ০৩ রা মে, ২০২৩ রাত ১:২৬
ঠাকুরমাহমুদ বলেছেন:
বিএনপি ফিনিস কাপুত। জামাত শয়তানের চ্যালা হিসেবে বেঁচে থাকবে। জামাতে এই দেশ থেকে কখনো শেষ হবে না। মাদকের মতোই জামাত।
১৭| ০৩ রা মে, ২০২৩ বিকাল ৩:১৫
রাজীব নুর বলেছেন: আমার মন্তব্যের উত্তর না দিয়ে ভালো করেছেন।
০৪ ঠা মে, ২০২৩ সকাল ৮:১০
কলাবাগান১ বলেছেন: আমার ভুল কমেন্ট মোছার জন্য ১০ বার অনুরোধ করার পরও আপনি না মুছে (ছেলে ভোলানো কারন দেখিয়ে) ভালো করেছেন
১৮| ১৯ শে মে, ২০২৩ দুপুর ২:৩৩
ডঃ এম এ আলী বলেছেন:
বাংলাদেশের অর্জনগুলি বিশ্ব স্বীকৃতি পেয়েই চলেছে । দিন কয়েক আগে জাতিসংঘে
প্রথমবারের মতো বাংলাদেশের কমিউনিটিভিত্তিক স্বাস্থ্যসেবা বিষয়ক একটি রেজুলেশন সর্বসম্মতিক্রমে
গৃহীত হয়েছে। এর মধ্য দিয়ে জাতিসংঘ প্রধানমন্ত্রী শেখ হাসিনার অসামান্য উদ্ভাবন ‘কমিউনিটি ক্লিনিককে’
স্বীকৃতি প্রদান করল। প্রধানমন্ত্রীর অসামান্য উদ্ভাবন কমিউনিটি ক্লিনিককে জাতিসংঘের ‘দ্য শেখ হাসিনা
ইনিশিয়েটিভ’ হিসেবে স্বীকৃতি দিয়েছে ।
জাতিসংঘ প্রধানমন্ত্রীর এই উদ্ভাবনী চিন্তাকে জাতিসংঘের অন্য সদস্য রাষ্ট্রগুলোকেও অনুসরণের আহ্বান
জানিয়েছে। সেখানে বলা হয়েছে, জাতিসংঘের সদস্য রাষ্ট্রগুলো যেন বাংলাদেশের এই কমিউনিটি ক্লিনিক
ধারণাকে গ্রহণ করেন এবং বাস্তবায়ন করেন।
জাতিসংঘ সদস্য রাষ্ট্রগুলো কর্তৃক এই রেজুলেশনের অনুমোদনকে ২০৩০ সালের মধ্যে সর্বজনীন স্বাস্থ্যসেবা
অর্জনের বৈশ্বিক প্রচেষ্টায় এক অবিস্মরণীয় মাইলফলক হিসেবে উল্লেখ করেছেন।
সুত্র : দৈনিক জনকন্ঠ , ১৭ই মে ২০২৩
©somewhere in net ltd.
১| ০২ রা মে, ২০২৩ রাত ১:৪১
মহাজাগতিক চিন্তা বলেছেন: তিনি তাদেরকে বুঝালেন যে তোমাদের ঋণ ছাড়াও আমরা এমন সেতু বানাতে পারি।