নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

কলাবাগান১

বিজ্ঞান নিয়ে পড়ালেখা দেশপ্রেমের ই অংশ

কলাবাগান১ › বিস্তারিত পোস্টঃ

ঘোড়ার ডিম এর পোস্ট

১৫ ই জুন, ২০২৩ সকাল ৮:২৫


তানভির জুমার বলেছেন: " আওয়ামী দু:শাসন এ এখন যে কোন নির্বাচনে কলাগাছ দাড় করালেও আওয়ামী লীগের প্রার্থীর জামানত বাজেয়াপ্ত হবে" উদাহরন: গাজীপুর নির্বাচন
এপিক কাউন্টার
"কলাগাছ দাড় করাইয়েন না....আপা হাতী পাঠায়ে দিবে"- কপিরাইট সোনাগাজী
উদাহরন: বরিশাল এবং খুলনার মেয়র নির্বাচন

মন্তব্য ৩১ টি রেটিং +১/-০

মন্তব্য (৩১) মন্তব্য লিখুন

১| ১৫ ই জুন, ২০২৩ সকাল ৮:৫৩

কামাল১৮ বলেছেন: বরিশালের নির্বাচনে শুধু চর্ম নাইয়ের পীর হারে নাই সাথে নবী এবং তার আল্লাহকে সাথে নিয়ে হেরেছে।সে ভোট চাইতে গিয়ে বলেছে,আমাকে ভোট দিলে সেটা পাবে আল্লাহ এবং তার রাসুল।সরলপ্রাণ মানুষ তার এই কথা গ্রহন করতে পারে নাই।

১৫ ই জুন, ২০২৩ সকাল ৮:৫৬

কলাবাগান১ বলেছেন: তারা জিতলে তখন নির্বাচন সুস্ঠ হয় আর হারলেই নানা রকম উসিলা/অভিযোগ নিয়ে আসে....

সোনাগাজীর হাতী মন্তব্য আপনার পছন্দ হয়েছিল।

২| ১৫ ই জুন, ২০২৩ সকাল ৮:৫৮

কলাবাগান১ বলেছেন: আগস্টে ব্রিকস-এর সদস্য হতে যাচ্ছে বাংলাদেশ: বিরাট খবর

৩| ১৫ ই জুন, ২০২৩ সকাল ৯:২১

মোস্তফা সোহেল বলেছেন: রাতের ভোটে নির্বাচিতদের কাছে সুষ্ঠ ভোট কোন ভাবেই আশা করা যায় না।

১৫ ই জুন, ২০২৩ সকাল ৯:২৬

কলাবাগান১ বলেছেন: তাহলে গাজীপুরে দিনে ভোট হয়েছিল??? জামাতি-রাজাকার দের উসিলার অভাব নাই

৪| ১৫ ই জুন, ২০২৩ সকাল ৯:৩৬

ধুলো মেঘ বলেছেন: "আমাকে ভোট দিলে সেটা পাবে আল্লাহ এবং তার রাসুল" এই কথা বলে চর্ম নাই নিজেকে উঁচু মানের গাধা প্রমাণ করিয়াছে।
" বরিশালের নির্বাচনে শুধু চর্ম নাইয়ের পীর হারে নাই সাথে নবী এবং তার আল্লাহকে সাথে নিয়ে হেরেছে " - এইরকম মন্তব্য করে কামাল১৮ নিজেকে বিচিবিহীন বুড়া পাঁঠা প্রমাণ করিল।

কলাগাছ দাঁড় করাইলে আওয়ামী প্রার্থীর জামানত বাজেয়াপ্ত হবে - এই রকম ধারণা করিয়া তানভীর জুমারও নিজেকে বিএনপি প্রমাণ করিল। জুমার ভাই, নো মাইন্ড। সত্য সব সময় তিতাই লাগে।

কলাগাছ দাঁড় করাইয়েন না। আপা হাতি পাঠাইয়া দিবে - এইটা হইছে এপিক। একজন সত্যিকার জ্ঞানী মানুষের বয়ান। স্যালুট দাদা!

১৫ ই জুন, ২০২৩ সকাল ৯:৪৮

কলাবাগান১ বলেছেন: এটা ব্লগার সোনাগাজীর বয়ান...আসলে ই এপিক কমেন্ট

৫| ১৫ ই জুন, ২০২৩ সকাল ৯:৫৪

আমি সাজিদ বলেছেন: আপনারা থাকেন সো কল্ড উদার গনতান্ত্রিক দেশে। আপনারা আবার কর্তৃত্ববাদীদের মিলনমেলায় সবচেয়ে আনন্দিত হোন! এটা কি ডাবল স্ট্যান্ডার্ড নয়?

১৫ ই জুন, ২০২৩ সকাল ৯:৫৯

কলাবাগান১ বলেছেন: উত্তর আপনার কমেন্টেই আছে "সো কলড উদার"
উদার গনতন্ত্র দিয়ে তালেবানি শাসনে আসলে সেই উদার গনতন্ত্র আপনাদের কে তখন গুলিয়ে খাওয়াবে....এখন তো তাও কথা বলতে পারছেন

৬| ১৫ ই জুন, ২০২৩ সকাল ১০:১৪

আমি সাজিদ বলেছেন: এক জুজুর ভয় কতদিন কলা ভাই?

তারমানে আপনি এমন একটি শ্রেণীর প্রতিনিধিত্ব করেন যারা ব্যালেটে জাল ছাপ, রাতের ভোটকে সঠিক বলে মানেন কারন তাতে " জুজু" ভয় কাটে আর আপনাদের সংজ্ঞার গনতন্ত্র প্রতিষ্ঠিত হয়? এতে যে জবাবদিহিতা আর একক নেতৃত্ব প্রতিষ্ঠিত হচ্ছে তা নিয়ে কি বলবেন?

১৫ ই জুন, ২০২৩ সকাল ১০:২৪

কলাবাগান১ বলেছেন: আপনাদের কথা শুনলে মনে হয় আওয়ামী লীগ বানের জলে ভেসে আসছে........। তাদের কোন ভোট নাই..দেশের সব ভোট আছে শুধু উদার গনতান্ত্রীক জামাতী রাজাকারদের...আমরা দেখেছি সেমি-তালেবানি শাসন...এবার নির্বাচিত হলে..।ধর্মের যে জজবা দেখি দেশে, অনলাইনে, সোজা কাবুল থেকে ফরমান আসবে......। আপনাদের কাছে এটা জুজু কেননা আপনারা এটাকেই নরমাল বলে মনে করেন.....। গাজীপুরে রাতের ভোট হয়েছিল? বরিশালে রাতের ভোট হয়েছে? খুলনায় রাতের ভোত হয়েছে?? চট্রগ্রামে রাতের ভোট হয়েছে? কুমিল্লায় রাতের ভোট হয়েছে??? একটা উদাহরন কে আপনাদের মত লোকেরাই জেনারালাইজড করে জপতে আছেন

৭| ১৫ ই জুন, ২০২৩ সকাল ১০:২২

আমি সাজিদ বলেছেন: স্বাধীনতার বিরোধিতা যারা করেছে তারা ক্ষমতায় আসুক চাই না আবার এই সময়ে যে কর্তৃত্ববাদ সেটাও চাই না। আমাদের মতো মানুষ তাহলে কই যাবে?

১৫ ই জুন, ২০২৩ সকাল ১০:২৬

কলাবাগান১ বলেছেন: আপনারা নাক হাত দিয়ে চেপে ধরে, স্বাধীনতার স্বপক্ষের শক্তিকে ভোট দিবেন আর অনলাইনে এই শক্তির বিরূদ্ধে সাহসী ভাবে কলম ধরবেন যাতে এই শক্তি গনতন্ত্র এর গলা চেপে না ধরতে পারে বা চেস্টা না করে

৮| ১৫ ই জুন, ২০২৩ সকাল ১১:২৬

বিষাদ সময় বলেছেন: এখন ব্লগে এসে ভাল লাগে। যুক্তি পাল্টা যুক্তির লড়াই হয়.......

১৫ ই জুন, ২০২৩ সকাল ১১:৪৩

কলাবাগান১ বলেছেন: নিচের কমেন্ট দেখুন এটা কে পাল্টা যুক্তি বলে না

৯| ১৫ ই জুন, ২০২৩ সকাল ১১:৩৪

ইফতেখার ভূইয়া বলেছেন: কলাগাছ দাঁড় করালে যদি হাতি সেটা খেয়ে ফেলতে চায় তাহলে কলাগাছগুলো হাতির পশ্চাৎদেশ দিয়ে প্রবেশ করালে হয়তো ওদের কষ্ট করে চিবোতে হতো না। এতে আপনাদের আপাও গাজীপুরের নির্বাচনের ফলাফলের মতো চিন্তায় পরে যেত। ধন্যবাদ।

১৫ ই জুন, ২০২৩ সকাল ১১:৪২

কলাবাগান১ বলেছেন: কাদের পশ্চাৎদেশ খুব পছন্দ সেটা আপনার কমেন্ট দেখেই বুঝা যায়....।

১০| ১৫ ই জুন, ২০২৩ দুপুর ১২:১৩

তানভির জুমার বলেছেন: তোরা তো নির্লজ্জ, বেহায়া, মূর্খ আর সন্ত্রাীর দল। বরিশালে হাত পাখার প্রার্থীকে পিটিয়ে আহত করে, ভোট কেন্দ্র দখল করে সিল মেরে, ইভিএমে মাধ্যমে ভোট চুরি করে অথর্ব ইসি দিয়ে পাস করে নিয়েছে। খুলনায় তো খালি মাঠেও ভোট চুরি করে পাস করা লাগছে। অপেক্ষা কর তোদের বিচার বাংলা মাটিতে অবশ্যই করা হবে।

কিছু প্রমাণ দিলাম চেক করে দেখ কিভাবে লুটপাট করেছে।
‘আগে নৌকায় ভোটটা দেন, পরে আপনের ইচ্ছা’
হাত পাখায় ভোট দিলে ভোট যায় নৌকায়! বরিশাল সিটি
ভোট দিতে গিয়ে দেখি অটোমেটিক ভোট সম্পন্ন'
কারচুপি-কেন্দ্র দখলের অভিযোগ নিয়ে খুলনা-বরিশাল সিটির ভোটগ্রহণ শেষ.

ভোট কেন্দ্র দখল করে নৌকায় সিল মারছে. ভিডিও

১৫ ই জুন, ২০২৩ রাত ১০:০৪

কলাবাগান১ বলেছেন: ভাষার এমন ছিরি কেন???

১১| ১৫ ই জুন, ২০২৩ দুপুর ১:১৭

হাসান কালবৈশাখী বলেছেন:



এই আগস্টে ব্রিকস-এর সদস্য হতে যাচ্ছে বাংলাদেশ:

বর্তমানে ব্রিকস-এর সদস্য পাঁচ দেশ৷ ৫ টি জায়েন্ট অর্থনৈতিক শক্তি, ব্রাজিল, রাশিয়া, ভারত, চীন ও সাউথ আফ্রিকা।
এই বছর আর ৫-৬ টি দেশ ব্রিকস এর সদস্য হচ্ছে,
এরা হচ্ছে বাংলাদেশ, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত ও ইন্দোনেশিয়া.

বাংলাদেশ বর্তমানে বিশ্বের ৩৩ তম অর্থনীতিক শক্তি। ডেনমার্ক পর্টুগাল সহ ইউরোপের ৪ টি দেশ বর্তমানে বাংলাদেশের নীচে।
অতচ একসময় বাংলাদেশ ছিল সর্ব নিম্নের কাছাকাছি ১৯০ তম। তালিকার মাঝামাঝি অংশটা দিলাম।

Rank GDP in billion
29 Norway 482.2
30 Austria 480.4
31 Nigeria 440.8
32 South Africa 419.0
33 Bangladesh 416.3
34 U A Emirates 415.0
35 Egypt 404.1 3,699
36 Denmark 398.3
37 Singapore 397.0
38 Philippines 394.1
39 Malaysia 373.0
40 Hong Kong 369.2
41 Vietnam 366.1
42 Iran 359.7
43 Pakistan 348.3

১৫ ই জুন, ২০২৩ রাত ১০:০৪

কলাবাগান১ বলেছেন: এরা চোখ থাকিতেও অন্ধ

১২| ১৫ ই জুন, ২০২৩ দুপুর ১:২২

তানভির জুমার বলেছেন: ধুলো মেঘ বলেছেন: "আমাকে ভোট দিলে সেটা পাবে আল্লাহ এবং তার রাসুল" এই কথা বলে চর্ম নাই নিজেকে উঁচু মানের গাধা প্রমাণ করিয়াছে।
এই কথার কোন প্রমাণ দিতে পারবেন? কাট-ছাট করা ভিডিও দেখে মানুষকে বিচার করবেন না। ওনি নিজে স্বীকার করছে ওনি ঐ রকম কোন কথা বলেনি।

১৩| ১৫ ই জুন, ২০২৩ দুপুর ১:২৫

তানভির জুমার বলেছেন: এইসব মিথ্যা বানোয়াট তথ্য ছড়াতে লজ্জা করে না?

বাংলাদেশ বর্তমানে বিশ্বের ৩৩ তম অর্থনীতিক শক্তি। ডেনমার্ক পর্টুগাল সহ ইউরোপের ৪ টি দেশ বর্তমানে বাংলাদেশের নীচে।
অতচ একসময় বাংলাদেশ ছিল সর্ব নিম্নের কাছাকাছি ১৯০ তম। তালিকার মাঝামাঝি অংশটা দিলাম।

Rank GDP in billion
29 Norway 482.2
30 Austria 480.4
31 Nigeria 440.8
32 South Africa 419.0
33 Bangladesh 416.3
34 U A Emirates 415.0
35 Egypt 404.1 3,699
36 Denmark 398.3
37 Singapore 397.0
38 Philippines 394.1
39 Malaysia 373.0
40 Hong Kong 369.2
41 Vietnam 366.1
42 Iran 359.7
43 Pakistan 348.3
বাংলাদেশ বর্তমানে বিশ্বের ৩৩ তম অর্থনীতিক শক্তি। ডেনমার্ক পর্টুগাল সহ ইউরোপের ৪ টি দেশ বর্তমানে বাংলাদেশের নীচে।
অতচ একসময় বাংলাদেশ ছিল সর্ব নিম্নের কাছাকাছি ১৯০ তম। তালিকার মাঝামাঝি অংশটা দিলাম।

Rank GDP in billion
29 Norway 482.2
30 Austria 480.4
31 Nigeria 440.8
32 South Africa 419.0
33 Bangladesh 416.3
34 U A Emirates 415.0
35 Egypt 404.1 3,699
36 Denmark 398.3
37 Singapore 397.0
38 Philippines 394.1
39 Malaysia 373.0
40 Hong Kong 369.2
41 Vietnam 366.1
42 Iran 359.7
43 Pakistan 348.3

১৫ ই জুন, ২০২৩ রাত ১০:০৮

কলাবাগান১ বলেছেন: আপনি বিশ্বাস না করলেই তো অন্যদের করা লিস্ট বাতিল হবে না। এই লিস্ট আওয়ামী লীগ বানায় নাই. দেখুন এখানে
Bangladesh ranks 35th Economy in the world

১৪| ১৫ ই জুন, ২০২৩ দুপুর ১:৪৭

শেরজা তপন বলেছেন: কলাবাগান১ বলেছেন: আগস্টে ব্রিকস-এর সদস্য হতে যাচ্ছে বাংলাদেশ: বিরাট খবর
কে জানে বিরাট খবর কি না!! ভবিষ্যত ই বলে দিবে। তবে বাংলাদেশ আমেরিকার বলয় মুক্ত হয়ে চীনের হাতে ধরা দিলে খুব ভাল কিছু যে হবে না সেটা চোখ বন্ধ করে বলে দেয়া যায়।
কিন্তু এটা আমেরিকার মাথাব্যাথার কারণ হবে- বৃহত শক্তির স্বেচ্ছাচারিতাকে রুখতে আরো বড় শক্তির প্রয়োজন। ব্রিকস সম্ভবত সেটাই হতে যাচ্ছে। কিন্তু মুল গেমটা সন্মন্ধে আমি এখনো ক্লিয়ার নই।

১৫ ই জুন, ২০২৩ রাত ১০:১০

কলাবাগান১ বলেছেন: ব্রিকস ব্যাংক যদি বাংলাদেশ কে সহায়তা দেয়, সেটা ভালই হবে...আমেরিকা যদি চায় যে আবার সেমি তালেবানি শাসন হোক বাংলাদেশে, তবে তাি হোক, তখন তারা বুঝতে পারবে কত ধানে কত পেডি....

১৫| ১৫ ই জুন, ২০২৩ বিকাল ৫:৪৫

রাজীব নুর বলেছেন: আপনার পোষ্ট সহ অন্যান্যদের পোষ্টে চমৎকার মন্তব্য করতেন চাঁদগাজী/সোনাগজী।
তাকে কমেন্ট ব্যান করে আসলে সামুরই ক্ষতি হচ্ছে।

১৫ ই জুন, ২০২৩ রাত ১০:১১

কলাবাগান১ বলেছেন: সামুর লস যদি সামু না বুঝে তাহলে....উনাকে খোচা মেরে যে কত পোস্ট আসছে কিন্তু উনি তো কমেন্ট ব্যান সেটা কি ন্যায হচ্ছে???

১৬| ১৬ ই জুন, ২০২৩ রাত ১২:১৯

হাসান কালবৈশাখী বলেছেন: The world's largest economies

১৭| ১৬ ই জুন, ২০২৩ ভোর ৬:৫৯

রূপক বিধৌত সাধু বলেছেন: সোনাগাজীর কাউন্টারটা মারাত্মক হয়েছে।

১৬ ই জুন, ২০২৩ সকাল ৮:৪৯

কলাবাগান১ বলেছেন: এপিক

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.