নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

কলাবাগান১

বিজ্ঞান নিয়ে পড়ালেখা দেশপ্রেমের ই অংশ

কলাবাগান১ › বিস্তারিত পোস্টঃ

Science Jokes

০২ রা নভেম্বর, ২০২৫ সকাল ৮:৩৭


অনেকদিন পর কিছু 'দুর্বোধ্য' সাইন্স এর জোক নিয়ে আসলাম। আমার অনেক কিছুর প্যাশান এর মাঝে সাইন্সের জোক সংগ্রহ করা অন্যতম। জানি যে বিজ্ঞান এর বাইরে এর লোকদের কাছে এই সমস্ত জোকের কোন মূল্য নাই তবুই পাবলিক ফোরামে দিলাম। চ্যাটজিপিটি বা গুগুল করেও মানে বুঝতে চেস্টা করবেন, তাহলেও নলেজ কিছুটা হলেও বাড়বে (অন্তত কমবে না)...এই সমস্ত জোক আবার বাংলায় ট্রান্সলেট করলে কোন মজা থাকবে না.। তাই ইংরেজীতেই
১। I thought that I would tell a joke about sodium…. Na, people wouldn’t get it
২। Chemist 1: I’ll have H2O please Chemist 2: I’ll have water also Chemist 1 walks away frustrated as his assassination attempt failed
৩। I wish I was Adenine so I could be with U”.
৪। During a check-up, a man asks the Doctor, "Do you think I'll live a long and healthy life then?" Doc replied, "I doubt it somehow. Mercury is in Uranus right now." The man said, "I don't go in for any of that astrology nonsense." He replied, "Neither do I. My thermometer just broke."
৫। A neutron walks into a bar and asks the bartender, “How much for a drink?” The bartender says, "For you, no charge."
৬। Why are jokes about chemistry so bad? Because all the good ones Argon.
৭। *Helium walks into a bar* Bartender - "We don't serve noble gases here, get out!" *Helium does not react*
৮। *two atoms are walking together* *one trips and falls* "Oh no, I've lost an electron!" Are you sure? "Yeah, I'm positive."
৯। A chemist froze himself at -273.15°C. Everyone said he was crazy But he was 0K.
১০। A pig without 3.14 is 9.8

মন্তব্য ১১ টি রেটিং +০/-০

মন্তব্য (১১) মন্তব্য লিখুন

১| ০২ রা নভেম্বর, ২০২৫ সকাল ১০:৫১

কলাবাগান১ বলেছেন: বই পড়ায় বাংলাদেশের অবস্থান তলানিতে রয়েছে। সম্প্রতি সিইও ওয়ার্ল্ড ম্যাগাজিনের ২০২৪ সালের পাঠাভ্যাস সংক্রান্ত এক জরিপে দেখা গেছে, ১০২টি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান ৯৭তম।
জরিপ অনুযায়ী, বই পড়ায় বিশ্বের শীর্ষ ১০ দেশ হলো- যুক্তরাষ্ট্র (৩৫৭ ঘণ্টা), ভারত (৩৫২ ঘণ্টা), যুক্তরাজ্য (৩৪৩ ঘণ্টা), ফ্রান্স (৩০৫ ঘণ্টা), ইতালি (২৭৮ ঘণ্টা), কানাডা (২৩২ ঘণ্টা), রাশিয়া (২২৩ ঘণ্টা), অস্ট্রেলিয়া (২১৭ ঘণ্টা), স্পেন (১৮৭ ঘণ্টা) ও নেদারল্যান্ডস (১৮২ ঘণ্টা)। অন্যদিকে বাংলাদেশ (৬২ ঘণ্টা), পাকিস্তান (৬০ ঘণ্টা) ও আফগানিস্তান (৫৮ ঘণ্টা) বিশ্বের সবচেয়ে কম বইপড়া দেশের তালিকায় জায়গা পেয়েছে।

বাংলাদেশীরা আছে গায়ের জোরে কথা বলতে (৯৭তম) আর ভারতীয়রা (২য়) বলে জ্ঞানের জোরে....এতেই বুঝা যায় কার লেভেল কোথায়...। বই পড়বে কেন????? জ্ঞানের কোন দাম কি আছে বাংলাদেশে......।দেশ চালাচ্ছে জামাতীরা..তারা বই পড়া ছাড়াই এখন ক্ষমতার কেন্দ্রে............

২| ০২ রা নভেম্বর, ২০২৫ সকাল ১১:০৯

নতুন বলেছেন: বই পড়বে কেন????? জ্ঞানের কোন দাম কি আছে বাংলাদেশে......।দেশ চালাচ্ছে জামাতীরা..তারা বই পড়া ছাড়াই এখন ক্ষমতার কেন্দ্রে............

এরা কিতাব পড়ে.

০২ রা নভেম্বর, ২০২৫ রাত ৮:৫৯

কলাবাগান১ বলেছেন: কিতাব পড়েই বেশী ধর্মান্ধ হয়ে উঠে...এরা কোনভাবেই সহাবস্হান ধারনা কে ধারন করে না....আমিই সেরা...আমার ধর্মই সেরা আর এটা যারা মানবে না তাদের কে......পশ্চিমে এসেও প্রধান কাজ হয়ে উঠে কিভাবে সমাজে শরিয়া চালু করা যায় যেখানে কয়েকশ বছর ধরে সবাই কে নিয়ে পশ্চিমারা ধর্ম কে রাস্ট্র থেকে আলাদা রেখে চলে আসছে।

৩| ০২ রা নভেম্বর, ২০২৫ দুপুর ১:৫০

রাজীব নুর বলেছেন: আপনি বাংলায় ট্রান্সলেট করে দেন।

০২ রা নভেম্বর, ২০২৫ রাত ৯:০১

কলাবাগান১ বলেছেন: বাংলায় ট্রান্সলেট করলে এর কোন অর্থ থাকে না...।গুগুল বা চ্যাট জিপিটি কে জিজ্ঞেস করুন (কস্ঠ করে)

৪| ০২ রা নভেম্বর, ২০২৫ বিকাল ৪:৩৮

আমি নই বলেছেন: ২০২৪ এর আগে নিশ্চই বই পড়ায় বাংলাদেশ সেরাদের মাঝে ছিল, নাকি?

০২ রা নভেম্বর, ২০২৫ রাত ৯:০৩

কলাবাগান১ বলেছেন: আমি কি বলেছি আগে সেরা ছিল??? এখন তো ৯৭তম তবে এখন ১০৪তম স্হান (তলানী) অধিকার করার সময় এসেছে (যেভাবে না পড়েই দেশের ক্ষমতায়- তৌহিদী/জিহাদী জনতার জয়, পড়ালিখার কি দরকার)

৫| ০৩ রা নভেম্বর, ২০২৫ ভোর ৬:০৩

গোবিন্দলগোবেচারা বলেছেন: "বই পড়বে কেন????? জ্ঞানের কোন দাম কি আছে বাংলাদেশে......।দেশ চালাচ্ছে জামাতীরা..তারা বই পড়া ছাড়াই এখন ক্ষমতার কেন্দ্রে............"

কৌমি জননী যখন ক্ষমতায় ছিল, তখন তো তিনি অনেক বই পড়ে দেশ চালাতেন; তখন আমরা বই পড়ায় কয় নম্বরে ছিলাম?

০৩ রা নভেম্বর, ২০২৫ সকাল ৭:০৮

কলাবাগান১ বলেছেন: আমি কখনই বলি নাই আগে বেশী পড়ত.... জ্ঞানের কোন দামই নাই বাংলাদেশে....নাহলে অশিক্ষিত সুড়সুড়ি দেওয়া ওয়াজকারীরা সমাজে সবচেয়ে সমাদৃত হয়?

আপনাদের মত লোকেরা যারা এরকম নাম নেন (নিক) শুধু মাত্র বিদ্বেষ ছড়ানোর জন্য, তখন আর আপনাদের সাথে কথা চালিয়ে যেতে মন চায় না.....

৬| ০৩ রা নভেম্বর, ২০২৫ সকাল ৯:০৫

শ্রাবণধারা বলেছেন: কতগুলো জোকস সত্যি মজার, তবে বোধহয় এরকম একটা পোস্ট আপনি আগে একবার দিয়েছিলেন—সেখানে দুচারটা একই জোকস ছিল, যেমন সোডিয়াম সংক্রান্ত প্রথমটা মনে আছে।

এখন আপনাকে একটা ইন্টারেস্টিং কথা বলি। হাসিনা, কাদের, হাসান মাহমুদ বা এদের মতো লোকজন এবং হেলমেট বাহিনীর সদস্যদের চেয়ে কিন্তু রাজাকার-আলবদররা ও জঙ্গি-জিহাদিরা বই-পুস্তক বেশি পড়ে।

কুখ্যাত রাজাকার গোলাম আযমের ছেলে আযমি খাঁচা থেকে ছাড়া পাওয়ার পরে সংবাদ সম্মেলনে যখন জাতীয় সংগীত পরিবর্তনের কথা বললো, তখন সে বিকল্প হিসেবে ডিএল রায়ের ধন ধান্য পুষ্পে ভরা গানের কথা উল্লেখ করেছিল। রাজাকারের বাচ্চা এটা জানে যে ডিএল রায় রবীন্দ্রবিদ্বেষী ছিলেন এবং রবীন্দ্রনাথকে নিয়ে বেয়াদবিপূর্ণ একটা লেখা লিখেছিলেন। আর সেকারণেই সে নতুন জাতীয় সংগীত হিসেবে ডিএল রায়ের গানের কথা বলেছিল। জামাতিদের অনুষ্ঠানে দেখবেন যে, রাজাকারের বাচ্চারা জাতীয় সংগীতের পরিবর্তে এই গান বাজায়।

০৩ রা নভেম্বর, ২০২৫ সকাল ১০:০৭

কলাবাগান১ বলেছেন: ভালোই স্সৃতি আপনার...তবে আমার কাছে ভাল লাগাতে পিগ এর পাই আর গ্রাভিটির 'জি' নিয়ে (১০ নাম্বার) জোকস টা আগে দিয়েছিলাম আর সেটা নিয়েই পোস্টে ছবি।
এদের বই-পুস্তক এর পড়া টা জানার জন্য না..এরা কিভাবে ফাক ফোকর বের করবে, কাকে কাকে ধরবে/মারবে তা শিখার জন্যই এবং কাজে লাগানোর জন্য....সবই তাকিয়া....মেয়েদের ৫ ঘন্টার জন্য কাজ দিবে, সেন্ট মার্টিন আইল্যান্ডে কিভাবে পর্যটক শুন্য করা যায় (ব্যান না করেই), মেয়েদের হলে স্যানিটারি ন্যাপকিন সরবরাহ....... সবই দুস্ট বুদ্ধি.......

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.