নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
স্বপ্নের নাম ঋদ্ধ ২
ঋদ্ধ ২ - তে নিজের লেখা প্রকাশিত হওয়ার অনুভূতি প্রকাশ করতে গিয়ে ফেসবুক আর সামুতে এই পোস্টের অবতারনা। কিন্তু তারপর দেখলাম ফেসবুক ইনবক্স আর সামুর কমেন্ট ভরে যাচ্ছে, লেখক কারা, কে কে লিখেছেন এই সংখ্যায় এই জিজ্ঞাসা নিয়ে !! অনেকের টোন এমন যে, আমি কেন সূচীপত্র দিলাম না লেখার সাথে !! ভাই, বিনীত ভাবে জানতে চাই - সূচীপত্র দেয়া কি আমার কাজ?
আমি তো আশা করেছিলাম, সামু কতৃপক্ষ হয়তো ঋদ্ধ ২ এর পাবলিসিটি করবে, তারাই ব্লগারদের মাঝে ছড়িয়ে দেবে ঋদ্ধ ২ এর আগমন বার্তা !! আফটার অল সামুরই একজন ব্লগার বিনা স্বার্থে ব্লগারদের লেখার এই সংকলন প্রকাশ করার উদ্যোগ নিয়েছেন। আর আমার জানা মতে এই বই বিক্রি লব্ধ টাকাও পরের সংখ্যা প্রকাশের পুজি হিসেবে সঞ্চিত হবে !!
সবার কাছে ক্ষমা চাই, যদি আমার জানার ভুল হয়ে থাকে, আমার জানার সীমাবদ্ধতা থাকে এবং সর্বপরি কেউ যদি দুঃখ পেয়ে থাকেন।
যাই হোক, আমি অফিস থেকে রাত ১০ টায় এসে সূচিপত্র টাইপ করতে বসলাম, তাড়াহুড়ায় বানান ভুলের জন্য ক্ষমাপ্রার্থী ।
১৭ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১১:২০
কালা মনের ধলা মানুষ বলেছেন: সময়ের অভাবে আমিও হয়তো আর বইমেলায় যেতে পারবো না ভাই, দুঃখিত।
তবে শুনেছি রকমারীতে নাকি দেয়া হচ্ছে ঋদ্ধ ২। সেখান থেকে অর্ডার করতে পারেন।
২| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ৯:৪৬
সুমন কর বলেছেন: হুম, ভালো করেছেন।
১৭ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১১:২১
কালা মনের ধলা মানুষ বলেছেন: অনেক ধন্যবাদ ভাই।
৩| ২৭ শে ডিসেম্বর, ২০১৮ রাত ৮:০৯
মাহের ইসলাম বলেছেন: সবারই জানার সিমাবদ্ধতা থাকে, আমি তো এখনো শিখছি, আর প্রতিদিন নতুন নতুন জিনিস জানছি।
তাই নো প্রব্লেম।
ভালো থকবেন, শুভ কামনা রইল।
২৯ শে ডিসেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:০৭
কালা মনের ধলা মানুষ বলেছেন: মাথার উপ্রে দিয়া গেল ভাই আপনার কমেন্ট টা !!
মনে হচ্ছে অন্য পোস্টের কমেন্ট এখানে পেস্ট হয়ে গেছে !!
৪| ২৯ শে ডিসেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:১৮
মাহের ইসলাম বলেছেন: এইটা আপনার পোষ্টের প্রেক্ষিতে কমেন্ট।
আপনি নিজেই লিখেছেন,
" সবার কাছে ...............পেয়ে থাকেন।"
এইবার, আপনার ঐ লাইনের উত্তরে আমার কমেন্ট পড়েন।
তারপরেও যদি আপনার মাথার উপর দিয়ে যায়, তাইলে আমি ক্ষমা চাই।
২৯ শে ডিসেম্বর, ২০১৮ রাত ৯:১৬
কালা মনের ধলা মানুষ বলেছেন: বুঝতে পেরেছি।
অনেক ধন্যবাদ বুঝিয়ে বলার জন্য।
আপনিও ভাল থাকেন ভাই।
©somewhere in net ltd.
১| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ২:২৫
চাঁদগাজী বলেছেন:
ডেম, আমার বকবকও ওখানে আছে? আমার জন্য একটা কপি রাখবেন; আমি দুরে আছি, পরে যোগাযোগ করে সংগ্রহ করে নেবো। ধন্যবাদ