নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
একটি সতর্কবার্তা৷
দয়া করে কেউ এড়িয়ে যাবেন না৷
ইতালীতে এক লোক এই সতর্কবাণীরে দুই পয়সা দাম দেয় নাই, আজকে সে রাস্তায় মাস্ক পইড়া দুই টাকা পিস লেবু বিক্রি করে৷
কোহকাফ নগরীতে এক হাজার কবিরাজ স্বপ্নে দেখসে, যে ব্যাক্তি দেশী রসুনের দুইটা কোয়া; আধা লিটার দেশী সরিষার তেলে; আড়াই মিনিট ভাইজ্যা; দুই বগলে তিন রাত চাইপ্যা রাখবে; সেই ব্যাক্তিরে করোনা তো করোনা, করোনার তালুইও কিছু করতে পারবেনা৷
আরো একটি সতর্কবার্তা৷
করোনা ভাইরাসের ডিম ফুটানো শেষ৷ আগামীকাল থেকে ডিমে তা দেয়া এবং ডিম ফুটে কিউট কিউট বাচ্চা বের হওয়া শুরু হবে৷ তাই আগামী সাত দিন খুব ডেঞ্জারাস৷ সাবধান, কেউ কাউকে থুতু মারবেন না৷
সর্বশেষ সতর্কবার্তা৷
আজ রাত ১১ টায় নাসা থেকে আগত ৩০ টি রকেট "বাংলার আকাশ রাখিব করোনা মুক্ত" শ্লোগান সামনে নিয়ে ভেজাল কীটনাশক স্প্রে করবে৷ তাই সকলের কাছে অনুরোধ আপনারা দরজা জানালা বন্ধ করে ঘাপটি মেরে থাকুন আর রাতের বেলা জামা কাপড় রোদে দেয়া থেকে বিরত থাকুন৷
এই সতর্কবাণী যদি আপনি ১০১ জনরে ফরোয়ার্ড করেন, তবে দুই দিনের ভিতর আপনার সবচে বড় মনের আশা (দ্বিতীয় বিবাহের জন্য প্রথম স্ত্রীর অনুমতি) পূরন হবে৷ আর যদি এড়িয়ে যান তবে খাড়া রোদের মধ্যে আপনার মাথায় যে কোন সময় ঠাডা পড়তে পারে৷
ঘোষনাটি শেষ হোল৷
#গুজব
#কমনসেন্স_হারিয়ে_গেছে
#করোনা_ডায়েরী
১৩ ই মে, ২০২০ সকাল ১০:০৪
কালা মনের ধলা মানুষ বলেছেন: ফরোয়ার্ড না করসুইন তো মরসুইন !!
২| ২৯ শে মার্চ, ২০২০ বিকাল ৩:১৯
নেওয়াজ আলি বলেছেন: দিন।
১৩ ই মে, ২০২০ সকাল ১০:০৫
কালা মনের ধলা মানুষ বলেছেন: দিলাম !!
৩| ২৯ শে মার্চ, ২০২০ বিকাল ৩:৪৯
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
করোনা প্রতিাহত করার আর একটি টোটকাঃ
পূজ্যপাদ বা্বাইদা, সৎসঙ্গের শিরোমনি
করোনাতে টোটকা একখান ঘোষণা দেন যিনি।
তিন টোকা দিলে নাকি নিজের অন্ডকোষে
তাকে কভু ধরবেনা আর করোনা ভাইরাসে।
১৩ ই মে, ২০২০ সকাল ১০:০৭
কালা মনের ধলা মানুষ বলেছেন: টোকা কি জোরে না আস্তে দিতে হবে ভাইজান?
৪| ২৯ শে মার্চ, ২০২০ বিকাল ৪:২৭
রাজীব নুর বলেছেন: হুম।
১৩ ই মে, ২০২০ সকাল ১০:০৭
কালা মনের ধলা মানুষ বলেছেন:
©somewhere in net ltd.
১| ২৯ শে মার্চ, ২০২০ দুপুর ১:২৭
পুলক ঢালী বলেছেন:
হা হা হা বিয়াপুক বিনুদুন। রৈদে ঠাডা খাওনের কুনু কাম নাইক্যা।