নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সমস্থ প্রশংশা আল্লাহর জন্য, যিনি বিশ্ব যাহানের প্রতিপালক

বিশ্বাস অনেক বড় জিনিস..........

~মাইনাচ~

আপনি ছোটদের স্নেহমমতা দিন, বড়রা আপনাকে স্নেহ উজাড় করে দেবে, আপনি বড়দের সম্মান দিন, ছোটরা আপনাকে অবশ্যই সম্মান করবে। আমরা অহঙ্কার পরিত্যাগ করি

~মাইনাচ~ › বিস্তারিত পোস্টঃ

মা, মাকে নিয়ে একটা দুঃখ স্মৃতি আর মাকে নিয়ে সামুর কিছু মাইনাচীয় পোষ্ট

০৮ ই জানুয়ারি, ২০১২ রাত ১১:২৫





মাকে নিয়ে কথা বলার অনেক কিছুই। লিখতে লিখতে এ ব্লগ পুরোটা হয়তো ভরে যাবে, তবুও মায়ের গুনগান, মায়ের ভালোবাসা, মায়ের স্নেহ মমতা, সন্তানের জন্য মায়ের দরদ, মায়ের প্রতি সন্তানদের দায়িত্ব কর্তব্য, সম্মান, ভালোবাসার কথা শেষ হবার নয়। মায়ের গুনগান করে কবি সাহিত্যিকরা কতো কিছুইনা লিখে, সেসব জ্ঞানাভাবে আমার সম্ভব না। আমরা সময়ে অসময়ে বুঝে কিংবা না বুঝে মাকে অনেক সময় কষ্ট দিয়ে থাকি। দুনিয়ায় খোদার পরে হয়তো এমন কেউ একজন আছেন যে কিনা সকল কষ্ট নিরবে সয়ে যান, সে জনটি হলো মা। মাকে দেয়া হাজারো কষ্টের মাঝে একটা আমাকে সবসময় তাড়িত করে। সেটি অনেক আগের। ভুলতে পারিনা কোন ভাবেই।



ছোট বেলায়, একবার জেঠাদের আমগাছে সদ্য আম পাকতে দেখে হুট করে উঠে পেড়ে নিই। মিষ্টি আমের ভাগ কাউকেই দেয়ার না, ছোট্ট বয়সে যা হয় আরকি। সেদিন কেন জানি মা বলেছিলো দেখি দেখি কেমন স্বাধ আমটির? আমি ”না” বলেই দুরে গিয়ে বেশ আয়েশ করে আমটি একা একাই খেলাম। মাকে না দেয়াতে হয়তো মা কোন রকম কষ্ট পায়নি, স্নেহে মুচকি হেসে আমার আম খাওয়া দেখেই তৃপ্তি পেয়েছেন। কিন্তু আমি সেদিন মিষ্টি আমটি খেয়ে তৃপ্তি পেলেও আজ পর্যন্ত সেই স্বাদটাই আমার সমস্থ আত্মাজুড়ে তিক্ত হয়েই মিশে গেছে, রয়েছে। যখনি আম খেতে নিই হাতে, তখনি মায়ের সেই দিনের কথা মনে পড়ে। সেদিনের অবুঝ মনের না’টা এখনো আমাকে কাদাঁয়। ইস কেনযে দিলামনা মাকে। নিজেকে কোনপ্রকারেই ক্ষমা করতে পারিনা, যায়ওনা। মাকেও বলতে পারিনা, মা, তোমায় দেয়া লাখো কোটি আঘাত, কষ্ট থেকে ওই একটা হলেও অন্তত ক্ষমা করো, বলার সেই মুখটিও আমার নেই। তাই মনে মনে বলি ”মা ক্ষমা করো”





মাকে নিয়ে সামুতে আসার পর তেমন কোন পোষ্ট আমার নজরে আসেনি, হয়তো এসেছে অনেক, আমার অগোচরে রয়ে গেছে। কয়েকদিন খুঁজাখুঁজি করে কিছু পোষ্ট বের করলাম। তা সবার জন্য সেয়ার করলাম।



গল্প; মা - ইমন জুবায়ের



মা-বাবা, সন্তান এবং নিজের জন্য কোরআন থেকে নেয়া কিছু দোয়া - তালহা তিতুমির



;;;;; মা ;;;;;;;;; - শোশমিতা



মা'কে মনে পড়ে আমার মা'কে মনে পড়ে - জারনো



বলতে পারিনা মা-তবু আজ শুধু একটু বলি - অদৃশ্য সত্তার বাক্যালাপ



মা- বিশ্ব ভুবণ মাঝে তাহার হয়না তুলনা - শায়মা



গল্প: মা - সব্যসাচী প্রসূন



মা-ই সন্তানের প্রধান অভিভাবকঃ - জুল ভার্ন



মা - ছোট গল্প (যে সব ব্লগারদের মা নেই তাঁদের প্রতি উৎসর্গিত) - বৃষ্টি ভেজা সকাল ১১



মা আমার প্রিয় বন্ধু - ঝুমি



মা এভাবে আমার কাছে কিছু চেয়েও না, আমার লজ্জা লাগে! - হমপগ্র



মেসেপোটেমিয়ার মা - পুলক পাল



মা যে গেল অনেক অনেক দুরে - জুন



দোআ করো মা! তোমার এই বান্দর পোলাডা যেন এমনি ভাবে স্বাধীন বান্দরই থাকতে পারে আরো কয়েকটা বছর! - হুপফূলফরইভার



ছোট্ট বেলায় মা আমাকে হারিয়ে যাবার ভয়ে পায়ে নুপুর পরাতো - অপ্সরা



আমার মা - আরিয়ানা



অব্যক্ত ভালবাসাঃ জয়তু মা...জয়তু মাতৃত্ব - শাহরিয়ার রিয়াদ



মা - মন যাযাবর



মা - জোবায়ের



মা - সুফিয়া



ছুটি পেলে এবার মা গো তোমায় আমি দেখতে যাব - শাওন



আমি "মা" কে অনেক কাঁদিয়েছি ,, অনেক কষ্ট দিয়েছি , তবুও তিনি আমাকে জীবনের চেয়েও বেশি ভালবাসেন,, - আর.এইচ.সুমন



আমার মমতাময়ী মা, যাকে আজীবন মিস করব - ডালটন



মা - বাংলা'র নবাব



মা আমি এখন রাতে না খেয়ে ঘুমালে, আমাকে কেউ কিচ্ছু বলে না - আবদুর রহমান (রোমাস)



৭০০০টা বাচ্চার মা - জেরী



নারী মানেই মা, নারী মানেই বোন, নারী মানেই কারো সহধর্মীনী - ভোরের কুয়াশা...ফয়সাল



আমাদের মা /// হুমায়ুন আজাদ - সুরঞ্জনা



কোথায় আছ কেমন আছ মা... - সুরঞ্জনা



মা ও মেয়ে(শেষ পর্ব) - সুরঞ্জনা



মা,এবার নিজের জন্যে বাঁচো - রোদেলা



গল্পঃ মা - ত্রিনিত্রি



মা কা ব্যাটা!!! - নাজনীন১



মুক্তিযুদ্ধ এবং এক মা - সুলতানা শিরীন সাজি



বিশ্ব মা দিবসে আমার মা এবং আমি - সুলতানা শিরীন সাজি



আমার মা - নাইয়ার



আমার মা আমার পৃথিবী...................../ভাস্কর চৌধুরী - ভাস্কর চৌধুরী



মা - স্বপ্ন নীল



মা কেন এত কষ্ট করেন.. সিটিজি৪বিডি



মা তোমাকে বলছি - জেমিনি



মা - দীপান্বিতা



মা - কাউসার আলম



মা - বিপ্র



মা - কালপুরুষ



মা - শামীম শরীফ সুষম



মা - ওয়ে অফ লিবার্টি



প্রিয় মা - মুহিব



শুধু আমি আর আমার মা............. - সত্যবাদী মনোবট



মা দিবসের ইতিহাস - টি-ভাইরাস



মা - ইমির



প্রিয় মা ও মাতৃভাষা, আমার অশ্লীল শব্দাবলীর জন্য আমাকে ক্ষমা করো - সন্যাসী



মা তোমাকে বলছি... . - অর্ক আিসফ শাওন



মা তুমি এত খারাপ কেন? - অতিথি_পথিক_মানুষ



মা - টুনা



মা : স্রষ্টার মতো অসীম ক্ষমতাবান এক মহীরূহ - হিমু রুদ্র



আমার মা বোকা, মিথ্যুক এক নিখাদ মমতাময়ী - বিলাস আহমেদ খাঁন



আমার মা - ছন্নছাড়ার পেন্সিল



মা ... (ছবিগল্প) - কালান্তর



আসবে আমার মা - আলী প্রাণ



শাজাহান সাজুর মা মারা গেছেন......... - মাহবুবা আখতার



মা দিবস শুরুর ইতিহাস ও মা-হারাদের জন্য একটি গান - বিপ্লব কান্তি



মা - কবীর হুমায়ূন



আমার মা, আমার ঈশ্বর - ফরহাদ উিদ্দন স্বপন



মা - শাহনাজ সুলতানা



"মা" - নীরব দর্শক্



মা আমি তোমার পাখির ছানা - সিফাতরক্‌স



"মা" - স্নিগ্ধা



প্রিয় মা ও মাতৃভাষা, আমার অশ্লীল শব্দাবলীর জন্য আমাকে ক্ষমা করো - সন্যাসী



মাকে নিয়ে ২টি ছড়া - মোজাম্মেল প্রধান



আমি ভাল নেই .....মা ভাল নেই ...(update 27 trikh sokal 11.10) - নিলআকাশেরদুঃখ



মা দিবসে সমস্ত মাকেই জানায় শুভেচ্ছা - মায়াবতী মেয়ে



আমার স্বাধ না মিটিলো - অপ্রিয় সত্য ৭০০



মা দিবসের মুক্তিপ্রাপ্ত দুটি অ্যালবাম - এস.কে.ফয়সাল আলম



মা... - কাকভেজা



মায়ের মত আপন কেহ নাই, মায়ের কোন দিবস নাই - পাললিক মন



মায়ের জন্য ভালবাসা - সাইফ সামির



মা - ওয়ে অফ লিবার্টি



মা দিবস উপলক্ষে সকল মাকে ভালবাসা জানিয়ে - সামছা আকিদা জাহান



বিয়োগব্যথা - হানিফ রাশেদীন

"মায়ের কাছে সন্তানের চিঠি .........(অপ্রকাশিত)" - রিয়েল ডেমোন

মা নিয়ে সামুর গ্রুপ

মা দিবস ই-বুক - "মমতাময়ী" - ~স্বপ্নজয়~

অপরাজেয় এইসব মায়ের মুখ... - ফিউশন ফাইভ

আত্মার আত্মা, নাড়ি ছেঁড়া ধন - সমুদ্র কন্যা

মা'র কোন বিশেষন নেই - আকাশের তারাগুলি

প্রিয় মায়েরা-১ - গরীব মানুষ

প্রিয় মায়ের জন্য কান্না.. - হাসান শরিফ

বেহেশতের সম্রাজ্ঞী মা ফাতেমার শাহাদত বার্ষিকী আজ - মিষ্টিগল্প

রাতের তারা ভোরের তারা মাকে জানিয়ে দিস... - মাহী ফ্লোরা

মায়ের জন্য 'ম' ধ্বনি - শারিম টুমপা

পৃথিবীর সব মায়ের জন্য, মায়ের সন্তানদের জন্য ভালোবাসা - সুরঞ্জনা

আমি মা - সুরঞ্জনা

মা দিবস ,আমি এবং এলোমেলো ভাবনারা - ফারা তন্বী

মায়ের আঁচল - নষ্ট কবি

তিনি এবং তার জন্যই এই আমি!! - লাল চাঁন

....... আমার মা ........ - রাষ্ট্রপ্রধান

আমার লক্ষী আম্মু - মেঘ_মেঘা

তোমার মাকে অন্য কোথাও রেখে আস,নাহলে বৃদ্ধ নিবাসে রেখে আস, আমি তোমার মায়ের সাথে থাকবো না.. (সত্যি ঘটনা) - কষ্ট - ১

আমার মা নেই।কাকে ভালবাসবো???কাকে ভালবাসা জানাব? - পাগলমন২০১১

কেমন আছিস তুই...আমায় ছাড়া? - কালো চিতা

আমার মায়ের আজব সব কর্মকান্ড সমূহ - মনিহার

মা তোমাকে সালাম - লুৎফুরমুকুল

মার সাথে কিছু স্মৃতি - নুর হাসান মুহাম্মদ তানভীর

আম্মু... - জয় রাজ খান

"মা" - নীরব দর্শক্

মা তোমাকে অনেক বেশী ভালবাসি - অনির্বাণ রায়।

ও মা -মারে তোর রান্ধনই সবচাইতে স্বাদ লাগে - লাইলী আরজুমান খানম লায়লা

মা আমার পৃথিবীর সেরা মা - ওয়েসিস

মা দিবস স্পেশাল (ছবি ব্লগ) - শরিফ নজমুল

মা এবং জন্মভূমির মাটি স্পর্শ করা ছাড়া আমার মাথা আর কারো সামনে নোয়ায় না - আহাদনূর

আমার মাকে যে আমি ভালবাসি না - মেেহদী১০

জন্মদায়িনী - ~স্বপ্নজয়~

আমার মা এর জন্মদিন - ~স্বপ্নজয়~

মা দিবস ব্লগ সঙ্কলন - ২০০৯ (আপডেট) - ~স্বপ্নজয়~

মা - ইসরা০০৭

'মা' যে শব্দটি শুনতে সবচেয়ে সুমধুর - hafiz01717

মা আমার - আবু সালেহ

"মা" তোমার ভালোবাসায় গড়ে ওঠুক সুন্দর পৃথিবী - আবু সালেহ

মা'গো তোমায় ভালোবাসি বলবো না........... - আবু সালেহ

মা এর সাথে আর কারো তুলনা হয় না……প্রেমিকা সে তো অনেক দূরে……………তবুও যদি…… - বাচ্চা ছেলে

না বলা কিছু কথা,মা তুমি কি শুনতে পাচ্ছ??? - সালমাহ্যাপী

চিঠি লিখছি আমার জিবনে পাওয়া শ্রেষ্ঠ নারীকে - আমার মা - খোলাচিঠি

মা - স্বদেশ হাসনাইন

কবিতা: জননী - স্বদেশ হাসনাইন

-: জননী:- - সুমাইয়া মুনিরা

জননী - কবীর হুমায়ূন

জননী - জলদস্যু

জননী - শেখ আমিনুল ইসলাম

# জননী # - মেঘ দূত

হে জননী - অনিক

ঘুম পাড়িয়ে দাও মা - রোজেল০০৭

মা - জোবায়ের নিয়ন

মা আমরা তোমাকে অনেক ভালবাসি - শারমীন মাহমুদ রীমা

মা তুমি চলে যেওনা - শারমীন মাহমুদ রীমা

মাকে নিয়ে গাওয়া কিছু গান - জ।লিস

জন্মভূমি মা আমার - সায়েম মুন

মা'কে কষ্ট দেয়ার আগে পুনরায় ভেবে দেখবেন কি ?? মা নিয়ে একটি পোস্ট, অনুরোধ করলাম পড়ার জন্য - একজন নবিস ব্লগার

মা - সায়েম মুন

মা দিবসে মাকে নিয়ে কয়েকটি কবিতার সংগ্রহ - মো রেজাউল করিম







গ্রামে গন্জে পথে প্রান্তরে হাজারো মায়ের মুখের ভীড়ে সবকিছু ছাপিয়ে উথলে ওঠে যেই আদলটা, তা যেন সর্বকালে সর্বযুগে একই ছবি আঁকে।

পৃথিবীর সব মায়ের মুখেই আঁকা থাকে একই ছবি। অথচ স্বার্থপর আমরা একসময় ভুলে যাই মায়ের ত্যাগ, ভালোবাসা, জীবনের বিনিময়ে অমূল্য অবদান।



মা দিবস আসলে মাকে নিয়ে আদিখ্যেতা নয় প্রতিটা দিন অন্তত একটাবার তার খবর নেই এই হোক আমাদের চাওয়া। হাসিমুখে কুশল জিগাসা করি।

মন্তব্য ১২৩ টি রেটিং +৪৭/-০

মন্তব্য (১২৩) মন্তব্য লিখুন

১| ০৮ ই জানুয়ারি, ২০১২ রাত ১১:২৬

~মাইনাচ~ বলেছেন: সামনে মাকে নিয়ে যত পোষ্টই আমার চোখে পড়বে সবগুলোই এখানে সংযুক্ত করবো। এজন্য অন্যদেরও সহযোগীতা চাই। কারো নজরে এলে অনুগ্রহ করে লিংক দিয়ে গেলে খুশি হবো। আর কারো কাছে পুরোনো কোন পোষ্ট থাকলে দিয়ে গেলেও তা পোষ্টে জুড়ে দেব।

২| ০৮ ই জানুয়ারি, ২০১২ রাত ১১:২৮

বোরহান উদদীন বলেছেন:
ভাল লাগলো তাই ++++++++++++++

০৮ ই জানুয়ারি, ২০১২ রাত ১১:৩৯

~মাইনাচ~ বলেছেন: ধন্যবাদ বোরহান ভাই



জগতের সব মাইই ভালো থাকুক, আপনিও

৩| ০৮ ই জানুয়ারি, ২০১২ রাত ১১:৩৪

মামুন হতভাগা বলেছেন: অনেক কষ্ট করেছেন,এক কুটি পিলাচ লন :) :)

০৮ ই জানুয়ারি, ২০১২ রাত ১১:৪৯

~মাইনাচ~ বলেছেন: হা হা আমিতো আপনাকে ভিজিটর লিষ্টে দেখে ভাবছিলাম যে মাইনাচ না দিয়ে দেন ;)



ধন্যবাদ আপনাকে :)

৪| ০৮ ই জানুয়ারি, ২০১২ রাত ১১:৩৫

রবিন মিলফোর্ড বলেছেন: পোস্ট প্রিয়তে মাইনাচ ভাই ।

অনেক ভাল কাজ করেছেন । অনেক অনেক ধন্যবাদ আপনাকে ।

০৮ ই জানুয়ারি, ২০১২ রাত ১১:৫১

~মাইনাচ~ বলেছেন: রবিন ভাই অনেক ধন্যবাদ পোষ্টটা দেখার জন্য।



ভাল থাকুন

৫| ০৮ ই জানুয়ারি, ২০১২ রাত ১১:৩৮

ফানার বলেছেন: ভাল পদক্ষেপ । শুভকামনা রইলো

০৮ ই জানুয়ারি, ২০১২ রাত ১১:৫৩

~মাইনাচ~ বলেছেন: শুভকামনা আপনার জন্যও

৬| ০৮ ই জানুয়ারি, ২০১২ রাত ১১:৩৯

সকাল বেলার ঝিঝি পোকা বলেছেন: অনেক অনেক অনেক থাঙ্কু ভাইয়া।

ভালো একটা কাজ করেছেন।

পেক পেক পেক

০৮ ই জানুয়ারি, ২০১২ রাত ১১:৫৪

~মাইনাচ~ বলেছেন: হা হা পেক পেক ভাই আছেন কেমন?


ধন্যবাদ পড়ার জন্য

৭| ০৮ ই জানুয়ারি, ২০১২ রাত ১১:৩৯

নিখিলেস প্যারিসে বলেছেন: অনেক কষ্ট করেছেন দেখা যায়..

ধন্যবাদ+++

০৮ ই জানুয়ারি, ২০১২ রাত ১১:৫৮

~মাইনাচ~ বলেছেন: ধন্যবাদ পোষ্ট পড়ার জন্য



ভালো থাকুন

৮| ০৮ ই জানুয়ারি, ২০১২ রাত ১১:৪০

হানিফ রাশেদীন বলেছেন: মাকে নিয়ে এমন একটি সংকলন-পোষ্ট, অনেক তাৎপর্যপূর্ণ। মাকে নিয়ে এক সঙ্গে অনেক লেখা পাওয়া, বেশ কাজের, আগ্রহীরা পোষ্ট সমূহে যেতে পারবে। আমি আস্তে আস্তে কিছু পোষ্টে যাব, কিছু পোষ্ট তো আগেই দেখেছি।

আমার একটি পোষ্ট : বিয়োগব্যথা Click This Link
(কবিতাটি অবশ্য এর পরেও আবডেট হয়েছে)

কোনো এক ব্লগে দেখলাম আপনি ''অনুসারিত ব্লগ'' বুঝতে পারছেন না। আমিও ২ বছরের বেশি সময় ধরে বুঝতাম না। অল্প ক'দিন হলো এখন জানি যে কী। আপনার এখনো অজানা থাকলে এখানে বলেন।

০৯ ই জানুয়ারি, ২০১২ রাত ১২:০৪

~মাইনাচ~ বলেছেন: যাঁর কাছে জানতে চেয়েছিলাম উনি যেভাবে বুঝিয়ে দিয়েছেন তাতে বুঝে নিতে তেমন কষ্ট হয়নি। করেও ফেলেছি। এত সামান্য একটা কাজ জানা ছিলোনা বলে কতো কঠিন মনে হলো আমার, সেটা ভেবেই হাসি পায়।


আপনার পোষ্টটা জুড়ে দিলাম ভাইয়া।

আপনার প্রথম কথাগুলো আমারও মনের কথা

৯| ০৮ ই জানুয়ারি, ২০১২ রাত ১১:৪৪

আশরাফুল ইসলাম দূর্জয় বলেছেন:
সোজা প্রিয় তে।
মাইনাস কে আরেকটা মাইনাস!

০৯ ই জানুয়ারি, ২০১২ রাত ১২:০৬

~মাইনাচ~ বলেছেন: এত মাইনাচ দিলে আমিতো বাচঁবোনা /:)



ধন্যবাদ পড়ার জন্য :)

১০| ০৮ ই জানুয়ারি, ২০১২ রাত ১১:৫৩

রিয়েল ডেমোন বলেছেন: প্রিয়তে :)

আমার ব্লগে মা কে নিয়ে একটা পোষ্ট আছে মাইনাচ। মায়ের কাছে সন্তানের চিঠি নামে।

০৯ ই জানুয়ারি, ২০১২ রাত ১২:১১

~মাইনাচ~ বলেছেন: দিয়ে দিলাম রিয়েল ভাই :)



ধন্যবাদ

১১| ০৮ ই জানুয়ারি, ২০১২ রাত ১১:৫৫

অগ্নি দগ্ধ বলেছেন: খুব ভাল উদ্যোগ। ভাল লাগল।

০৯ ই জানুয়ারি, ২০১২ রাত ১২:১২

~মাইনাচ~ বলেছেন: মাকে নিয়ে কোন পোষ্ট জানা থাকলে লিংক দিয়ে যাবেন প্লিজ



ভালো থাকুন

১২| ০৯ ই জানুয়ারি, ২০১২ রাত ১২:০০

গাধা মানব বলেছেন: মাইনাচ ভাই আসলেই একখান জিনিস। পোষ্টে ++++++++++++++


মাইনাচ বাটনটা পাইতাছিনা দেইখা কিন্তু প্লাস দিছি। :P :P :P :P

০৯ ই জানুয়ারি, ২০১২ রাত ১২:১৩

~মাইনাচ~ বলেছেন: মাইনাচে মাইনাচে পেলাচ ;)



প্লাসের জন্য ধন্যবাদ, ভালো থাকুন

১৩| ০৯ ই জানুয়ারি, ২০১২ রাত ১২:০৫

এস.কে.ফয়সাল আলম বলেছেন: মা নিয়ে অনেক অনেক লেখা আছে ব্লগে।

মা নিয়ে সামুর গ্রুপ

মাকে নিয়ে বিভিন্ন ব্লগারের সামুতে লেখা বিষয়ক ই-বুক পাবেন এই পোষ্টে

ফিফা'র এই পোষ্টটা না পড়লে অনেক কিছু মিস করবেন।
অপরাজেয় এইসব মায়ের মুখ...

ভাল থাকুন... পৃথিবীর সকল মা।
পোষ্টে ভাল লাগা রইল।

০৯ ই জানুয়ারি, ২০১২ রাত ১২:২২

~মাইনাচ~ বলেছেন: অনেক অনেক আছে, কিন্তু পাওয়াটা দুষ্কর।


আপনার দেয়া সবগুলোই জুড়ে দিলাম পোষ্টে

ভাল থাকুন... পৃথিবীর সকল মা।


আপনিও

১৪| ০৯ ই জানুয়ারি, ২০১২ রাত ১২:১৮

শিশিরের শব্দ বলেছেন: Onek valo hoese..dhonnobad vaiya..Priyo te..

০৯ ই জানুয়ারি, ২০১২ রাত ১২:৩০

~মাইনাচ~ বলেছেন: ধন্যবাদ আপনাকে আপু


ভাল থাকুন

১৫| ০৯ ই জানুয়ারি, ২০১২ রাত ১২:৩৩

শায়মা বলেছেন: বাহ মাইনাসভাইয়া।:)

০৯ ই জানুয়ারি, ২০১২ রাত ১২:৩৯

~মাইনাচ~ বলেছেন: ধন্যবাদ আপু


আপনাকে দেখে ভালো লাগলো


মা নিয়ে পোষ্টের লিংক জানা থাকলে দিয়ে যাবেন প্লিজ

১৬| ০৯ ই জানুয়ারি, ২০১২ রাত ১:১০

মাহমুদা সোনিয়া বলেছেন: darun bepar! Priyote nilam..

০৯ ই জানুয়ারি, ২০১২ দুপুর ১২:৪২

~মাইনাচ~ বলেছেন: ধন্যবাদ আপু

ভালো থাকুন

১৭| ০৯ ই জানুয়ারি, ২০১২ রাত ১:৫৫

ইশতিয়াক আহমেদ চয়ন বলেছেন: ++++++++


৮ম ভাললাগা!!

০৯ ই জানুয়ারি, ২০১২ দুপুর ১২:৪৩

~মাইনাচ~ বলেছেন: ধন্যবাদ চয়ন ভাই



ভাললাগায় ভাললাগা

১৮| ০৯ ই জানুয়ারি, ২০১২ রাত ২:০১

দুঃখ বিলাসি বলেছেন: সুন্দর হয়েছে।
আপনাকে ২টা মাইনাস=১টা প্লাস দিয়ে গেলাম।

০৯ ই জানুয়ারি, ২০১২ দুপুর ১২:৪৫

~মাইনাচ~ বলেছেন: যাক বাবা বেঁচে গেলাম, প্লাসটা দিয়েই গেলেন হা হা হা



ধন্যবাদ ভাই

১৯| ০৯ ই জানুয়ারি, ২০১২ রাত ২:০২

শোশমিতা বলেছেন: সুন্দর পোষ্ট!
প্রিয়তে নিয়ে রাখলাম। সময় করে মা কে নিয়ে লেখা গুলো পড়ব।

মায়ের ভালোবাসা নিঃস্বার্থ,নিরপেক্ষ, অনন্য, অদ্বিতীয়,অতুলনীয়।
‘মা’ সে তো শান্তির নিকেতন
দুঃখে দূর্দিনে মাথা গোঁজার একমাত্র ঠাঁই!

০৯ ই জানুয়ারি, ২০১২ দুপুর ১২:৪৭

~মাইনাচ~ বলেছেন: মায়ের ভালোবাসা নিঃস্বার্থ,নিরপেক্ষ, অনন্য, অদ্বিতীয়,অতুলনীয়।
‘মা’ সে তো শান্তির নিকেতন
দুঃখে দূর্দিনে মাথা গোঁজার একমাত্র ঠাঁই!



দুনিয়ায় মনে হয় মা নামটির চেয়ে আর কোন আপন, মিষ্টি, মধুর, শান্তিময় কোন নাম নেই।


ধন্যবাদ ভালো থাকুন

২০| ০৯ ই জানুয়ারি, ২০১২ রাত ৩:৩১

ইন্সিত বলেছেন: অনেক অনেক ভালো লাগলো।

০৯ ই জানুয়ারি, ২০১২ দুপুর ১২:৪৮

~মাইনাচ~ বলেছেন: সুন্দর থাকুন মাকে নিয়ে

২১| ০৯ ই জানুয়ারি, ২০১২ সকাল ১০:৪১

একজন বাউন্ডুলে বলেছেন: ধুর মিয়াঁ,আপ্নেতো দেখি কাঁদিয়ে ছাড়বেন,

প্রিওতে নিয়া গেলাম , বাকিটা না হয় নাইবা বলাম

২২| ০৯ ই জানুয়ারি, ২০১২ সকাল ১০:৪২

একজন বাউন্ডুলে বলেছেন: ধুর মিয়াঁ,আপ্নেতো দেখি কাঁদিয়ে ছাড়বেন,

প্রিওতে নিয়া গেলাম , বাকিটা না হয় নাইবা বলাম

০৯ ই জানুয়ারি, ২০১২ দুপুর ১২:৫৩

~মাইনাচ~ বলেছেন: আমি আবার কি করলাম? /:)


মায়ের চাইতে নেইতো আপন এ ধরায়
শুন্য ভুবন যখন মোদের মা হারায়



দুনিয়ার সব মায়েরা ভালো থাকুক

২৩| ০৯ ই জানুয়ারি, ২০১২ সকাল ১১:৫০

সকাল বেলার ঝিঝি পোকা বলেছেন: এইতো ভাইয়া ভালোই আছি।

অসুখের মধ্যে থেকেও পেক পেক পেক করতেছি।

আপনি কেমন আছেন?

দোয়া কইরেন।

পেক পেক পেক

০৯ ই জানুয়ারি, ২০১২ দুপুর ১২:৫৪

~মাইনাচ~ বলেছেন: আমিও আছি ভালো, ব্যস্থ


দোয়া দোয়া দোয়া হয়েছে?? নাকি আরো লাগবে? আমার দোয়ায় কিছু হবেনা। মায়ের দোয়ই সব।



পেক পেক ভাল থাকুন

২৪| ০৯ ই জানুয়ারি, ২০১২ দুপুর ১২:৩১

রেজোওয়ানা বলেছেন: বাহ চমৎকার উদ্যোগ।

আপডেট হবে জেনে আরইও ভাল লাগলো :)

০৯ ই জানুয়ারি, ২০১২ দুপুর ১২:৫৬

~মাইনাচ~ বলেছেন: আপনার কোন লেখা নেই?? থাকলে দিয়ে যান প্লিজ আপু



ধন্যবাদ পোষ্ট দেখে যাবার জন্য


ভালো থাকুন, সোহার প্রাণটা (আম্মু) অনেক অনেক ভাল থাকুক

২৫| ০৯ ই জানুয়ারি, ২০১২ দুপুর ১২:৫৬

যে আছো অন্তরে বলেছেন: মা কে নিয়ে লেখার কোন শেষ নেই। লোম বাছতে গিয়ে কম্বল উজাড় হবে টাইপ অবস্থা হবে যদি খুঁজতে যান। তাও, বাঘের বাচ্চা টাইপ পোস্ট হইসে। সাবাস !

০৯ ই জানুয়ারি, ২০১২ দুপুর ১:০১

~মাইনাচ~ বলেছেন: যে আছো অন্তরে (ভাই না আপু?) ধন্যবাদ ভাল লাগায়


শুধু একদিন না, মাকে ভালো বাসি চিরদিন, প্রতি মুহুর্ত


ভালো থাকুন
লিংক দিয়ে যান ভাই

২৬| ০৯ ই জানুয়ারি, ২০১২ দুপুর ১:০৭

ঘুমন্ত আমি বলেছেন: মাকে নিয়ে পোষ্টসংগ্রহ সত্যিই প্রশংসনীয় ।তাই দিলাম মাইনাচ (পজিটিভ অর্থে)

০৯ ই জানুয়ারি, ২০১২ দুপুর ১:১১

~মাইনাচ~ বলেছেন: হা হা মাইনাচ সাদরে গৃহিত


কিন্তু ভাই আপনি ঘুম থেকে উঠেন দয়া করে, ;) আর কতো ঘুমাবেন


আপনার পোষ্টে ঠিকিই বলেছেন, খালি ক্যাচাল কয়দিন থেকে।



সব ভুলে এগিয়ে যান

২৭| ০৯ ই জানুয়ারি, ২০১২ দুপুর ২:৩০

সাইফুলহাসানসিপাত বলেছেন: পোস্ট সোজা প্রিয়তে । ভাল লাগল এ উদ্যোগটা ।

০৯ ই জানুয়ারি, ২০১২ দুপুর ২:৫৪

~মাইনাচ~ বলেছেন: সাইফুলহাসানসিপাত ভাই অনেক ধন্যবাদ



লিংক পেলে দিয়ে যাবেন প্লিজ

২৮| ০৯ ই জানুয়ারি, ২০১২ বিকাল ৩:১০

জারনো বলেছেন:
এই পোস্টের মাধ্যমে আমার মা'কে পুনরায় স্নরণ করার ক্ষেত্র তৈরী করে দেবার জন্য আপনাকে আন্তরিক শুভেচ্ছা। আসছে ১৯ এপ্রিল আমার মা'য়ের তিরোধান দিবস। সামুর সকল পাঠক, লেখক ও সুভানুধ্যায়ীদের কাছে অনুরোধ আমার মা'য়ের আত্মার শান্তির জন্য সকলে দোয়া করবেন।

০৯ ই জানুয়ারি, ২০১২ বিকাল ৩:২০

~মাইনাচ~ বলেছেন: আপনার মা'কে নিয়ে পোষ্টটাও দিয়েছি ভাইয়া।

আপনার মা যেখানেই থাকুক আল্লাহ ভাল রাখুক।


শুভ কামনা

২৯| ০৯ ই জানুয়ারি, ২০১২ বিকাল ৩:১৫

এস এইচ খান বলেছেন: প্রিয়তে সাথে ২টা মাইনাস :-B

০৯ ই জানুয়ারি, ২০১২ বিকাল ৩:২৩

~মাইনাচ~ বলেছেন: ভাগ্য ভালো মাইনাচ দুটো দিয়েছেন :-B




ধন্যবাদ খান ভাই পড়ার জন্য

৩০| ০৯ ই জানুয়ারি, ২০১২ বিকাল ৩:২৪

নির্বাসিত আমি বলেছেন:

০৯ ই জানুয়ারি, ২০১২ বিকাল ৩:২৯

~মাইনাচ~ বলেছেন: এরকম একটা মাইনাচ আমার লাগবে ;)




ধন্যবাদ নির্বাসিত

৩১| ০৯ ই জানুয়ারি, ২০১২ বিকাল ৩:২৫

জুল ভার্ন বলেছেন: চমতকার সংকলন।

"মা" নিয়ে সামুতে বিভিন্ন লেখা নিয়ে যাবতীয় একটি সংকলন রয়েছে। সেই দূঃসাধ্য কাজটি করেছিলেন সম্ভবত স্বপ্নজয় এবং আরো একজন ব্লগার-যার নাম আমি মনে করতে পারছিনা।

২০তম প্লাস।

০৯ ই জানুয়ারি, ২০১২ বিকাল ৩:৩২

~মাইনাচ~ বলেছেন: হয়তো , আমার চোখে পড়েনি, তবে উনার সুন্দর একটা সংকলন দেখলাম। উটাই জুড়ে দিয়েছি পোষ্টে। এখন আরেকটা দেখলাম। ওটাও দিয়ে দেব।



পুরোনো ব্লগারদের ব্লগ ঘুরলে হয়তো আরো পাওয়া যাবে। করতে হবে ।

ধন্যবাদ পোষ্ট দেখে যাবার জন্য

৩২| ০৯ ই জানুয়ারি, ২০১২ বিকাল ৩:২৬

জুন বলেছেন: ভালোলাগা পোষ্ট +

০৯ ই জানুয়ারি, ২০১২ বিকাল ৩:৩৪

~মাইনাচ~ বলেছেন: ধন্যবাদ আপনাকে



আপনারও একটা পোষ্ট আছে মনে হয়

৩৩| ০৯ ই জানুয়ারি, ২০১২ বিকাল ৩:৪৯

ভিয়েনাস বলেছেন:
মা কথাটি ছোট্ অতি তবু যেন ভাই
ইহার চেয়ে মধুর জিনিস ত্রিভুবনে নাই।

মা তোমায় কত দিন দেখিনি :(( :((

চমৎকার পোস্ট।
প্লাস

০৯ ই জানুয়ারি, ২০১২ বিকাল ৩:৫৭

~মাইনাচ~ বলেছেন:
মা কথাটি ছোট্ট অতি
কিন্তু জেনো ভাই
ইহার চেয়ে নাম যে মধুর
ত্রিভুবনে নাই


ভাই কোনটা সঠিক? এটাই লিখলাম আমি পোষ্টের ছবিতে।


ধন্যবাদ প্লাসের জন্য

ভালো থাকুন

৩৪| ০৯ ই জানুয়ারি, ২০১২ বিকাল ৫:০৭

ভিয়েনাস বলেছেন: আপনি সঠিক :) :)

০৯ ই জানুয়ারি, ২০১২ সন্ধ্যা ৬:০৭

~মাইনাচ~ বলেছেন: কিছু মনে করবেন না ভাই। আসলে আপনারটা দেখে কনফিউজড হয়ে পড়েছিলাম।



ধন্যবাদ

৩৫| ০৯ ই জানুয়ারি, ২০১২ বিকাল ৫:১৫

মেমনন বলেছেন: চমৎকার পোস্টে ভাল লাগা। :)

০৯ ই জানুয়ারি, ২০১২ সন্ধ্যা ৬:০৯

~মাইনাচ~ বলেছেন: ধন্যবাদ মেনন ভাই



ভাল থাকুন

৩৬| ০৯ ই জানুয়ারি, ২০১২ বিকাল ৫:১৮

এ বি এম হায়াত উল্লাহ বলেছেন: পোষ্টের জন্য অনেক ধন্যবাদ । কিছুদিনের মধ্যে আমি মা" কে নিয়ে লিখব। তখন আমার টাও যুক্ত করে দিয়েন। ভালো থাকব ।

০৯ ই জানুয়ারি, ২০১২ সন্ধ্যা ৬:২৫

~মাইনাচ~ বলেছেন: ওকে, তাড়াতাড়ি দেন ভাই।




ধন্যবাদ পড়ার জন্য

৩৭| ০৯ ই জানুয়ারি, ২০১২ সন্ধ্যা ৬:৫৯

সুরঞ্জনা বলেছেন: বাহ!
প্রিয়তে। :)

০৯ ই জানুয়ারি, ২০১২ সন্ধ্যা ৭:০৬

~মাইনাচ~ বলেছেন: ধন্যবাদ আপু



ভালো থাকুন

৩৮| ০৯ ই জানুয়ারি, ২০১২ রাত ৯:১০

সায়েম মুন বলেছেন: মাকে নিয়ে লেখা সংগ্রহের সুন্দর প্রয়াশ। সাধুবাদ জানালাম।

০৯ ই জানুয়ারি, ২০১২ রাত ৯:৩৬

~মাইনাচ~ বলেছেন: ধন্যবাদ আপনাকে মুন ভাই

আপনার কোন পোষ্ট নেই? পেলামনাতো



৩৯| ১০ ই জানুয়ারি, ২০১২ ভোর ৪:২৯

ইসরা০০৭ বলেছেন: দেখা মাত্র সোজা প্রিয়তে নিয়ে গেলাম ভাইয়া।মাকে নিয়ে অনেক লেখা একসাথে।
আমি ব্লগে জয়েন করার পর প্রথম পোষ্ট মাকে নিয়ে এই লিংকটা দিয়ে গেলাম
Click This Link

১০ ই জানুয়ারি, ২০১২ সকাল ১১:৩৯

~মাইনাচ~ বলেছেন: আপনার মা'কে নিয়ে লেখাটিও জুড়ে দিলাম আপু



জগতের সব মা'ই ভাল থাকুক

শুভ কামনা আপনার জন্য

৪০| ১০ ই জানুয়ারি, ২০১২ ভোর ৫:৩০

কামরুল হাসান শািহ বলেছেন: প্রিয়তে

১০ ই জানুয়ারি, ২০১২ সকাল ১১:৪১

~মাইনাচ~ বলেছেন: ধন্যবাদ হাসান ভাই


আমাদের সবার মা ভালো থাকুক

৪১| ১০ ই জানুয়ারি, ২০১২ দুপুর ২:৪৪

তিথির অনুভূতি বলেছেন: মা আমি তোমাকে অনেক অনেক ভালবাসি,
এই ভালবাসা প্রকাশের কি শেষ আছে?

৪২| ১০ ই জানুয়ারি, ২০১২ দুপুর ২:৪৫

তিথির অনুভূতি বলেছেন: খুব ভাল লাগল **

১০ ই জানুয়ারি, ২০১২ বিকাল ৩:১৭

~মাইনাচ~ বলেছেন: মায়ের প্রতি ভালবাসা প্রকাশের কোন শেষ নেই।


ধন্যবাদ পড়ার জন্য।

ভাল থাকুন

৪৩| ১০ ই জানুয়ারি, ২০১২ বিকাল ৩:৪১

আবু সালেহ বলেছেন: দারুন কালেকশন.....+++++++++++++


মা কে নিয়ে আমার লেখা এই তিনটা পোস্ট দেখতে পারেন
Click This Link
Click This Link
Click This Link

১০ ই জানুয়ারি, ২০১২ বিকাল ৪:০১

~মাইনাচ~ বলেছেন: জুড়ে দিলাম আপনার গুলোও

লিং দেয়ার জন্য ধন্যবাদ


ভাল থাকুন

৪৪| ১০ ই জানুয়ারি, ২০১২ বিকাল ৩:৪৩

আবু সালেহ বলেছেন: ব্লগার "স্বপ্নজয়" মাকে নিয়ে ২০০৯ তে একটা ই বুক সংকলনের কাজ করেছিলেন ....

১০ ই জানুয়ারি, ২০১২ বিকাল ৪:০২

~মাইনাচ~ বলেছেন: উনারটাও জুড়ে দিয়েছি

৪৫| ১১ ই জানুয়ারি, ২০১২ রাত ১২:২৪

মাহী ফ্লোরা বলেছেন: ৩২তম ভাল লাগা আমার।

অনেক ধন্যবাদ এত কষ্ট করে এত গুলো লেখা কে এক ছাদের তলায় এনেছেন।।

১১ ই জানুয়ারি, ২০১২ রাত ১:৪৯

~মাইনাচ~ বলেছেন: ধন্যবাদ ফ্লোরা আপু



ভালো থাকুন

৪৬| ১১ ই জানুয়ারি, ২০১২ রাত ৮:২৯

শায়মা বলেছেন: মা কে আমার পড়ে না মনে

৪৭| ১১ ই জানুয়ারি, ২০১২ রাত ৮:২৯

শায়মা বলেছেন: মা কে আমার পড়ে না মনে

১২ ই জানুয়ারি, ২০১২ রাত ১২:০২

~মাইনাচ~ বলেছেন: ওটাতো গান


পোষ্ট নাই??


যাক গানটাওতো সুন্দর

৪৮| ১২ ই জানুয়ারি, ২০১২ দুপুর ২:৫৯

সালমাহ্যাপী বলেছেন: ভালোই তো কষ্ট করেছে দেখছি।প্রিয়তে রাখলাম।সময় করে পরতে হবে।

আমিও ভাবছি মা কে নিয়ে একটা কিছু লিখব ।কিন্তু সময় পরীক্ষার জ্বালায় কি পারি বলেন????

১২ ই জানুয়ারি, ২০১২ বিকাল ৫:২৩

~মাইনাচ~ বলেছেন: লিখে ফেলুন, পোষ্ট দিয়ে এখানে লিংক দিয়ে যাবেন।

৪৯| ১৪ ই জানুয়ারি, ২০১২ বিকাল ৩:৫৯

স্মৃতির নদীগুলো এলোমেলো... বলেছেন: কি মন্তব্য করবো। কোটি খানেক মাইনাচ, জোড় সংখ্যায়।

১৪ ই জানুয়ারি, ২০১২ বিকাল ৪:০৩

~মাইনাচ~ বলেছেন: হা হা হা সবাই শুধু জোড় দেয়, ভুলেও বেজোড় দেয়না । সবাই দেখি আমার মতোই চালাক ;)



আপনার মাইনাচে খুশি হলাম

৫০| ১৪ ই জানুয়ারি, ২০১২ রাত ৮:৩৩

সালমাহ্যাপী বলেছেন: ওয়াওওওওওওওও ভাইয়া আমার লেখাটা এখানে রেখেছেন।অনেক অনেক ধন্যবাদ

১৪ ই জানুয়ারি, ২০১২ রাত ৮:৫৭

~মাইনাচ~ বলেছেন: মাকে নিয়ে যত লেখা সামনের দিনগুলোতে পাবো সব জুড়ে দেবো।


ভাল থাকুন

৫১| ১৪ ই জানুয়ারি, ২০১২ রাত ৯:৪৮

বেঈমান আমি বলেছেন: গুড কালেশান।সোজা প্রিয়তে গেলো।

১৪ ই জানুয়ারি, ২০১২ রাত ১১:০১

~মাইনাচ~ বলেছেন: ধন্যবাদ বেঈমান ভাই


সব মায়েদের প্রতি শ্রদ্ধা


ভাল থাকুন

৫২| ১৫ ই জানুয়ারি, ২০১২ ভোর ৪:৩৫

স্বদেশ হাসনাইন বলেছেন: মা!

শত লেখাতে মা এর কথা বলা হয় না

মা-
Click This Link
জননী -
Click This Link

১৫ ই জানুয়ারি, ২০১২ দুপুর ১২:৩৮

~মাইনাচ~ বলেছেন: আসলেই , শত লেখাতে মা এর কথা বলা হয় না। বড়ই দুঃখের,



পোষ্ট দেখার জন্য ধন্যবাদ


জুড়ে দিলাম আপনার পোষ্ট দু'টো।

শুভ কামনা

৫৩| ১৬ ই জানুয়ারি, ২০১২ ভোর ৪:৫০

রোজেল০০৭ বলেছেন: পৃথীবির সকল মায়ের প্রতি শ্রদ্ধা।

মা কে নিয়ে একটি কবিতা: Click This Link

সরাসরি প্রিয়তে।

১৬ ই জানুয়ারি, ২০১২ দুপুর ২:০৮

~মাইনাচ~ বলেছেন: জুড়ে দিলাম



ধন্যবাদ পোষ্ট দেখার জন্য

৫৪| ২৩ শে জানুয়ারি, ২০১২ ভোর ৪:৪৩

জোবায়ের নিয়ন বলেছেন: সত্যিই মাকে নিয়ে যত লিখুন না কেন তা শেষ হবার নয়।

জুড়ে দেয়ার জন্য ধন্যবাদ।

পোষ্টে অসংখ্য জোড়া মাইনাচ এবং প্রিয়তে।

০৬ ই ফেব্রুয়ারি, ২০১২ দুপুর ১:১১

~মাইনাচ~ বলেছেন: ধন্যবাদ পড়ে দেখার জন্য


ভাল থাকুক জগতের সব মা, আপনিও

৫৫| ৩১ শে জানুয়ারি, ২০১২ বিকাল ৫:১৩

চতুষ্কোণ বলেছেন: চমৎকার কাজ।

০৬ ই ফেব্রুয়ারি, ২০১২ দুপুর ১:১২

~মাইনাচ~ বলেছেন: ধন্যবাদ

৫৬| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১২ দুপুর ২:৫৪

শারমীন মাহমুদ রীমা বলেছেন: জোবায়ের নিয়ন বলেছেন: সত্যিই মাকে নিয়ে যত লিখুন না কেন তা শেষ হবার নয়।

০৬ ই ফেব্রুয়ারি, ২০১২ দুপুর ১:১২

~মাইনাচ~ বলেছেন: আসলেই মাকে নিয়ে যথই লিখেন না কেন, শেষ হবার নয়



ধন্যবাদ আপনাকে

৫৭| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১২ দুপুর ২:৫৭

শারমীন মাহমুদ রীমা বলেছেন: আমার লেখা মাকে নিয়ে দুটো পোষ্ট আছে । তবে তেমন ভাল লিখি নাই।

০৬ ই ফেব্রুয়ারি, ২০১২ দুপুর ১:২৫

~মাইনাচ~ বলেছেন: জুড়ে দিলাম


ধন্যবাদ

৫৮| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১২ বিকাল ৩:০৯

লাল চাঁন বলেছেন: "মা" কে নিয়ে সব লেখা এক পোষ্টে দেয়ায় আপনাকে ধন্যবাদ

০৬ ই ফেব্রুয়ারি, ২০১২ দুপুর ১:২৬

~মাইনাচ~ বলেছেন: ধন্যবাদ আপনাকে দেখে যাবার জন্য



ভাল খাকুন

৫৯| ২৬ শে ফেব্রুয়ারি, ২০১২ রাত ২:৪৮

নীরব 009 বলেছেন: ৪২ তম ভাললাগা।


চমৎকার পোস্ট। কথাগুলোও বিরাট আবেগী। অনেক অনেক ভাল লাগা রইলো :)

২৬ শে ফেব্রুয়ারি, ২০১২ দুপুর ১:০৭

~মাইনাচ~ বলেছেন: ধন্যবাদ নীরব ভাইয়া



এতদিন পরে হলেওযে পোষ্ট এসে দেখেছেন সে জন্য আন্তরীক ধন্যবাদ :#)

৬০| ০৬ ই মার্চ, ২০১২ রাত ১০:৫৪

আরজু পনি বলেছেন:

অসাধারণ ! মা'র কথা মনে পরে গেল :(

০৬ ই মার্চ, ২০১২ রাত ১০:৫৯

~মাইনাচ~ বলেছেন: মা নেই? /:)


মা যেখানেই থাকুক ভাল থাকুক

৬১| ০৬ ই মার্চ, ২০১২ রাত ১১:১৮

আরজু পনি বলেছেন:
হই! নেই মানে?! X(

দূরে আছি মায়ের কাছ থেকে :(( :((

০৬ ই মার্চ, ২০১২ রাত ১১:২৬

~মাইনাচ~ বলেছেন: ধুর আমি ভেবেছিলাম হারিযে গেছে। রিয়েলী স্যরি।

মা হারিয়ে না যাক


ওহ, তাই কাঁদতে হবে?? ধুর বাচ্ছা মেয়েদের মতো কালি নাক কাঁদে X((



আপনার প্রোফিকের সাথে এই X(( এমন ভাবে মিলেছেযে মনে হচ্ছে যেন আমার নাক বরাবর আসছে ওটা :|

৬২| ০৬ ই মার্চ, ২০১২ রাত ১১:৪৫

ফাহীম দেওয়ান বলেছেন: চোখের জলে প্লাসিত করলাম। মা- বাবা কে কখনোই হারাতে চাই না। অন্তুত যেনো তাদের আগেই দুনিয়া ছেড়ে যেতে পারি।

০৬ ই মার্চ, ২০১২ রাত ১১:৫৫

~মাইনাচ~ বলেছেন: আমরা সবাইই এরকমটিই চাই, কিন্তু জীবন মরন আল্লাহর হাতে। এটা খন্ডন করার ক্ষমতা কারো নেই।


বাবা মায়ের জন্য আমরা সবসময় একটা দোয়া করতে পারি সেটা হচ্ছে, "রাব্বির হাম হুমা কামা রাব্বায়ানি ছাগিরা"

দুনিয়ার সকল মা বাবারা ভালো থাকুক

৬৩| ০৮ ই এপ্রিল, ২০১২ বিকাল ৩:৪৭

খাতা কলম বলেছেন: প্রিয়তে নিয়ে গেলাম।


অনেক সুন্দর একটা পোষ্ট


++

০৮ ই এপ্রিল, ২০১২ রাত ৮:২৮

~মাইনাচ~ বলেছেন: ধন্যবাদ খাত ভাই,


ভাল থাকুন

০৮ ই এপ্রিল, ২০১২ রাত ৮:২৯

~মাইনাচ~ বলেছেন: শালার কি জামানা আসলো, খাতা মাতা কলম সব্বাইকেই ভাই ভাই করা লাগে :( X(( =p~

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.