| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কল্লোলিত সমুদ্র
জীবন যদি একটা চলচ্চিত্র হয় তবে আমি অনেক চরিত্রে অভিনয় করি,এখানে যেমন একজন ব্লগারের অভিনয় করছি...
কেবিন নম্বর ৩০৩,রেডসান ৫।কলেজে ৩০৩ রোল নাম্বারের মুখটা মনে করার চেষ্টা করেছি অনেক,কাজ হয়নি ভুলে গেছি।যাই হোক খাওয়া শেষে রাত১০:৩০ দিকে ঘুম দিলাম,বেশিক্ষণ ঘুম হয়নি ১১:১৫ র দিকে ভেংগে গেছে।ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে তৃতীয় তলার সামনে গিয়ে দাঁড়ালাম, হয়তো দুর্বিষহ একটা গায়ে কাটা দেয়া দৃশ্য দেখতেই ঘুম ভেংগেছিল।সুন্দরবন ৬ এর সাথে আমাদের রেডসান এর ধাক্কা,রেসলিং এর কোন স্টেপ ছিল কিনা জানিনা।কে ধাক্কা দিল সেটাও বলতে পারবনা।চোখের সামনে ধাক্কা সামলাতে না পেরে একটা বাচ্চা পানিতে পড়ে গেল।বয়স ১১ কি ১২ হবে,নিস্তব্ধ হয়ে গিয়েছিলাম।শেষে বাচ্চাটিকে উদ্ধার করা হয় বাশ দিয়ে টেনে তুলে।কোথায় বিশ্ব আর কোথায় বাংলাদেশ!হতে পারতাম একটা জঘন্য,অমানবিক ঘটনার স্বাক্ষী,হতে পারত আরো একটা জিহাদের মৃত্যু,হতে পারত আরো একটা রাজনের মৃত্যু।আজ শিশুটির মৃত্যুর জন্য কাকে দায়ী করতেন সরকার! প্রধান বিরোধী দল! নাকি প্রাক্তন বিরোধী দল?কার ফাসি হত?নাকি বন্ধ করার আন্দোলন করতেন রেডসান ৫ আর সুন্দরবন ৬ এর। নদী পথ আর আকাশপথে ট্রাফিক পুলিশ নিয়োগ দেবেন কি?প্রশ্নটা ঘুরপাক খেত কোন রাজনৈতিক দল ধাক্কাটা দিয়েছে।এই হল সোনার বাংলার বর্তমান প্রেক্ষাপট যেখানে জন্ম-মৃত্যুর হিসাব দিয়ে রাজনীতির কলকাঠি নাড়া হয়।আর আমরা নিরব দর্শক,কিছু বলতে গেলে লাল দালানে ঘাস কাটতে পাঠানো হবে,'সশ্রম কারাদণ্ড'।আর একটা কথা যোগ করি ভিড়ের মধ্যে পকেটে হাতের স্পর্শ অনুভব করায় পকেটে চেক করতে গিয়েছিলাম, পিছনে হাতটা আসলে ভিড়ের চাপাচাপিতে লেগেছিল। ৫-৬ বার পকেট চেক করছি দেখে পিছনের মধ্যবয়স্ক ভদ্রলোক মোটামুটি তেলেবেগুনে জ্বলে উঠলেন,"সবাইকে রাস্তার মানুষ ভাব?"প্রতিউত্তরে একটা প্রশ্ন করেছিলাম, "আংকেল,যে দেশে রাজন হত্যার মত নোংরামি হয় সে দেশে কাকে বিশ্বাস করা যায়?"আংকেলের উত্তরের অপেক্ষা করিনি কারন জানতাম এর উত্তর তার কাছে নেই।সবশেষে একটা আফসোস শুধু একটাই আফসোস, যতবার জাতীয় সংগীত গেয়েছি ততবার বলেছি "আমার সোনার বাংলা"কোথায় সোনার বাংলা?রাক্ষসপুরীতেও এত রাক্ষস থাকেনা,এত ভয়ংকর মৃত্যু হয়না।
২|
২৫ শে জুলাই, ২০১৫ রাত ১:৩০
সচেতনহ্যাপী বলেছেন: আপনাদের বিদ্রোহ ভাল লাগে,যদিও জানি ক্ষনিকের।।
২৫ শে জুলাই, ২০১৫ রাত ২:০০
কল্লোলিত সমুদ্র বলেছেন: বিদ্রোহী ক্ষনিকের হতে পারে কিন্তু বিদ্রোহ চিরকালের।হতে পারি আমি ক্ষনজন্মা তবে আমার বিদ্রোহ অমর।
©somewhere in net ltd.
১|
২৫ শে জুলাই, ২০১৫ রাত ১:২৮
সচেতনহ্যাপী বলেছেন: আমি মনে করার চেষ্টা করছি ১০৪ নম্বরের।। যে কি না প্রতিবাদমুখর থাকতো।। আজ সে কম্পোমাইজিং!!