নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

একজন সাধারন লোক।

কালো যাদুকর

বিশেষ কিছু নেই।

কালো যাদুকর › বিস্তারিত পোস্টঃ

অবশেষ ও তুমি

১৪ ই অক্টোবর, ২০১৫ সকাল ১০:৪৮



ছোট্ট একটা ভাবনা, খুবই পরিচিত মুখ মনে পড়ছে,
আজ সারাদিন বৃষ্টি হলো বলে ,
সকালে মস্রিন ঘাসে সোদা গন্ধ পেলাম বলে,
অথবা এইমাত্র অনেক কোলাহলে - একটুকরো নিজের সময় পেলাম বলে।
ছোট্ট একটা ভাবনা,খুবই অস্পস্ট স্মৃতি-

নিরালা রেলস্টেশনের বারান্দায়, মন পবনের নাও ভাসিয়ে,
মধুমতি নদ পেরিয়ে, সরিশা ক্ষেতে ঘুড়ি উরিয়ে,
সবে মন যখন কাজে ব্যস্ত হতে চলল,
তখনি একটা গান, ছোট্ট একটা ভাবনা-

এই নাগরিক জীবনে, চাহিদায়,
সারাটা সময় জুড়ে -শুধু কাজ, বেচে থাকার যুদ্ধ ,
তবু কেন- ছোট্ট একটা ভাবনা কুড়ে কুড়ে খায়।

রাজা হতে চেয়েছিলাম, নক্ষত্রের- পারিনি,
নাকি হতে দাওনি।
বসন্তের বিকেলে , কালো , লাল আর হলুদের আভরণে ভেসে যেতে চেয়েছিলাম-পারিনি,
নাকি চাওনি।

শুধু পেড়েছি একা হতে,
আর পেড়েছি একগাদা ভাবনার গহিনে ,অন্তস্থলে হারিয়ে যেতে।
প্রতিদিন, প্রতিক্ষণ, অনন্তকাল ধরে।

তুমি ও কি একা হয়েছ, আমাকে হারিয়ে।
তুমি ও কি ঐ অন্ধকার আকাশে একা একা কাঁদ।
প্রতিদিন, প্রতিক্ষণ-

এসব অর্থহীন প্রশ্ন শুধুই বেঁচে থাকবে
আমার অর্থহীন অস্ত্বিত্তে , তোমার না থাকা জুড়ে।
ছোট্ট একটা ভাবনা, খুবই পরিচিত মুখ মনে পড়ছে,
আজ সারাদিন বৃষ্টি হলো বলে ,
সকালে মস্রিন ঘাসে সোদা গন্ধ পেলাম বলে,
অথবা এইমাত্র অনেক কোলাহলে - একটুকরো নিজের সময় পেলাম বলে।
ছোট্ট একটা ভাবনা,খুবই অস্পস্ট স্মৃতি-

নিরালা রেলস্টেশনের বারান্দায়, মন পবনের নাও ভাসিয়ে,
মধুমতি নদ পেরিয়ে, সরিশা ক্ষেতে ঘুড়ি উরিয়ে,
সবে মন যখন কাজে ব্যস্ত হতে চলল,
তখনি একটা গান, ছোট্ট একটা ভাবনা-

এই নাগরিক জীবনে, চাহিদায়,
সারাটা সময় জুড়ে -শুধু কাজ, বেচে থাকার যুদ্ধ ,
তবু কেন- ছোট্ট একটা ভাবনা কুড়ে কুড়ে খায়।

রাজা হতে চেয়েছিলাম, নক্ষত্রের- পারিনি,
নাকি হতে দাওনি।
বসন্তের বিকেলে , কালো , লাল আর হলুদের আভরণে ভেসে যেতে চেয়েছিলাম-পারিনি,
নাকি চাওনি।

শুধু পেড়েছি একা হতে,
আর পেড়েছি একগাদা ভাবনার গহিনে ,অন্তস্থলে হারিয়ে যেতে।
প্রতিদিন, প্রতিক্ষণ, অনন্তকাল ধরে।

তুমি ও কি একা হয়েছ, আমাকে হারিয়ে।
তুমি ও কি ঐ অন্ধকার আকাশে একা একা কাঁদ।
প্রতিদিন, প্রতিক্ষণ-

এসব অর্থহীন প্রশ্ন শুধুই বেঁচে থাকবে
আমার অর্থহীন অস্ত্বিত্তে , তোমার না থাকা জুড়ে।

মন্তব্য ২ টি রেটিং +১/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ১৭ ই অক্টোবর, ২০১৫ বিকাল ৩:৩৬

রেজওয়ানা আলী তনিমা বলেছেন: খুব চমৎকার হয়েছে। ১ম ভালোলাগা।

১৮ ই অক্টোবর, ২০১৫ রাত ১২:৪৯

কালো যাদুকর বলেছেন: অনেক ধন্যবাদ

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.