নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

একজন সাধারন লোক।

কালো যাদুকর

বিশেষ কিছু নেই।

কালো যাদুকর › বিস্তারিত পোস্টঃ

"একটি সুন্দর সকাল"

২০ শে এপ্রিল, ২০১৯ সকাল ১১:৩৯




আজকের সকালটি অনেক বর্নীল,
ঠিক যেন হলুদ বসন্তের পথে, সারি সারি পাহড়ের দল।
তবুও আকাশে মেঘের ঘনঘটা,
ক্ষনে ক্ষনে বৃষ্টির আসঙ্কা।

তোমার জীবণ যেন, আজকের সকাল,
ঠিক যেন হলুদ বসন্তের পথে, সারি সারি পাহড়ের দল।
আমার ভাবনাগুলো অতীত খোজে
খুজে ফিরে অনিশ্চয়তা,
ক্ষনে ক্ষনে বৃষ্টির আসঙ্কা।

কারো কারো জীবণ হবে অনিশ্চিত,
ক্ষনে ক্ষনে বৃষ্টির মত।
সব মেঘেরা ঝড়ে না,
তবে কেউ কেউ ঠিকই ঝড়ে আমার মত।

তবে তোমার জীবণ যেন,
হলুদ বসন্তের পথে, সারি সারি পাহড়ের দল,
যেখানে নেই বৃষ্টির-- একটুও সঙ্কা।

* একটি বিষয় বলা দরকার: এই কবিতাটি "The Rainy Day - H W Longfellow(1807-1882)" অনুসরন করে লেখা হয়েছে।
ছবিটি তুলেছি গত সপ্তাহে অফিসে যাওয়ার পথে।

মন্তব্য ৬ টি রেটিং +০/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ২০ শে এপ্রিল, ২০১৯ বিকাল ৪:৪৯

অজ্ঞ বালক বলেছেন: সুন্দর সুন্দর। কবিতার আসল জিনিস হইলো থিম। সেইটা আর রিপিটিং প্রোজ - দুইটা জিনিস কবিতাটারে সুন্দর করসে।

২০ শে এপ্রিল, ২০১৯ রাত ৮:৫৮

কালো যাদুকর বলেছেন: অজ্ঞ বালক অনেক অনেক ধন্যবাদ।

২| ২০ শে এপ্রিল, ২০১৯ রাত ৯:৫৭

রাজীব নুর বলেছেন: ঢাকা শহরে আপনি এরকম জায়গা কোথায় পেলেন?
নাকি চিটাগাং থাকেন? অথবা বিদেশে?

২১ শে এপ্রিল, ২০১৯ ভোর ৪:২৬

কালো যাদুকর বলেছেন: এটা বিদেশ।এটা হল অস্টিন, Texas

৩| ২১ শে এপ্রিল, ২০১৯ রাত ১:৫৩

মাহমুদুর রহমান বলেছেন: খুব ভালো লেগেছে।

২১ শে এপ্রিল, ২০১৯ ভোর ৪:২৬

কালো যাদুকর বলেছেন: মাহমুদুর রহমান ভাই অনেক ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.