নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

একজন সাধারন লোক।

কালো যাদুকর

বিশেষ কিছু নেই।

কালো যাদুকর › বিস্তারিত পোস্টঃ

পরাণের গহীনে

২৮ শে ডিসেম্বর, ২০১৯ দুপুর ১:১৬



বিন্দু বিন্দু মানুষের ভিড়ে,
অসংখ্য অনূভতি ভেসে বেড়ায়,
কথা , কাব্য , ছন্দরা নেচে যায়,
তবুও তো হয় না প্রকাশ - অন্তর মম।

সবুজে ঝলমল সপ্তাহান্তের আনন্দ ,
নিলাভ সৈকতে কোমল হাত ধরে ছুটোছুটি,
সাদা বরফের রাজ্যে ছুোড়াছুড়ি,
পরাবাস্তবতার নেই কোন সিমানা।

সময়ের চাকায় অনেক হল ঘূর্নন,
টিক টিক অর্থহীন সময়।

পরাণের গহীনে ঘুঘুরা ডেকে উঠে,
তার সুরে- মন হয় অস্থির।

সেতারের দীর্ঘ লয় বাজে চারদিকে,
যে ব্যাঁধি এত কস্টের,
কেন সে বাসা বাঁধে - অন্যের মনে,
সে কেমন বিবেচনা তোমার।

তবুও চেয়েছি সে ব্যাঁধি-
নিরাময় - চাই না যার।
মাঝে মাঝে দেখা পাই তোমায় - এই ব্যাথাতুর পরাণের গহীনে ।


----পাদটীকা: বুঝতেই পারছেন - এটাতে "পরানের গহীন ভিতর" কবিতা/কাব্যের ছাপ আছে। মাঝে মাঝে বিখ্যাত কবিকে অনুকরন করলে নিজেকে ধন্য মনে হয়। গতকাল ছিল কবির জন্মদিন। "পরানের গহীন ভিতর ৩ " আমার অনেক প্রিয় একটা কাব্য।

মন্তব্য ৬ টি রেটিং +১/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ২৮ শে ডিসেম্বর, ২০১৯ বিকাল ৪:৪৫

রাজীব নুর বলেছেন: সহজ সরল সুন্দর কবিতা।

২৯ শে ডিসেম্বর, ২০১৯ সকাল ৯:৫৩

কালো যাদুকর বলেছেন: অনেক ধন্যবাদ।

২| ২৮ শে ডিসেম্বর, ২০১৯ বিকাল ৫:৩৮

সাইয়িদ রফিকুল হক বলেছেন: সৈয়দ শামসুল হক আমারও প্রিয়।
শুভেচ্ছা রইলো।

২৯ শে ডিসেম্বর, ২০১৯ সকাল ৯:৫৪

কালো যাদুকর বলেছেন: অনেক ধন্যবাদ। আপনাকে ব্লগে স্বাগতম।

৩| ২৯ শে ডিসেম্বর, ২০১৯ সন্ধ্যা ৭:৩৯

নার্গিস জামান বলেছেন: খুব সুন্দর :)

৩০ শে ডিসেম্বর, ২০১৯ সকাল ১০:৫১

কালো যাদুকর বলেছেন: নার্গিস জামান আপনাকে ব্লগে স্বাগতম। ভাল লেগেছে জেনে ভাল লাগছে। ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.