নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

একজন সাধারন লোক।

কালো যাদুকর

বিশেষ কিছু নেই।

কালো যাদুকর › বিস্তারিত পোস্টঃ

"আমি জানতাম তুমি আজ আসবে"

২৯ শে ডিসেম্বর, ২০১৯ দুপুর ২:৪৬



ধুলো-লালচে বিকেলবেলায় দড়জায় মুখোমুখি আমরা।

"আমি জানতাম তুমি আজ আসবে"।
"কিভাবে জানতে"?
"এমনি জানতাম", অপ্রস্তত তোমার উত্তর।

আমরা দুজনে দুজগতের হলেও,
গল্পতে হরিয়ে যেতাম নানান অপ্রাসঙ্গিক কথায়,
অনেকটা রাতের বুকে সূর্যের আলো যেভাবে হারায় সেভাবে।
আমি হতাম সূর্য, তুমি হতে সূর্যের স্ত্রী ,
কি দারুন মিল ছিল তোমার নামের সাথে।

নিজ হতে বুটিক বুনে- এ হৃদয়ে পড়িয়েছিলে,
নানান অজুহাতে উপহার দিতে- কখনো ভালবাসার কবিতা বা কখনো অন্জলী।

সেই সদ্য কৈশোর পার করা মনে, ভালবাসার জ্বাল বেধেঁ দিলে।
বর্ষার বিকেলে হলের ব্যলকনিতে দাঁড়িয়ে গুন গুন করে- কত কথা হত তোমার সাথে, আর কত গান- একাকী।
অনেক রাতের প্রহর কেটেছে- তোমার ভালবাসার কবিতা পড়ে।
টিএসসি বা পালাশীর মোড়ে অজস্র প্রতীক্ষার প্রহর গুনে।
তুমি আমার হয়েছিলে।
সদ্য কৈশোর পার করা পরানের সবটুকু তোমাকে দিয়েছিলাম-তোমার চরণতলে।

নীলকন্ঠ পাখি হয়ে উড়েছিলে তুমি,
অলি গলির জ্যামের স্থবিরতায় আটকে ছিলাম আমি,
আমরা দুজন হরিয়ে ফেলেছিলাম, একে অন্যকে।

ধুলো-লালচে বিকেলবেলার দড়জাটা বদ্ধই রয়,
আমবশ্যার রাতে, নক্ষত্রের স্ত্রী হারিয়ে গেছে নিকশ অন্ধকারে।

আজও রক্তাক্ত পরানের গভীরে শুনতে পাই- "আমি জানতাম তুমি আজ আসবে"।

মন্তব্য ১৪ টি রেটিং +৫/-০

মন্তব্য (১৪) মন্তব্য লিখুন

১| ২৯ শে ডিসেম্বর, ২০১৯ বিকাল ৫:৩২

ইসিয়াক বলেছেন: ভালো লেগেছে।

৩০ শে ডিসেম্বর, ২০১৯ সকাল ১০:৫১

কালো যাদুকর বলেছেন: ভাল লেগেছে জেনে ভাল লাগছে। ধন্যবাদ।

২| ২৯ শে ডিসেম্বর, ২০১৯ সন্ধ্যা ৭:২৭

নার্গিস জামান বলেছেন: খুব সুন্দর :)

৩০ শে ডিসেম্বর, ২০১৯ সকাল ১০:৫২

কালো যাদুকর বলেছেন: ধন্যবাদ। ভাল থাকবেন।

৩| ৩০ শে ডিসেম্বর, ২০১৯ রাত ১২:১০

ভ্রমরের ডানা বলেছেন: বিউটিফুল!

৩০ শে ডিসেম্বর, ২০১৯ সকাল ১০:৫৩

কালো যাদুকর বলেছেন: ধন্যবাদ। ভাল থাকবেন।

৪| ৩০ শে ডিসেম্বর, ২০১৯ দুপুর ১২:০৬

মোঃ মাইদুল সরকার বলেছেন: শেষের লাইনে রক্তাক্ত হবে হবে বানান।

শিরোনাম ও শেষের লাইন সবচেয়ে ভাল হয়েছে।

গদ্যময় পদ্যে++++

৩০ শে ডিসেম্বর, ২০১৯ দুপুর ১২:১২

কালো যাদুকর বলেছেন: ব্লগে স্বাগতম। ভুল ঠিক করেছি। আনেক ধন্যবাদ।

আপনার ভাল লেগেছে জেনে অনেক ভাল লাগলো।

ভাল থাকবেন।

৫| ৩০ শে ডিসেম্বর, ২০১৯ বিকাল ৫:৪০

ফয়সাল রকি বলেছেন: হারিয়ে যাবার গল্পটা একটু অন্য রকম। ভালো লাগলো।

৩১ শে ডিসেম্বর, ২০১৯ সকাল ১১:৩৫

কালো যাদুকর বলেছেন: ব্লগে স্বাগতম।
আসলে জীবন বড়ই আজব এবং অদ্ভুদ।

আপনার ভাল লেগেছে জেনে অনেক ভাল লাগলো। ভাল থাকবেন।

৬| ৩১ শে ডিসেম্বর, ২০১৯ ভোর ৪:০৮

সোনালী ডানার চিল বলেছেন:
দারুন!

৩১ শে ডিসেম্বর, ২০১৯ সকাল ১১:৩৫

কালো যাদুকর বলেছেন: অনেক ধন্যবাদ। ভাল থাকবেন।

৭| ২৯ শে ফেব্রুয়ারি, ২০২০ বিকাল ৩:২৬

স্বপ্নবাজ সৌরভ বলেছেন:
আপনার পোস্ট গুলো অফলাইনে পড়া হয়। মন্তব্য রাখা হয়ে উঠে না।
চমৎকার কবিতা। ++

২৯ শে ফেব্রুয়ারি, ২০২০ বিকাল ৩:২৮

কালো যাদুকর বলেছেন: অনেক অনেক ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.