নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

একজন সাধারন লোক।

কালো যাদুকর

বিশেষ কিছু নেই।

কালো যাদুকর › বিস্তারিত পোস্টঃ

পাষাণ রানী

২৯ শে জানুয়ারি, ২০২০ দুপুর ১২:৪৯



ক্ষয়ে মরমে ঝরি সুন্দর প্রভাতে,
দিন রাত প্রতিদিন নিরবে নিভৃতে।

তুমি ভুলেছ সবি সযতনে হায়
সখারে ভুলতে -এ কেমন বিদায়।

চাঁদিনী প্রহর রাতে, আসতে প্রতিক্ষণে,
রানীর বেশে, এলোকেশে, সুরের অনুরনে।

জোনাকী, রেশমী চুড়ি,
শাপ-লুডোতে বারবার মিছিমিছি হারি।

একসাথে স্বপ্ন দেখা,
দুজোড়া চোখে জড়াজড়ি খেলা।

কত কথা, আর কত গান,
পরান ভরে যেত - আসমান সমান।

তুমি ভুলেছ সবি সযতনে হায়
সখারে ভুলতে -এ কেমন বিদায়।

সে সখাকে ভুলে তুমি কেমনে কাটাও ক্ষন,
তোমার অপেক্ষায় কেটে যায় ক্ষন প্রতিক্ষন।

সাজানো হয় না আর বাসর রঙ্গিন,
স্বপ্নের রানী তুমি হয়েছ খুব অচিন।

তুমি কেমনে এত পাষান হলে হায়,
এ জনম গেল শুধু ভুলিতে তোমায়।

ক্ষয়ে মরমে ঝরি সুন্দর প্রভাতে,
দিন রাত প্রতিদিন নিরবে নিভৃতে।


------
বি দ্র: পাষাণ রাণীরা আসলেই পাষান, এদের ফেরানো যায় না। আমাদের দুঃখি মানুষের সংখ্যা বেড়েই চলছে।

শুভ রাত্রি/সকাল

মন্তব্য ৮ টি রেটিং +২/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ২৯ শে জানুয়ারি, ২০২০ বিকাল ৩:৪৬

কাজী ফাতেমা ছবি বলেছেন: অনেক সুন্দর
+

২৯ শে জানুয়ারি, ২০২০ রাত ৮:২৪

কালো যাদুকর বলেছেন: আপা আপনাকে অনেক ধন্যবাদ। ভাল থাকবেন।

২| ২৯ শে জানুয়ারি, ২০২০ সন্ধ্যা ৭:৪৮

নেওয়াজ আলি বলেছেন: সুপাঠ্য,সুশোভন লেখা।

২৯ শে জানুয়ারি, ২০২০ রাত ৮:২৫

কালো যাদুকর বলেছেন: আলি সাহেব, সুন্দর মন্তব্যের জন্য আপনাকেও সুকরিয়া। ভাল থাকবেন।

৩| ২৯ শে জানুয়ারি, ২০২০ রাত ৯:২৭

ঠাকুরমাহমুদ বলেছেন:





জগতের সকল পাষান রানীর মনে দুঃখি প্রজাদের প্রতি ভালোবাসা জেগে উঠুক।

৩০ শে জানুয়ারি, ২০২০ সকাল ৯:৩৬

কালো যাদুকর বলেছেন: হা হা। তবে তাই হোক। ধন্যবাদ।

৪| ১৭ ই ফেব্রুয়ারি, ২০২০ দুপুর ১:১১

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: কবিতা ভালো লেগেছে, আমি নিজেই বানানে কাঁচা, অভিধান দেখে কয়টা বানান দিলাম সাপ-লুডো, হারি, চুড়ি


শুভ কামনা।

১৭ ই ফেব্রুয়ারি, ২০২০ দুপুর ১:৩৩

কালো যাদুকর বলেছেন: আশেষ ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.