নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

একজন সাধারন লোক।

কালো যাদুকর

বিশেষ কিছু নেই।

কালো যাদুকর › বিস্তারিত পোস্টঃ

ধবল বসন্ত

১৭ ই ফেব্রুয়ারি, ২০২০ দুপুর ১:২২



ধবল বসন্ত
-----------------

ওক গাছের লম্বা লাইন
ধুসর তুষারে ছেয়ে গেছে পথ, পাতা,
পাতা ঝড়া ডাল, পল্লবিত শাখা,
ঢেকে গেছে কোমল শীতল শুভ্রতায়।

ঠান্ডা ও নিরুত্তাপ বাতাসে ,
স্মৃতি, কথা, ভাবনা থেমে আছে,
নিঃস্বাসে শুধুই চক্রাকার জলীয় বাস্পের ঘুর্ণন।

একটি পাখিও আজ গান গায়নি,
কোলাহল মুখরিত জনপদ সুনসান নিথর-নীরব,
ব্যাস্ত কাঠবিড়ালিরা আজ নাটের খোঁজে যাইনি,
কালো-হলুদ জ্যাকেট পরে মৌমাছিরা মধুও খুঁজেনি,
কালসেটে রক্তের প্রলেপে ঢেকে যওয়া হৃদয়ে নেই হার্টবিট।

সোনালী রোদের এক চিলতে ছোয়া,
ভাললাগা উষ্ণতার প্রতিক্ষা।

অপেক্ষায় তোমার - সপ্নীল বসন্ত
হলুদ বসনে, উজ্জল করে এসো,
গানে গানে গুন গুনিয়ে পাখির কলতানে এসো,
নীল বনেটের, বা হলুদ সূর্যমুখীর রং মেখে এসো,
হৃদয়ে রক্তের বন্যা করে এসো।

ও হৃদয়হীনা,
শুধু শুধু বৃথাশ্রম আমার-এ বসন্তের অপেক্ষায়,
যদি তুমি চটুল পায়ে, না হাট ঐ শুভ্র ঘাসে,
হাতে হাত রেখে।

তবে এই বেশ ভাল - ধবল বসন্ত আমার।



মন্তব্য ১০ টি রেটিং +২/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ১৭ ই ফেব্রুয়ারি, ২০২০ বিকাল ৩:৩২

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: নিঃশ্বাসে বাষ্পের ঘূর্ণন

১৮ ই ফেব্রুয়ারি, ২০২০ রাত ১:৩৫

কালো যাদুকর বলেছেন: আপনাকে আবারও অনেক ধন্যবাদ। আপনার বইগুলো দেখলাম। অভিনন্দন।

২| ১৭ ই ফেব্রুয়ারি, ২০২০ বিকাল ৩:৩৮

কাজী ফাতেমা ছবি বলেছেন: খুব সুন্দর

১৮ ই ফেব্রুয়ারি, ২০২০ রাত ১:৩৭

কালো যাদুকর বলেছেন: ধন্যবাদ আপা। আপনাদের সময়য়ের সাথে মিল হয় না বলে দেরি হয়ে যায়, উত্তর দিতে।

৩| ১৭ ই ফেব্রুয়ারি, ২০২০ বিকাল ৪:০৭

রাজীব নুর বলেছেন: সহজ সরল সুন্দর কবিতা।

১৮ ই ফেব্রুয়ারি, ২০২০ রাত ১:৩৭

কালো যাদুকর বলেছেন: ধন্যবাদ। কি খবর দেশী ভাই আমার।

৪| ১৭ ই ফেব্রুয়ারি, ২০২০ সন্ধ্যা ৬:২০

নেওয়াজ আলি বলেছেন: মুগ্ধতা এক রাশ I

১৮ ই ফেব্রুয়ারি, ২০২০ রাত ১:৩৯

কালো যাদুকর বলেছেন: ধন্যবাদ। সময়ের অভাবে সবার বল্গে যওয়া হয়ে উঠে না। ভাল থাকবেন।

৫| ১৭ ই ফেব্রুয়ারি, ২০২০ রাত ৯:৩৯

সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর ।+

১৮ ই ফেব্রুয়ারি, ২০২০ রাত ১:৪০

কালো যাদুকর বলেছেন: কবি যখন বলেছেন তাহলে আমি কোন ছার। অশেষ ধন্যবাদ। ভাল থাকবেন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.