নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

একজন সাধারন লোক।

কালো যাদুকর

বিশেষ কিছু নেই।

কালো যাদুকর › বিস্তারিত পোস্টঃ

পাতা ঝরার দিন

০১ লা ডিসেম্বর, ২০২০ দুপুর ১:২২

আজ নভেম্বরের শেষ দিন
শুরু হয়েছে পাতা ঝরার দিন।
আগুন গরমের কাল শেষ হয়েছে অনেকদিন,
বৃষ্টি জলে গোলানো বানের পানিতে মানুষের আকাঙ্খা,
ঘুর্ণিপাকে ঘুড়ে ঘুড়ে হড়ি্য়ে গেছে গভীরে।
সারা বছরেরে বেহিসাবি হিসেবের খাতা হাতে কেরোনী ও অফিসার,
দিনশেষে বকেয়ার স্বপ্নে রাতভোর জেগে থাকে ভাড়াটে,
যেন অজস্র পাতাশুণ্য গাছের শহর।

সারি সারি নতুন কবর।
ঢেকে গেছে হলুদ পাতার আস্তরে।
তবুও বছর ঘুরে আজ নভেম্বরের শেষ দিন।
যেন একটি একটি করে স্বপ্নের ঝরে পড়ার দিন।

তাই আজ খুব মনে পরে তোমায় সোনালী বাংলাদেশ।
শুভ্র হিমেল শীতে ফিরে আসুক পিঠা পায়েসের আনন্দ,
সবুজ-লালের বিজয়,

আর ফিরে আসুক মানুষের আশা ভরসার দিন।


-----
-----

সবাইকে বিজয়ের মাসের শুভেচ্ছা।।

মন্তব্য ২০ টি রেটিং +৩/-০

মন্তব্য (২০) মন্তব্য লিখুন

১| ০১ লা ডিসেম্বর, ২০২০ দুপুর ১:৩৭

রোকনুজ্জামান খান বলেছেন: আশায় আশায় তবু এই আমি থাকি।
তবু যদি আসে ওগো সেই সুখ পাখি।

০১ লা ডিসেম্বর, ২০২০ রাত ৮:২৯

কালো যাদুকর বলেছেন: আশা হয়ত পুরন হবে। পড়ার জন্য ধন্যবাদ।

২| ০১ লা ডিসেম্বর, ২০২০ দুপুর ১:৪০

রাজীব নুর বলেছেন: দেরী করে ফেলেছেন পোষ্ট করতে।
আজ ডিসেম্বর মাসের প্রথম দিন।

কবিতা সুন্দর হয়েছে।

০১ লা ডিসেম্বর, ২০২০ রাত ৮:৩০

কালো যাদুকর বলেছেন: ঠিকিই বলেছেন। আপনার বাবা কেমন আছেন?

৩| ০১ লা ডিসেম্বর, ২০২০ দুপুর ২:৩৭

মো: মহসিন কবির বলেছেন: আজ ডিসেম্বর মাসের প্রথম দিন। একটু দেরি হলে ভাল লিখেছেন। See More

০১ লা ডিসেম্বর, ২০২০ রাত ৮:৩০

কালো যাদুকর বলেছেন: পড়ার জন্য অনেক ধন্যবাদ।

৪| ০১ লা ডিসেম্বর, ২০২০ বিকাল ৩:০৪

কাজী ফাতেমা ছবি বলেছেন: পাতা ঝরার দিন হবে কথাটা
ঝড়া না ঝরা

ঝরা [jharā] ক্রি. 1 ক্ষরিত হওয়া, ফোঁটায় ফোঁটায় বা ধারায় পতিত হওয়া (জল ঝরছে); 2 খসে পড়া, বিচ্যুত হয়ে নীচে পড়া (আমের বোল ঝরছে, ফুল ঝরছে); 3 ক্ষীণ ধারায় নির্গত হওয়া (ফোঁড়া দিয়ে রক্ত ঝরছে)। ☐ বি. বিণ. উক্ত সব অর্থে (রক্ত ঝরা, ঝরা ফুল)। [সং. √ ঝৃ + বাং. আ]। ঝরই, ঝরু (ব্রজ.) ক্রি. ঝরে। ̃ নো ক্রি. 1 ক্ষরিত হওয়া; 2 খসিয়ে ফেলা। ☐ বি. বিণ. উক্ত দুই অর্থে।

০১ লা ডিসেম্বর, ২০২০ রাত ৮:৩১

কালো যাদুকর বলেছেন: ঠিক করে দিয়েছি। অনেক ধন্যবাদ।

৫| ০১ লা ডিসেম্বর, ২০২০ বিকাল ৩:০৪

ফয়সাল রকি বলেছেন: শুভ্র হিলেম << হিমেল হবার কথা।
পোষ্টে +++

০১ লা ডিসেম্বর, ২০২০ রাত ৮:৩২

কালো যাদুকর বলেছেন: এটা টাইপো ছিল। ঠিক করে দিয়েছি। অনেক ধন্যবাদ পড়ার জন্য।

৬| ০১ লা ডিসেম্বর, ২০২০ বিকাল ৩:১৫

মনিরা সুলতানা বলেছেন: আর ফিরে আসুক মানুষের আশা ভরসার দিন।
এটাই এখন সব চাইতে বড় চাওয়া।

০১ লা ডিসেম্বর, ২০২০ রাত ৮:৩৫

কালো যাদুকর বলেছেন: আমার ব্লগে স্বাগতম। সেই আশাতেই আছি। পড়ার জন্য অনেক ধন্যবাদ।

৭| ০১ লা ডিসেম্বর, ২০২০ রাত ৯:৫৮

নেওয়াজ আলি বলেছেন: অনন্য প্রকাশ।

০২ রা ডিসেম্বর, ২০২০ ভোর ৪:০৪

কালো যাদুকর বলেছেন: অনেক ধন্যবাদ।

৮| ০২ রা ডিসেম্বর, ২০২০ সকাল ৯:৩০

জুন বলেছেন: নতুন পাতা গজানোর অপেক্ষায় কালো যাদুকর । সত্যি কি সময়টাই না আমরা পেরিয়ে যাচ্ছি । আরো কতদিন যেতে হবে তা ভবিতব্যই জানে । অনেক ভালোলাগলো কবিতা আপনার। আমার খুব প্রিয় এক আত্মীয় চলে গেছে করোনায় যাকে আমি অসুস্থ অবস্থায়ও দেখতে পারি নি । মৃত্যুর পরও নয় । কি অন্ধকার দিন কেটে যাচ্ছে আমাদের । তারপরো অপেক্ষায় ------
+

ঠিক একই শিরোনামে আমার একটি ক্ষুদ্র গল্প রয়েছে সামুতে । দেখতে পারেন সময় করে
পাতা ঝরার দিন

০২ রা ডিসেম্বর, ২০২০ সন্ধ্যা ৬:৫৩

কালো যাদুকর বলেছেন: জুন আমি সত্যই দুঃখিত। আমার ও কয়েক আত্নীয় চলে গেছেন। আমরা কি অসহায় । আপনার গল্পটি সময় করে পরব নিস্চয়।

ভাল থাকুন। অনেক অনেক ধন্যবাদ।

৯| ০৩ রা ডিসেম্বর, ২০২০ রাত ১০:৩৯

ঢুকিচেপা বলেছেন: ভালই পড়ছিলাম, কবিতার শুরু এবং শেষ খুবই সুন্দর কিন্তু মাঝখানে সারি সারি কবর নিয়ে এসে আতঙ্ক ধরিয়ে দিলেন। প্রায় প্রতিদিনই কোন না কোন খবর পাই, তারপরও ভুলে থাকতে চাই।

০৪ ঠা ডিসেম্বর, ২০২০ সকাল ১১:৪৭

কালো যাদুকর বলেছেন: ধন্যবাদ যত্ন করে পরার জন্য। আসলে বাস্তবতা না কবিতার চেয়ে অনেক বাস্তব। আমি সাধারনত এরকম বাস্তবতা এড়িয়ে চলি কবিতায়। কারন , আমি নিজেই কবিতা পরে আনন্দ পাই। কে চায় কস্টকে আনন্দতে জড়াতে। মাঝে মাঝে চলে আসে তবুও...

১০| ১১ ই ডিসেম্বর, ২০২০ দুপুর ১:৪৫

চাঁদগাজী বলেছেন:



বিজয়ের শুভেচ্ছা।

স্বচ্ছল জাতির জন্য সব ঋতুই ভালো, গরীব জাতির জন্য শীতকাল কষ্টের সময়।

১২ ই ডিসেম্বর, ২০২০ দুপুর ১:৩৪

কালো যাদুকর বলেছেন: শুভেচ্ছা। উত্তর বঙ্গ ছাড়া ,দেশের অন্য অঞ্চলে শীত কিন্তু অত খারাপ না। অবশ্য যারা রাস্তা বা বাইরে থাকেন তাদের জন্য অনেক কস্টের ব্যপার। ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.