নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

একজন সাধারন লোক।

কালো যাদুকর

বিশেষ কিছু নেই।

কালো যাদুকর › বিস্তারিত পোস্টঃ

একটি খেয়াল

১৫ ই ফেব্রুয়ারি, ২০২১ সকাল ১০:২৬



তোমার ভাবনাগুলো বুদবুদ করে ভেসে ওঠে মনের জানালায়, আর আমি ভুলেই যাই
সব ছোট ছোট সাধারাণ করনীয় কাজ যা না করলেই নয়,
আমি ভাঁসতে থাকি দিবা স্বপ্নের দেশে
আমি বড় সুখী রাজা সে রাজ্যের
যতই বোকার মত সে ভাবনা হোক
এই ই মানিক রতন আমার কাছে।

তোমাকে নিয়ে এ নিছক ভাবনা, এ অসীম আকাঙ্ক্ষা
তুমি জানও না, সময় কেমন বিলম্বিত হয়ে যা্য়, দিন গুলো চলে ধীর লয়ে,
যখন দেখিনা তোমায়-
ফাগুনের ফুলে ফুলে দেখি তোমারই মুখ
তোমার চোখ খুজে পাই আকাশের তারা্য় তারায়
তোমাকে নিয়ে এ নিছক ভাবনা, প্রিয়তমা ।

তোমাকে নিয়ে এ আমার অনন্ত ভাবনা, প্রিয়তমা


ছবি: আমারই তোলা।


সব মানুষের মনেই একজন প্রেমিক বা প্রেমিকা বাস করেন। কেউ তাদের সাথে বন্ধুত্ব করতে পারে, কেউ পারে না। হয়ত এই ফাগুনেই কেউ কেউ সে প্রেমিক বা প্রেমিকার সাথে ভাব জমাতে পারবেন। :)

মন্তব্য ১৬ টি রেটিং +৪/-০

মন্তব্য (১৬) মন্তব্য লিখুন

১| ১৫ ই ফেব্রুয়ারি, ২০২১ সকাল ১১:৩৪

কাজী আবু ইউসুফ (রিফাত) বলেছেন: আপনার লেখা ও ছবি তোলার হাত চমৎকার।

১৫ ই ফেব্রুয়ারি, ২০২১ সকাল ১১:৩৭

কালো যাদুকর বলেছেন: অনেক ধন্যবাদ।

২| ১৫ ই ফেব্রুয়ারি, ২০২১ বিকাল ৩:৫৪

কাজী ফাতেমা ছবি বলেছেন: খুব সুন্দর

১৬ ই ফেব্রুয়ারি, ২০২১ রাত ১২:৫৭

কালো যাদুকর বলেছেন: ছবি আপা পড়ার জন্য অনেক ধন্যবাদ।

৩| ১৫ ই ফেব্রুয়ারি, ২০২১ বিকাল ৫:০৯

ফয়সাল রকি বলেছেন: চমৎকার ছবি, কবি।

১৬ ই ফেব্রুয়ারি, ২০২১ রাত ১২:৫৯

কালো যাদুকর বলেছেন: শুনেছি, ছবি নাকি লিখার থেকেও শক্তিশালী। মন্তব্যে ধন্যবাদ।

৪| ১৫ ই ফেব্রুয়ারি, ২০২১ সন্ধ্যা ৭:৫২

নান্দনিক নন্দিনী বলেছেন: 'তোমাকে নিয়ে এ নিছক ভাবনা, এ অসীম আকাংক্ষা'
ভালো লিখেছেন...

১৬ ই ফেব্রুয়ারি, ২০২১ রাত ১:০০

কালো যাদুকর বলেছেন: নান্দনিক নন্দিনী আপা , পড়ার জন্য অনেক ধন্যবাদ। মনে হয় চিরকালই প্রেমের ভাষা একই রকম।

৫| ১৬ ই ফেব্রুয়ারি, ২০২১ রাত ১:০১

রাজীব নুর বলেছেন: ছবি এবং কবিতা দুটাই সুন্দর হয়েছে।

১৬ ই ফেব্রুয়ারি, ২০২১ রাত ১:০৫

কালো যাদুকর বলেছেন: রাজীব ভাই, অনেক ধন্যবাদ। ছবিটি তুলেছিলাম শেষ বিকেলে। হুমায়ূন আহমেদ স্যারের ভাষায় "কন্যা সুন্দর রোদের সময়"। ঐ সমই সবই সুন্দর লাগে দেখতে। :)

৬| ১৭ ই ফেব্রুয়ারি, ২০২১ দুপুর ১২:৩৮

খায়রুল আহসান বলেছেন: কবিতা হৃদয়গ্রাহী হয়েছে, ছবিটাও মনোহর।
''তোমাকে নিয়ে এ নিছক ভাবনা, প্রিয়তমা" - আগুন ঝরা ফাগুনের যুতসই ভাবনা!
কবিতায় ভাল লাগা + +।

১৮ ই ফেব্রুয়ারি, ২০২১ রাত ২:১৬

কালো যাদুকর বলেছেন: খায়রুল আহসান ভাই, আপনার মুল্যবান মন্তব্যে কৃতগ্ঞতা।

৭| ১৯ শে ফেব্রুয়ারি, ২০২১ সকাল ১১:৪৫

ঠাকুরমাহমুদ বলেছেন:




অধিকাংশ ক্ষেত্রে মানুষ ভালোবাসেন ভুল মানুষকে তাই আজীবন তার জের টেনে যান, থানা কোর্টে ফাইল ভারী হয়। হাসপাতালগুলোতে লোকাল ও পারিবারিক ইনজুরিতে ভর্তিসংখ্যা বাড়ে। - একটু গভীরে ভাবলে আমার মন্তব্য আপনি ১০০ তে ১০০ ধরতে পারবেন।

১৯ শে ফেব্রুয়ারি, ২০২১ রাত ১০:২৩

কালো যাদুকর বলেছেন: বা বলা যায় , মানুষ সত্যই জানে না কি করে সঠিক মানুষকে খুজে পেতে হয়। সবই কপালের ফের।
কোন কোন ক্ষেত্রে ভায়োলেন্স হয়, সেটা ঠিক। অনেকে(ভদ্রলোক) আবার চেপে যান। :)

৮| ১৯ শে ফেব্রুয়ারি, ২০২১ বিকাল ৩:৪৫

ঢুকিচেপা বলেছেন: নিজের মনের পৃথিবীতে বিচরণ করতে সবারই ভালো লাগে।
কবিতা এবং ছবি দুটোই দারুণ হয়েছে।

১৯ শে ফেব্রুয়ারি, ২০২১ রাত ১০:২৪

কালো যাদুকর বলেছেন: অনেক অনেক ধন্যবাদ। "আমরা সবাই রাজা আমাদেরই রাজার রাজ্যত্বে" । :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.