নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

একজন সাধারন লোক।

কালো যাদুকর

বিশেষ কিছু নেই।

কালো যাদুকর › বিস্তারিত পোস্টঃ

"আমাদের গান"

২৯ শে জুলাই, ২০২১ দুপুর ১:১০



একটি সময় ছিল,
যখন আমি তোমাকে ভালবাসতাম,
তুমিই ছিলে আমার সব,
আমার সময় অসময়ের ভাবনা জুড়ে।

তুমি আমাকে একটি গান প্রায়ই গেয়ে শোনাতে,
এটিই ছিল "আমাদের গান"।

একটি সময় ছিল,
যখন তুমিও আমাকে ভালবাসতে,
তুমি আমার জন্য প্রায় পাগলই ছিলে,
অথচ

তুমি বলেছিলে ভুলে যেতে তোমাকে-
আমি রেখেছিলাম তোমার কথা।
তাই আমি সব ভুলে যাওয়ার চেষ্টা করেছিলাম-
হেটে চলে গিয়েছি তোমা হতে অনেক দুরে।
একেবারে মহাদেশ সমান দুরে।

সময় আমাদের স্মৃতিশক্তি ধুসর করেছে।
সময় আমাদের মধ্যে দূরত্ব তৈরি করেছে।

"আমাদের গান" শোনা হয় না আর
তবুও কোথা থেকে ঐ গানের কথা আসে ভেসে হঠাৎ, সঠাৎ
তখনই "আমাদের গান" পরানে একটি আচর কাটে,
ঝরণার মত রক্তিম চেনা পুরোনো কষ্টগুলোে ঝড়ে পরে।
আমি তোমাকে খুঁজে পাই হৃদয়ের পাশে
সময় বেঁকে যায় অতীতে,
বা অতীতে ফিরে আসে বর্তমানে,
আমি গুলিয়ে ফেলি সব।
আমি ডুবে যায় সেই হারানো ভালবাসার সমুদ্রে।


ছবি: আমার তোলা, কি ওয়েস্ট, সাউথ ফ্লোরিডা।

আর্নেস্ট হেমিংওয়ের বাসা এখানেই। এই সমুদ্র দেখেই হয়ত তিনি "The Old Man and the Sea" লিখেছিলেন। কে জানে। এই জায়গfটি আমার পছন্দের।

মন্তব্য ৪ টি রেটিং +৩/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ২৯ শে জুলাই, ২০২১ দুপুর ২:১৭

কাজী ফাতেমা ছবি বলেছেন: খুব সুন্দর

৩০ শে জুলাই, ২০২১ ভোর ৫:৪৯

কালো যাদুকর বলেছেন: ছবি আপা , পড়ার ও মন্তব্যের জন্য ধন্যবাদ।

২| ২৯ শে জুলাই, ২০২১ বিকাল ৩:০১

সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর। +

The Old Man and the Sea is one of my favorite reading undoubtedly .

৩০ শে জুলাই, ২০২১ ভোর ৫:৫১

কালো যাদুকর বলেছেন: কবি, ঐটি একটি অনন্য সৃস্টি। পড়ার জন্য ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.