নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

একজন সাধারন লোক।

কালো যাদুকর

বিশেষ কিছু নেই।

কালো যাদুকর › বিস্তারিত পোস্টঃ

প্রথা

২৭ শে নভেম্বর, ২০২১ সকাল ১১:০৯



প্রতি বছরের মত নিয়ম করে এল হেমন্ত,
পথে পথে পড়ল কত হলুদ পাতার মেলা,
মর্মর ধ্বনিতে রচিত হল কত সঙ্গীত,
পাহাড়ের বাঁকে বাঁকে হল হলুদের বাহারী মেলা ৷

কালো মেঘে সূর্য লুকানো এই বিকেল বেলায়,
এই নাম না জানা পথটি চলে গেছে কোন এক অচেনা শহরে।
অল্প শীতল বাতাসে উড়ে আমার মনও হাড়িয়ে গেছে ,
ওক, পাইন, আর মাসকুইটের পাতার হাত ধরে, গড়িয়ে গড়িয়ে অনেক দুরে-

প্রতি বছর হেমন্ত এলে, এমনই সাজে প্রকৃতি,
প্রকৃতি মনে রাখে নিয়ম, সৌন্দর্য্য ও প্রথা ৷
মানুষ কেবল ভুলে যায় সব,
ভুলে যায় তাঁর সৌন্দর্য, স্বকীয়তা।
ভুলে যায় তাঁর মূল।

প্রতি বছরের মত নিয়ম করে কেউ চিঠি লিখেনি,
কেউ ফোন করেনি জন্মদিনে,
কেউ দেখা করেনি পুরোনো আড্ডায়,
কেউ লাল পাড়ের শাড়ি ও রেশমী চুড়ি পরে ছুটির দিনে যায়নি নিউমার্কেট,
কেউ রাখেনি ছোট্ট বাবুর আবদার,
কেউ ভুলে গেছে আপনজন,
কেউ ভুলে গেছে প্রিয়জন,
কেউ হাড়িয়ে গেছে ইচ্ছে করে সে আজ বেশ ক'বছর ৷



তবুও হালকা শীতল বাতাসে হলুদ হেমন্ত এসেছে,
আমাদের মনে করিয়ে দিতে অসংলগ্ন সব প্রথা ৷

------------------
আজ ২৬ শে নভেম্বর ২০২১। আমার মনে নেই ২৬শে নভেম্বর ২০২০ বা ,২০০০ বা ২০১০... সালে কি করেছি ৷ কিন্তু ছবির গাছটি প্রতি বছরই এসময় এরকম অপরূপ করে সাজে ৷ মানুষ বদলায়, প্রকৃতি বদলায় না।

ছবি - আমি তুলেছি ৷

মন্তব্য ১৪ টি রেটিং +১/-০

মন্তব্য (১৪) মন্তব্য লিখুন

১| ২৭ শে নভেম্বর, ২০২১ সকাল ১১:৩৪

আলমগীর সরকার লিটন বলেছেন: চমৎকার হেমন্ত অনেক শুভেচ্ছা রইল

২৭ শে নভেম্বর, ২০২১ বিকাল ৩:৫২

কালো যাদুকর বলেছেন: লিটন ভাই, আপনাকে ও হেমন্তীক শুভেচ্ছা ৷

২| ২৭ শে নভেম্বর, ২০২১ দুপুর ১২:০৪

চাঁদগাজী বলেছেন:



মানুষ ছন্দ হারায়, প্রকৃতি হারমোনি বাজায় রাখে, কোন ভুল নেই।

২৭ শে নভেম্বর, ২০২১ বিকাল ৩:৫৩

কালো যাদুকর বলেছেন: এজন্যই সময পেলেই প্রকৃতির কাছে ছুটে আসি ৷ এবারের ভ্রমণের ছবি ৷ আপনাকে ধন্যবাদ।

৩| ২৭ শে নভেম্বর, ২০২১ দুপুর ১২:০৬

কঙ্কাবতী রাজকন্যা বলেছেন: কারণ মানুষের চাওয়া পাওয়া ভালোলাগা ভালোবাসায় প্রকৃতির কিছু এসে যায় না।

২৭ শে নভেম্বর, ২০২১ বিকাল ৩:৫৫

কালো যাদুকর বলেছেন: একদম ঠিক রাজকন্যা ৷ অথচ মানুষ প্রকৃতি থেকে একটুও শিখতে চার না। ধন্যবাদ।

৪| ২৭ শে নভেম্বর, ২০২১ দুপুর ২:২৬

রাজীব নুর বলেছেন: ভালো হয়েছে।

২৭ শে নভেম্বর, ২০২১ বিকাল ৩:৫৬

কালো যাদুকর বলেছেন: রাজীব ভাই 'আপনাকে ও অনেক ধন্যবাদ।

৫| ২৭ শে নভেম্বর, ২০২১ সন্ধ্যা ৭:২৩

মরুভূমির জলদস্যু বলেছেন: কবিতা ভালো হয়েছে।

২৮ শে নভেম্বর, ২০২১ সকাল ৭:১৯

কালো যাদুকর বলেছেন: অনেক ধন্যবাদ জলদস্যু

৬| ৩০ শে নভেম্বর, ২০২১ রাত ১১:৪৫

খায়রুল আহসান বলেছেন: প্রকৃতির প্রথাসমূহ সাধারণতঃ কবিরা মনযোগ দিয়ে খেয়াল করে থাকেন। আপনিও করেছেন।
"মানুষ বদলায়, প্রকৃতি বদলায় না" - চমৎকার বলেছেন!

০৬ ই ডিসেম্বর, ২০২১ সকাল ১০:২৬

কালো যাদুকর বলেছেন: স্যার, যথার্থই বলেছেন। এখনো কবি হয়ে উঠতে পারিনি। পড়ার ও মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ।

৭| ০৬ ই ডিসেম্বর, ২০২১ সকাল ১০:৫৫

কাজী ফাতেমা ছবি বলেছেন: খুব সুন্দর হয়েছে লেখাটি।
ভালো থাকুন ফি আমানিল্লাহ

০৬ ই ডিসেম্বর, ২০২১ সন্ধ্যা ৭:২৩

কালো যাদুকর বলেছেন: অনেক ধন্যবাদ, ছবিআপু। ফি আমানিল্লাহ্‌।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.