নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

একজন সাধারন লোক।

কালো যাদুকর

বিশেষ কিছু নেই।

কালো যাদুকর › বিস্তারিত পোস্টঃ

একবাক্স চকলেট

০৪ ঠা মে, ২০২২ দুপুর ১:১৬


রোজ ভাবি একবার ,
জানা যেত যদি - কি হবে কাল?

প্রতিদিন অযাচিত ঘটনা ঘটে একবার,
নতুন মৃত মানুষের তালিকাটি বড় হয় যুদ্ধে আরেকবার,
দফায় দফায জিনিস পত্রের উচ্চ মূল্য যুক্ত হয় প্রায়ই ,
একজন না একজন মানুষ নিখোঁজ হয় ,
একজন নিরপরাধ মানুষ খুন হয় রাস্তায়,
তবুও ভাবি সব স্বাভাবিক হবে কাল ৷

বন্দী গৃহে সে অনেকদিন
মনে নেই - একসাথে চায়ের আড্ডায় ধুয়ো উঠেছে কবে কোন অতীতে,
মনে নেই - কবে খালি পায়ে রাজপথে মিছিল করেছি বাঁচবো বলে,
নিজের সত্যিকারের মতামত দিব বলে ৷
আমার পায়ের পাতায় শিকড় গজেছে ভুমি ফুঁড়ে পাতাল,
তবুও রোজ ভাবি আবার হবে সব স্বাভাবিক, কাল ।

রূপকথা কখনো সত্যি হয়না ,
গল্পের শেষে কপোত কপোতী সুখে শান্তিতে বাঁচতে পারেনা।
একবাক্স চকলেটের মতই -
একেকটি দিন একটি নতুন স্বাদ নিয়ে আসে ৷
সে স্বাদে সুখের থেকে জ্বালাই প্রকট,
হতাশাই বেশী ,
আশাও থাকে হঠাৎ ।

রোজ ভাবি তাই , একবার,
জানা যেত যদি, কি হবে কাল?


------------

এই চকলেটের বাক্সটি একটি উপহার হিসেবে এসেছে ৷





মন্তব্য ১৪ টি রেটিং +৪/-০

মন্তব্য (১৪) মন্তব্য লিখুন

১| ০৪ ঠা মে, ২০২২ বিকাল ৪:০০

সোনাগাজী বলেছেন:



আগামী সম্পর্কে সবার কিছুটা ধারণা আছে।

০৪ ঠা মে, ২০২২ রাত ১১:২৫

কালো যাদুকর বলেছেন: ধারণা ঠিকই আছে। তবে কখনোই ধারনা পুরোপুরি ঠিক হয় না ৷ কে জানত এই যুদ্ধ টি লেগে যাবে। আমরা ধারনা করছি তৃতীয় বিস্বযুদ্ধ হবে না। যদি হয় তাহলেই অবাক হব ৷ সেটিই এই কবিতার পয়েন্ট ৷

২| ০৪ ঠা মে, ২০২২ বিকাল ৪:৪৯

মরুভূমির জলদস্যু বলেছেন: আগামীকাল সব সময়ই ধরাছোঁয়ার বাইরে।

০৪ ঠা মে, ২০২২ রাত ১১:২৬

কালো যাদুকর বলেছেন: অবশ্যই ৷ একেবারে সহমত ৷

৩| ০৪ ঠা মে, ২০২২ সন্ধ্যা ৬:৪২

ইসিয়াক বলেছেন: বেশি ভাবলে মাথা নষ্ট হবে। তার চেয়ে চকলেট খাওয়া যাক।
কবিতা ভালো হয়েছে।

০৪ ঠা মে, ২০২২ রাত ১১:২৭

কালো যাদুকর বলেছেন: চকলেট খেতে যেতে এখন স্বাদ তেতো হয়ে গেছে। :) ধন্যবাদ ।

৪| ০৪ ঠা মে, ২০২২ রাত ১০:১২

ভার্চুয়াল তাসনিম বলেছেন: কাল কি হবে ভেবে আজ নষ্ট কেন করবো?

০৪ ঠা মে, ২০২২ রাত ১১:২৯

কালো যাদুকর বলেছেন: মোটেই নষ্ট করা ঠিক হবে না। আবার কষ্ট করে কিছু করলেও সেটি বৃথা যেতে পারে। কারন ভবিষ্যৎ সব সময়ই অজানা ৷ ধন্যবাদ |

৫| ০৪ ঠা মে, ২০২২ রাত ১০:৪৬

বিজন রয় বলেছেন: আগামী কাল কি হবে তা কেউ বলতে পারে না। শুধু পরিকল্পনা করতে পারে।

কবিতা ভাল হয়েছে, সমসাময়িক।

০৪ ঠা মে, ২০২২ রাত ১১:৩১

কালো যাদুকর বলেছেন: একমত ৷ কবিতা ভাল লাগায় কৃতজ্ঞতা ৷ ধন্যবাদ ৷

৬| ০৪ ঠা মে, ২০২২ রাত ১১:২৪

জটিল ভাই বলেছেন:
কষ্টের ছাপ থাকলেও লিখাটা পড়ে অসম্ভব ভালো লাগা কাজ করলো।

০৪ ঠা মে, ২০২২ রাত ১১:৩৪

কালো যাদুকর বলেছেন: হা কবিতাতে অনেক কষ্ট আছে ৷ আপনার ভাল লাগায় কৃতজ্ঞতা ৷ ধন্যবাদ |

৭| ০৫ ই মে, ২০২২ রাত ১২:২৯

রেজাউল৯৬ বলেছেন: একবাক্স চকলেটের মতই -
একেকটি দিন একটি নতুন স্বাদ নিয়ে আসে ৷
সে স্বাদে সুখের থেকে জ্বালাই প্রকট,
হতাশাই বেশী ,
আশাও থাকে হঠাৎ ।


ভালে লাগছে।ভিষণ।
তবে আশাই বেশি, হতাশা কম, এই জাগায় একটু মত পার্থক্য থাকল, তাতে অসুবিধা দেখি না।

০৫ ই মে, ২০২২ রাত ১২:৩৪

কালো যাদুকর বলেছেন: অবশ্যই মতপার্থক্য থাকবে। এটা রিলেটিভ ব্যাপার ৷ আপনার ভাল লাগার কৃতজ্ঞতা ৷

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.