নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

একজন সাধারন লোক।

কালো যাদুকর

বিশেষ কিছু নেই।

কালো যাদুকর › বিস্তারিত পোস্টঃ

বন্ধু

০৫ ই মার্চ, ২০২৪ দুপুর ১২:২০



অবেলায় কোন এক প্রখর দুপুরে-
রূপকথার কিশোরী দেখেছিল
আকাশে এক টুকরো কালো মেঘ,

সেবার-
অবেলার মেঘ বাতাসের তোড়ে হারিয়েছিল
দক্ষিণের বুড়িগঙ্গায়।

গানে গানে বঙ্গাব্দের আহবানে
বাসন্তি রং দিয়ে সাজানো ঢাকার পথে
রূপসী তরুনী সত্বার সাথে দেখা হয়েছিল আবার,
কালো মেঘ - প্রবল বৃষ্টি হয়ে ঝড়েছিল সেবার,
উলোট পালট ঝড়ে পলাশ বন মাতাল হয়েছিল,
লাল রংয়ে।

যুবতীর জলছবির মত মনে
সে ঝড়ের স্মৃতি গেঁথেছিল, চিরতরে।

ঐ দেখো-
আকাশে এখন আর মেঘ নেই,
মেঘ গড়িয়ে জল, নদী মিলিয়েছে মোহনায়,
চঞ্চলা যুবতী এখন নীড়া।
ওর ঝকঝকে মনের আকাশে ,
নেই একটু ও কালো মেঘের ঘনঘটা।

সাদা ভ্যানিলা ফুলমালা,
হেঁসে খোঁজে, শুণ্য খোলা আকাশে-
সোনালি বিকেলের আলো।
নীড়ার মনের গহীনে কি যেন ডেকে যায়- এ বিকেলের শূণ্যতা।

বন্ধু,
একটুও কি মনে পরে
সেই প্রাচীন দুপুরের কথা,
যেখানে একটুকরো কালো মেঘ ছিল
যেখানে আবদ্ধ হয়েছিলে,
প্রেমের অদৃশ্য বন্ধনে ।


ছবি ক্রেডিট: একজন নতুন প্রতিভাবান আমেরিকান ফটোগ্রাফার। তিনি আমাকে ছবিটি ব্যবহারের অনুমতি দিয়েছেন।

আজকাল বৃষ্টি হচ্ছে কম। কেবল রোদ ও শুস্ক আবহাওয়া। পানি , জলের প্রয়োজনীয়তা বলে শেষ করা যাবে না। অথচ বৃস্টির দেখা নেই। বিধাতা যদি কিছু বৃস্টি দিতেন, তাহলে এই এলাকাতে ক্ষরা কমতো। আমাদের প্রাণ জুড়াতো,ও প্রয়োজন মিটতো। ৪ স্কেলে ক্ষরার মাত্রা এই এলাকাতে ৩। বেশ খারাপ অবস্থা। এরকম চলতে থাকলে , খাবার পানি পাওয়া যায় কিনা সন্দেহ আছে। আমাদের পাশের শহরে নতুন বাড়ি বানানো আপাতত বন্ধ করা আছে, কারন পর্যাপ্ত সরবরাহের পানি নেই।

মাঝে মাঝে নদীতে সাঁতার দিতে ইচ্ছে করে। মনে হয় যদি একটি বাদল দিনে সারাদিন ভিজে, সন্ধ্যাবেলা মোটা কম্বল মুড়ে শুয়ে ঘুম দিতে পারতাম। সে উপায় নেই।

তাই আপাতত কোন এক আজানা কিশোরীর কবিতা দিয়েই শেষ করা যাক।



মন্তব্য ১৬ টি রেটিং +৩/-০

মন্তব্য (১৬) মন্তব্য লিখুন

১| ০৫ ই মার্চ, ২০২৪ দুপুর ১:৩২

এম ডি মুসা বলেছেন: আমি মনে হয় বহুদিন পর আপনাকে দেখছি ব্লগে

০৫ ই মার্চ, ২০২৪ দুপুর ১:৩৮

কালো যাদুকর বলেছেন: আমি ব্লগার জাতির কলঙ্ক বলতে পারেন। ব্লগে আসি , পড়ি, চলে যাই।

২| ০৫ ই মার্চ, ২০২৪ দুপুর ২:৪০

লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: কত সময় পার হয়ে গেল, আপনার কবিতা পড়া হয় না। আহা কি সুন্দর ঝরঝরে কবিতা। শুধু পড়তেই ইচ্ছা হয়। আকাশে মেঘ উড়ুক, বৃষ্টি আসুক---অজানা কিশোরীর মনেও বৃষ্টিরা ঝরে যাক -------

০৫ ই মার্চ, ২০২৪ রাত ১০:৪৫

কালো যাদুকর বলেছেন: প্রিয় কবি
আপনাকে অনেক ধন্যবাদ। সুন্দর মন্তব্যে অনুপ্রাণিত হলাম। সময় করে আপনার গল্প টির পরেরঅংশ গুলো পরতে হবে।
ভাল থাকবেন।

৩| ০৫ ই মার্চ, ২০২৪ বিকাল ৫:১৮

রাজীব নুর বলেছেন: সুন্দর কবিতা।

০৫ ই মার্চ, ২০২৪ রাত ১০:৪১

কালো যাদুকর বলেছেন: ধন্যবাদ রাজিব।

৪| ০৫ ই মার্চ, ২০২৪ রাত ৯:০৮

এম ডি মুসা বলেছেন: আগে নিয়মিত পেতাম, ব্লগ জাতির কলঙ্ক হবেন কেন। আপনি ভালো ব্লগার বলেই মিস করি। আর যাদের দেখলে বিরক্ত লাগে তারাই এখন লেখে । লেখার মান ভালো। আচরণবিধি। ভালো লাগছে না

০৫ ই মার্চ, ২০২৪ রাত ১০:৪১

কালো যাদুকর বলেছেন: আরে ভাই মজা করে বলছি।

আসলে কথা সঠিক। সবার ব্লগে কমেন্ট দেয়া দরকার। কিন্তু লিখার সময় পাই না। এই আরকি।ধন্যবাদ।

৫| ০৬ ই মার্চ, ২০২৪ ভোর ৪:৪৯

মিরোরডডল বলেছেন:




বন্ধু,
একটুও কি মনে পরে
সেই প্রাচীন দুপুরের কথা,
যেখানে একটুকরো কালো মেঘ ছিল
যেখানে আবদ্ধ হয়েছিলে,
প্রেমের অদৃশ্য বন্ধনে ।


অপূর্ব!!!!

মনে হয় যদি একটি বাদল দিনে সারাদিন ভিজে, সন্ধ্যাবেলা মোটা কম্বল মুড়ে শুয়ে ঘুম দিতে পারতাম।

ইচ্ছেটা খুব সুন্দর, ভাবতে আমারই কেমন আরাম আরাম লাগছে!

আশা করি শীঘ্রই বৃষ্টি হবে।
কেমন আছে যাদুকর?


০৬ ই মার্চ, ২০২৪ সকাল ১১:১০

কালো যাদুকর বলেছেন: অনেক ধন্যবাদ, সুন্দর মন্তব্যের জন্য। বাদল দিন শুধু বাংলার গ্রামেই পাওয়া যায়। এখানে সেই সৌন্দ্যর্য বিড়ল।

যাদুকর ভালই আছে। এখন আমেরিকার নির্বাচনের বছর। কি হয়, কি হবে, গড়পড়তা দিনে, সেটিই মূল ভাবনা।

আপনি কেমন আছেন?

৬| ০৬ ই মার্চ, ২০২৪ বিকাল ৪:৩০

রাজীব নুর বলেছেন: পোষ্টে আবার এলাম। কে কি মন্তব্য করেছেন সেটা জানতে।

০৭ ই মার্চ, ২০২৪ ভোর ৪:৫৭

কালো যাদুকর বলেছেন: আবারো আসার জন্য ধন্যবাদ।

৭| ০৮ ই মার্চ, ২০২৪ রাত ১০:৩১

মিরোরডডল বলেছেন:





আপনি কেমন আছেন?

এইতো যাদুকর, চলে যাচ্ছে।
ডেস্টিনেশনে পৌঁছানোর আগ পর্যন্ত চলছে, চলবে।

দূরত্ব জানা নেই, দেখা যাক আর কতদূর!



১০ ই মার্চ, ২০২৪ দুপুর ১২:৩১

কালো যাদুকর বলেছেন: ডেস্টিনেসন বলে কিছু আছে? জীবনটি একটি জার্নি, আমার কাছে তাই মনে হয়। কখনো সবকিছু কঠিন মনে হয়, কখনো সবকিছু ভাল লাগে। কখনো কিছুই ভাল লাগে না। জীবনের গতি সর্বদাই পরিবর্তন হচ্ছে। দূরত্বটি যত বেশী হবে জীবনকে তত বেশী জানা হবে।
এই গানটি শুনুন ভাল লাগবে।

"কখনও সময় আসে জীবন মুচকি হাসে
ঠিক যেন প’ড়ে পাওয়া চোদ্দ আনা
অনেক দিনের পর মিলে যাবে অবসর
আশা রাখি পেয়ে যাবো বাকি দু-আনা।

আশা নিয়ে ঘর করি
আশায় পকেট ভ’রি
প’ড়ে গেছে কোন্ ফাঁকে চেনা আধুলি
হিসেব মেলানো ভার
আয়-ব্যয় একাকার
চ’লে গেল সারাদিন এল গোধূলি।

সন্ধে নেবে লুটে
অনেকটা চেটেপুটে
অন্ধকারের তবু আছে সীমানা
সীমানা পেরোতে চাই
জীবনের গান গাই
আশা রাখি পেয়ে যাবো বাকি দু-আনা।"


https://www.youtube.com/watch?v=8h7RnPVGmIk

"দু-আনা"র জন্য জীবন পার না করি, চৌদ্দ আনাতে বেচে থাকতে চাই সব সময়। ভাল থাকুন , সব সময়।

৮| ১০ ই মার্চ, ২০২৪ সন্ধ্যা ৭:০৫

মিরোরডডল বলেছেন:





লেখক বলেছেন: ডেস্টিনেসন বলে কিছু আছে? জীবনটি একটি জার্নি, আমার কাছে তাই মনে হয়।

আমিও এটাই বুঝিয়েছি জীবন একটা জার্নি আর ডেস্টিনেশন এখানে মৃত্যু।
গানের জন্য যাদুকরকে থ্যাংকস।
সুমন আমার প্রিয় গায়কদের একজন।

১১ ই মার্চ, ২০২৪ সকাল ১০:০৩

কালো যাদুকর বলেছেন: আচ্ছা।
মৃত্যু একটি সাময়িক ব্যাপার , বিশ্বাসীদের জন্য। প্রিয়জনদের সাথে আবার সাক্ষ্যাত হবে পরকালে , বিশ্বাসীরা এরকমটাই ভাবেন।
তাই , জীবন যাপন করি আনন্দ নিয়ে।

রমজানের শুভেচ্ছা।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.