নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আইএস নিয়ে অনেক কথা হচ্ছে ,আইএসও তাদের অস্তিত্ব টিকায় রাখার জন্য যা ইচ্ছা করতেছে । আইএস প্রসঙ্গে কয়েকটা প্রশ্ন বা অংক মাথায় আসে আর একটা অংক আরেকটা অংকের কাছে নিয়ে যায় ,নিজ থেকেই সমাধান হয়ে যায় !
প্রথমত আইএসের টাকার
উত্স কী ?
এ প্রশ্নের উত্তর আসে অনেকটা
এরকম ,আইএস যে তেলের খনিগুলা দখল করছে সে তেল বেচে তারা টাকা কামায় ।
এখন কথা হচ্ছে তারা তেল খনি দখল করছে ঠিকাসে কিন্তু এই তেলটা তারা বিক্রি করতেছে কোথায় ?
নিশ্চয়ই আন্তর্জাতিক বাজারে না ,ব্ল্যাক মার্কেটে । তো এত বিলিয়ন বিলিয়ন ব্যারেল তেল আইএস ব্ল্যাক মার্কেটে কার কাছে বিক্রি করতেছে ? নিশ্চয়ই
কোন পব্যাক্তি এত
বিলিয়ন বিলিয়ন ব্যারেল তেল কিনবে না । তাহলে তেলটা কিনতেছে কে?
দ্বিতীয়ত আইএসের অস্ত্রের
উত্স কি?
ধরে নিলাম আইএস যেকোনভাবে তেল বিক্রি করে অনেক টাকা আয় করল । সেই টাকা দিয়ে নিশ্চয়ই তারা নিজেরা অস্ত্রের ফ্যাক্টরি দেয় নাই !
তারা তাদের যত অস্ত্র আছে সব কিনতেছে ।এখন প্রশ্ন কার কাছ থেকে কিনতেছে ?
পৃথিবীতে অস্ত্র ব্যবসার পথিকৃত দুই দেশ আমেরিকা ও রাশিয়া । আইএসের কাছে যে অস্ত্রগুলা আছে সেগুলাও সব আমেরিকান অস্ত্র !
দুইয়ে দুইয়ে চার হিসাব মিলালে লাভ সব হচ্ছে আমেরিকার ।
কম দামে তেল পাচ্ছে ,চুটায়ে অস্ত্র
বিক্রি হচ্ছে আর মুসলমানরাও
কোনঠাসা হচ্ছে !
এই স্ট্রেটিজি আমেরিকার বহু পুরানো । পৃথিবীর যত জায়গায় যুদ্ধ চলতেছে সব জায়গায় আমেরিকার অস্ত্র ধুমায়ে
বিক্রি হচ্ছে ! মূলত অস্ত্র বিক্রির জন্যই যুদ্ধ লাগানো !
আর তাদের সবচে বড় অস্ত্র হচ্ছে
আন্তর্জাতিক মিডিয়া ! অংক কি মিলে?
২| ০৫ ই ডিসেম্বর, ২০১৫ বিকাল ৫:১৮
কাল্পনিক সত্ত্বা বলেছেন: সহমত
©somewhere in net ltd.
১| ০৫ ই ডিসেম্বর, ২০১৫ বিকাল ৫:১২
মাকড়সাঁ বলেছেন: নিরলিপ্ত ভাবে মিথ্যচার বা সত্য গোপনের মাধ্যেমে যুগের পর যুগ লিখে আসছে আমেরিকা.....