নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ফিল্যান্সার

কামরুল হোসেন ২৯৬

ফ্রিিলযান্্সার

কামরুল হোসেন ২৯৬ › বিস্তারিত পোস্টঃ

আমার বাবা...................।

২৩ শে জুন, ২০১৪ রাত ২:১৩

বাবা তোমায় খুব মনে পর.।.।.।.।।

আমার বাবা মারা গিয়েছে ১৭/০৫/২০১৪ ইং তারিখ। সেই দিনটি ছিল শুক্রবার ভোরবেলা উঠে অনেক কাজ করেন যেমন- উঠোন হতে শুরু করে সকল কাপড়চোপড় এক কথায় পরিষ্কার পরিচ্ছন্ন থাকা উনার সভাবের একটা অংশ। বন্ধের দিন বাসায় বসে থেকে কখনো সময় কাটিয়েছেন এমন ইতিহাস মনে পরেনা। দুপুরে একেবারে জুমার নামাজ পরার প্রস্তুতি নিয়ে খাওয়ার পর্ব শেষ করে বের হবেন। আমি বড় ছেলে জিজ্ঞেস করলাম কথায় যাচ্ছ বাবা। বলল একটা জায়গা বিক্রি করে দিবো পার্টির সাথে কথা পাকা করতে হবে দোয়া কর বাবা অনেক টাকা পাবো, যদি কাজটা হয়ে যায় আমাদের আর সমস্যা থাকবেনা। এই বলে বাসা থেকে বের হলেন।বিকেল ৫টা থেকে সারে ৫ টা হবে মা বলছেন তোর বাবা সেই যে গেলো আরতো কোন খবর পেলাম না, একটা ফোন দেবি? ফোন দিলাম বাবা ফোন রিসিভ করে বললেন এইতো কাজ শেষ,রাতে একটা বিয়ের দাওয়াত আছে ওটা খেয়ে বাসায় আসবো। বাসায় ফিরতে অনেক দেরি করছে আম্মু প্রায় ৯ টার দিকে আবার বলল কিরে তোর বাবাতো এখনো এলোনা, আর একবার ফোন দিয়ে জিজ্ঞেস করনা কথায় আছে। ফোন দিতেয় বলল এইতো বাবা আমি কাছেই আসেপরেছি। রাত ১০ তায় বাসায় আসলো সবার খবর নিল কে কথায় আছে জিজ্ঞেস করল। আমিও বাসায় আসলাম প্রায় ২০ মিনিট ধরে কথা বললাম। অনেক কথা হল আবল তাবল যা কখনো বলেনা হয়তো শেষ কথা তাই - একবার বলছে তোর মাকে কখনো কষ্ট দিবিনা, বাবা মরে গেলে সমস্যা নাই মা মরে গেলে সমস্যা, তোর মা তোদের জনন অনেক কষ্ট করেছে, আবার বলেছে আমাদের আর সমস্যা থাকবেনা কাজটা হয়ে যাবে মনে হয়। কিছুক্ষণ পর হটাৎ বলছে তোর মাকে ডাক আমার ভালো লাগছেনা। মাকে ডাক দিলাম মাকে এক নজর দেখলো আতপর মায়ের হাতের উপর শরীরটা ফেলে দিলো। ইমারজেন্সি চট্্র্রমেট্র্রতে নিয়ে গেলাম কোন লাভ হলনা। তোমায় কত ভালবাসি বলতেপারিনি- বাবা মানে বটের ছায়া- স্নেহ মমতার ছায়াতলে থাকা.

আদর স্নেহ ছায়া বেড়াজাল.



বাবা জন্মদাতা,

অপরিসীম দায়ীত্বের বোঝা মাথায় নিয়ে সন্তান সন্তানিদের মানুষ করতে সর্বদা ব্যস্ত থাকে.

বাবা মানে কঠিন সময়ে পাশে দাড়ান যিনি । বাবাকে আর কিছুই বলা হলনা চলে গেলো না ফেরার দেশে। বাবা তুমি এভাবে চলে গেলে, তোমায় খুব মনে পরছে বাবা। আজ বড় একলা লাগছে বাবা।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.