![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
'যে একটা দেশ ও জাতীকে রিপ্রেজেন্ট করতে পারে তার অহংকার থাকেই, তাকেই মানায় অহংকার' কেউ নিজের শ্রমে-মেধা-যোগ্যতায় অহংকার অর্জন করে অহংকারী হয়। চেয়ার দখল করে পাঁচফোড়নের মত ছড়ি ঘুরানো কারো গর্ব করার কিছু থাকে না।
সাকিব এই দেশের যোগ্য না, নাকি এই দেশ সাকিবের যোগ্য না! প্রশ্ন থেকেই যায়! কোন সাকিব'র এই দেশে জন্মানো উচিৎ না, কোন সাকিব হয়তো এই আর দেশে জন্মাবে না। আর কেউ ভুলে জন্মালেও তাকে টেনে নিচে নামানোর জন্য পিংপং বোর্ড'র ঈর্ষায় জ্বলেপুড়ে মরা- দায় এড়ানো অগুনিত হোমরাচোমরা আবাল-বাল তো আছেই।
কারা নিজেদের দায় এড়াতে ক্রিকেটারদের একতরফা ভাবে বলিরপাঁঠা বানায় সবসময়! ক্ষতিটা হল কার? কার?? মানুষের অহংবোধের দ্বন্দ্বে চিরকাল দুর্ভাগা এই দেশ...
©somewhere in net ltd.
১|
০৮ ই জুলাই, ২০১৪ রাত ২:৩৪
হাদী নয়ন বলেছেন: সব চলে যাচ্ছে নষ্টদের হাতে।পাপন গং শেষ করে দিবে আমাদের ক্রিকেট।