নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি খুব ক্ষুদ্র মানুষ, ক্ষুদ্র এই পৃথিবীতে, আমার অস্তিত্ব সার্থক করতে ব্যস্ত আসি।

টি- ৭২ ট্যাঙ্ক

আমার খুব ইচ্ছা আসিল আর্মি তেঁ জামু, ট্যাঙ্ক চালামু!!!!

টি- ৭২ ট্যাঙ্ক › বিস্তারিত পোস্টঃ

ব্লগারস মবাইলঃ আসেন দেখি কে কোনটা ইউস করে দামি আর কমদামী লজ্জার কিছু নাই

২২ শে জুন, ২০১৩ সকাল ১০:৪৬

আমার টা স্যমসাং GT-I9100T(GALAXY S2)..........



আপনার টা কি জানায়েন!!! হাল্কা বর্ণনা;);)

মন্তব্য ৫৭ টি রেটিং +০/-০

মন্তব্য (৫৭) মন্তব্য লিখুন

১| ২২ শে জুন, ২০১৩ সকাল ১০:৫০

ইমরাজ কবির মুন বলেছেন:
নোকিয়া এন-৭০
অক্টোবর ২০০৭ থেকে সগৌরবে ব্যাবহার করতেসি।এখনো খুব ভালভাবে সার্ভিস পাচ্ছি আলহহামদুলিল্লাহ ||

২২ শে জুন, ২০১৩ সকাল ১১:৫৩

টি- ৭২ ট্যাঙ্ক বলেছেন: নোকিয়ার মাল গুলা পুরাই বাটা জুতা.।.।.।.।.।.।.।। কিছু হইতে চায় না। যাক চালিয়ে জান।

২| ২২ শে জুন, ২০১৩ সকাল ১০:৫৪

নীল আকাশ আর তারা বলেছেন: আমারটা samsung ACE GT s5830i.....fully satisfied.....Alhamdulillah......

২২ শে জুন, ২০১৩ সকাল ১১:৫৪

টি- ৭২ ট্যাঙ্ক বলেছেন: আপনার এই সন্তুষ্টির পেছনে কি হেতু মশাই?

৩| ২২ শে জুন, ২০১৩ সকাল ১০:৫৫

মোতাব্বির কাগু বলেছেন: নোকিয়া ৩৩১০ ফুললি স্যাটিসফাইড

২২ শে জুন, ২০১৩ সকাল ১১:৫৫

টি- ৭২ ট্যাঙ্ক বলেছেন: বেগগুণ দেহি নোকিয়ার জামাই!!! খারাপ না।

৪| ২২ শে জুন, ২০১৩ সকাল ১০:৫৯

রোহান খান বলেছেন: Now Samsang S3 (mini), 2 month onward insallah S4 or S4 mini (any) ... I like S.

২২ শে জুন, ২০১৩ সকাল ১১:৫৬

টি- ৭২ ট্যাঙ্ক বলেছেন: অ্যাই অলসও লাইক!!! এস ৪ নিবার পারেন। সেইরাম জিনিস

৫| ২২ শে জুন, ২০১৩ সকাল ১০:৫৯

রাজ হাসান বলেছেন: ভাই কোনটা কমু???

১। নোকিয়া এন ৭০
২।সিম্ফোনী ডি ৬০
৩।স্যামসাং গ্যালাক্সী এস টু
৪।সিম্ফোনী বি থ্রী আই
৫।সদ্য গ্যালাক্সী এস ফোর.............................তাও মার্কেটে যাইলেই মনে কয় খালি নতুন নতুন মুবাইল কিনি,হায়রে মুবাইল বানাইলি মুরে দিওয়ানা। :-P :-P :-P

২২ শে জুন, ২০১৩ সকাল ১১:৫৭

টি- ৭২ ট্যাঙ্ক বলেছেন: ভাই থামেন অনেক কইসেন।............... একাই এতো মোবাইল ইউসাইলে কেমতে হপে

৬| ২২ শে জুন, ২০১৩ সকাল ১১:১৪

আদার ব্যাপারি বলেছেন: নকিয়া C3
সামু পড়তে পারি মাগার বাংলায় কমেন্টাইতে পারি না। তাই সিদ্ধান্ত নিয়েছি এক খানি এন্ড্রু কিন্যাই ফালামু।

২২ শে জুন, ২০১৩ সকাল ১১:৫৮

টি- ৭২ ট্যাঙ্ক বলেছেন: হ ভাই এন্ড্রু লন.।.।.।.।.।.।.।.। জিনিস ভাল

৭| ২২ শে জুন, ২০১৩ সকাল ১১:১৯

অনন্যমানুষ বলেছেন: GT-9082

২২ শে জুন, ২০১৩ দুপুর ১২:০০

টি- ৭২ ট্যাঙ্ক বলেছেন: জিনিশ তো ভালই নিয়েছেন দাদা!!!

৮| ২২ শে জুন, ২০১৩ সকাল ১১:২৩

মহাপাগল বলেছেন: Nokia 1100 চালাই প্রায় ১০ বছর ধইরা, কঠিন জিনিস। কুনু সময় হ্যাং হয় না। নেটওয়ার্ক ভাল। সার্ভিস পুরাই :P :P :P

২২ শে জুন, ২০১৩ সকাল ১১:৪৪

টি- ৭২ ট্যাঙ্ক বলেছেন: আমার একটা আছে মামু.।.।.।.।.।.। পুরাই বাটা জুতা ছিঁড়তেই চায় না।

৯| ২২ শে জুন, ২০১৩ সকাল ১১:২৯

ইরফান আহমেদ বর্ষণ বলেছেন: নোকিয়া ৫২৫০
.......এসএসসির রেজাল্ট উপলক্ষে কিন্না দিছিল আব্বায়।

এখনোই ওইডাই চালাই। ইনশাল্লাহ আগামী বছর এইচএসসির পরে আরেকটা পামু।

২২ শে জুন, ২০১৩ সকাল ১১:৪৬

টি- ৭২ ট্যাঙ্ক বলেছেন: চালায় জান.............

১০| ২২ শে জুন, ২০১৩ সকাল ১১:৪৪

মুণণা বলেছেন: ইতিহাস বলি:
2000 - Motorola
2002 - nokia 3300
2004 - nokia 3250
2005 - nokia 6600
2007 - nokia 6300
2009 - HTC VIVA
2011 - iPhone 4
2013 - .....?

২২ শে জুন, ২০১৩ সকাল ১১:৫০

টি- ৭২ ট্যাঙ্ক বলেছেন: আপনার তো দেখছি মারাত্মক অভিজ্ঞতা। নকিয়ার প্রতি বিশেষ পীরিত পরিলক্ষিত হইতেসে। ২০১৩? খালি ক্যন

১১| ২২ শে জুন, ২০১৩ সকাল ১১:৪৭

বৃষ্টি ভেজা সকাল ১১ বলেছেন:

আমারটা এইটা :(

২২ শে জুন, ২০১৩ সকাল ১১:৫১

টি- ৭২ ট্যাঙ্ক বলেছেন: মুখখানি একটু দেহাইতেন যদি।

১২| ২২ শে জুন, ২০১৩ সকাল ১১:৫৪

বৃষ্টি ভেজা সকাল ১১ বলেছেন: এইটা


আগেরটা ভুল গেছে

১৩| ২২ শে জুন, ২০১৩ সকাল ১১:৫৯

ইমরাজ কবির মুন বলেছেন:
নোকিয়ার পুরান মাল গুলা।তাদের নতুন অনেকগুলাই চুদুরবুদুর ||

১৪| ২২ শে জুন, ২০১৩ দুপুর ১২:০৭

মোবাইল কথক বলেছেন: আমার হাতে এইরকম একটা পোস্ট ড্রাফটে পড়ে আছে, কয়েকজন ব্লগারের ছবি পেয়েছিলাম কিন্তু এখনও পাবলিশ করা হয়নি।

পোস্টটির জন্য আপনারা আপনাদের মোবাইলের ছবি মেইল করতে পারেন এই ঠিকানায়ঃ
[email protected] অথবা
http://www.facebook.com/amee.kathak



___
আপনার মোবাইল বিষয়ক পোস্টগুলো মোবাইল খুঁটিনাটির মাধ্যমে শেয়ার করুন।

১৫| ২২ শে জুন, ২০১৩ দুপুর ১২:২৮

ইমরান খান সবুজ বলেছেন: বহুত শুরু করসিলাম সিমেন্স সি২০০ দিয়া(মনে আছে সেই এন্টেনাঅলা গেমসবিহীন মোবাইলটার কথা?***কতরাত না ঘুমিয়ে কাটিয়েছি এই মোবাইল লইয়া, এখন মনে হলে হাসি****
তারপর হারানো আর চুরির জ্বালায় বিরক্ত হয়ে
karbonn k107 দাম:১২৫০/- তে আছি।

মাঝখানে কত আইল আর গেল কয়টার কথা বলব?

১৬| ২২ শে জুন, ২০১৩ দুপুর ১২:৩৬

আমি মঈন বলেছেন: সিম্ফোনি কেটি-১৫, টাচ+প্যাড বহুত ভালো মাল, পুরায় আইফোনের স্বাদ... আহা... =p~ =p~ =p~
তয় রিসেন্টলি একখান এন্ডু কিঞ্ছি, খারাপ না। ডব্লিউ-৭০

১৭| ২২ শে জুন, ২০১৩ দুপুর ১২:৪৯

মাননীয় মন্ত্রী মহোদয় বলেছেন: নকলা ১১০০ । ক্যামেরা সেইরাম ভালা :)

১৮| ২২ শে জুন, ২০১৩ দুপুর ১২:৫০

আহলান বলেছেন: সিম্ফ ১২৫ , ভালোই লাগছে ...

১৯| ২২ শে জুন, ২০১৩ দুপুর ১২:৫১

মান্ুষ মরণশীল বলেছেন: htc one v

২০| ২২ শে জুন, ২০১৩ দুপুর ১২:৫৩

িটউব লাইট বলেছেন: GOOGLE PHONE. nexus -4 android 4.2.2

২১| ২২ শে জুন, ২০১৩ দুপুর ১২:৫৬

তাসজিদ বলেছেন: i phone kinte mon chai

২২| ২২ শে জুন, ২০১৩ দুপুর ১:০৪

নষ্ট ছেলে বলেছেন: Galaxy S2 with extended battery (2000mAh).

২২ শে জুন, ২০১৩ দুপুর ১:৩০

টি- ৭২ ট্যাঙ্ক বলেছেন: আমারত গ্যলাক্সি এস ২ , এটা কি আলাদা কিনতে হয় extended battery (2000mAh). ,নাকি এটা মব এর সাথে থাকে?

২৩| ২২ শে জুন, ২০১৩ দুপুর ১:১৩

নাহিদ তামিম বলেছেন: নষ্ট ছেলে @2000mAh ব্যাটারি তে কি সত্যিই পারফরমেন্স বাড়ছে??

২৪| ২২ শে জুন, ২০১৩ দুপুর ১:২২

নষ্ট ছেলে বলেছেন: আগের থেকে চার্জ বেশি থাকে। @নাহিদ

২৫| ২২ শে জুন, ২০১৩ দুপুর ১:৫০

তামিম ইবনে আমান বলেছেন: প্রিমো এক্স ১। সেরাম সার্ভিস পাচ্ছি।

২২ শে জুন, ২০১৩ দুপুর ২:২১

টি- ৭২ ট্যাঙ্ক বলেছেন: ইদানীং এই নামটা বেশ শুনছি.।.।.।.।.।.।.।.।

২৬| ২২ শে জুন, ২০১৩ দুপুর ১:৫৫

নষ্ট ছেলে বলেছেন: হ্যাঁ, আলাদা কিনতে হয়। স্যামসাং নিজেই কিছু কিছু সেটের জন্য extended battery বের করেছিল। সাথে একটা ব্যাক কভার দেওয়া থাকে।


ইউটিউবে বেশ কিছু রিভিউ আছে দেখতে পারেন।
XDA -এ ফোরামে অনেক পোস্টও আছে এটা নিয়ে।

২২ শে জুন, ২০১৩ দুপুর ২:৩০

টি- ৭২ ট্যাঙ্ক বলেছেন: ধন্যবাদ।

২৭| ২২ শে জুন, ২০১৩ বিকাল ৪:৫৩

নীল বরফ বলেছেন: আমার ২টা। Iphone-5 ar SONY Xperia Z.SONY তে খুব খুশি।

২৪ শে জুন, ২০১৩ দুপুর ২:০৪

টি- ৭২ ট্যাঙ্ক বলেছেন: ভাই থামেন।আই ফোন রে অপমান করলেন নাকি?

২৮| ২২ শে জুন, ২০১৩ সন্ধ্যা ৬:২৬

rakibmbstu বলেছেন: symphony t50.

best cost effective mobile. best than any mobile set in the world with this mobile service, price and programs.

২৯| ২৪ শে জুন, ২০১৩ দুপুর ১২:৪২

বাউন্ডুলে রুবেল বলেছেন: Sony Ericsson XPERIA PRO
&
Symphony W125

২৪ শে জুন, ২০১৩ দুপুর ২:০৩

টি- ৭২ ট্যাঙ্ক বলেছেন: Symphony W125 এটা কেমন চলছে?

৩০| ২৪ শে জুন, ২০১৩ দুপুর ১২:৫৫

ক্লান্ত দুচোখ বলেছেন: Sony Xperia U

২৪ শে জুন, ২০১৩ দুপুর ২:০১

টি- ৭২ ট্যাঙ্ক বলেছেন: এটার ব্যটারই লাইফ কেমন? আমার মনে হয় এক্সটারনাল কার্ড স্লট থাকলে ভাল হত!!! রিভিও দেখলাম। দাম টা কত বলতে পারেন?

৩১| ২৪ শে জুন, ২০১৩ দুপুর ২:৪৩

বটের ফল বলেছেন: HUAWEI-C2610.

সিটিসেল ফোন। কিনছিলাম ১২০০ টাকা দিয়া। জটিল জিনিস।

সেইরাম অস্থির। পুরাই বাটার জমজ ভাই। কত্ত আছরাইলাম, কিচ্ছু হইলোনা। আপচুচ!!!!!!

৩২| ২৫ শে জুন, ২০১৩ রাত ১২:১৪

ক্লান্ত দুচোখ বলেছেন: ব্যাটারির অবস্থা খুবি খারাপ! ১-২ঘন্টা গেইম খেল্লেই শেষ! আর এমনিতে ১/২(ম্যাক্স) দিন থাকে
ব্যাটারি ব্যাকাপ দেইখ্যা যার পর নাই হতাস হইছি, তার উপ্রে এক্সটারনাল মেমরীর সুযোগ নাই!
তবে ভিডিও এবং পিকচার কোয়ালিটি দেখে ইম্প্রেসড!

৩৩| ২৫ শে জুন, ২০১৩ রাত ১২:১৬

ক্লান্ত দুচোখ বলেছেন: সনির শো-রুম থেকে কিনছিলাম ১৯,৯০০, বাইরে আরো কমে পাবেন(১৫~১৭ হাজারে)

৩৪| ২৫ শে জুন, ২০১৩ রাত ১২:২৬

অবাধ্য সৈনিক বলেছেন: নোকিয়া আশা ২০২ B-)) B-))

৩৫| ২৫ শে জুন, ২০১৩ রাত ১২:২৯

মাক্স বলেছেন: নকিয়া সি ওয়ান

৩৬| ২৫ শে জুন, ২০১৩ রাত ১২:৪৯

মোতাব্বির কাগু বলেছেন: বড় করে দেখতে

Rangs Limited সনি কিছু স্মার্ট ফোন এনে অনেকের মাঝে সাড়া ফেলেছে । তারা নাকি জাপান থেকে ফোন আমদানি করেছে :D ( সনির এখনকার সেট গুলার প্রোডাকশন হয় চায়নায় । ) বানিজ্য মেলা , বড় বড় বিলবোর্ড এ টানায় রাখছে । আবার সেট জেনুইন কিনা সেটা চেক করার জন্য অ্যাড্রেসও দিয়ে রাখছে । সেদিন বাসে আসতেছিলাম চোখে পড়ল এই অ্যাড টা বিশাল বিল বোর্ড এ । তখন ভাবলাম আসল নকল চেক করানোর জন্য এত লাফালাফি কেন র‍্যাংস এর । লোক জন ত এমনই কিনব । কারন এত কাল সনির স্মার্ট ফোনের জেনুইন ডিষ্টিবিটর বাংলাদেশে ছিল না । তাছাড়া এদের একটা সুনাম আছে ।

যাই হউক তারা আসল ফোন চেনার জন্য একটা সাইট এর লিঙ্ক দিছে সেখানে IMEI নাম্বার দিলে বলে দেবে সেট আসল কি নকল ।

http://103.4.144.182/sonymobile.co.jp

এটা হল সেই অ্যাড্রেস ।

দেখে মনে হচ্ছে পিওর জাপানি সাইট কারন অ্যাড্রেস এর মাঝে .jp আছে :D কিন্তু whois information যাইয়া দেখেন বাংলাদেশি একজন এই অ্যাড্রেস রেজিষ্টেশন করছে ।

NEXT ONLINE LTD মহাখালি । মোবাইল নাম্বারও দেওয়া আছে । এখন প্রশ্ন হল সনি মোবাইল এর ওয়েবসাইট এর মালিক কি NEXT ONLINE LTD ?

এটা সনির সাইট কোন কালেও ছিল না ।

Click This Link

বিশ্বাস না হয় উপরের লিঙ্ক এ নিজেই যেয়ে দেখেন ।

এই নিয়ে একজন সনির অফিসিল ব্লগএ পোস্ট ও করেছিল সেটাও দেখেন

http://talk.sonymobile.com/thread/93064

ফোন আমদানি করবি কর বাংগালি সহজ সরল বলে এমন মিথ্যা দিয়ে প্রতারনা করবি এটা কেমন কথা X(( ...ওয়ালটন , সিম্ফনি মানের দিক থেকে এর সমতুল্য না হলেও র‍্যাংস এর মতন প্রতারনা করে না :)

৩৭| ২৫ শে জুন, ২০১৩ রাত ১২:৫১

হাসান মাহবুব বলেছেন: নোকিয়া ২৭৩০

৩৮| ৩০ শে জুন, ২০১৩ সকাল ৯:২২

বাউন্ডুলে রুবেল বলেছেন: সিম্ফোনী ডব্লিও ১২৫ একটা মনস্টার সেট। এমন খুব কম কিছু আছে যা এইটাতে চলে না। গেমিং পারফরম্যান্স ৩০ এর নিচে থাকা ব্র্যান্ড নন ব্র্যান্ড সবগুলা মিলিয়ে ভালো। ভালো ব্যাটারী ব্যাকাপ। ভালো ক্যামেরা।

ভাললাগছে আমার।
আগের কমেন্ট ডিলিট দিয়েন।

৩৯| ৩০ শে জুন, ২০১৩ সকাল ৯:৪৭

অর্ফিয়াস বলেছেন: ১. নোকিয়া লুমিয়া ৫৫০
২. সনি এক্সপেরিয়া আরক এস

৪০| ১৯ শে জুলাই, ২০১৩ দুপুর ১২:৪০

বীর বাহাদুর বলবল সিং বলেছেন: ১।আই ফোন ফোর এস
২। স্যামসাং ..মডেল জানি না

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.