নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি খুব ক্ষুদ্র মানুষ, ক্ষুদ্র এই পৃথিবীতে, আমার অস্তিত্ব সার্থক করতে ব্যস্ত আসি।

টি- ৭২ ট্যাঙ্ক

আমার খুব ইচ্ছা আসিল আর্মি তেঁ জামু, ট্যাঙ্ক চালামু!!!!

টি- ৭২ ট্যাঙ্ক › বিস্তারিত পোস্টঃ

মোহাম্মাদ (সাঃ) মৃত্যুর সময় কয়েকজন সাহাবী ছাড়া বাকি সবাই কাফের ছিলেন!!!!

২৫ শে জুন, ২০১৩ দুপুর ২:৩৮

রাসুল (সাঃ ) এর মৃত্যুর সময় সকল সাহাবী কাফের ছিলেন শুধু কয়েকজন ছাড়া। এটাই মুলত শিয়া ভণ্ডদের বিশ্বাস।

সাহাবী( রাঃ) এর সাহাবীদের গাল মন্দ করা এবং তাদের কাফের সাব্যস্ত করা হোলও শিয়া ধর্মীও বিশ্বাসের অন্যতম নীতি।



যেমন আল কুলাইনি" ফুরু" আল কাফি কিতাবে জাফারের উদ্রিতি দিয়ে বলেনঃ " রাসুল(সাঃ) এর মৃত্যুর পর তিন ব্যক্তি ব্যতিত সকল মানুষ মুরতাদ( কাফের) ছিল। আমি বললাম ঐ তিন ব্যক্তি কারা? জবাবে বলেন, মিকদাদ ইবন আস ওয়াদ, আবু জর গিফারি ও সাল্মান ফারসি"



আল মাজলেসি" বেহারুল আন ওয়ার" গ্রন্থে উল্লেখ করেন যে, আলি ইবন হুসাইনের গলাম বলেন, আমি একদা একাকি অবস্থায় তাঁর সাথে ছিলাম, অতঃপর আমি তাকে বললাম, নিশ্চয়ই আপনার প্রতি আমার অধিকার আছে, আপনি কি আমাকে দুই ব্যক্তি তথা আবু বকর ও উমার সম্পর্কে বলবেন?

তিনি বলেন তারা দুইজন ই কাফের এবং তাদের যারা ভাল বাশে তারাও কাফের।"



বেহারুল আনোয়ার হচ্ছে শিয়াদের কিতাব।



এটাই তাদের ধর্মীও বিশ্বাস।

(আমরা যারা সাহাবীদের ভাল বাসি তারা বিশ্বাস করি আলি ইবন হুসাইন রাঃ এ সকল মিথ্যা ধারনা থেকে মুক্ত)



বিঃ দ্রঃ ব্লগে অনেক শিয়া ব্লগার আছে, তাদের থেকে সাবধান





শিয়াদের আরও জঘন্ন বিশ্বাস নিয়ে আরও পোস্ট হবে ইনশাআল্লাহ।

আর বর্তমান ইরানের আসল চরিত্র উন্মচিত হবে

মন্তব্য ৫ টি রেটিং +২/-০

মন্তব্য (৫) মন্তব্য লিখুন

১| ২৫ শে জুন, ২০১৩ বিকাল ৩:২৬

তুহিন সরকার বলেছেন: নাউজুবিল্লা।

শিয়া সম্পর্কে তথ্য দেবার জন্য ধন্যবাদ।
শুভকামনা রইল।

২৫ শে জুন, ২০১৩ সন্ধ্যা ৭:৩৭

টি- ৭২ ট্যাঙ্ক বলেছেন: আপনাকে ধন্যবাদ

২| ২৫ শে জুন, ২০১৩ বিকাল ৪:০২

পরিবেশ বন্ধু বলেছেন: শিয়াদের ভ্রান্ত মতবাদ ইসলামের প্রতি যুলুম
এদের ভান্ত মতবাদ লেখা ও মন্তব্য ইমানদারদের জন্য ক্ষতিকর

২৫ শে জুন, ২০১৩ সন্ধ্যা ৭:৩৯

টি- ৭২ ট্যাঙ্ক বলেছেন: ক্ষতি নয় বরং উপকারী। ইমান দার গন প্রকৃত সত্য জানতে পারবে

৩| ২৫ শে জুন, ২০১৩ বিকাল ৫:১০

আতা2010 বলেছেন: শিয়াই কাফের

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.