![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমার খুব ইচ্ছা আসিল আর্মি তেঁ জামু, ট্যাঙ্ক চালামু!!!!
শিয়াদের অন্যতম মৌলিক আকিদা হচ্ছে রাজ আ আকিদা যার আলকে মুসলিম শাসক দের বিচার ফয়সালা করা হবে। এই আকিদায় বিশ্বাসী ছিল তাদের আলেম ' আমালি আল মুরতাযা' নামক গ্রন্থের লেখক সাইয়েদ আল মুরতাযা।
শিয়াদের আলোচিত এই আলেম আল মুরতাযা তাঁর ' আল মাসায়েলুন নাসেরিয়া ' কিতাবে বলেন ঃ নিশ্চয়ই মাহদি(তাদের দ্বাদশ ইমাম) তাঁর সময়ে আবু বকর ও উমর কে গাছে ঝুলিয়ে ফাঁসি দিবেন। তাদের ফাঁসি দেয়ার আগে গাছ টি সতেজ থাকবে কিন্তু ফাঁসি দেয়ার পর সেটি মরে যাবে।
এর চে জঘন্ন আকিদা বিশ্বাস কি হতে পারে?
২| ২৭ শে জুন, ২০১৩ দুপুর ১:২১
আমার জন্য লেখা বলেছেন: reference please.
৩| ২৭ শে জুন, ২০১৩ দুপুর ১:৩৭
টি- ৭২ ট্যাঙ্ক বলেছেন: View this link View this link View this link View this link
৪| ২৭ শে জুন, ২০১৩ দুপুর ২:০৫
প্রাচীন মানব বলেছেন: ভাইজান, আমাদের পেয়ারা নবী হযরত মুহাম্মাদ (সাঃ) যে ইসলাম ধর্ম প্রচার করেছিলেন সেই ইসলাম ধর্মে কি কোন বিভাজন আছে ?? আমার ক্ষুদ্র জানার পরিধি থেকে এতটুকু বুঝতে পারি যে তিনি শুধুই ইসলাম প্রচার করেছিলেন, শিয়া-সুন্নি নাম দিয়ে কোন ইসলাম প্রচার করেন নাই। তাহলে বর্তমান মুসলিম বিশ্বে এতো বিভাজন কেন ?? কারন আমরা নিজেরাই কি পথভ্রষ্ট হয়নি ?? ইন-শা-আল্লাহ মৃত্যুর আগ পর্যন্ত সঠিক পথ খুজে যাব, বাকিটা আল্লাহ্ পাকের ইচ্ছা।
২৭ শে জুন, ২০১৩ বিকাল ৩:০১
টি- ৭২ ট্যাঙ্ক বলেছেন: এখানেই মূল বিষয়!! রাসুল(সাঃ) তো ইসলাম প্রচার করেছেন কিন্তু তিনি তো কোন বিভক্তি রেখে যাননি। এখনে যারা এইসব বি ভক্তি করেছে তাদের সম্পর্কে সচেতন করছি । আমরা মুসলিম।
©somewhere in net ltd.
১|
২৭ শে জুন, ২০১৩ দুপুর ১২:৩১
mrof বলেছেন: +