নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি খুব ক্ষুদ্র মানুষ, ক্ষুদ্র এই পৃথিবীতে, আমার অস্তিত্ব সার্থক করতে ব্যস্ত আসি।

টি- ৭২ ট্যাঙ্ক

আমার খুব ইচ্ছা আসিল আর্মি তেঁ জামু, ট্যাঙ্ক চালামু!!!!

টি- ৭২ ট্যাঙ্ক › বিস্তারিত পোস্টঃ

সিরিয়ায় আসাদ ও হিজবুল্লাহ বাহিনী কর্তৃক নারীদের শারীরিক ও যৌন নির্যাতনের ভিডিও ফুটেজ!!!

৩০ শে জুন, ২০১৩ সকাল ৯:০৯

ভিডিওটি দেয়ার উদ্দেশ্য হচ্ছে আসাদ ও হিজবুল্লাহ বাহিনীর ওয়ার ক্রাইম মানুষের সামনে উপস্থাপন করা। এই সকল নারীদের অসম্মান করা নয়।

যারা এতো দ্বীন নিজেদের এতো দ্বীন ইসরায়েলের শত্র বলে মুসলিম জাতীর সামনে উপস্থাপন করেছে তারা এখনে সিরিয়ায় অসহায় নারীদের অসম্মান করছে। এই শিয়া হিযবুল্লাহ বাহিনী প্রকৃত পক্ষে আহলে সুন্নাহ ওয়াল জামাতের নারীদের অসম্মান করা তাদের ধর্মীও কাজ বলে মনেয় করে।

মন্তব্য ১২ টি রেটিং +০/-০

মন্তব্য (১২) মন্তব্য লিখুন

১| ৩০ শে জুন, ২০১৩ সকাল ৯:৩৭

বিকারগ্রস্থ মস্তিস্ক বলেছেন:
american army torture in ireq
দিয়া সার্চ দিয়া নিশ্চয়ই দেখবেন আপনার বিশ্ব শান্তি কামী দেশের আর্মির চিত্র --

আমি বলছি না উপরের নির্যাতন বৈধ্য - যুদ্ধ বা হানাহানি অবস্থার সাইকোলজী যদি না বুঝেন - --এইডা নিয়া ধর্মে ত্যানা প্যাচানোর কিছু দেহি না -


ও ও সর‌্যি দাদা ডানে এই মাত্র চোখ গেলো ---- দুঃখিত দাদা -

৩০ শে জুন, ২০১৩ সকাল ৯:৫০

টি- ৭২ ট্যাঙ্ক বলেছেন: আমার মনে হয় আপনি শিয়াদের সম্পর্কে কোন ধারনা রাখেন না।

বর্তমান সিরিয়াতে নারীদের যে সকল নির্যাতনের শিকার হতে হচ্ছে, এর পেছনে মূল কারন তারা সুন্নি। এটা শিয়ারাই এটা শুরু করেছে।

এমনকি তারা একজন নারিকে এইজন্নই ধর্ষণ করে যে সে আয়েশা( রাঃ) উম্মুল মুমিনিন বলে শিকার করে। কারন শিয়া গোষ্ঠী আয়েশা রাঃ কেও কাফির বলে গন্ন করে।


২| ৩০ শে জুন, ২০১৩ সকাল ৯:৪০

লিঙ্কনহুসাইন বলেছেন: এই ৪৬ বছরে ইসরাইলের হাতে যেই পরিমাণের মুসলমান মারা গেছে তার চাইতে অনেক বেশি মুসলমান মারা গেলো আসাদের হাতে এই ১ বছরে , জাতিসংঘর হিসাব মনে ৯৫ হাজার মানুষ মারা গেছে সিরিয়া । তার পরেও দেখি আসাদের গুনগান করে অনেকেই আর ইসরাইলের নাম শুনলেই বমি করে দেয় ।

বেশ কিছু দিন আগে একটা নিউজ দেখেছিলাম 'সিরিয় নারীদের সাময়িক সময়ের জন্য বিয়ে করতে পারবে বিদেশি সন্ত্রাসীরা !! শেখ মোহাম্মাদ আল-আরিফি সৌদি আরবের এই ওয়াহাবি আলেম এ ফতোয়া দিয়েছিলেন ।
শেখ মোহাম্মাদ আল-আরিফি নামের এই আলেম দাবি করেছেন, "বিদেশি সন্ত্রাসীরা সিরিয় নারীদের বিয়ে করলে তাতে তাদের যৌন কামনা মিটবে এবং তারা সিরিয়ার নাগরিকদের হত্যায় গভীরভাবে মনোনিবেশ করতে পারবে।" এটাকে বলে গণিমতের মাল !!!

বার্মা মুসলমান নিধন চলছে এমন অভিযোগে বাংলাদেশে প্রতিদিনই বিক্ষোভ মিছিল মিটিং করেছিল মাওলানারা তারা এখন কোথায় , নাকি মুসলমানের হাতে মুসলমান মারা গেছে কোন সমস্যা নাই !!!!!!!!!!!!

৩০ শে জুন, ২০১৩ সকাল ৯:৪৫

টি- ৭২ ট্যাঙ্ক বলেছেন: আপনি দয়া করে সংবাদের লিঙ্ক টা দ্বীন।
আর আপনি যাদের বিদেশী সন্ত্রাসী বলছেন আমার তো মনে হয় তারা সিরিয়ান এই সকল অসহায় নারী- শিশু দের জীবনের নিরাপত্তার জন্যই আসাদের অত্যাচারের বিরুদ্ধে যুদ্ধ করছে।

৩| ৩০ শে জুন, ২০১৩ সকাল ৯:৪১

১১স্টার বলেছেন: হে আল্লাহ তুমি সকল নারীর সম্মান রক্ষা করো...... আমিন।

৪| ৩০ শে জুন, ২০১৩ সকাল ৯:৪৭

লিঙ্কনহুসাইন বলেছেন: এই নেন লিংক

৫| ৩০ শে জুন, ২০১৩ সকাল ৯:৪৭

লিঙ্কনহুসাইন বলেছেন: Click This Link

৬| ৩০ শে জুন, ২০১৩ সকাল ৯:৪৯

লিঙ্কনহুসাইন বলেছেন: আগে লিংক গুলা কাজ করছেনা , তাই অন্য নিউজ পেপারের লিংক দিলাম

৩০ শে জুন, ২০১৩ সকাল ৯:৫৪

টি- ৭২ ট্যাঙ্ক বলেছেন: ভাই এই খবরটা তো বাস্তবতার সাথে মিল নেই।

"শেখ মোহাম্মাদ আল-আরিফি নামের এই আলেম দাবি করেছেন, বিদেশি সন্ত্রাসীরা সিরিয় নারীদের বিয়ে করলে তাতে তাদের যৌন কামনা মিটবে এবং তারা সিরিয়ার নাগরিকদের হত্যায় গভীরভাবে মনোনিবেশ করতে পারবে।"

সবাই জানে যে সিরিয়ার নাগরিকদের হত্যা করছে বাশার আল আসাদ, সেখানে বিদেশী সন্ত্রাসীরা!!!! কেন সিরিয়ার নাগরিকদের হত্যা করবে।


৭| ৩০ শে জুন, ২০১৩ সকাল ১০:০৫

লিঙ্কনহুসাইন বলেছেন: সেইটা আমি কি জানি , এই নিউজটা অনেক গুলা নিউজ পেপার ছাপিয়েছে , আপনি গুগোলে সার্চ করলে পাবেন ।

৮| ৩০ শে জুন, ২০১৩ সকাল ১০:১০

শুভ জািহদ বলেছেন: ১১স্টার বলেছেন: হে আল্লাহ তুমি সকল নারীর সম্মান রক্ষা করো...... জালিম থেকে তাদের উদ্ধার কর, তাদের জন্য ওয়ালী পাঠাও। আমিন।

৩০ শে জুন, ২০১৩ সকাল ১০:১৭

টি- ৭২ ট্যাঙ্ক বলেছেন: আমিন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.