নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

স্বর্ণপর্ণী

উর্ণনাভ

কলসিতে জল নাই , যমুনা কত দূর

উর্ণনাভ › বিস্তারিত পোস্টঃ

সুধীর কাণ্ড

২৩ শে জুন, ২০১৫ রাত ১:৫২

প্রথমে আমরা লজ্জা পেলাম ।
তারপর আমরা ঘটনার সত্যতা প্রশ্নবিদ্ধ করলাম । ইউটিউবে ভারতের গণমাধ্যমের সংবাদ
আপলোডের সময় নিয়ে গালিগালাজও করলাম ।
এরপর সাজানো নাটক উপাধিও দিলাম ।
এরপর দেখা গেল আসলেই ন্যাক্কারজনক কিছু ঘটেছিল । :/

যা-হোক সমস্যা এই লজ্জাজনক ঘটনায় শেষ না । সেখানেই শুরু ।

ভারতীয় গণমাধ্যমের সংবাদকে মিথ্যা প্রমাণ করার জন্য আমরা উঠে পড়ে লাগলাম ।
https://www.youtube.com/watch?v=P_RCvgwJAI
লজ্জায় মাথা হেট হয়ে গেল নিজের দেশের এই সংবাদটা দেখার পর ।
সাংবাদিকের অসম্ভব সব ইংরেজীর বহর নিয়ে কথা নাই বললাম । ৩ মিনিট ২০ সেকেণ্ড থেকে ৩৫ সেকেণ্ডের মধ্যে তিনি জোর জবরদস্তি করে
নিজের কথাকে সুধীরের করে নিলেন যে ভঙ্গীমায় তাতে মনে হচ্ছিল তিনি সুধীরের সাক্ষাৎকার নিচ্ছেন না, বিতর্ক করছেন ।
কেন শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা ? এতে কি ভাবমূর্তি খুব উন্নত হচ্ছে?
লজ্জা লাগে । :/

গুটিকয়েক উত্তেজিত সমর্থকের উচ্ছৃংখলতার বিচ্ছিন্ন একটা ঘটনা বলা
যেতে পারত এটাকে ।
সুধীরের কাছে একবার ক্ষমা চেয়ে নিলে ওডিআই সিরিজে আমাদের আধিপত্য এতটুকু কমে যেত না ।
আতিথেয়তায় আমাদের যে সুনাম , যা আমাদের গর্ব তার প্রতি
কি এই ধরণের আচরণ তীব্র উপহাস ছুড়ে দেয় না ? ?
আমরা অন্যতম শ্রেষ্ঠ অতিথিপরায়ণ জাতি - এ কি তবে কেবলই মুখের কথা?

ভাই সুধীর , এই লোকগুলা বাংলাদেশ রিপ্রেজেন্ট করে না ।
আপনার সাথে যা হয়েছে আমরা লজ্জিত, পারলে ক্ষমা করবেন ।

মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ২৩ শে জুন, ২০১৫ রাত ২:১৫

নতুন বলেছেন: যাক কাউকে ধাক্কা দেওয়া/ কাপড় টানাটানি করা তাহলে অপমানের পযায়ে পরেনা।

Independent24 Television কিভাবে এই রকমের ইংরেজী জানা ছেলেকে রিপোট করতে পাঠায়???

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.