![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সবাই চিল্লাচিল্লি করতাছে ব্লগার মাইরা ফেলছে ,ব্লগার মাইরা ফেলছে , দেশে মুক্ত চিন্তা রোধ করতাছে............ প্রথমেই বলবো দেশে এরকম হত্যাকান্ড হওয়া একেবারে অনুচিত এবং শাস্তিযোগ্য অপরাধ ......... যারা হত্যা করছে তাদের দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা উচিত............ কিন্তু এইটাও মনে রাখা উচিত আপনি পাবলিকের মূল্যবোধে আঘাত করবেন......... তথাকথিত মুক্তমনাগিরি দেখাইতে যাইয়া দেশের ৯৯.৯৯৯৯৯% মানুষের মূল্যবোধে আঘাত দিবেন আর আপনাদের কিছু বললেই দেশে মানবাধিকার নাই হইয়া যাইব এইটা কেমুন কথা??? ক্যান যখন ৯৯.৯৯৯৯৯% মানুষের ধর্ম নিয়া কথা কন তখন আপনার মানবাধিকার থাকে কই?? লেখালেখি করেন ভালো কথা............ লেখেন ............... এইটা আপনার অধিকার ............... কিন্তু আরেকজনের মূল্যবোধে আঘাত করেন কেন???
২| ১৪ ই মে, ২০১৫ বিকাল ৫:৫১
অপু্র্ব আহমেদ বলেছেন: সেইটা খারাপ বলেন ন। কথা হইল ২ টা ব্যাপারেই আইন কঠোর করে তার প্রয়োগ করতে হবে । আর বড় ব্যাপার হইল ব্যাপার গুলাকে সামাজিক ভাবে প্রকাশ্য করতে হবে যাতে মুক্ত আলোচনার সুযোগ থাকে. । ইন্ডিয়া তে ব্যাপার টা হয়ে থাকে তাই মুক্ত আলোচনাকারীরা নিরাপদ থাকেন
©somewhere in net ltd.
১|
১৪ ই মে, ২০১৫ বিকাল ৫:২২
বিদ্রোহী ভৃগু বলেছেন: কথা এইটা্ওনা! বল্লেই মেরে ফলতে হবে তা যেমন নয়- বলাটাও অসমীচিন! আর বলার জণ্য আপনি কোর্টে যেতে পারেন। তার বলাটা সঠিক নয় আইনত প্রমাণ করতে পারেন। আরও অনেক পথ আছে!
তারচে ভয়ংকর হল- কেউ মরলেই ইসলামিষ্টতথা সরল বাংলায় মুলিম ধর্শাবলম্বিদের টার্গেট করা হয়! অথচ তা নানা কারণে হতে পারে- ভ্যক্তিগত, সম্পত্তি বিরোধ বা নারী ঘটিত অতবা কেবলই ইগো সম্পর্কিত! তার আসলে কোনটা তা প্রমাণ হবার আগেই মাইক নিয় দাড়িয়ে যায় হাজার জনে! এইটাই নিশ্চয়ই মোল্লাদের কাজ! আর এই বেনিফিটের সম্ভাবনা দেখেই বিভিন্ন গ্রুপ বিভিন্ন ফায়দা লুটছে এই অভিযোগের উপর বা আড়ালে দাড়িয়ে! দোষি হচ্ছে মুসলমানরা!
হ্যানমন্যতায় নিজেরাই লেগে পড়ছে -অপরাধ আর অপরাধীদের ছেড়ে!!!!!!!
ভয়ংকর।